Dr. Bellal Hossian Jewel

Dr. Bellal Hossian Jewel Assalamualaikum,I am Dr. Bellal Hossian Jewel(MBBS).It's my own page.

(মেডিসিন, ব্যাথা, চর্ম ও যৌন, শিশু, ডায়াবেটিস, হাইপারটেনশন, শ্বাসকষ্ট এবং গাইনী ও প্রসুতি বিষয়ে অভিজ্ঞ )

20/09/2025

সবাই বাবুটার জন্য দোয়া করবেন যেনো দ্রুত সুস্থ হয়ে যায়।

 #স্বাস্হ্য_বিপ্লব_এখন_সময়ের_দাবি  #স্বাস্হ্যখাতের_মুক্তির_১০দফা।আসুন ডাক্তার এবং সাধারণ জনতা এক কাতারে আসি।কথা বলি আমরা...
19/08/2025

#স্বাস্হ্য_বিপ্লব_
এখন_সময়ের_দাবি
#স্বাস্হ্যখাতের_মুক্তির_১০দফা।

আসুন ডাক্তার এবং সাধারণ জনতা এক কাতারে আসি।
কথা বলি আমরা একসাথে এই দেশের স্বাস্হ্য ব্যবস্থার উন্নয়নে। আমরা যেমন ডাক্তাররা নিরাপদ কর্মস্থল চাই, তেমনি চাই নিচের দাবি গুলিতে আমরা একসাথে আওয়াজ তুলি।

১) #সরকারি_হাসপাতালে_যত_সংখ্যক_বেড_তত_সংখ্যক_রোগী_ভর্তি_হবে।
সুন্দর পরিবেশে সম্মানের সাথে চিকিৎসার অধিকার প্রতিটা জনগনের আছে। সবাই ট্যাক্স প্রদান করেন।
প্রয়োজনে প্রতিটা সরকারি হসপিটালে আরো অধিক সংখ্যক বেড বাড়ানোর ব্যবস্থা গ্রহণ, অনেক বেশি সংখ্যক চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, wardboy নিয়োগ দিতে হবে।

২) ২৪ #ঘন্টা_প্যাথলজি_আর_রেডিওলজি_বিভাগ_চালু,
রাখতে হবে ৩ শিফটে।
সরকারি হসপিটালের কোনো পরীক্ষা বাহিরে যেতে পারবে না, সকল পরীক্ষা হসপিটালে করতে হবে।
সকল যন্ত্রপাতি মেরামত করতে হবে, প্রয়োজনীয় সকল পরীক্ষার যন্ত্রপাতি হসপিটালে স্থাপন করতে হবে।
কোনো ডাঃ বাহিরে পরীক্ষা করতে বললে, এমন কোনো প্রমান মিললে তার চাকরি বাতিল করার মতো সিদ্ধান্ত সরকারকে কঠোভাবে নিতে হবে।

৩) #জীবন_রক্ষাকারী_সকল_ঔষধের_যোগান,
হাসপাতালে ভর্তির পর সকল ওষুধ সরকারি ভাবে বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রদান করতে হবে।

৪) #দালাল_নির্মূল_করতে_হবে।
সরকারি হসপিটালের সীমানায় যাতে কোনো দালাল না আসতে পারে সেই ব্যাপারে কঠোর নজরদারি করতে হবে।
৫) #ওষুধ_কোম্পানির_সকল_প্রকার_গিফট_প্রণোদনা বন্ধ করতে হবে সরকারি ভাবে।
মাসের একটা নির্দিষ্ট দিন সকল কোম্পানি একসাথে একটা সেমিনার করতে পারে যেখানে হসপিটালের সকল ডাঃ উপস্থিত থাকবেন,তাঁদের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে সেমিনার করবেন, যাতে ডাঃ রা আপডেট থাকে। এছাড়া ওষুধ কোম্পানি কোনোভাবেই হসপিটালে ঢুকতে পারবে না।
প্রাইভেট চেম্বার বা সরকারি হসপিটালর আউটডোরে ওষুধ কোম্পানির MR কর্তৃক রোগীদের প্রেসক্রিপশনের ছবি তোলার বিড়ম্বনা বন্ধ করতে হবে আইন করে। এতে রোগীদের privacy নষ্ট হয়, একইসাথে ডাক্তারদের সুনাম নষ্ট হয়।

