Comfort Dental And Maxillofacial Treatment Center

Comfort Dental And Maxillofacial  Treatment Center Ultra Modern technologies have been used to provide comfortable services to people of all ages.

✨ Today we had a very special patient visit our dental chamber.He came in with multiple missing, discolored, and malalig...
24/08/2025

✨ Today we had a very special patient visit our dental chamber.
He came in with multiple missing, discolored, and malaligned teeth that made chewing and smiling quite difficult. After a detailed consultation and treatment planning, we successfully provided him with a flexible partial denture – restoring not only his function but also his confidence. 🦷💙

Flexible partial dentures are lightweight, comfortable, and a great solution for patients who want a natural-looking smile without the hassle of metal clasps.

We are happy to see our patient leave with a brighter smile and renewed comfort in daily life. 🌟

📍 Visit us today to explore the best dental solutions tailored just for you!

Comfort Dental And Maxillofacial Treatment Center
Mostofapur Road (Near 250 Bed Hospital), Moulvibazar.
Serial: +88 01706-126368

28/06/2025
Transform your smile and boost your confidence with our comprehensive dental care services! Book your appointment today ...
07/05/2024

Transform your smile and boost your confidence with our comprehensive dental care services!
Book your appointment today for a brighter, healthier smile. 🦷

04/01/2023

মুখের স্বাস্থ্য সার্বিক স্বাস্থ্যের ওপর শক্ত প্রভাব ফেলে। গবেষণা বলছে, মুখের মধ্যে যেকোনো রোগ (দাঁতে গর্ত, মাড়ি রোগ বা ক্ষত) পুষে রাখলে বা সঠিক সময়ে চিকিৎসা না করালে এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্গকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই কিছু বিষয় মেনে চললে দাঁতের এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।

মুখ পরিষ্কার:
নিয়ম মেনে নিয়মিত দাঁতের সব পৃষ্ঠ ভালো মানের নরম টুথব্রাশ ও ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে হবে। যাঁদের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, তাঁদের ডেন্টাল ফ্লস বা ইন্টার ডেন্টাল ব্রাশে অভ্যস্ত হতে হবে। দাঁতের ভেতরের পৃষ্ঠে পাথর এবং চর্বণে ব্যবহৃত পৃষ্ঠ ও দুই দাঁতের মধ্যবর্তী পৃষ্ঠে ক্ষয় বেশি হয়। কারণ, এসব স্থান পর্যাপ্ত পরিষ্কার হয় না। আঙুল বা ব্রাশ দিয়ে জিব পরিষ্কার ও মাড়িতে আলতোভাবে ম্যাসাজ করা জরুরি। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি। শক্ত ব্রাশ দিয়ে দাঁত মাজা, কয়লা–ছাই ব্যবহার, দু–তিন মিনিটের অধিক সময় বা বারবার দাঁত ব্রাশ, চার মাসের অধিক সময় এক ব্রাশ ব্যবহার ও একজনের ব্যবহৃত ব্রাশ অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

খাদ্যাভ্যাস:
মুখের জন্য উপকারী সুষম আঁশযুক্ত খাবার খেতে হবে। ফরমালিনমুক্ত তাজা ফলমূল, শাকসবজি, সামুদ্রিক মাছ, ছোট মাছ, টক দই, চিজ, চিনিমুক্ত চুইংগাম, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে। মূলত ক্যালসিয়াম, ভিটামিন সি–ডি–ই, জিংক, অ্যান্টি–অক্সিডেন্টযুক্ত খাবার মুখের স্বাস্থ্য ভালো রাখে। মাতৃদুগ্ধ শিশুর মুখের স্বাস্থ্য রক্ষায় সর্বোচ্চ মানসিক–শারীরিক বিকাশসহ এলোমেলো দাঁত প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিনি বা মিষ্টিজাতীয় খাদ্য মুখের স্বাস্থ্যকে যেমন হুমকিতে ফেলে, তেমনি রোগ প্রতিরোধক্ষমতা হ্রাস করে। ছোটবেলা থেকে চিনির প্রতি দুর্বলতা কমাতে শিশুদের উৎসাহিত করতে হবে। ধূমপান, জর্দা, গুল ও মদ স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অতিরিক্ত টকজাতীয় খাবার, যেমন লেবু, তেঁতুল, ক্যান্ডি দাঁতের সংস্পর্শে যত কম রাখা যায়, ততই ভালো।

