প্রয়োজনে প্রিয়জন

প্রয়োজনে প্রিয়জন পাশে থাকুন, উপকৃত হবেন।

🟥ব্রেকিংইরানের আইআরজিসি গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি ও তার ডেপুটি হাসান মোহাক নিহত। নিজে কনফার্ম করছেন বেনইয়া...
15/06/2025

🟥ব্রেকিং

ইরানের আইআরজিসি গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি ও তার ডেপুটি হাসান মোহাক নিহত। নিজে কনফার্ম করছেন বেনইয়ামিন নেতানিয়াহু।

15/06/2025

ইরানরে রাশানরা বলেছিলো তাদের সুরক্ষা-বলয়ে ঢুকতে, তারা এদের কথা শুনে নাই। তারা শুনলো ভুট্টো সাবের কথা। এই আক্রমণের পর ভুট্টো সাবের সাথে তাদের সম্পর্ক কী দাঁড়ায়, সেটাই দেখার বিষয়!

❝কাজী যখন কাবিননামায় দেনমোহরের টাকা লিখছিল মেয়েটি হঠাৎ কাজীর কাজ থেকে কলম-আর কাগজ নিয়ে বলে উঠে🙁_ _ আমার কাবিননামা আমি লি...
05/04/2025

❝কাজী যখন কাবিননামায় দেনমোহরের টাকা লিখছিল মেয়েটি হঠাৎ কাজীর কাজ থেকে কলম-আর কাগজ নিয়ে বলে উঠে🙁

_ _ আমার কাবিননামা আমি লিখবো.. ঠিক যা লিখবো আমাকে তা দিতে হবে🙄
গরিব হয়ে ছেলেটা মেয়েটিকে প্রচুর ভালোবাসতো🥰 তাই মেয়েটির কাছে মাথা নথ করে..দরদ ভরা কন্ঠে বলতো লাগলো..এমন কিছু লিখো না প্লিজ 🙏 যা দেওয়ার মতো সামথ্য আমার নাই🥺

_ আমি গরিব হতে পারি..কিন্ত তোমাকে কখনো ছেড়ে যাবো না😭.. মেয়েটা ছেলেটার দিকে চোখ রাঙিয়ে কাবিনের ওই টাকার জায়গায় কুট-কুট করে লিখে দিল ছেলেটির ওই নাম...🤗

_আর সবার সামনে চিৎকার করে বলতে লাগলো.. যদি আমায় কখনো ছেড়ে যায়..আমি দেনমোহর বাবদ ওকে নিয়ে যাবো.. আজ কান খুলে শুনে রাখুন সবাই🙁

_ প্রতিটা স্বামী -স্ত্রীর সম্পর্ক টিকে থাকে পবিত্র ভালোবাসায় 🥰..অর্থ, আভিজাত্য আর দেনমোহরের টাকায় নয় 🙂

বায়োটেক ইন্ডাস্ট্রি ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ!প্লাজমা ভিত্তিক ঔষধ তৈরিতে চীনের সিনোভ্যাক বাংলাদেশে ৫০০০ কোট...
04/04/2025

বায়োটেক ইন্ডাস্ট্রি ও সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ!

প্লাজমা ভিত্তিক ঔষধ তৈরিতে চীনের সিনোভ্যাক বাংলাদেশে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। ইতোমধ্যে তারা রেজিস্ট্রেশন ও ইনকর্পোরেশন নিয়েছে। দেশের ২০ টি জেলায় তারা প্লাজমা ব্যাংক ও কুলিং ফ্যাসিলিটি করে ব্লাড সংগ্রহ করবে। এরপর তারা সেগুলি তাদের ফ্যাসিলিটিতে ব্যাবহার করে ৮ ধরনের মেডিসিন তৈরি করবে।

প্লাজমা থেকে সংগৃহীত এলবুমিন, গ্লোবিউলিন এবং অন্যান্য ক্যান্সার, লিভারের রোগ সহ অনেক ধরনের চিকিৎসায় লাগে। প্লাজমা থেকে এক্টিভ এন্টিবডিও সংগৃহীত হয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্র বিশ্বের মোট এলবুমিন চাহিদার ৭৫% যোগান দেয়। যদি তারা এটার সরবরাহ বন্ধ করে দেয় তবে সারাবিশ্বে এলবুমিনের চরম সঙ্কট সৃষ্টি হতে পারে।

বিজনেস স্টান্ডার্ড এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ প্রতিবছর প্রায় ২০০০ কোটি টাকার প্লাজমা ভিত্তিক মেডিসিন আমদানি করে থাকে।

সিনোভ্যাক বাংলাদেশের ইনসেপটার সাথেও চুক্তি করেছে এদেশে কোভিড ১৯ এর ভ্যাক্সিন সহ আরো বিভিন্ন ক্ষেত্রে সহযোগীতা করবার জন্য।