৬) #প্রতিটা_ওষুধ_কোম্পানির_ওষুধ_গুলির_গুণগত_মান_নিশ্চিত_করতে_হবে এবং মানহীন ওষুধ কোম্পানি, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিকেল বন্ধ করতে হবে। এখনই বন্ধ করতে হবে।

সকল কোম্পানির ওষুধের মান নিশ্চিত হলে বেসরকারি লেভেলে ওষুধ দেওয়ার ক্ষেত্রে ডাক্তাররা generic নাম লিখতে পারে এবং ডায়াগনস্টিক সেন্টার গুলির পরীক্ষার মান নিশ্চিত করতে হবে যাতে ডাক্তারদের বলে দিতে না হয় অমুক ল্যাবে টেস্ট গুলি করেন। এখন বলে কারণ অনেক ভুইপুড় হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে যেখানে পরীক্ষা রিপোর্ট ভুল হওয়ার আশংকা বেশি থাকে।
এই ভুল রিপোর্ট দিয়ে চিকিৎসা করলে তো ভুল হবেই।
কিছু কিছু মেডিকেল নামে মাত্র আছে কিন্তু কোনো ভালো টিচার্স নেই, ভালো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, এই সকল মেডিকেল কলেজ বন্ধ করতে হবে।
বর্তমান প্রেক্ষাপটে পর্যাপ্ত ডাঃ আছে দেশে, সেক্ষেত্রে এখন আর mats, LMP, LMF, এইগুলির প্রয়োজন আছে বলে মনে হয় না। তাই দেশের জনগণের সুস্বাস্হ্য সুনিশ্চিত করণে এসব কোর্স অচিরেই বন্ধ করতে হবে।

৭) #প্রেসক্রিপশন_ছাড়া_কোনো_ফার্মেসি_ওষুধ_দিতে_পারবেবেনা এবং ্যতিত_কেউ নামের আগে ডাঃ লিখতে পারবে না এবং প্রেসক্রিপশন করতে পারবে না
তাহলে অযাচিত এন্টিবায়োটিক সহ সকল ওষুধের ব্যবহার
বন্ধ হবে, এন্টিবায়োটিক রেসিসটেন্স ডেভেলপ করবে না।

৮) #সরকারি_বেসরকারি_হাসপাতালে_কঠোরভাবে_বর্জ্য_ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতে হবে।
হসপিটালে মানুষ যায় যায় সুস্থ হতে। এখন অসুস্থ পরিবেশ, নোংরা ওয়াশরুম, চারপাশে দুর্গন্ধ পরিবেশ, এসবের মধ্যে সুস্থ হওয়ার পরিবর্তে মানুষ আরো অসুস্থ হয়ে পরে। তাই হাসপাতাল গুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত এই বর্জ্য ব্যবস্থাপনায়। নির্মল পরিবেশ মানুষকে শারীরিক ও মানসিকভাবে দ্রুত সুস্থ করে তুলে।

৯) #চিকিৎসক_এবং_চিকিৎসাকর্মীদের_সুরক্ষা_আইন_
#প্রণয়ন_করে_দ্রুত_বাস্তবায়ন করতে হবে।
চিকিৎসা কর্মীরা যদি একটা নিরাপদ পরিবেশের নিশ্চয়তা না পান এবং মানসিক চাপমুক্ত না হোন,তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে জনগণের জন্যে ভালো চিকিৎসা সেবা দেওয়া অনেক কঠিন ও কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই চিকিৎসা কর্মীদের কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করণে দ্রুত চিকিৎসক ও চিকিৎসা কর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

১০) #সরকারি_এবং_বেসরকারি_খাতে_চিকিৎসকসহ_
্বাস্হ্য_কর্মীর_সুনির্দিষ্ট_বেতনকাঠামো_উন্নত_দেশের_আদলে_নিরুপণ_করতে_হবে।
দেশের স্বাস্হ্য কর্মীরা যখন উন্নত জীবন ব্যবস্থার সুযোগ পাবেন, তাঁদের পারিবারিক অশান্তি কমে আসবে, রোগীদের সাথে ভালো ব্যবহার, ভালোভাবে কাউন্সেলিং করতে তারা অধিকতর আগ্রহী হয়ে উঠবেন বলে আশা করি।
অনিরাপদ পরিবেশে কাজ করে জনগণের সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব নয়।ডাক্তারকে শারীরিক এবং মানসিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে।

