রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার

রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার সব ধরণের ডায়াগনস্টিক সার্ভিস শ্রীমঙ্গল রোড, বেরীরপাড়, মৌলভীবাজার

সায়মার জয়যাত্রা:এক বিরল রোগের অদম্য যাত্রা...২৩ বছরের সায়মা—মৌলভীবাজারের শমশেরনগরের মেয়ে। বহুদিন ধরে সে শারীরিক সমস্যায় ...
14/09/2025

সায়মার জয়যাত্রা:এক বিরল রোগের অদম্য যাত্রা...

২৩ বছরের সায়মা—মৌলভীবাজারের শমশেরনগরের মেয়ে। বহুদিন ধরে সে শারীরিক সমস্যায় ভুগছিল। অতিরিক্ত ঘাম, অবসাদ,হরমোনজনিত সমস্যা (PCOS, Hypothyroidism), Anxiety Disorder, HTN, RTI.

তার মূল সমস্যা ছিল আরও রহস্যময়: ডান হাতে রক্তচাপ পাওয়া গেলেও বাম হাতে BP absent. কয়েক বার মাপলাম রক্তচাপ পেলাম না।🙄
রোগী বললো এইটাই আমার মেইন সমস্যা।
এর আগে আরোও ৪ জন কনসালট্যান্ট স্যার দেখাইছি কেউ পায় নাই।

সবার কাছে চাইতেন শুধু একটি উত্তর তার কি রোগ হইছে?
হতাশা, অবসাদ আর ভয় তাকে গ্রাস করেছিল।নিয়মিত ঘুম হয় না খুব chest palpitation হয়।

ঠিক সেই সময়ে লিপি আপা (তার কজিন) শমশেরনগর থেকে বললেন—
“তুমি Dr. Rakibul Polash ভাই-এর কাছে যাও। ওনি তোমার রোগ ধরতে পারবেন, আমার বিশ্বাস।”

সেই বিশ্বাসের শক্তিতে সায়মা আমার চেম্বারে এলেন। প্রথমবার দেখে, তার সব উপসর্গ ও ইতিহাস বিশ্লেষণ করতে করতে হঠাৎ Professor Aysha Rofiq Madam-এর অধীনে Cardiology-তে training-এর সময় একটি রোগীর কথা মনে হলো, আর মুহূর্তেই মাথায় এলো এইটা —
👉 Takayasu Arteritis (Pulseless Disease)।

ওইদিন ওটি তে Consultant Dr.Holy আপাকে রোগীর উপসর্গগুলো জানাইছিলাম।
তিনি তার husband, Medicine Senior Consultant Dr. Maruf Abdullah ভাই-এর সঙ্গে আলোচনা করেন এবং আমার ডায়াগনিসের সঙ্গে একমত হলেন।
তারপর রোগী Cardiology Professor Ayesha Chowdhury ম্যাডাম-এর চেম্বারে যান এবং পরামর্শের পর নিশ্চিত হলেন—আমার ডায়াগনিস সঠিক।

রোগীকে পাঠানো হলো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে যেখানে এঞ্জিওগ্রামে নিশ্চিত হলো—আমার ডায়াগনিস একদম সঠিক। BMU-র বিশেষজ্ঞরা জানালেন,
তারা এতদিনে মাত্র চার জন এই রোগী পাইছেন।

আজ সায়মা আবার আমার চেম্বারে এলেন। চোখে জল, কিন্তু এটা দুঃখের নয়—আনন্দের জল। তিনি বললেন—
“স্যার, এতদিনে আমি উত্তর পাইছি। আপনি আমার রোগটা ধরেছেন। আপনার জন্যই আজ আমি সুস্থ হওয়ার পথে.....

Takayasu Arteritis এক বিরল রোগ। বাংলাদেশে মাত্র কয়েকজন রোগী শনাক্ত হয়েছেন।

রোগীর অনুমতি নিয়ে পোস্ট করা।

31/08/2025

🌿 চাচার সুস্থতার গল্প 🌿

আমাদের গ্রামের সবার প্রিয় একজন মানুষ – আমাদের প্রিয় চাচা। কিছুদিন আগেও উনি ছিলেন ভয়াবহ শ্বাসকষ্টে ভুগছেন। প্রতিটা নিঃশ্বাস যেন ছিল একেকটা যুদ্ধ। চাচার বুকে Pleural Effusion ধরা পড়ে, যার জন্য উনি প্রচণ্ড কষ্টে দিন কাটাচ্ছিলেন।