এই ধরনের বিনিয়োগ বাংলাদেশের জন্য ইতিবাচক। এর আগে Oryx Bangladesh গাজিপুরের হাই টেক পার্কে বায়োটেক ইন্ডাস্ট্রিতে $৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষনা দিয়েছিল। সামনে এরকম সপিস্টিকেটেড বিনিয়োগ আরো আসুক।

#সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি

আগামীর ভবিষ্যত সেমিকন্ডাক্টর এর সাথে ইন্টারটুইনড। প্রযুক্তির উৎকর্ষতায় ক্ষমতার পরিমাপকের অন্যতন উপাদান হয়ে উঠেছে সেমিকন্ডাক্টর খাত। আর এই খাতে এগিয়ে যেতে উঠে পড়ে লেগেছে পরাশক্তিগুলি। রাশিয়ার বৈকাল চিপ, চীনের নিজস্ব চিপ তৈরিতে বিনিয়োগ বৈশ্বিক ক্ষমতার বহুকেন্দ্রিক বিকাশের উদাহরন।

সিলিকন ভিত্তিক কম্পিউটার হার্ডওয়ার ইন্ডাস্ট্রির বৈশ্বিক বাজার প্রায় ২০২০ এ ছিল প্রায় $৪২৫ বিলিয়ন ডলার। আমাদের প্রতিবেশি ভারত এই খাত হতে আয় করে $৬০ বিলিয়নের বেশি যেটা বাংলাদেশের রপ্তানির থেকেও বেশি। এরকম উচ্চ প্রযুক্তির বিনিয়োগ এদেশে ভাবা যায় না। কিন্তু মজার বিষয় হল বাংলাদেশেও এই খাতের বিকাশ হচ্ছে। বাংলাদেশ এই খাত থেকে বছরে $৫ মিলিয়ন ডলার আয় করে। টাকার অঙ্কে ছোট হলেও সম্ভাবনার বিচারে এটা আশা জাগানিয়া।

বর্তমানে বাংলাদেশে ৩ টি সেমিকন্ডাক্টর কোম্পানি রয়েছে। এগুলা হল নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড, উল্কাসেমি লিমিটেড ও প্রাইম সিলিকন লিমিটেড। এই খাতে বিনিয়োগের পরিকল্পনা করছে এসিয়াই গ্রুপ ও ওয়ালটন।

বাংলাদেশের কোম্পানিগুলি মূলত চিপ ডিজাইনের কাজ করে যেটা কমপ্লেজ এই প্রসেসের একটি অংশ মাত্র। নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড বৈশ্বিক চিপ কোম্পানিগুলির জন্য VLSI Chips এর পার্টস ডিজাইন করে। এই কোম্পানি রেডিমেড গার্মেন্টস খাতের DBL গ্রুপের সিস্টার কনসার্ন। তাদের কাজের ভেতর রয়েছে Analog mixed signal design, testability design, Digital verification, physical design ও Process Automation ।

এছাড়া উল্কাসেমি গাজিপুরের হাইটেক পার্কে $২৫ মিলিয়ন বিনিয়োগ করছে।

আমাদের দেশের শক্তি ও ক্ষমতা বাড়াতে গেলে আনএক্সপ্লোরড খাতগুলিকে চিহ্নিত করে বিনিয়োগ টানা জরুরি। আমরা পারি না, আমরা পারব না, আমাদের দিয়ে হবে না, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র শ্রমভিক্তিক বিনিয়োগে নজর দিতে গিয়ে অন্য খাত যেন নজর এড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখা জরুরি। ট্রেড বেনিফিট নিয়ে সোচ্চার হওয়ার আগে আমাদের রপ্তানি করবার মত পণ্য ও সেবার তালিকা না বাড়ালে শুধুমাত্র দুই তিনটি পণ্যের উপর নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে আমাদের জন্য দুর্বলতার নির্দেশক হতে পারে। সমান নজর চাই সবখানে।

Some fights are not worth your time.Choose what you fight for wisely.I once asked a very successful woman to share her s...
04/04/2025

Some fights are not worth your time.Choose what you fight for wisely.

I once asked a very successful woman to share her secret with me.
She smiled and said to me.. "I started succeeding when I started leaving small fights for small fighters. I stopped fighting those who gossiped about me...

I stopped fighting for a cheating partner...I stopped fighting for attention...I stopped fighting to meet public expectation of me...

I left such fights for those who have nothing else to fight...And I started fighting for my vision,my dreams, my ideas and my destiny.

The day I gave up on small fights is the day I started becoming successful.