মাউথওয়াশ ব্যবহার:
যাঁদের ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনি রোগ, ক্যানসারের মতো ক্রনিক রোগ আছে, তাঁদের চিকিৎসকের পরামর্শে মাউথওয়াশ ব্যবহার করা জরুরি। ব্যস্ততায় মুখ পরিষ্কারে অবহেলা থাকলেও মাউথওয়াশ ব্যবহার করতে হবে। তবে দীর্ঘদিন মাউথওয়াশ ব্যবহারে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসকের পরামর্শ:
সমস্যা না হলেও বছরে অন্তত একবার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মুখের অনেক রোগ শুরুতে বোঝা যায় না, নিয়মিত চেকআপে শনাক্ত হলে তার চিকিৎসা করা সহজ হয়। চিকিৎসক নির্বাচনে দায়িত্বশীল হতে হবে।

Credit: লেখা - প্রথম আলো

24/03/2022

দাঁতের সঠিক যত্নে ৫টি টিপস

০১. নিয়মিত দাঁত ব্রাশ করুন

প্রতিদিন অন্তত ২ বার ভালোভাবে আপনার দাঁত ব্রাশ করুন এবং প্রতিবার দুই মিনিট করে সময় নিবেন। এমনভাবে ব্রাশ করতে হবে যেন আপনার ব্রাশ দাঁতের সব দিকে পৌঁছায় এবং আপনার জিহবাকেও যেন স্পর্শ করে। দাঁত ব্রাশ করার সময় প্রথম দুই মিনিট একটি শুষ্ক ব্রাশে শুধু পানি ব্যবহার করে আপনার দাঁত ব্রাশ করুন। এটায় কোন টুথপেষ্ট থাকবে না। খেয়াল রাখবেন যেন মাড়ির নিচে আপনার দাঁতের সাথে লেগে থাকা biofilm (হলদেটে প্লাক) পরিষ্কার হয়। GUM লাইনের নিচে ব্রাশ সহজে বাঁকানো এবং সরানোর জন্য একটু সময় নিন, কারণ এটা পরিষ্কার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুই মিনিট পর টুথপেস্ট লাগানো যেতে পারে। আপনি এতে ফ্লোরাইডের সুবিধা পাবেন, দাগ দূর করতে পারবেন। আপনার দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা।
দিনের বেলায় দাঁত ব্রাশ করার কারণে প্লাক উপজাত এবং বিষক্রিয়া জনিত মাথাব্যথার ক্ষতি হ্রাস করা সম্ভব। তাই যদি পারেন দুপুরেও খাওয়ার পর একবার দাঁত ব্রাশ করে নিন। আপনি এ বিষয়ে পরিষ্কার জানার জন্য আপনার ডেন্টিস্টকে অনুরোধ করতে পারেন। রাতে ঘুমানোর সময় আমাদের মুখ দিনের মতো লালা সুরক্ষা করে না। তাই রাতে বিছানায় যাওয়ার আগে এক বার দাঁত ব্রাশ করা ভালো। এতে আপনি সকাল পর্যন্ত নিশ্চিন্ত ও সুরক্ষিত থাকতে পারবেন।