আসুন একসাথে লড়ি। আমরা তরুণ প্রজন্মের সকল ডাঃ
এই জিনিস গুলি চাই আমাদের ডাক্তারদের জন্যে এবং জনগনের জন্যে।
আসুন সরকারকে বাধ্য করি এই কার্যক্রম গুলি গ্রহণ করতে।
আমরা ডাক্তার_জনগন কেউ কারো শত্রু নয়, আসুন সবাই একসাথে ভালো থাকি। কেউ কাউকে দোষ না দিয়ে পরিবর্তনের সুর তুলি হাতে হাত রেখে একসাথে।

প্রতিটা জেলায় #ডাক্তার_ও_জনগণের_সেতুবন্ধন তৈরী করতে চাই। আমরা প্রতিটা জেলাতে যদি ডাক্তার এবং
জনগন এক হয়ে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে আশা করি খুব দ্রুতই এই ১০ টা সমস্যার সমাধান হবে।

ভন্ড পীর তারপরও ডাক্তার এর অপর নাম ক সা ই। রোগিণী এবং তার পুরো পরিবার পীরের মুরিদ। পীর বাবা বলেছেন অপারেশন লাগবে না। এমন...
18/08/2025

ভন্ড পীর

তারপরও ডাক্তার এর অপর নাম ক সা ই।

রোগিণী এবং তার পুরো পরিবার পীরের মুরিদ। পীর বাবা বলেছেন অপারেশন লাগবে না। এমনেই ভাল হয়ে যাবা। রোগী তাই বাসায় বসে বসে পীরের দেয়া মাটি মিশ্রিত কোন এক ঝাঁড়ফুক দেয়া বস্তু খেয়েছে।

এদিকে পেটের নাড়ি প্যাঁচ খেয়ে পঁচে গেছে।পেট ফুলে ঢোল।আর পেটের ভেতরে বিষ্ঠা আর সমুদ্র সৈকতের মত বালু। রাত তিনটা পর্যন্ত অপারেশন করে সেই গু আর বালু পরিষ্কার করলাম আমরা ক'জন ক সা ই।

যদিও সে এখনো বেঁচে আছে,তবে যে ভয়ংকর ইনফেকশনের জন্য মৃ ত্যু র ঝুঁকিতে সে আছে, তার দায় বোধহয় আমাদেরই। কারণ এদেশে পীর বাবা রা সম্মানীত। আর চিকিৎসকরা ক সা ই।