পরিবারের সবাই দুশ্চিন্তায়, আমরা সবাই ভেবেছিলাম হয়তো আর কোনোদিন আগের মতো হাসিখুশি চাচাকে দেখতে পাব না। কিন্তু আল্লাহর রহমতে এবং সময়মতো সঠিক চিকিৎসার ফলে আজকে ২১ দিন পর চাচা সম্পূর্ণ সুস্থ। এখন তিনি আগের মতোই প্রাণবন্ত, হাসিখুশি এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন।
আল্লাহর কাছে দোয়া করি চাচা যেন সবসময় সুস্থ থাকেন এবং হাসিমুখে আমাদের সাথে দীর্ঘদিন কাটাতে পারেন।
Thanks to Dr.Rakibul Polash sir

23/08/2025

🌿✨ একটি জীবনের গল্প ✨🌿

👤 রোগীর নাম: পরিতোষ দাস
🎂 বয়স: ৪২ বছর
⚒️ পেশা: চা বাগানের শ্রমিক

অপারেশনের পর হঠাৎ করেই পরিতোষ দাসের হাতে দেখা দেয় wrist drop।
চার মাস ধরে তিনি তার হাত একদম নাড়াতে পারছিলেন না।
চা বাগানে কাজ করা একজন শ্রমিকের জন্য এটা ছিল ভীষণ কষ্টের —
👉 কাজ করতে পারছিলেন না
👉 পরিবার চালাতে পারছিলেন না
👉 নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছিলেন 💔

চার মাস পর তিনি আমার কাছে আসেন। বিস্তারিত পরীক্ষা করার পর আমি তার জন্য শুরু করি সঠিক চিকিৎসা ও নিয়মিত থেরাপি।

🌟 আর ফলাফল?
মাত্র ২৮ দিনের মধ্যেই তার হাত আবার আগের মতো নড়াচড়া শুরু করে!
আজ তিনি আবার নিজের কাজ করতে পারছেন, পরিবারকে হাসিমুখে দেখাশোনা করতে পারছেন।

🔑 শিক্ষা হলো —
আশা হারাবেন না।
সঠিক চিকিৎসা + ধৈর্য + নিয়মিত থেরাপি
একজন মানুষের জীবনকে নতুন আলোয় ভরিয়ে তুলতে পারে। 🌿

Dr. Rakibul Polash Sir
---
#রয়েল_ডায়াগনস্টিক #রকিবুল_আলম_পলাশ
#মেডিসিন_ডা্.

🌟 সম্মাননা বার্তা: ডাঃ মোঃ রকিবুল আলম (পলাশ)ICU চিকিৎসা ব্যবস্থার অগ্রদূত – মৌলভীবাজারের গর্বডাঃ মোঃ রকিবুল আলম (পলাশ) শ...
03/08/2025

🌟 সম্মাননা বার্তা: ডাঃ মোঃ রকিবুল আলম (পলাশ)

ICU চিকিৎসা ব্যবস্থার অগ্রদূত – মৌলভীবাজারের গর্ব

ডাঃ মোঃ রকিবুল আলম (পলাশ) শুধুমাত্র একজন চিকিৎসক নন, তিনি মৌলভীবাজারের স্বাস্থ্যসেবার এক উজ্জ্বল দীপ্তি। যিনি অত্যন্ত সফলভাবে ICU (Intensive Care Unit) চিকিৎসা ব্যবস্থার পথিকৃৎ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তরিক চিকিৎসাসেবা জেলার স্বাস্থ্যখাতে এনেছে এক নতুন দিগন্ত।

🎓 তিনি চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জনের পর, দেশের বাইরেও উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন Emergency Medicine ও Pain Medicine–এ।
🏥 BSMMU থেকে ICU ও অ্যানেস্থেসিয়াতে বিশেষায়িত ডিপ্লোমা করে তিনি মৌলভীবাজারে প্রথমদিককার ICU চিকিৎসা চালু করেন।

🔬 তাঁর অসাধারণ দৃষ্টিভঙ্গি ও জ্ঞান প্রতিফলিত হয় প্রতিটি রোগী ব্যবস্থাপনায়।
🌍 তিনি শুধু একজন চিকিৎসক নন, একজন সমাজদর্শী, মানবিক ও জীবনরক্ষাকারী যোদ্ধা, যিনি প্রতিনিয়ত রোগী ও পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে অনন্য উদাহরণ তৈরি করে যাচ্ছেন।