০২. দৈনিক দাঁতে Floss এবং জিহবার স্ক্র্যাপার ব্যবহার করুন

যে কোন খাবার খাওয়ার পর তা আপনার দাঁতের মধ্যে আঁটকে যায় (যেমনঃ মাংস, ভূট্টা, caramel, চিনাবাদাম, মাখন, ইত্যাদি)। তাই দৈনিক আপনার দাঁতে Floss ব্যবহার করুন। Floss ব্যবহারের মাধ্যমে আপনার দাঁতের অন্য পাশকেও পরিষ্কার করতে পারবেন যেখানে আপনার টুথব্রাশ পৌঁছোতে পারে না। স্বাস্থ্যবিধির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জিহবার স্ক্র্যাপার। নিঃশ্বাসের দুর্গন্ধ এবং জিহবার প্লাক দূর করার জন্য এটি ব্যবহার করুন। আপনার টুথব্রাশ ব্যবহার করেও জিহবা পরিষ্কার করতে পারেন।

০৩. মাউথ ওয়াশ ব্যবহার করুন

আপনার ডেন্টিস্টের সাহায্যে একটি ভালো ফ্লোরাইড মাউথওয়াশ খুঁজে বের করুন। ফ্লোরাইড মাউথ ওয়াশ দাঁত জোরদার করতে সাহায্য করে। ৬ থেকে ১২ বছর বয়সের মধ্যে শিশুদের মাউথ ওয়াশ ব্যবহার করা শেখানো ভালো। তবে ব্যবহারের আগে বোতলের সাথে থাকা নির্দেশনা দেখে নিবেন।

০৪. বিজ্ঞতার সঙ্গে আপনার খাবার বেঁছে নিন

snack জাতীয় খাবার এড়িয়ে চলুন। কারন ক্রমাগত snacking আপনার দাঁতে প্লাক তৈরি করতে পারে, যা ধীরে ধীরে cavities বা ছোট ছোট ছিদ্র হওয়ার ঝুঁকি বাড়ায়। চিনিযুক্ত এবং স্টিকি খাবার এড়িয়ে চলুন। চিনি, আমাদের মুখের ভেতর ব্যাকটেরিয়া জমায়, যা দাঁতের ভাঙ্গন সৃষ্টি করে। তাই এ জাতীয় খাবার খাওয়ার পর সাথে সাথে প্রচুর পানি বা পানীয় পান করবেন। মনে রাখবেন যে, ফলের রসে প্রচুর এসিড ও প্রাকৃতিক চিনি থাকে। তাই ন্যূনতম ফলের রস পান করুন। শুধুমাত্র খাবার-সময়ে অথবা যখন প্রচুর খাবার খাওয়া হয় তখন ফলের রস পান করতে পারেন। বীজ জাতীয় খাবার এবং শক্ত হাড় কম চিবোনোর চেষ্টা করুন। কারণ এটি আপনার দাঁতের molars এর মধ্যে ফাঁটল তৈরি করতে পারে।

০৫. ডেন্টিস্ট এর কাছে যান

অন্তত প্রতি ছয় মাস পর পর আপনার ডেন্টিস্ট এর কাছে যান এবং আপনার দাঁতের কোন সমস্যা হলে সাথে সাথে আপনার ডেন্টিস্টকে জানান। বছরে একবার একজন পেশাদারী রেজিস্টার্ড ডেন্টাল hygienist এর কাছ থেকে দাঁত পরিস্কার করুন।সবসময় খেয়াল করবেন যে কোন cavities বা মাড়ির রোগের লক্ষণ দেখা যায় কিনা। ব্রাশ এবং floss ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে আপনার দাঁতের ডাক্তার এবং দাঁতের hygienist এর কাছ থেকে পরামর্শ নিতে পারেন।

দাঁতের সঠিক যত্নে কিছু করণীয়

১. আপনার টুথ ব্রাশ প্রতি তিন মাস পর পর বদলান।

২. প্রতিদিন দুধ পান করার চেষ্টা করুন, এটি আপনার ক্যালসিয়াম বাড়ায়। ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে।

৩. টুথব্রাশ এমন হতে হবে যেন সহজেই তা gumline এর দিকে বাঁকানো যায়। একটি ছোট বৃত্তাকার গতিতে আপনার দাঁতের ভেতরে, বাইরে, উপরে এবং GUM লাইনের নিচে ব্রাশ করুন। কোমল পানীয় পান করার অভ্যাস গড়ে তুলুন এবং চিনিযুক্ত খাবার আপনার দাঁত থেকে দূরে রাখুন।

