Smart Dentistry

Smart Dentistry Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smart Dentistry, Medical and health, Airport Road, Shamshernagar, Maulvi Bazar.

Extraction of Grossly carious tooth
26/07/2025

Extraction of Grossly carious tooth

Extraction of lower right 1st molar. রোগি দাঁত নড়া এবং হালকা ব্যথা নিয়ে আসেন। এক্সরে করে হাড়ের ক্ষয় সহ, দাঁতের গোড়ায় পের...
25/07/2025

Extraction of lower right 1st molar.
রোগি দাঁত নড়া এবং হালকা ব্যথা নিয়ে আসেন। এক্সরে করে হাড়ের ক্ষয় সহ, দাঁতের গোড়ায় পেরিএপিকাল লেশন পাওয়া যায়। এমতাবস্তায় দাঁতটি ফেলে দিতে হয়। বর্তমানে রোগি ভালো আছেন।

09/09/2022

ওপিজি (OPG/Orthopantomogram) এক বিশেষ ধরনের দাঁতের এক্স-রে যাতে একই ফিল্মে দুই চোয়ালের সমস্ত দাঁতের পাশাপাশি জয়েন্ট, সাইনাস দেখা সম্ভব৷

আসুন এক নজরে দেখে নিই কেন এবং কখন আপনার ডেন্টিস্ট ওপিজি এক্স-রে করার পরামর্শ দিতে পারেনঃ

1⃣ শিশুদের ক্ষেত্রে ওপিজি এক্স-রে'র মাধ্যমে দুধ দাঁতের পাশাপাশি হাড়ের ভেতরে স্থায়ী দাঁতের অবস্থা দেখা সম্ভব। আর ওপিজি এক্স-রে যেহেতু মুখের ভেতরে ফিল্ম/ সেন্সর না ঢুকিয়েই করা যায় তাই শিশুদের ক্ষেত্রে এটি করা তুলনামূলক সহজ।

2⃣ আক্কেলদাঁত এর সমস্যায় ওপিজি এক্স-রে'র মাধ্যমে দাঁতের অবস্থান দেখার পাশাপাশি পারিপার্শ্বিক হাড়- নার্ভ - চোয়ালের সাথে তুলনামূলক বিশ্লেষণের জন্য ডেন্টাল সার্জন'রা ওপিজির সহায়তা নিয়ে থাকেন।

3⃣ দুই চোয়ালের সংযোগস্থল যা টেম্পোরোমেন্ডিবুলার জয়েন্ট যা টিএম জয়েন্ট নামে পরিচিত তার যেকোন সমস্যা নির্নয়ে ওপিজি এক্স-রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4⃣ পেরিওডোন্টাল ডিজিজ বা মাড়ির রোগে ওপিজি এক্স-রে'র মাধ্যমে হাড়ের সাথে দাঁতের সংযোগ কি অবস্থায় রয়েছে - কোন কোন জায়গায় দুই দাঁতের মাঝের হাড়ে ক্ষয় হয়েছে এসব নির্নয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5⃣ আঁকাবাকা দাঁতের চিকিৎসার আগে ওপিজি এক্স-রে করে সামগ্রিক এসেসমেন্ট করা হয়।

6⃣ এক্সিডেন্ট বা আঘাতপ্রাপ্ত রোগীর চোয়াল ও মুখের হাড়ের ক্ষয়ক্ষতি (ফ্রাকচার) নির্নয় করতে ওপিজি প্রয়োজন।

7⃣ সেলুলাইটিজ বা ইনফেকশনের জন্য মুখ ফুঁলে গেলে ইনফেকশনের সূত্র অনুসন্ধানের জন্য ওপিজির প্রয়োজন হতে পারে। উপরের দাঁতের সাথে সাইনাসের সম্পর্ক থাকে- অনেক সময় উপরের মোলার দাঁতের গোড়া সাইনাসের ভেতরে থাকে। নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকরা সাইনোসাইটিস নির্নয়ে অনেক সময় ওপিজি'র সাহায্য নেন- একইভাবে ডেন্টাল সার্জন'রা ব্যাথার উৎস দাঁত না সাইনাস তা বের করার জন্য ওপিজির সাহায্য নেন।