ডা. হাসিব আল মামুন
©️

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।কোন ...
17/08/2025

জ্বী, বাংলাদেশে চিকিৎসা নিতে গেলে আপনার এরকম কোথাও ই যেতে হবে।
গিজ গিজ করবে মানুষে। ঘামের গন্ধ রোগের গন্ধ গরমে ভরপুর।
কোন রোগী বিছানায় তো কোন রোগী ফ্লোরে যায়গা পাবে। কোন রোগী খোলা বারান্দার ফ্লোরে যায়গা পাবে।
নোংড়া বাথরুম।
ডাক্তার নার্স রাও এই ভীড়ের মাঝে ঢুকে কখনো দাড়িয়ে, কখনো হাটু গেড়ে বসে চিকিৎসা দিবে।
তার উপর অক্সিজেন নাই, ঔষধ শেষ, ডাক্তার ১ জন রোগী ২০০ জন.. এক্সরে মেশিন নষ্ট, MRI মেশিন চান্দের দেশে..🤷‍♂️
ইহার নাম "সরকারি হাসপাতাল এর সাধারন ওয়ার্ড"..
শাহরুখ খান এর Jawan ছবি তে একটা হাসপাতাল দেখেছিলেন না? ঠিক ওরকম ই..
কিন্তু আশ্চর্য্য, এই অমানবিক পরিবেশ নিয়ে কেউ কথা বলে না।
কোন নেতার গলা কাপানো বক্তব্য দেখিনাই এই পরিবেশ শোধরানো নিয়ে কোন কথা বলতে।
চিকিৎসা সেবার উন্নতি নিয়ে কোন বক্তব্যের শুরুই হয় প্রাইভেট ডাক্তারদের কত লোভ, কত টাকা, কত টেস্ট কত কিছু এগুলো দিয়ে।
এবং এই কথাগুলো মানুষ খুব খায়.. খুব লাইক শেয়ার হয়।
কারন সরকারি হাসপাতালের ভয়ংকর পরিবেশ এ টিকতে না পেরে প্রাইভেটে চিকিৎসা নেওয়া লোকটা ৫ লাখ টাকা বিল দিয়ে এসে ডাক্তারের উপর জব্বর ক্ষেপে আছে।
তখন তার কানে ঐ কথাগুলাই মধুর শোনাবে। মিষ্টি শোনাবে।
সে ভাববে,
" আরে আসলেই তো!!!
প্রাইভেট হাসপাতালে এত টাকা রাখে কেন??? এই বিল কমানো দরকার, তাইলেই স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে।"
কিন্তু সে কখনোই ভাবে না - "সরকার এর ঐ সরকারি হাসপাতাল এর পরিবেশ উন্নতি দরকার।"
সে বারবার ওটাই ভাবে যে প্রাইভেট প্রতিষ্ঠান টার ফিস কমানো দরকার।
যেই ব্যবসায়ী লোকটা ১০০-৫০০ কোটি টাকা বিনিয়োগ করে প্রাইভেট হাসপাতাল এর এতবড় বিল্ডিং, এতবড় ল্যাব, সিটি স্ক্যান এমআরআই মেশিন, বড় ডাক্তার নার্স ম্যানেজার এসব মেনটেন করছে,
সে আপনাকে সস্তায় বা ফাও চিকিৎসা দিতে ওখানে প্রতিষ্ঠান খুলে নাই।
তার সব খরচ মিটিয়ে মোটা মুনাফা করার জন্যেই প্রতিষ্ঠান খুলেছে।
----
যতদিন আপনারা সঠিক প্রশ্ন করতে না পারবেন, ততদিন এরকম ই চলবে।
"প্রাইভেট হাসপাতালের বিল এত বেশী কেন??" এটা সঠিক প্রশ্ন না।
সঠিক প্রশ্ন টি হলো- "আমার রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"
প্রাইভেটে কসাই ডাক্তার এর ভিজিট, রিপোর্ট দেখতে টাকা নেওয়া, টেস্ট, ঔষধ কোম্পানী, ICU এর বেড ভাড়া হ্যান ত্যান নিয়ে যতবার কথা উঠবে,
ততবার প্রশ্ন একটাই হবে-
"আমার এই রোগের চিকিৎসা আমি সুস্থ্য পরিবেশে সরকারি হাসপাতালে কেন নিতে পারছি না?"
আমি তো আমার ইনকামের ৫%-২৫% ট্যাক্স দেই, তারপরেও কেন পারছি না???
বলেন???
কেন পারছি না??? কথা বলেন না কেন?? কি হলো??
::

16/08/2025

আমার একজন রোগীর চিকিৎসা ব্যয়:
রোগীর ডায়াবেটিস, প্রেসার,হার্টের সমস্যা, তার বাৎসরিক খরচ নিন্মরুপ।
বছরে ৪ বার ফলোআপ এ আসেন
ঔষধ ৫০০০×১২-ষাট হাজার( প্রতি বছর
টেস্ট ৫০০০×৩-পনের হাজার(বছরে)
ভাড়া ১০০০×৩- তিন হাজার( বছরে)
ডাক্তার ফি ৬০০×৩-১৮০০(বছরে)
প্রেসক্রিপশন দেয়ার পর প্রায়ই বলেন
সব টাকা পয়সা ডাক্তারের পিছনেই ব্যয়
করলাম।

© Ast. Prof. Dr. Washim Ahmed sir

দেখুন একটা  রুগির প্রথমবার high blood presssure ধরা পড়লে এতগুলো  পরীক্ষা করা বাঞ্চনীয়।।। ((প্রথম বক্স এরগুলো অবশ্যই, দিত...
16/08/2025

দেখুন একটা রুগির প্রথমবার high blood presssure ধরা পড়লে এতগুলো পরীক্ষা করা বাঞ্চনীয়।।।
((প্রথম বক্স এরগুলো অবশ্যই, দিতীয় বক্সের গুলো যদি ডাক্তার মনে করেন))