৪. খুব শক্ত ব্রাশ আপনার মাড়িতে আঘাত করে রক্ত ঝড়াতে পারে আর খুব নরম ব্রাশ প্লাক দূর করতে পারে না। তাই মাঝারি ধরনের ব্রাশ ব্যবহার করুন।

৫. যখন আপনার সামনের দাঁতের ভেতর পাশ ব্রাশ করবেন, প্রথমে টুথব্রাশকে আপনার দাঁতের ডান পাশের উপর রাখুন। এরপর ব্রাশ নিচে এবং উপরের দিকে সরিয়ে প্রতিটি দাঁত ব্রাশ করবেন। এই পদ্ধতি প্রতিটি দাঁতের জন্য বেশ কয়েকবার করে করুন।

৬. দাঁত ব্রাশ করার পরে মুখে মাউথওয়াশ ব্যবহার করুন।

৭. আপনার জিহবা ব্রাশ করতে ভুলবেন না, সেই সাথে আপনার মুখের উপরের তালু। ব্যাকটেরিয়া আমাদের একটা অংশ, এটা এড়িয়ে যাওয়া যাবে না।প্রত্যেকের মুখেই লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া জন্মায়, যার কোন উদ্দেশ্য নেই। এটি দাঁতের পৃষ্ঠের চারপাশে নিজেদের স্থান করে নেয় এবং আমাদের দাঁতে “প্লাক” সৃষ্টি করে অদৃশ্য ভাবে আমাদের দাঁত ক্ষয় করতে থাকে। এটা খুব স্বয়ংক্রিয়ভাবে এবং দ্রুত ঘটে। সকালে ঘুম থেকে উঠে আপনার জিহবা আপনার দাঁতের উপর চালালেই এই অনুভূতি অনুভব করতে পারবেন। তাই অবহেলা না করে সঠিক ভাবে দাঁতের যত্ন নিন। দাঁতের সঠিক যত্নে এই কাজগুলো করুন, আশা করি সুস্থ থাকবে আপনার দাঁত।

Courtesy: https://www.shajgoj.com/5-dental-care-tips/

25/08/2021

আপনার দাঁতের ডাক্তার আপনার মুখের যত্ন নেয় কারণ আপনার মৌখিক স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। কোভিড -১৯ মহামারী চলাকালীন কমফোর্ট ডেন্টাল কোভিড -১৯ এর বিস্তার রোধে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করে আপনার স্বাস্থ্য এবং নিরাপত্তাকে প্রথমে রাখার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কমফোর্ট ট্রিটমেন্ট সেন্টারে এখন সর্বোচ্চ সতর্কতা মেনে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, গগলস মেইনটেইন করে চিকিতসা দেয়া হচ্ছে।
এছাড়া, যেহেতু আমাদের দেশে কোভিড -১৯ ভ্যাকসিন দেয়া হচ্ছে যেগুলি আমরা সবাই মহামারী মোকাবিলায় অন্যান্য সতর্কতা, যেমন মাস্ক পরা, হাত ধোয়া এবং ভিড় এড়ানো এসবের সাথে ভ্যাক্সিন ও যেন আমরা গ্রহন করি।