8⃣ পুরো পাটির দাঁত লাগানোর আগে কোন জায়গায় মাড়ির নিচে দাঁতের গোড়া আছে কিনা সনাক্ত করতে ওপিজি করা লাগতে পারে। এছাড়া বয়স্ক রোগীদের বিভিন্ন দিকে দাঁতের গোড়া তোলার প্রয়োজন হলে ওপিজি করে দেখে নেয়া উত্তম। ডেন্টাল ইমপ্লান্ট সার্জারির ক্ষেত্রেও ওপিজি প্রয়োজন।

9⃣ চোয়ালের সিস্ট - টিউমার সহ যেকোনো প্যাথলজিকাল সমস্যা নির্নয়ে ওপিজি অত্যাবশকীয়।

1⃣0⃣ বয়স নির্নয়ের জন্য ওপিজি এক্স-রে বেশ কাযর্করী। শ্রমিক আইন অনুসরণ করা অনেক ফ্যাক্টরি তাদের শ্রমিক নিয়োগের সময় ডেন্টাল সার্জন কর্তৃক ইস্যুকৃত বয়েসের সার্টিফিকেট দেখতে চান। এক্ষেত্রে ডেন্টাল সার্জন শ্রমিকদের ওপিজি এক্স-রে দেখে বয়স নির্নয় করে থাকেন।
© Dr. Md Arifur Rahman

01/09/2022

বেশ কয়েকটি কারণ ডেন্টাল ক্যারিজ হওয়ার ঝুঁকি বাড়ায়। ডেন্টাল ক্যারিজের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে

♦️অগ্রসর বয়স (পুরানো দাঁত দ্রুত ফলক তৈরি করে)
♦️অটোইমিউন রোগ (যেমন শুকনো চোখ, শুকনো মুখ এবং সংযোজক টিস্যু ব্যাধি দ্বারা চিহ্নিত)
♦️শুকনো মুখ (অপর্যাপ্ত লালা)
♦️চিনিযুক্ত, স্টার্চি বা অ্যাসিডযুক্ত খাবার বা পানীয়গুলির অতিরিক্ত ব্যবহার
আক্রান্ত মাড়ি
♦️ধূমপান

চিকিৎসা -

আপনার দাঁত বা সংক্রমণ গভীর থেকে গভীরতর হওয়ার আগেই ডেন্টিস্টের দ্বারা ডেন্টাল ক্যারিজ গুলি তাৎক্ষণিক চিকিৎসা করে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁতের এক্সরে করার মাধ্যমে দাঁতের ক্যারিজ গুলি সনাক্ত করতে এবং আপনার ডেন্টিস্টকে ক্যারিজের গভীরতা নির্ণয় করতে বিশেষ সাহায্য করবে । সাধারণ অবস্থায় ক্যারিজ ব্যথাহীন হয়ে থাকে তবে দীর্ঘদিন অবহেলায় ক্যারিজ বেদনাদায়ক হয়ে উঠতে পারে। যদি আপনার দাঁতে ব্যথা অনুভূত হয়, তবে আইবুপ্রোফেন, প্যারাসিটামল এর মতো ওষুধ ব্যথা আক্রান্ত দাঁতের চিকিৎসা না করা পর্যন্ত ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

ওষুধের পাশাপাশি গহ্বরটি পূরণের জন্য দাঁতের কাজ করাও প্রয়োজন। আপনার ডেন্টিস্ট অ্যানাস্থেসিক দিয়ে আপনার মুখটি অবিচ্ছিন্ন করে শুরু করবেন। আপনার দাঁত অসাড় হয়ে যাওয়ার পরে, আপনার ডেন্টিস্ট চিকিত্সার জায়গাটি পরিষ্কার করার জন্য একটি ড্রিল ব্যবহার করবেন এবং প্রতিস্থাপনের উপকরণগুলি দিয়ে সহজেই জায়গাটি ভরাট করে দিবেন।