এটা মেডিসিন এর টেক্সট বই (Davidson medicine) থেকে নেয়া।।

কিন্তু বাংলাদেশের কোন ডাক্তার ই আপনাকে শুধু উচ্চ রক্তচাপের জন্যে ওতগুলো পরীক্ষা করাতে পারে না।।।
সেটা রুগীর টাকা পয়সার দিকে তাকিয়েই করা হয় না।।।
কিন্তু এতে ক্ষতি কিন্তু আপনার।।
আপনার রোগ ধরা পরবে না।।
আধুনিক চিকিৎসা ব্যবস্থা পুরপুরি investigation এর দাড়ানো।।
টেস্ট এর মাধ্যমে প্রমান এর পরে চিকিৎসা করতে হয়।।

প্রমান ছাড়া চিকিৎসা করলে ভুল হবার প্রবনতাই বেশি হয়।।।
টেস্ট ছাড়া চিকিৎসাতে আপনার ক্ষতির সম্ভবনা প্রায় ৫০ ভাগ এর উপর।।।
এখন কথা হচ্ছে বিদেশে আসলে হয় কি।।
ওখানে investigation free or Insurance বহন করে।।
ওখানে উল্টো test না করালে, পরবর্তীতে কোন ক্ষতি হলে, রুগীরা অভিযোগ করে ""কেন test করানো হলো না""....
সুতরাং investigation ছাড়া আপনার চিকিৎসা
পুর্নতা পাবে না।।
সমাধান কি?
-- সরকারিভাবে অথবা ইন্সুইরেন্স এর মাধমে যেভাবেই হোক মানুষের পুরো চিকিৎসার দায়িত্ব নিতে হবে।।।
এবং investigation হতে হবে মানসম্মত, যেন ডাক্তার confidence পায়।।
ডাক্তারের ধারনার সাথে রিপোর্ট যেন মিলে যায়।।।
একেক জায়গায় যেন, একেক রিপোর্ট না হয়।।

তাইলেই ultimately সুন্দর সমাধান হবে, সকল ধরনের অভিযোগ এর পরিসমাপ্তি ঘটবে।।।।

এছাড়া যাই করবেন, কোন লাভ হবে বলে আমার মনে হয় না।।।।

শুধু দোষারোপ চলবে।।

But Next first step should be --
One bed for every patient in govt hospital....

And also adequate doctors, nurses and stuff for every shift......

ধন্যবাদ।।।

আর হ্যাঁ, এটা তো সব থেকে সহজ ও সাধারন একটা রোগ, জটিল রোগের ইনভেস্টিগেশন এর কথা নাই বা বললাম।।

হায় আল্লাহ, আমি যদি ডাঃ হতাম,শুধু মানুষের DRE করেই সব রোগ ধরে ফেলতাম, হায় আল্লাহ,আমি যদি ডাঃ হতাম সব মানুষের পা**!-য় আঙ্...
16/08/2025

হায় আল্লাহ, আমি যদি ডাঃ হতাম,শুধু মানুষের DRE করেই সব রোগ ধরে ফেলতাম, হায় আল্লাহ,আমি যদি ডাঃ হতাম সব মানুষের পা**!-য় আঙ্গুল দিতাম, আর আঙ্গুল দিতাম,, সব রোগ ভালো করে দিতাম। রাত দিন মানুষের এতো সেবা করতাম, এতো সেবা করতাম, মানুষ আমার নিচে বাঁশ দিয়ে উঁচুতে তুলে শুধু সম্মান আর সম্মান করতো।

এটা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল এর একটি ওয়ার্ডের একরাতের দৃশ্য। বিছানা নাই, রোগী মাটিতে।আসন সংখ্যার তিনগুন রোগী , ডাক্তার...
08/08/2025

এটা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল এর একটি ওয়ার্ডের একরাতের দৃশ্য। বিছানা নাই, রোগী মাটিতে।

আসন সংখ্যার তিনগুন রোগী , ডাক্তার নার্স তো তিনগুন হ্য় না।

তাই রোগী যা পাবার কথা তার ৩ ভাগের ১ ভাগ পায়।

মেঝেতে রোগী, মেঝে পরিস্কার কিভাবে হবে?