সিডিসি এর তথ্যমতে ভ্যাক্সিনের কয়েকটি দিক নিচে তুলে ধরা হলোঃ

১. টিকাগুলি নিরাপদ এবং কার্যকর
ডেন্টাল ডাক্তার হিসাবে, আমাদের রোগীদের জন্য চিকিৎসার সুপারিশ করার সময় বিশ্বাসযোগ্য বৈজ্ঞানিক তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদিও এই ভ্যাকসিনগুলি অন্যান্য কিছু ভ্যাকসিনের তুলনায় স্বল্প সময়ের মধ্যে বিকশিত হয়েছিল, এটি জানা গুরুত্বপূর্ণ যে তাদের পিছনে বিজ্ঞান তাড়াহুড়া করে নি। এবং আগস্টের মাঝামাঝি পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্রে 167 মিলিয়ন মানুষ এবং বিশ্বব্যাপী 1.23 বিলিয়ন মানুষ টিকা দেওয়া সম্পন্ন হয়েছিল। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা হিসেবে, সিডিসি রিয়েল টাইমে টিকা নিরীক্ষণের জন্য ভি-সেফ স্মার্টফোন টুলের মতো সম্প্রসারিত নিরাপত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করেছে। এই সিস্টেমগুলি দেখিয়েছে যে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল।

2. ভ্যাকসিন এবং অসুস্থতা
ভ্যাকসিন আপনাকে অসুস্থ করবে না, কিন্তু এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। কোভিড -১৯ ভ্যাকসিনগুলি আপনাকে কোভিড -১৯ এ আক্রান্ত করার কোনো সম্ভাবনা নেই। যাইহোক, তারা কিছু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে আসতে পারে যা আপনাকে স্বল্প সময়ের জন্য অস্বস্তিকর মনে করে।
যেহেতু ভ্যাকসিনগুলি আপনার শরীরকে কোভিড -১৯ সংক্রমণকে চিনতে এবং তার বিরুদ্ধে লড়াই করতে শেখায়, তাই সিডিসির মতে, আপনার শরীর যদি প্রকৃত ভাইরাস, যেমন জ্বরের বিরুদ্ধে লড়াই করে থাকে তাহলে আপনি কিছু উপসর্গ অনুভব করতে পারেন। যদিও অপ্রীতিকর, এটি আসলে একটি লক্ষণ যে টিকা আপনার শরীরে কাজ করছে।

৩. আগে আক্রান্ত হয়ে থাকলেঃ
পূর্বে কোভিড -১৯ হয়ে থাকলেও আপনার এখনও টিকা নেওয়া উচিত। যারা কোভিড -১৯ থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের কিছু প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে যা তাদের আবার অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারে। সিডিসির তথ্য থেকে বোঝা যায় যে যাদের কোভিড -১৯ হয়েছে তাদের টিকা দেওয়ার ফলে তাদের পুনরায় সংক্রমিত হওয়া এবং মারাত্মক কোভিড -১৯ রোগের বিরুদ্ধে সুরক্ষার মাত্রা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। যাদের কোভিড -১৯ হয়েছে তারাও যেন সুস্থতার পর (নেগেটিভ হওয়ার ২৮ দিন পর) যেন ভ্যাকসিন নেয়।

৪. সমস্ত প্রস্তাবিত ডোজ সম্পূর্ণ করুনঃ
আপনি যদি সিনোফার্ম, এস্ট্রোজেনেকা, ফাইজার বা মডার্না ভ্যাকসিন গ্রহণ করেন, ক্লিনিকাল ট্রায়ালে দেখা যায় একই মাত্রার কার্যকারিতা পেতে আপনার দুটি ডোজ প্রয়োজন। আপনার টিকা কার্ডে যেদিন সময় দেয়া থাকবে সেদিন চেষ্টা করবেন ভ্যাক্সিন এর ডোজ সম্পন্ন করতে।

৫. ভ্যাকসিনের নেয়ার বয়সসীমাঃ
আমেরিকায় ১২ এবং তার বেশি বয়সী যে কেউ এখন একটি COVID-19 টিকা পেতে পারে। আমাদের দেশে বর্তমানে ১৮ বছর এবং তার বেশি বয়সী যে কেও রেজিস্ট্রেশন এর অনুমতি রয়েছে। তাই দেরী না করে দ্রুত রেজিস্ট্রেশন করে আপনার নির্দিষ্ট তারিখে ভ্যাক্সিন গ্রহন করুন।

৬. মাস্ক নির্দেশিকা:
পরিবেশের উপর নির্ভর করে ভ্যাকসিনগুলি মহামারীর আগে আপনি যে কার্যকারীতা পেয়েছেন তা পুনরায় শুরু করতে সহায়তা করতে পারে। ডেল্টা ভ্যারিয়েন্ট উত্থানের সাথে, সিডিসি তার নির্দেশিকা আপডেট করেছে যাতে সুপারিশ করা হয় যে সবাই - টিকা দেওয়ার অবস্থা নির্বিশেষে - জনসাধারণের অভ্যন্তরীণ পরিবেশে এবং এমনকি ভিড়ের বাইরেও মাস্ক পরুন। এর কারণ হল যে, ডেল্টা ভ্যারিয়েন্ট টিকাহীন লোকদের সংক্রামিত করতে খুব কার্যকর, যাদের মধ্যে খুব অল্প বয়স্কদেরও টিকা দেওয়া যাবে না। ডেল্টা ভ্যারিয়েন্ট এমন কিছু লোককেও সংক্রামিত করতে পারে যাদের টিকা দেওয়া হয়েছে এবং যদিও টিকা তাদের গুরুতর অসুস্থ হতে বাধা দেয়, তবুও তারা অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দিতে পারে।


Source: [https://www.mouthhealthy.org/en/dental-care-concerns/covid-19-vaccines]

আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে CDC এর ওয়েবসাইট ভিজিট করুন।

07/02/2021

আপনার দাঁত দেখাশোনার জন্য কয়েকটি টিপস:

ভাল মুখের স্বাস্থ্যকরন এবং দাঁতের চিকিত্সকের নিয়মিত ভিজিট আপনাকে সুস্থ দাঁত এবং মাড়ি বজায় রাখতে সহায়তা করবে। আপনাকে দাঁত দেখাশোনা করতে সহায়তা করার জন্য এখানে কিছু টিপস রয়েছে।

1. দিনে অন্তত দুবার ব্রাশ করুন। দাঁত ব্রাশ করার সেরা সময়টি খাবার পরে। পিছনে দাঁতে আরও ভাল অ্যাক্সেসের জন্য একটি ছোট মাথা সহ একটি টুথব্রাশ বেছে নিন। নরম bristles আপনার মাড়ির উপর দয়ালু হয়।

২. ফ্লুরাইডেড টুথপেস্ট ব্যবহার করুন। ফ্লুরাইড দাঁতের এনামেল শক্ত করতে সহায়তা করে এবং আপনার ক্ষয়ের ঝুঁকি হ্রাস করে।

3. পুঙ্খানুপুঙ্খভাবে ব্রাশ করুন। দাঁত ব্রাশ করতে দুই থেকে তিন মিনিটের মধ্যে সময় নেওয়া উচিত।

4. প্রতিদিন আপনার দাঁত ফ্লস করুন। একটি ধীর এবং মৃদু কর্ণ গতি ব্যবহার করুন।

5. সফট ড্রিঙ্কস, কর্ডিয়াল এবং ফলের রসগুলির মতো অ্যাসিডিক পানীয় সীমিত করুন। খাদ্য অ্যাসিডগুলি দাঁত উপাদানগুলিকে নরম করে এবং দাঁত এনামিলগুলিতে খনিজগুলি দ্রবীভূত করে, যার ফলে গর্ত হয় (গহ্বর বা ক্যারিজ)। গুরুতর ক্ষেত্রে দাঁতগুলি মাড়ির ঠিক নীচে ‘খাওয়া’ যেতে পারে। Sug.

6. চিনিযুক্ত খাবার সীমাবদ্ধ করুন। ডেন্টাল প্লাকের ব্যাকটিরিয়া শর্করাগুলিকে অ্যাসিডে পরিবর্তন করে।

7. আপনার দাঁত আঘাত থেকে রক্ষা করুন। খেলাধুলা করার সময় মাউথগার্ড বা ফুল-ফেস হেলমেট পরুন।

8. একটি ছিটকে যাওয়া দাঁত সংরক্ষণ করার চেষ্টা করুন। যদি সম্ভব হয়, আপনি তাত্ক্ষণিক দাঁতের পরামর্শ নেওয়ার সময় দাঁতটি আবার জায়গায় রাখুন। যদি এটি সম্ভব না হয় তবে প্লাস্টিকের মধ্যে দাঁতটি মুড়িয়ে নিন বা দুধে রাখুন এবং অবিলম্বে দাঁতের পরামর্শ নিন।

9. খাবার চিবানো ছাড়া অন্য কোনও কিছুর জন্য দাঁত ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনি যদি বাদাম ফাটানোর জন্য, বোতলগুলির শীর্ষগুলি সরাতে বা খোলা প্যাকেজিংটি ছিঁড়ে ফেলার জন্য ব্যবহার করেন তবে আপনার দাঁত চিপানো বা এমনকী আপনার ঝুঁকির ঝুঁকি রয়েছে।

10. নিয়মিত চেক-আপগুলির জন্য আপনার দাঁতের ডাক্তার দেখুন। দাঁতে ব্যথা বা রক্তপাতের মাড়ির মতো দাঁতের সমস্যা থাকলে আপনারও আপনার দাঁতের বিশেষজ্ঞের সাথে দেখা করতে হবে।

22/10/2020

এসব কথিত ডাক্তার থেকে সাবধানে থাকার অনুরোধ রইলো। সামান্য কয়টা টাকা বাচানোর জন্যে জানমালের ক্ষতি করাটা কতটা যৌক্তিক? এরকম ট্রিটমেন্ট এর কারণে মৃত্যু হলেও অবাক হওয়ার কিছু নাই। তাই যেখানে যাবেন, দেখে, শুনে, বুঝে যাবেন। একজন ডেন্টিস্ট হতে হলে ডাক্তারদের ৪ বছরের (বর্তমানে ৫ বছরের) বিডিএস কোর্স করতে হয়। ইন্টার্নিতে অনেক কিছু শেখা হয়। আর এরা ৩য় শ্রেণী (ক্লাস থ্রি) পাস করেই নিজেকে ডাক্তার বলে ট্রিটমেন্ট দেয়। তাই সাবধান হোন।

Oral health is the key to overall health.Get your regular Dental check-up at Comfort Dental And Maxillofacial Treatment ...
14/10/2020

Oral health is the key to overall health.
Get your regular Dental check-up at Comfort Dental And Maxillofacial Treatment Center

30/09/2020

A mucous cyst, also known as a mucocele, is a fluid-filled swelling that occurs on the lip or the mouth. The cyst develops when the mouth's salivary glands become plugged with mucus. Most cysts are on the lower lip, but they can occur anywhere inside your mouth.

16/09/2020

যাদের রুট ক্যানেল নিয়ে অনেক জিজ্ঞাসা ছিল তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো।

সিরিয়াল অথবা যেকোন প্রশ্নের জন্য যোগাযোগ করুনঃ ০১৭০৬১২৬৩৬৮

কিছু কমন প্রশ্ন ও উত্তরঃ
১. রুট ক্যানেল চিকিৎসা আসলে কী?

রুট ক্যানেল হলো দাঁতের এমন একটা চিকিৎসা, যেখানে দাঁত না ফেলে কেবল দাঁতের ইনফেকটেড দন্তমজ্জা বের করে দাঁতকে দাঁতের জায়গায় সচল ও কর্মক্ষম রাখা।

২. কখন রুট ক্যানেল করার প্রয়োজন হয়?

প্রাথমিকভাবে দাঁতে সামান্য ক্যারিজ বা ক্ষয় হলে তা চিকিৎসা করিয়ে নিলে রুট ক্যানেল পর্যন্ত যেতে হয় না। যদি অবহেলা করে ক্যারিজ দীর্ঘদিন রেখে দেওয়া হয় তবে তা দাঁতের দন্তমজ্জা বা নার্ভ পর্যন্ত গিয়ে চলে গিয়ে রুট ক্যানেলের পরিস্থিতি তৈরি করে।

৩. সব দাঁতেই কি রুট ক্যানেল করা হয়?