ডেন্টাল ক্যারিজ আপনি ডেন্টাল ক্যারিজগুলির লক্ষণ কেবল মাঝে মাঝে অনুভব করতে পারেন। কখনও কখনও, ডেন্টাল ক্যারিজের কিছু লক্ষণ...
01/09/2022

ডেন্টাল ক্যারিজ

আপনি ডেন্টাল ক্যারিজগুলির লক্ষণ কেবল মাঝে মাঝে অনুভব করতে পারেন। কখনও কখনও, ডেন্টাল ক্যারিজের কিছু লক্ষণ মারাত্মক হতে পারে।

ডেন্টাল ক্যারিজ গুলির লক্ষণ সাধারণত মুখের কাছে স্থানীয় হয়।

♦️একটি দাঁত পৃষ্ঠের গর্ত।
♦️চিবানোর সময় ব্যথা হওয়া।
♦️গরম বা ঠান্ডা খাবার এবং পানীয়ের সংবেদনশীলতা।
♦️দাঁতে ব্যথা হওয়া।

মা ও শিশুদের জন্য উপদেশ:♦️♦️মায়ের দুধ শিশুদের শরীর ও দাঁতের আদর্শ খাদ্য। যেসব মা শিশুদেরকে ফিডার দিয়ে দুধপান করান, তার...
31/08/2022

মা ও শিশুদের জন্য উপদেশ:

♦️♦️মায়ের দুধ শিশুদের শরীর ও দাঁতের আদর্শ খাদ্য। যেসব মা শিশুদেরকে ফিডার দিয়ে দুধপান করান, তারা একই নিপল দীর্ঘদিন ব্যবহার করবেন না। ঘুমের মধ্যে শিশুদেরকে কোনোক্রমেই ফিডার দেবেন না; দিলে দাঁতের মারাত্মক ক্ষতি হবে। দেড় থেকে দুই বছরের শিশুদেরকে ফিডার ছাড়িয়ে পেয়ালায় দুধপান করার অভ্যাস করান।

♦️♦️সময়মতো আপনার ছেলে-মেয়েদের দুধের দাঁত ফেলে দেবেন। নচেত স্থায়ী দাঁত বাঁকা-ত্যাড়া হওয়ার আশঙ্কা থাকে।

♦️♦️শিশু-কিশোর-কিশোরী যদি কোনো কারণে আঙুল চোষার অভ্যস্থ হয় সে ক্ষেত্রে ওই অভ্যাস রোধ করতে হবে। অপরাগতায় ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। নতুবা দাঁত আঁকা-বাঁকা, উঁচু নিচু ও অসামঞ্জস্যপূর্ণ হবে। এ ছাড়া মুখের ও চোয়ালের স্বাভাবিক গঠন ব্যাহত ও বেমানান হতে পারে এবং মুখশ্রীর গঠন ব্যাহত হতে পারে।

♦️♦️আঁশালো ও শক্ত খাদ্য যেমন-গাজর, পেঁয়ারা, আমড়া, আখ, আনারস, নাশপাতি, আপেল, নারকেল ইত্যাদি দাঁত ও মাঢ়ি সুস্থ থাকতে সাহায্য করে। উপরন- চোয়ালের স্বাভাবিক গঠনে সহায়তা করে।

♦️♦️লেবু, আমলকী, কমলা, টমেটো ও বিভিন্ন ধরনের শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন থাকে। ভিটামিন সি দাঁতের ও মাড়ির জন্য উপকারী।
.