---

🙏 তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

ডাঃ রকিবুল আলম (পলাশ) – আপনি আমাদের জেলার গর্ব। আপনি শুধু রোগ সারান না, আশাও দেন। আপনি শুধু চিকিৎসা করেন না, নতুন জীবন উপহার দেন।

28/07/2025
28/07/2025

আপনি নিরব ঘাতক হেপাটাইটিসে আক্রান্ত কি না?
হেপাটাইটিসের অভিজ্ঞ ডাক্তার দ্বারা
ফ্রি কনসালটেশনের মাধ্যমে জেনে নিন

রয়েল ডায়াগনস্টিক হেপাটাইটিস সেবা সপ্তাহ
২৮ জুলাই - ০৩ আগস্ট, ২০২৫
সময়: সকাল ০৯:০০ টা - সন্ধ্যা ০৬:০০ টা

সেবা সপ্তাহ উপলক্ষে
হেপাটাইটিস পরীক্ষায় ৩০% ডিসকাউন্ট
* Serum Bilirubin
* SGPT (ALT)
* SGOT (AST)
* Alkaline Phosphate
* HBsAg (Elisa)
* Anti HCV. (20%)
* Free Registration
* Doctor Counseling
* Post Screening Counsel

Appointment number: +880 17 1800 2112
Sreemongol raod berirpar moulvibazar 3200




🥹🥹উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের আশঙ্কা। হে আল্লাহ আপনি রহম করুন। সবাইকে হে...
21/07/2025

🥹🥹
উত্তরা মাইলস্টোন কলেজের মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের আশঙ্কা। হে আল্লাহ আপনি রহম করুন। সবাইকে হেফাজত করুন। আমীন।

বার বার খুলে যাওয়া কাধের জোড়ার আধুনিকতম অপারেশন।Arthoscopic Bankart Repair.কাধের জোড়া না কেটে ছোট ছিদ্র করে অপারেশন।ডা. ...
30/04/2025

বার বার খুলে যাওয়া কাধের জোড়ার আধুনিকতম অপারেশন।Arthoscopic Bankart Repair.কাধের জোড়া না কেটে ছোট ছিদ্র করে অপারেশন।

ডা. মো: মাহমুদুল হাসান
পঙ্গু হাসপাতাল,ঢাকা
প্রতি শুক্রবার বিকাল ৫ টা থেকে পাবেন আপনাদের প্রিয় শহর মৌলভীবাজারে।

মৌলভীবাজার বাসির জন্যে সুখবর গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: হেপী দাশ এখন থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে র...
24/04/2025

মৌলভীবাজার বাসির জন্যে সুখবর
গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন
ডা: হেপী দাশ
এখন থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন আপনার প্রিয় প্রতিষ্ঠান রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার, মৌলভীবাজার -এ।

সেরা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা নিন আপনার প্রিয় প্রতিষ্ঠান রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টার মৌলভীবাজার এ।

সিরিয়ালের জন্যে কল করুন
01718002112
01718005011

আসসালামু আলাইকুম,দীর্ঘ একমাস সিমায় পালনের পর এল খুশির ঈদ,  প্রবিত্র ঈদের খুশির মাধ্যেমে আমাদের জীবন ভরে  উঠুক আনন্দ খুশি...
30/03/2025

আসসালামু আলাইকুম,
দীর্ঘ একমাস সিমায় পালনের পর এল খুশির ঈদ, প্রবিত্র ঈদের খুশির মাধ্যেমে আমাদের জীবন ভরে উঠুক আনন্দ খুশি সহযোগিতা সহমর্মিতায়, আপনার আমার কাছের মানুষের সাথে ঈদের খুশি সাথে নিয়ে সবাই মিলে একটি সুন্দর পরিছন্ন সহযোগিতা মূলক সমাজ গড়ি, ঈদ”মোবারক, ঈদ”মোবারক ঈদ মোবারক |
fans Eid Mubarak

Address

Sreemangal Road, Berirpr, Moulvibazar
Maulvi Bazar
3200

Telephone

+8801718002112

Website

Alerts

Be the first to know and let us send you an email when রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, মৌলভীবাজার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram