02/02/2025
উন্নত অপারেশনের চিন্তা মাথায় আসলেই আমাদের ধারণা মফস্বল শহরে সম্ভব না! অথচ প্রায় সকল অপারেশন হয়ে থাকে দ্যা নিউ লাইফ হসপিটালে। সকলের জানার জন্য এই পোস্ট।
আমরা জানি এপেন্ডিসাইটিস হলে অপারেশন হয় কেটে আর তা হলো নাভি থেকে কিছুটা ডান দিকে নীচের জায়গায়। অথচ কাটা ছাড়াও ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অপারেশন করা যায় যেখানে রোগীর কাটার কোন স্পট থাকে না এবং সেলাই পরবর্তীতে এসে কাটানোর কোন চিন্তাও করতে হয় না।
এই মেয়ে রোগীর বয়স ১৯ বছর।ডা: মো:নাজেম আল কোরেশী রাফাত স্যারের চেম্বারে ব্যাথা নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় রোগীর এপেন্ডিসাইটিস এবং ইনফেকশন অনেক বেশী। বিলম্ব না করে দ্রুত অপারেশন করতে পরামর্শ দেন রাফাত স্যার, নয়তো ব্রাস্ট হওয়ার সম্ভাবনা আছে(অপারেশনের ছবি দেখলে বুঝতে পারবেন ইনফেকশনের কারণে অনেক বেশী ফুলে আছে এপেনডিক্স)। রোগী সিলেট গিয়ে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করার আগ্রহ প্রকাশ করেন এবং যখন জানতে পারেন এই অপারেশন এখানেই সম্ভব তখন বিলম্ব না করে সিদ্ধান্ত নেন অপারেশনের।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ ডা.নজমুদ্দিন আল মহসিন স্যার এই অপারেশন করেন।এনিস্থিসিয়ায় ছিলেন ডা.বি,এস,এম এরশাদ স্যার এবং এসিস্ট করেন ডা.নিলয় চন্দ্র দাস স্যার।