সুইপারের কাজও হয় না।

৩ গুন সিরিঞ্জ , স্যালাইন সেট, ঔষধ লাগে।

তার মানে তিনদিনের সাপ্লাই একদিনে শেষ।

নার্সদের সংকট আরো বেশী। যা দরকার আছে তার ৩ ভাগের একভাগ । ৩ গুন রোগী এলে সেটা হয়ে যায় ৯ ভাগের ১ ভাগ।

মজার বিষয় হলো হাসপাতালের অধিকাংশ বিষয়ে ডাক্তারের কোন কর্তৃত্ব নাই।

তাই চিকিৎসা পরামর্শ দেয়া ছাড়া তার কিছু করার নাই।

হাসপাতালের প্রশাসনে তার ভূমিকা সীমিত।

এর জন্য ডাক্তার দায়ী না।

স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার গলদের দায় তার না।

এখানে রোগী ও চিকিৎসক দুজনেই ভিক্টিম।

একা ডাক্তার বসে থাকলে স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে না।

প্রত্যেক রোগীর বিছানা পাওয়ার অধিকার আছে। তেমনি বেড যা আছে তার চেয়ে বেশী রোগী ভর্তি করা রোগীর প্রতি অবিচার। তাকে অপ্রতুল চিকিৎসা না দিয়ে হাসপাতালের বেড বাড়াতে হবে। হাসপাতাল বাড়াতে হবে। এটা কার কাজ?

বিছানা ছাড়া চিকিৎসা দেয়া, মেঝেতে রাখা আর রাস্তায় রাখা একই কথা।

রোগীর প্রতি এই অবহেলা ও অবিচারের দায় কার? ১৬ কোটি মানুষের জন্য প্রতি ১০০০০ এ ০.৬ টি বেড বরাদ্দ আছে। তাদের মধ্যে ১% অসুস্থ হলে , রোগীর সংখ্যা ১০০. তার মানে প্রতি বেডে ৩ থেকে ৪ জন রোগী থাকবেই।বাকি রোগীরা হাসপাতালে এসে মেঝেতেও জায়গা পাবে না।

কার দোষ?

ডাক্তার থাকে না, ডাক্তারকে সাজা দিন।

বেড থাকে না, ওষুধ থাকে না। এটার শাস্তি কাকে দেবেন?

স্বাস্থ্য সেবা মানবাধিকার । এটা কোন রাজনৈতিক বিষয় না। এটা মানুষের প্রাপ্য।

তিনগুন রোগী দেখার ফলে ক্লান্ত চিকিৎসকের ভুল হলে তার দায় কার?

রোগী আর চিকিৎসক দুজনই মানুষ।

তারা দুপক্ষই অবিচারের শিকার।

ডাক্তারের ঘাড়ে দোষ দিয়ে , অদক্ষ স্বাস্থ্যব্যবস্থাপনাকে ঢেকে রাখার চেষ্টা একধরণের প্রতারনা।

পোস্টটি সকলে শেয়ার করে দিন এবং স্বাস্থ্য খাতের আমুল পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করুন।

Collected post

আজকের চেম্বারের রোগী সারা শরীরে এমন দীর্ঘদিনের পুরাতন দাদ (Tinea)চিকিৎসা দেয়া হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।যে কোন চর্ম...
08/08/2025

আজকের চেম্বারের রোগী
সারা শরীরে এমন দীর্ঘদিনের পুরাতন দাদ (Tinea)
চিকিৎসা দেয়া হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।
যে কোন চর্ম, যৌন ও চুলপড়া রোগের সঠিক চিকিৎসা নিতে যোগাযোগ করতে পারেন....
দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা (চরদুয়ানী)
বিকেল ৪ টা থেকে রাত ৮ টা (পাথরঘাটা)

এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ না...
02/08/2025

এই ভদ্রলোককে তোমরা সবাই চিনো কিন্তু ওনার ফেস দিয়ে চেনোনা। রক্ত সঞ্চালন অধ্যায়ে যে পড়ো, বাংলাদেশে সর্বপ্রথম হার্টমেট-৩ নামের মেকানিকাল হার্ট স্থাপন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

উনিই সেই জাহাঙ্গীর কবির, আজ নতুনভাবে আলোচনায় এসেছেন জামাতের আমিরের ওপেন হার্ট/বাইপাস সার্জারী করে। ৪ টা বাইপাস লাগছে জামাতের আমিরের,যা আল্লাহর রহমতে ভালোভাবে সম্পন্ন করেছেন ডা. জাহাঙ্গীর কবির।

এই পর্যন্ত উনি ২৯০০০+ হার্ট সার্জারী করেছেন,চিন্তা করা যায়! ২৯ হাজার+। শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে ১৯৮২ সালে এমবিবিএস পাশ করার পর শুরু হয় তার ডাক্তারি জীবন।

এমন দক্ষ অনেক ডাক্টার আমাদের দেশে রয়েছেন নেই শুধু ভালো সিস্টেম/ম্যানেজমেন্ট কিংবা প্রোপার টেকনোলজি। দিনশেষে সেই সিস্টেম এর দোহাই দিয়ে দক্ষ ডাক্টাররাও হারিয়ে যায় কিংবা হয়ে যায় আনপ্রফেশনাল।এই সিস্টেমকে ঠিক করার প্রধান দায়িত্ব তো রাজনীতিবিদদের, তাহলে হয়তো এমন অসংখ্য জাহাঙ্গীর কবিরকে আমরা পাবো।

©️ Md. Mehfuz Ahmed

পৃথিবীর কোনো দেশে কি এইভাবে স্ট্যান্ডাবাজি করতে পারে, তাও পুলিশের চাকরিতে থেকে?সমস্যার  গোড়ায় হাত না দিয়ে এমন পপুলিস্ট ক...
02/08/2025

পৃথিবীর কোনো দেশে কি এইভাবে স্ট্যান্ডাবাজি করতে পারে, তাও পুলিশের চাকরিতে থেকে?
সমস্যার গোড়ায় হাত না দিয়ে এমন পপুলিস্ট কথা বলে জনগণের কাছে পপুলার হওয়ার এই যে প্রবণতা সেটা কি আমাদেরকে জাতিগতভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে না?

একজন ডাক্তার কত ভিজিট নিবেন, সেটা উনি ঠিক করে দেওয়ার কে? ইন্ডিয়াতে একজন ডাক্তারের প্রাইভেট চেম্বারে ভিজিট ৩০০০-৫০০০ টাকা।আপনার এতোই সংস্কার করার ইচ্ছা সরকারি হাসপাতাল গুলি সংস্কার করেন। সেবা বাড়ান, ডাক্তার বাড়ান।

অধিকাংশ ডাঃ অবৈধ পথে টাকা কামায় না, তাঁরা ইনভেস্টিগেশন থেকে পার্সেন্টেজ নেন না, হা অল্প কিছু লোভী ডাঃ আছে, সেটা সব পেশাতেই আছে। তাঁদের বিরুদ্ধে অ্যাকশন সরকারিভাবে নেন। সেই জন্যে তো generalized করার অধিকার আপনার নেই।

এই যে ইনভেস্টিগেশন থেকে পার্সেন্টেজ সেটা এখন পায় রুগী নিয়ে আসা দালালরা সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। হসপিটাল কর্তৃপক্ষ এদের সাথে চুক্তিবদ্ধ হয়, সিন্ডিকেট তৈরী করে, এখানে ডাক্তারদের কোনো হাত নেই।
এই সিন্ডিকেট ভাঙতে পারেন না, তাদের কথা বললে চাপার দাঁত তো একটাও থাকবে না জানেন, তাই তাদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। বলতে আসেন নিরীহ প্রজাতির ডাক্তারদের বিরুদ্ধে।

আপনারা এতই যদি এইদেশের জনগণের স্বাস্হ্য নিয়ে ভেবে থাকেন তাহলে কেন হাজার হাজার ভুয়া ডাক্তার, কোয়াক অপচিকিৎসা দিয়ে যাচ্ছে, তাঁদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নি সরকারি আইন থাকা সত্ত্বেও?

আপনাকে হুশিয়ার করে দিচ্ছি আপনি দ্রুত আপনার এই স্ট্যান্ডাবাজি কথা পরিহার করুন, নয়তো আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো। আপনি ভাইবেন না
ডাক্তার কমিউনিটিতে সব spineless,
আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনি আপনার বক্তব্য পরিহার করবেন।

Address

Hospital Road
Mathbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Bellal Hossian Jewel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category