অনিক

অনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অনিক, Pharmacy / Drugstore, Maulvi Bazar.

http://trickbd.com/android-tips/223858
11/08/2017

http://trickbd.com/android-tips/223858

MiUi launcher pro-সাধারণত এর মাধে অসাধারণ একটি launcher.ফোন কে সুন্দর লুক দেওয়ার জন্য তো অনেক launcher ব্যাবহার করলেন এখন এটি ব্যাবহার করে দেখুন।Uncommon একটি launcher.মাত্র ২মেগাবাইট

06/08/2017
30/07/2017

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা
করি ভালো আছেন । কারণ TrickBD এর সাথে
থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায়
আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের
জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না
কাজের কথায় আসি ।
স্মার্টফোনের ব্যাটারি কতদিন চলবে, তা অনেকটাই নির্ভর করে আপনি কীভাবে ব্যাটারিতে চার্জ দিচ্ছেন, তার উপরে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে, স্মার্টফোনে চার্জ দেওয়ার বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেগুলি মেনে চললে স্মার্টফোনের ব্যাটারির আয়ু বাড়বে বলেই দাবি করা হয়েছে।
একনজরে দেখে নিন, স্মার্টোফোন চার্জিংয়ের সময়ে কী কী পদ্ধতি অনুসরণ করা উচিত।
• ফোনের গায়ে কোনও প্রোটেক্টিভ কেস বা কভার থাকলে চার্জ দেওয়ার সময়ে তা খুলে নিন। কারণ চার্জিংয়ের সময়ে ফোনের ব্যাটারি হাল্কা গরম হওয়াটা স্বাভাবিক। কিন্তু ফোনের গায়ে কোন কভার বা কেস থাকলে ফোনটি ঠান্ডা হওয়ার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।
• দ্রুত ফোন চার্জ করার জন্যও অনেক চার্জার পাওয়া যায়। কিন্তু এই পদ্ধতিতে ফোন চার্জ না করাই ভাল। কারণ, দ্রুত ফোন চার্জ করার অর্থ ফোনের ব্যাটারিতে স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় ভোল্টেজ পাঠানো। যার ফলে ফোনের তাপমাত্রাও অনেকটা বেড়ে যায়। যা আদতে ফোনের ব্যাটারির উপরে ক্ষতিকারক প্রভাব ফেলে। এই রকম ক্ষেত্রে যদি ফোনের ব্যাটারি সেটিংসে অপশন থাকে, তা হলে সবসময়েই ‘নর্মাল চার্জিং সাইকেল’ অপশনটি বেছে নিন।
• সবসময়ে ফোনের নিজস্ব চার্জার দিয়ে ফোন চার্জ করুন। ফোনের নিজস্ব চার্জারের সঙ্গে আপনি যে চার্জার ব্যবহার করছেন, সেটি যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে ফোনের ব্যাটারি পারফরম্যান্স, চার্জ ধরে রাখার ক্ষমতা এবং ব্যাটারির আয়ুর উপরে প্রভাব পড়ে। যদি অন্য কোন চার্জার দিয়ে ফোনে চার্জ দেওয়া হয়, সেক্ষেত্রে ফোনের আসল চার্জারের সঙ্গে যাতে অন্য চার্জারর্টির আউটপুট ভোল্টেজ (v) এবং কারেন্ট (অ্যাম্পেয়ার) রেটিং ম্যাচ করে তা দেখে নিন। একই সঙ্গে সেই চার্জারটি ফোন নির্মাতা সংস্থার অনুমোদিত কি না, সেটিও খেয়াল করুন।
• সারারাত ধরে কখনই ফোন চার্জে দিয়ে রাখা ঠিক নয়। এর ফলে ওভারচার্জিং হয়ে ফোনের ব্যাটারির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
• সস্তার চার্জার কখনই ব্যবহার করবেন না। কারণ এই ধরনের চার্জারগুলিতে ভোল্টেজে তারতম্য, ওভারচার্জিংয়ের মতো সমস্যার সঙ্গে মোকাবিলা প্রতিরোধ করার ক্ষমতা থাকে না। চার্জার কোনওভাবে ক্ষতিগ্রস্ত হলে ফোন এবং ব্যাটারির উপরেও তার প্রভাব পড়ে।
• যখনই ফোনে চার্জ দেবেন, অন্তত আশি শতাংশ পর্যন্ত ব্যাটারি চার্জ করে নেওয়ার চেষ্টা করুন।
• চার্জ একটু কমে গেলেই ফের চার্জে বসিয়ে দেওয়ার প্রবণতা ঠিক নয়। ব্যাটারিতে কুড়ি শতাংশের কম চার্জ থাকলেই ফের ফোন চার্জ করা উচিত। অকারণে বার বার চার্জ দিলে ব্যাটারির আয়ু কমে আসে। আবার ব্যাটারির চার্জ একদম নিঃশেষ হতে দেওয়াও ঠিক নয়।
• থার্ড পার্টি ব্যাটারি অ্যাপসগুলি কখনই ব্যবহার করবেন না। কারণ এগুলিতে উল্টে ব্যাটারিরই ক্ষতি হয়, কারণ এই ধরনের অ্যাপ একটানা ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে। ফোনের ‘মেমোরি লো’ বলে দাবি করে ব্রাউজারে বেশ কিছু অ্যাপ ইনস্টল করার বিজ্ঞাপন আসে, এই ফাঁদেও পা দেবেন না।
• এমন পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন, যেগুলি ভোল্টেজের তারতম্য, শর্ট সার্কিট বা ওভার-চার্জিংয়ের মতো সমস্যা হলে প্রতিরোধ করতে পারে।
• পাওয়ার ব্যাঙ্কের সাহায্যে ফোন চার্জ দেওয়ার সময়ে সেটি ব্যবহার না করাই ভাল। এক্ষেত্রে ফোনের ইন্টারনাল টেম্পারেচার বেড়ে গিয়ে ফোনটির ব্যাটারি আয়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে।

14/07/2017

বালিকা।
তুই আমার গাঞ্জা!
তুই আমার বিড়ি
তোর নেশায় পইড়া আমি
তোর পিছে ঘুরি

07/07/2017

এই মেয়ে বউ হবা
কথা দিচ্ছি বিয়ের পর প্রতিদিন সকালে খুব আদর করে কোলে নিয়ে জোরছে একটা করে আছাড় দিব
বউ রাগ করিও না কেমন
#বালুবেসে_আছাড়_দিব_তো
#লিটল_বয়

07/07/2017

একটা সুন্দর আম খেলাম। পাকা, মিষ্টি। এরপর একটা সিগেরেট খেতেই হবে। বিদেশি একটা ভালো চকোলেট খাওয়া শেষেও একটা সিগারেট চাই'ই চাই। এক বাটি সেমাই খাওয়ার পর মনে হয় একটা বিড়ি না খাইলে কীসের তিরিশ দিনের রোজা শেষে ঈদ করলাম? কোকের সাথে একটা সিগারেট তো আসেই। চা খাব সিগারেট খাব না, এ আবার কেমন? পোলাও কোরমা, কালিয়া কাবাব তো আছেই। করলা দিয়ে এক প্লেট ভাত খাইলেও লাগে একটা সিগারেট।
গভীর জ্যামে আটকে আছি। বাসে। ইস! একটা সিগারেট খাইতে পারতাম যদি নিচে বাইরে দাঁড়ায়! রিকশায় উঠলে একটা সিগারেট হাতে থাকাই লাগে। কোথাও গেলাম। কারও জন্য অপেক্ষা করছি। খালি মুখে ধোঁয়া ছাড়া অপেক্ষা করে কীভাবে? জুম্মার নামাজের পর একটা সিগারেট খাওয়াটা শুধু হাদীসেই নাই কেবল। কোথাও ঢুকবার আগে একটা সিগারেট। সেখান থেকে বেরিয়ে একটা। ক্লাস শুরর আগে, শেষের পরে। ল্যাবের মাঝে কয়েকটা।
পাহাড়ে উঠলে সিগারেট, সমুদ্রের তীরে দাঁড়ায় সিগারেট। বরফ আর মরুর দেশে গেলেও একই অনুভূতি হয় কি না কে জানে। সবুজ অরণ্যে সিগারেট না পেলে, অরন্যে রোদন। সব বৃথা। মন খুশি হলে টিএসসির মোড়ে একটা সিগারেট। খারাপ থাকলে কার্জন হলে কোনা কাঞ্চিতে। সিগারেট। প্রেমিকার অপেক্ষায় সিগারেট। প্রেমিকার আগমনে সিগারেট। প্রেমিকা চলে গেলেও সিগারেট।
এই সিগারেট কেন্দ্রিক জীবনব্যবস্থা নিয়ে আমি কই যাব?
©জাতি

16/03/2017

আপনাদের জন্য শুখবর।।।। এখন থেকে মৌলভীবাজার শহরের সকল বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন আমাদের পেইজে।আমরা আপনার সিরিয়ালের ব্যবস্থা করে আপনাকে জানিয়ে দিবো। আর কোন সমস্যার জন্য কোন ডাক্তারকে দেখালে ভালো হবে তার পরামর্শ ও এখন থেকে দেওয়া হবে।

পোষ্টটা শেয়ার করে সবাইকে জানাতে ভূলবেন না।

10/03/2017

আপনার চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন থেকে বিরত থাকুন।সুস্থ থাকুন ভালো থাকুন।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share