Health Haven Hospital

Health Haven Hospital This is the official page of Health Haven Hospital,Moulvibazar .We are committed to serve people.

23/02/2024

অপারেশন করানোর আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ কথা

Eid Mubarak 🌙
21/04/2023

Eid Mubarak 🌙

Stay Safe
19/04/2023

Stay Safe

প্রচন্ড গরম পড়েছে । অতিরিক্ত গরমে প্রায়ই দেখা দেয় হিট স্ট্রোক বা সান স্ট্রোকের সমস্যা। বিশেষ করে শিশু বা বয়স্কদের ক্ষেত্রে গরমের সময়টা একটু বেশিই বিপজ্জনক। হিট স্ট্রোক এর রয়েছে নানা স্বাস্থ্য ঝুঁকি, এমনকি মৃত্যুও হতে পারে।

☀️ হিট স্ট্রোক কী?

আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা ৯৮ দশমিক ৪ ডিগ্রি ফারেনহাইট । স্বাভাবিক অবস্থায় কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালী প্রসারিত হয় এবং ঘামের মাধ্যমে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান করলে পানি ও লবণের ঘাটতি দেখা দিতে পারে। সেই সাথে তখন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা অকার্যকর হয়ে দেহের তাপমাত্রা যদি ১০৬ ডিগ্রী ফারনহাইটের উপরে চলে যায় তখন একে হিট স্ট্রোক বলে।

☀️ হিট স্ট্রোকের লক্ষণ

* শরীরের অতিরিক্ত তাপমাত্রা ( ১০৬ ডিগ্রী ফা এর উপরে)
* মাথা ব্যথা, মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরা
* দুর্বলতা
* বমি বমি ভাব
* দ্রুত শ্বাস প্রশ্বাস
* নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত
* রক্তচাপ কমে যাওয়া
* খিঁচুনি
* অজ্ঞান হয়ে যাওয়া।

☀️ হিট স্ট্রোক প্রতিরোধের উপায়

* হালকা, ঢিলেঢালা, সুতি পোশাক পরা
* রোদের উত্তাপ যেই সময়টাতে বেশি থাকে সেই সময়ে প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়া এবং যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা।
* বাসার বাইরে বের হলে ছাতা ব্যবহার করা।
* প্রচুর পানি ও অন্যান্য তরল যেমন- খাবার স্যালাইন, ফলের রস, ডাবের পানি ইত্যাদি পান করুন।
* সহজপাচ্য খাবার খান।

🔶 কারো হিট স্ট্রোক হলে যা করবেন

* রোগীকে দ্রুত শীতল স্থানে নিয়ে যান। সম্ভব হলে ফ্যান/এসি ছেড়ে দিন।
* পরিধেয় কাপড়টি ঢিলে করে দিন, সম্ভব হলে খুলে দিন।
* শরীর পানিতে ভিজিয়ে দিয়ে বাতাস করুন।
* রোগীর জ্ঞান থাকলে তাকে খাবার স্যালাইন দিন
* যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন।

আমাদের হাসপাতালে ২ঘণ্টার মাঝে ২টি অপারেশন সম্পন্ন হয় ।প্রথম টি - ডি অ্যান্ড সি অর্থাৎ গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়ে ভিত...
18/04/2023

আমাদের হাসপাতালে ২ঘণ্টার মাঝে ২টি অপারেশন সম্পন্ন হয় ।
প্রথম টি - ডি অ্যান্ড সি অর্থাৎ গর্ভের সন্তান নষ্ট হয়ে গিয়ে ভিতরে কিছুটা অংশ রয়ে গিয়েছিল তা পরিষ্কার করে দেয়া হয়। প্রথম সন্তান পেয়েও না পাওয়ার আক্ষেপ রোগীর চোখে মুখে ।

দ্বিতীয় টি - দীর্ঘ ১৪ বছর প্রথম সন্তানের মুখ দেখলো এক দম্পতি ।

পর পর দুটি বিপরীতধর্মী অনুভূতি চোখের সামনে দেখে মনে হলো মহান আল্লাহর কত নিয়ামতে ডুবে আছি আমরা । আজকের এই মহিমান্বিত রজনী তে মহান আল্লাহ যাতে আমাদের সকলকে ক্ষমা করে দেন ,সকলের মনের নেক আশা পূরণ করে দেন ।
আমিন

অচেতন হওয়ার আগে সচেতন হোন
04/04/2023

অচেতন হওয়ার আগে সচেতন হোন

আমাদের কাছে অপারেশন একটা ভীতির নাম । তার অন্যতম প্রধান কারণ ব্যাথা । ব্যাথা কে মানুষ খুব ভয় করে । অপারেশন এর সময় আপনি যাতে ব্যাথামুক্ত এবং সম্পূর্ণ সুস্থ থাকেন সেই দায়িত্ব টি পালন করেন একজন এনেসথেসিওলজিস্ট। অপারেশন এর সময় আপনার প্রেসার, পালস , হার্ট এর স্বাভাবিক কার্যক্রম এগুলো যথাযথ অবস্থায় রাখেন একজন এনেসথেসিওলজিস্ট ।
অপারেশন এর পর আপনাকে ব্যাথা মুক্ত রাখতেও ভুলেন না। আল্লাহ না করুক অপারেশন এর পর হঠাৎ কারো অবস্থার অবনতি হলে ক্রিটিকাল ম্যানেজমেন্ট এর কাজটিও করে থাকেন একজন এনেস্থেসিওলজিস্ট !!
সুতরাং কোনো অপারেশন এর আগে অবশ্যই আপনার এনেসথেসিওলজিস্ট কে জানুন, আপনার মোড অফ্ এনেসথেসিয়া জেনে নিন । অপারেশন এর পূর্বে এই প্রি এনেসথেটিক চেক আপ এর মাধ্যমে অনেক অঘটন এড়িয়ে যাওয়া সম্ভব ।
নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন

🌙 হে মুমিনগণ! তোমাদের জন্যে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া ব...
23/03/2023

🌙 হে মুমিনগণ! তোমাদের জন্যে সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। (সূরা বাকারাহ-১৮৩)
🌙 হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস ও পর্যালোচনাসহ রমজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী ও পরবর্তী গুণাহ মাফ করে দেওয়া হবে। (সহীহ বুখারী: ৩৮, সহীহ মুসলিম: ৭৬০)

#রমাদানুল_মুবারাক
#সাহরী_ইফতারের_সময়সূচি
#মৌলভীবাজার

অপারেশন করছেন  ডা: মো: হাদী হোসেন স্যার ও ডা.নাজনীন আখতার ম্যাডাম । মজার ব্যাপার হলো রোগীর মার সিজারিয়ান সেকশন অপারেশন ...
18/01/2023

অপারেশন করছেন ডা: মো: হাদী হোসেন স্যার ও ডা.নাজনীন আখতার ম্যাডাম । মজার ব্যাপার হলো রোগীর মার সিজারিয়ান সেকশন অপারেশন ও স্যার করেছেন ! অর্থাৎ পেশেন্ট এর জন্ম স্যার এর হাতে হয়েছে ।
মানুষের বিশ্বাসের জায়গা ধরে রাখা সহজ নয় যদি না আপনি সৎ এবং কর্তব্য পরায়ন হন ।

31/12/2022

সকলকে নতুন বছরের শুভকামনা

লাল সবুজের বাংলাদেশ 🇧🇩সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা  🇧🇩🇧🇩
16/12/2022

লাল সবুজের বাংলাদেশ 🇧🇩

সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩

01/12/2022

অনেকে ই চাচ্ছিলেন আমাদের কেবিন গুলো দেখতে । পুরো হাসপাতাল টা ই আপনাদের দেখাতাম সুন্দর করে। সময় স্বল্পতার কারণে হয়ে উঠছে না। তাই আজকে একটা কেবিন এক ঝলক দেখে নিন ।
আমাদের হাসপাতাল এর বিল্ডিং টা হসপিটাল হিসেবে ই বানানো হয়েছে তাই অনেকটা গোছানো বলতে পারেন ।
✴️ এক রোগী অপারেশন টেবিল এ শুয়ে বলছিলেন
" স্যার আপনাদের হসপিটাল পরিষ্কার, হাসপাতালের একটা গন্ধ থাকে ঐটা নাই ,মনে হচ্ছে নিজ বাসাতেই আছি " । এটাই আমাদের স্বার্থকতা।
ইনশাআল্লাহ আরো অনেক ভালো কিছু করার ইচ্ছা আছে আমাদের।
দুআ করবেন সবাই

🔶ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষয়ক্ষতির আশঙ্কা 🔶চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ০৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ...
24/10/2022

🔶ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষয়ক্ষতির আশঙ্কা

🔶চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ০৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।

🔶মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে ।

আল্লাহ হেফাজতের মালিক ।

#ঘূর্ণিঝড় #সিত্রাং #বাংলাদেশ

*** নিয়োগ বিজ্ঞপ্তি ***পদের নামঃ Senior Staff Nurse কর্মস্থলঃ Health Haven Hospital ,Moulvibazar.আবেদনের যোগ্যতাঃ Diplom...
20/10/2022

*** নিয়োগ বিজ্ঞপ্তি ***

পদের নামঃ Senior Staff Nurse
কর্মস্থলঃ Health Haven Hospital ,Moulvibazar.
আবেদনের যোগ্যতাঃ Diploma in Nursing science and Midwifery from a recognized Nursing & Midwifery Institute.
বেতন : আলোচনা সাপেক্ষে
আবেদন করতে যা যা প্রয়োজনঃ
সিভি (সফট কপি) (CV with mobile no. & e-mail address, passport size photo).
সকল সার্টিফিকেট
BNMC License সার্টিফিকেট
NID Card
Academic all Certificates
Apply Last Date: 31st October, 2022.
সকল ডকুমেন্ট একটি ফাইলে কর্তৃপক্ষের মেইল এ পাঠাতে হবে ।
অথবা হার্ড কপি নিয়ে সরাসরি হসপিটাল এ এসে দেখা করতে পারবেন নির্ধারিত তারিখের মাঝে ।
মোবাইল : ০১৯৭৯৪৬৫৯০৯
ইমেইল : healthhavenhospital@gmail.com
ঠিকানা : ১৭১, টিবি হসপিটাল রোড ,মৌলভীবাজার ।

(বি. দ্র. যাদের বাসা দূরে হাসপতালের ৪র্থ তলায় থাকার সুব্যবস্থা রয়েছে)

Address

171, TB Hospital Road, Moulvibazar
Maulvi Bazar
3200

Telephone

+8801979465909

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Haven Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Haven Hospital:

Share

Category