এবার ঠিক আছে?সুপারম্যান এর লগো টা এক্কেবারে জায়গা মত।😂😎😊😂
03/04/2025

এবার ঠিক আছে?

সুপারম্যান এর লগো টা এক্কেবারে জায়গা মত।😂😎😊😂

আকর্ষণীয় পুরষ্কার জিততে নিচের ২ টি প্রশ্নের উত্তর দিন:১. ভাইরাল হোটেলটির নাম?২. হোটেলটির ভাইরাল আইটেম?
03/04/2025

আকর্ষণীয় পুরষ্কার জিততে নিচের ২ টি প্রশ্নের উত্তর দিন:

১. ভাইরাল হোটেলটির নাম?
২. হোটেলটির ভাইরাল আইটেম?

কমেন্টে দিয়ে যান বুদ্ধির পরিচয়।
03/04/2025

কমেন্টে দিয়ে যান বুদ্ধির পরিচয়।

বাড়িতে চোর ঢুকেছে!গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে। গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু না, কুকুর চু...
03/04/2025

বাড়িতে চোর ঢুকেছে!

গাধা ও কুকুর পাশাপাশি বসে আছে।
গাধা ভাবছে কুকুর হয়তো চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু না, কুকুর চুপচাপ বসে আছে। কুকুরের নীরবতায় গাধার মনে সন্দেহ দেখা দিলো। সে কুকুরের কাছে এসে বললো ভাই, একটাকিছু করো, চোর তো গুদাম ঘরের তালা ভাঙ্গা শুরু করে দিয়েছে।

গাধার কথায় কুকুর কর্ণপাত না করে বসে রইলো। হঠাৎ গাধা চেয়ে দেখলো কুকুরের সামনে হাড্ডি। হাড্ডির সাথে মাংসও আছে।
গাধা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেনা। এ কি দেখছে সে ?

বাড়ির একমাত্র পাহারাদার তার প্রিয় কুকুর ভাই কি শেষ পর্যন্ত ঘুষ খাওয়া শিখে ফেলেছে ?তাও আবার চোরের মত বেইমান, বিশ্বাসঘাতক, নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে ? ছিঃ! ছিঃ! ছিঃ!

এদিকে চোরেরা তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। গাধা আর চুপ থাকতে পারলোনা, সে গগনবিদারী চেঁচামেচি শুরু করে দিলো। তার চিৎকারে বাড়ির মালিকের ঘুম ভেঙ্গে গেলো। মালিক খুব বিরক্ত হলো। সে ঘর থেকে বের হয়ে দেখলো কুকুর নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর গাধা লাফাচ্ছে।

মালিক ভাবলো হয়তো গাধাকে জ্বিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে । তাই সে রাগান্বিত হয়ে লাঠি দিয়ে গাধার পিঠে বেশকয়েকটা
আঘাত করল।

এতে গাধা খুবই ব্যথিত হলো । এখন গাধা কোথায় যাবে? মালিকের সম্পদ রক্ষা
করতে গিয়ে উল্টো মার খেতে হলো। অবশ্য চোর ধরা যার দায়ীত্ব ছিলো, সে ঘুষ খেয়ে চুপ থেকেছে।

আর গাধা অন্যের দায়ীত্ব মাথায় নিয়ে অপরাধী হয়েছে। অগত্যা গাধা মনে মনে ভাবছে- দায়ীত্বশীলরা নষ্ট হয়ে গেলে করার কিছুই থাকেনা। এ সময় কিছু করতে
যাওয়া বোকামী ছাড়া আর কিছুনা।

গল্পটা এখানেই শেষ।

কিন্তু আমার ভাবনা এখান থেকেই শুরু।
বর্তমানে যারা চোরদের বিরুদ্ধে লেখালেখি করছে, তারাও ঐ গাধার মত সবার চোখে অপরাধী। আর কুকুররা টোপ গিলছে এবং শত কোটি টাকা নিয়ে লাপাত্তা হচ্ছে।

তাই চোর ও কুকুরের গলাগলি যতদিন থাকবে, ততদিন আমাদের মত গাধাদের চোখ বুজে সহ্য করা ছাড়া আর কোন উপায় নাই ।
তবে একথা সত্য যে, চোরের দশদিন সাধুর একদিন।

https://hotjobs.bdjobs.com/jobs/gnb/gnb129.htmGreat opportunity for the freshers.
22/02/2023

https://hotjobs.bdjobs.com/jobs/gnb/gnb129.htm

Great opportunity for the freshers.

Good Neighbors is an international humanitarian and development non-governmental organization with membership in General Consultative Status in the United Nations Economic and Social Council (UN ECOSOC). Good Neighbors Bangladesh established in 1996 is operating 17 Community Development Projects (CD...

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়োজনে প্রিয়জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram