
10/09/2023
তথ্য***
কালোজিরার তেল ৫০০মি:গ্ৰা:সফট্ জিলাটিন ক্যাপসুল (ডি-শেফা).
বৈজ্ঞানিক নাম:নাইজেলা স্যাটিভা।
ব্যবহার: ডি-শেফা সর্দি,কফ, হাঁপানি, ব্রংকাইটিস,গাত্রবেদনা, বদহজম, বমি,স্তন্যদুগ্ধ স্বল্পতা, একজিমা এবং কাঁটা ছেড়ায়, নির্দেশিত। এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, রক্তের শর্করা ও রক্তচাপ কমাতে এবং চুলপড়া রোধেও ব্যবহার করা হয়।
সেবনবিধি: ১টি ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার। তোমার রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সএব্য।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার: গর্ভাবস্থায় কালোজিরা তেল অনুমোদিত নয়। দুগ্ধ দানকারী মায়েদের মাতৃ দুগ্ধের পরিমাণ বৃদ্ধির জন্য এটি সেবন করা উচিত।
ধন্যবাদ.....