সাধারণভাবে আক্কেল দাঁত ছাড়া অন্য সব দাঁতে রুট ক্যানেল করা হয়ে থাকে। তবে কোনো কারণে যদি মাড়ির প্রথম অথবা দ্বিতীয় দাঁত না থাকে কেবল সেক্ষেত্রেই আক্কেল দাঁতের রুট ক্যানেল করা হয় ব্রিজ নামক চিকিৎসা করার জন্য।

৪. ছোটদের দাঁতেও কি রুট ক্যানেল করা যায়?

ছোটদের দাঁতের রুট ক্যানেলকে বলা হয়, পালপেকটোমি। সহায়ী দাঁত যাতে ঠিকভাবে ও সঠিক জায়গায় আসতে পারে তার জন্য দুধদাঁতকে অনেক সময় পালপেকটোমি করে রেখে দেওয়া হয়।

৫. রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা কি?

রুট ক্যানেল করার সময় সাধারণভাবে দাঁতের মাঝে গর্ত করে ইনফেকটেড নার্ভ বা দন্তমজ্জা বের করে আনা হয়। তাতে দাঁতের শক্তি কিছুটা কমে যায়। অনেক ক্ষেত্রে রোগী অর্ধেক বা তারও বেশি দাঁত ভেঙে নিয়ে আসেন। তাই দাঁতটিকে রুট ক্যানেল করার পর কর্মক্ষম ও সচল রাখার জন্য রুট ক্যানেলের পর ক্রাউন বা ক্যাপ করে নিতে বলা হয়। এতে দাঁত আগের মতো শতভাগ শক্তিশালী না হলেও ৮০ থেকে ৯০ ভাগ শক্তিশালী ও কর্মক্ষম থাকে।

৬. রুট ক্যানেল করা দাঁতের যত্ন কী?

রুট ক্যানেল করা দাঁত স্বাভাবিক দাঁতের তুলনায় একটু বেশি যত্ন নিতে হয়। নিয়মিতভাবে ব্রাশ, ডেন্টাল ফ্লস ও ইন্টার ডেন্টাল ব্রাশ ব্যবহার করে দাঁত পরিস্কার রাখা; শক্ত ও মচমচে ধরনের খাবার পরিহার করা; মাড়ি নিয়মিতভাবে ম্যাসাজ করা ও বছরে অন্তত একবার ডেন্টাল চেকআপে যাওয়া।

৭. রুট ক্যানেল পরিহারের উপায়?

একটু সচেতনতাই পারে আমাদের দাঁতের এ ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে। ছয় মাসে না হোক অন্তত বছরে একবার ডেন্টাল চেকআপে যাওয়া; নিয়মিত সকালে নাশতা খাবার পর ও রাতে শোবার আগে দাঁত ব্রাশ করা; দিনে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করা; মিষ্টি ও বেকারি আইটেম, সফট ড্রিংকস খাবার পর ভালোভাবে কুলি করা। সামান্য একটু সচেতনতাই আমাদের দিতে পারে সুন্দর ব্যথামুক্ত হাসিমাখা মুখ। --উত্তর কার্টেসিঃ. কাজী রুমানা শারমীন- সমকাল পত্রিকা ২৯-০৮-২০২০

Address

Mostofapur Road (Near 250 Bed Sadar Hospital)
Maulvi Bazar
3200

Opening Hours

Monday 10:00 - 13:00
16:00 - 21:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 19:00
Wednesday 09:00 - 17:00
17:00 - 21:00
Thursday 09:00 - 17:00
17:00 - 21:00
Friday 17:00 - 21:00
Saturday 09:00 - 17:00
18:00 - 19:00
Sunday 09:00 - 17:00
18:00 - 19:00

Telephone

+8801706126368

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comfort Dental And Maxillofacial Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Comfort Dental And Maxillofacial Treatment Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram