20/05/2022
গ্যাস্ট্রিকের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কত ভয়াবহ হতে পারে দেখুন। ( বি.দ্র. আপনারা জানেন সম্প্রতি রেবিপ্রাজল ৮.৫ নিষিদ্ধ করা হয়েছে)
১.অস্টিওপরোসিস বা হাড় ভাঙা রোগঃ দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ক্যালসিয়াম ও ম্যাগসিয়ামের শোষণ কমে যায়। আমাদের শরীরে কোন কারনে ক্যালসিয়াম কমে গেলে প্যারাথরমোন হরমোন বাড়ে। ফলে ক্যালসিয়াম লেভেল স্বাভাবিকে চলে আসে। কিন্তু এই অবস্থায় যদি ম্যাগনেসিয়াম(Mg) কম থাকে, তাহলে প্যারাথরমোন হরমোন নিঃসরণ বাধাগ্রস্থ হয়। এই ঝুঁকি সবচেয়ে বেশি হয় সেসব মহিলাদের যাদের মাসিক(পিরিয়ড) হওয়া বন্ধ হয়েছে। ফলে ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয় হয়।
২.জীবানুর উপদ্রবঃ
অনেকদিন গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও বুক জ্বালা কমে না কিংবা গ্যাস্ট্রিক কমে না কেন জানেন? কারণ এই ওষুধ এসিড নিঃসরণ কমায়। যেহেতু পাকস্থলীর এসিড HCL খাবারের সাথে আসা জীবানু মেরে ফেলে, তাই এসিড কম হলে জীবানু আরো বংশবিস্তার করে। ফলে H. pylori সহ অন্যান্য ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। এছাড়া আমাদের অন্ত্রে এসব ব্যাক্টিরিয়া বাসা বাঁধে ও আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া গুলোর উপর খবরদারি করে। ফলে পেটের সমস্যা হতে পারে, ডায়রিয়া হয়।
৩.আয়রন শোষণ কমেঃ
আমাদের খাবার থেকে আয়রন বের করতে পাকস্থলির এসিড খুবই দরকার। গ্যাস্ট্রিকের ওষুধ তো এসিডকে কমায়, ফলে খাবার থেকে আয়রন বের করতে পারে না। আয়রন হচ্ছে রক্তের লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আয়রনের অভাব হলে রক্তশূন্যতা দেখা দেয়।
৪.কিডনির সমস্যাঃ
অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে Interstitial nephritis হতে পারে, যা আপনার কিডনি অকেজো করে দিতে পারে।
৫. পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
৬. Vitamin B12 শোষণ কমায়।
দরকার ছাড়া গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া থেকে বিরত
থাকুন প্লিজ ।।।।।
ব্যথানাশক ঔষধ, স্টেরয়েড জাতীয় ঔষধ ছাড়া খুব
বেশি ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ঔষধ দরকার হয় না।।।