
14/09/2025
সায়মার জয়যাত্রা:এক বিরল রোগের অদম্য যাত্রা...
২৩ বছরের সায়মা—মৌলভীবাজারের শমশেরনগরের মেয়ে। বহুদিন ধরে সে শারীরিক সমস্যায় ভুগছিল। অতিরিক্ত ঘাম, অবসাদ,হরমোনজনিত সমস্যা (PCOS, Hypothyroidism), Anxiety Disorder, HTN, RTI.
তার মূল সমস্যা ছিল আরও রহস্যময়: ডান হাতে রক্তচাপ পাওয়া গেলেও বাম হাতে BP absent. কয়েক বার মাপলাম রক্তচাপ পেলাম না।🙄
রোগী বললো এইটাই আমার মেইন সমস্যা।
এর আগে আরোও ৪ জন কনসালট্যান্ট স্যার দেখাইছি কেউ পায় নাই।
সবার কাছে চাইতেন শুধু একটি উত্তর তার কি রোগ হইছে?
হতাশা, অবসাদ আর ভয় তাকে গ্রাস করেছিল।নিয়মিত ঘুম হয় না খুব chest palpitation হয়।
ঠিক সেই সময়ে লিপি আপা (তার কজিন) শমশেরনগর থেকে বললেন—
“তুমি Dr. Rakibul Polash ভাই-এর কাছে যাও। ওনি তোমার রোগ ধরতে পারবেন, আমার বিশ্বাস।”
সেই বিশ্বাসের শক্তিতে সায়মা আমার চেম্বারে এলেন। প্রথমবার দেখে, তার সব উপসর্গ ও ইতিহাস বিশ্লেষণ করতে করতে হঠাৎ Professor Aysha Rofiq Madam-এর অধীনে Cardiology-তে training-এর সময় একটি রোগীর কথা মনে হলো, আর মুহূর্তেই মাথায় এলো এইটা —
👉 Takayasu Arteritis (Pulseless Disease)।
ওইদিন ওটি তে Consultant Dr.Holy আপাকে রোগীর উপসর্গগুলো জানাইছিলাম।
তিনি তার husband, Medicine Senior Consultant Dr. Maruf Abdullah ভাই-এর সঙ্গে আলোচনা করেন এবং আমার ডায়াগনিসের সঙ্গে একমত হলেন।
তারপর রোগী Cardiology Professor Ayesha Chowdhury ম্যাডাম-এর চেম্বারে যান এবং পরামর্শের পর নিশ্চিত হলেন—আমার ডায়াগনিস সঠিক।
রোগীকে পাঠানো হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেখানে এঞ্জিওগ্রামে নিশ্চিত হলো—আমার ডায়াগনিস একদম সঠিক। BMU-র বিশেষজ্ঞরা জানালেন,
তারা এতদিনে মাত্র চার জন এই রোগী পাইছেন।
আজ সায়মা আবার আমার চেম্বারে এলেন। চোখে জল, কিন্তু এটা দুঃখের নয়—আনন্দের জল। তিনি বললেন—
“স্যার, এতদিনে আমি উত্তর পাইছি। আপনি আমার রোগটা ধরেছেন। আপনার জন্যই আজ আমি সুস্থ হওয়ার পথে.....
Takayasu Arteritis এক বিরল রোগ। বাংলাদেশে মাত্র কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন।
রোগীর অনুমতি নিয়ে পোস্ট করা।