♦️♦️ গর্ভকালীন মায়েরা টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খাবেন না। কারণ এটি শিশুর দাঁতের মারাত্মক ক্ষতি করে। শিশু জন্মানোর পরেও শিশুকে ওই জাতীয় অ্যান্টিবায়োটিক ১২ বছর পর্যন্ত দেবেন না। কারণ এতে স্থায়ী দাঁতের ক্ষতি হবে।

প্রতিরোধ: দাঁত নষ্ট হয় শুধু আমাদের বদ অভ্যাস এবং অনিয়মিত দাঁত পরিষ্কার করার কারণে। তবে এ কথা সত্য যে, সবারই রোগ প্রতিরোধ করার ক্ষমতা সমান থাকে না। যারা নিয়মিত দাঁতের যত্ন করেন ও দাঁত নিয়মিত পরীক্ষা করান তারাই ভাগ্যবান। বছরে অন্তত: দু’বার একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে মুখ ও দাঁত পরীক্ষা করানো ভালো। কারণ দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে চিকিৎসা (ফিলিং) করিয়ে দীর্ঘদিন দাঁতটি বাঁচানো সম্ভব। তেমনি মাঢ়ির রোগ (দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া) ও প্রাথমিক অবস্থায় ধরা পড়লে স্কেলিং করালে দাঁত নড়ে না বা ফেলে দিতে হয় না। যাদের দাঁত ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে তাদের মনে রাখা উচিত দেহের কোনো অংশের যত্ন নেয়ার দরকার বা প্রয়োজন ফুরিয়ে যায় না। অস্বাভাবিক দাঁতকে যে ভাবেই হোক চিকিৎসা করিয়ে টিকিয়ে রাখাই শ্রেয়। আজকাল চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দন-চিকিৎসার প্রয়োগ ও প্রসার অনেক গুণে বেড়ে গেছে। তাই একটি মূল্যবান দাঁতকে ফেলে দেয়ার আগে একটু ভেবে দেখা দরকার নয় কি?

Medical & health

মুখ ও দাঁতের যত্নে করণীয় উপদেশ, সবার জন্য সাধারণ উপদেশ:♦️ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপ...
31/08/2022

মুখ ও দাঁতের যত্নে করণীয় উপদেশ, সবার জন্য সাধারণ উপদেশ:

♦️ প্রতিদিন সকালে এবং রাতে ঘুমাবার আগে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ওপরের দাঁত ওপর থেকে নিচে এবং নিচের দাঁত নিচ থেকে ওপরের দিকে এবং দাঁতের ভেতর দিকেও মাজবেন।

♦️ ফ্লুরাইড দেয় যে কোনো টুথপেস্ট দাঁতের জন্য উপকারী। দু-তিন মাস অন-র টুথপেস্ট ও ব্রান্ড বদলাবেন, কারণ বিভিন্ন পেস্টে বিভিন্ন ধরনের উপাদান থাকে।
.

♦️যেসব জায়গা ব্রাশ দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় সেসব জায়গায় ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন।

♦️কয়লা, গুল, টুথ পাউডার, ছাই, মাটি, গাছের ডাল ইত্যাদি ব্যবহার নিষেধ।

♦️অত্যধিক পান-সুপারি খাবেন না- এতে দাঁত ক্ষয় হয়ে যায়।

♦️বিড়ি-সিগারেট খাবেন না- এতে মুখ ও দাঁতের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

♦️ বিশেষ বিশেষ খাদ্য যেমন-পাউরুটি, বিস্কুট, কেক, টফি লজেন্স, আইসক্রিম ইত্যাদি খাওয়ার পর উত্তমরূপে দাঁত পরিষ্কার করবেন।
.

♦️ঘুমানোর আগে এবং খাবারের মাঝে কখনো বিস্কুট, কেক, টফি লজেন্স খাবেন না, আর খেলেও ভালো করে দাঁত পরিষ্কার করে ফেলবেন।

Medical & health

31/08/2022

হাসিখুশি প্রাণবন্ত থাকা কে না থাকতে চায়। সুন্দর হাসির জন্য প্রয়োজন সুস্থ সবল, সুন্দর দাঁত। আপনাদের সুন্দর হাসি ধরে রাখার জন্য, আমরা ডেন্টিস্ট আছি সর্বদা আপনাদের পাশে।

আপনাদের কথা শুনব, সেবা দিব এই লক্ষ্যে আমাদের Smart Dentistry ' র পথচলা।

Stay connected ♥️

Address

Airport Road, Shamshernagar
Maulvi Bazar
3223

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smart Dentistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share