Kamalganj Physiotherapy Centre কমলগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Maulvi Bazar
  • Kamalganj Physiotherapy Centre কমলগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার

Kamalganj Physiotherapy Centre কমলগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার Shipon Sinha,
Chairman Of Kamalganj Physiotherapy Center,
Kamalganj, Moulvibazar Physiotherapy Service and Rehabilitation

09/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ ...
01/09/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে,নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়।
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এটাই বাস্তবতা, যেটাকে অস্বীকার করার কোন কারণ নেই। ধন্যবাদ সবাইকে, পোস্টটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।।

চিকিৎসা বিজ্ঞানের কোথাও গরমে , ডায়রিয়ায় মোট কথা পানিশূন্যতা হলে ডাবের পানি খাইতে হবে, কোথাও লিখা নাই। একটা ডাবে ১০০-১৫০ ...
31/08/2025

চিকিৎসা বিজ্ঞানের কোথাও গরমে , ডায়রিয়ায় মোট কথা পানিশূন্যতা হলে ডাবের পানি খাইতে হবে, কোথাও লিখা নাই। একটা ডাবে ১০০-১৫০ টাকা দিয়ে কিনে খাওয়ার মতো পুষ্টি উপাদান কিছুই নেই।
এর চেয়ে আধা লিটার বিশুদ্ধ পানিতে একটা ৫ টাকার স্যালাইন খাওয়া রিহাইড্রেশন এর জন্য উপকারী, সাশ্রয়ী এবং নিরাপদ।
শখ করে ডাব খান। সেন্টমার্টিন কক্সবাজার যেয়ে খান। কিন্তু অসুস্থতায় এটাকে ঔষধ বানানোর কিছু নাই।আমাদের এই হুজুগ সাপ্লাই আর ডিমান্ড এর দফারফা করে, ডাবের দাম আকাশে তুলে দিয়েছে। অথচ ডাবের পানিতে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম শিশুদের ক্ষতির কারণ হতে পারে। এটা কিডনি রোগী এবং হার্টের রোগীদের জন্য ক্ষতিকর হত পারে ।
অন্যদিকে খাবার স্যালাইন বানানো হয় মানবশরীর প্রয়োজনীয় খনিজ উপাদান এর অনুপাত বুঝে, ঠিক রেখে।যা কয়েকগুণ দ্রুত শরীরের পানি শূন্যতা দুর করে।
ডায়রিয়া, জ্বর পানিশূন্যতায় খাবার স্যালাইন খান খাওয়ান। ডাব নয়......
সবাই সচেতন হোন ✅✅🌷🌷🌹🌹
Post credit :Prime Physiotherapy centre, Dhaka

30/08/2025

Good Night Everyone ✅✅💤💤

কোমড় ব্যথার জন্য সঠিক পরামর্শ। ✅✅🌻🌻   ゚
30/08/2025

কোমড় ব্যথার জন্য সঠিক পরামর্শ। ✅✅🌻🌻

সন্তানকে হারিয়ে ফেলেছিলেন মা, ১৯৭১ সালে। মাতৃভূমির মুক্তিযুদ্ধে গিয়েছিলো সন্তান, ফিরে আসেনি আর। অনেক অনেক দিন খোঁজাখুঁ...
24/08/2025

সন্তানকে হারিয়ে ফেলেছিলেন মা, ১৯৭১ সালে। মাতৃভূমির মুক্তিযুদ্ধে গিয়েছিলো সন্তান, ফিরে আসেনি আর। অনেক অনেক দিন খোঁজাখুঁজি শেষে, তিনি জানতে পেরেছিলেন, পুত্র তাঁর ফিরে আসবে না কোনোদিন, যুদ্ধরত অবস্থায় শহিদ হয়ে গেছে তাঁর সন্তানটি, সিলেটের কোনো এক জায়গায়।

পুত্র কি পড়ে ছিল সেই অচিন জায়গায় দিনের পর দিন? পিঁপড়ায় খেয়ে ফেলেছে পুত্রকে? কবর কি পেয়েছিলো বুকের ধন? পেলে, কই সে-কবর? মন যে মানে মায়ের! বাপধন রে!

কেউই দিতে পারেনি খোঁজ। মা, যখনই সিলেট অঞ্চলের কারও খোঁজ পেতেন, আকুল আঁচলে ছুটে যেতেন তার কাছে, নাড়ির শেষ চিহ্নের বুকফাঁড়া খোঁজের বাসনায়।

দীর্ঘ একচল্লিশ বছর! দীর্ঘ ৪১ বছর পর, এভাবেই খুঁজতে... খুঁজতে... খুঁজতে,... একদিন, ২০১২ সালে এসে, ৯০ বছর বেঁচে থাকা মা, সন্তানের কবরের হদিস, পেয়ে গেলেন। আহ্! মা রে! কেন তুই এমন অশ্রু?

রাজবাড়ির পাংশা উপজিলার বিরাহিমপুর গ্রামের কুড়ি বছর বয়সী ছেলেটি, ঘর ছেড়েছিলো কৈশোরেই। পুলিশের চাকরিতে যখন সে ময়মনসিংহে, যুদ্ধ শুরু, মুক্তির। যুদ্ধ ফুরোয়, দিন যায়, কেটে যায় মাস, বছর; বেলেজান নেছা, মা, পথ চেয়ে থাকেন। সন্তান ফেরে না। একদিন, হঠাৎ একটি চিঠি এসে পৌঁছায় বেলেজানের হাতে। লিখক─ সি.আর. দত্ত; সেক্টর কমান্ডার, ৪ নং সেক্টরের, মুক্তিযোদ্ধা। বেলেজানের বুক চৌচির হয়ে যায়, পত্রটি পড়ে; পুত্র তাঁর শহিদ হয়ে গেছে সিলেট অঞ্চলের একটি যুদ্ধে। কই তাঁর পুত্রের সমাধি? ২০১২ সালে, একটি বইয়ের পৃষ্ঠায় চোখ পড়ে যায় মায়ের। 'রক্তাক্ত ৭১: সুনামগঞ্জ' বইটির লিখক সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী। বেলেজান নেছা জানলেন অবশেষে, তাঁর আতাহার কোথায় শুয়ে আছে! সিলেটের সুনামগঞ্জ সদর উপজিলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বাংলাদেশ-ভারত ডলুরা সীমান্তের, মাটির তলায়।

ছবিটি দেখুন। একজন নবতিপর মা, বয়সের ভারে ন্যুব্জ, উপুড় ঝুঁকে আছেন দীর্ঘ চার দশক পর পুত্রকে পেয়ে, পুত্রের সমাধির উপরে। চোখ দু'টি খুলতে, বড্ডো বেগ পেতে হচ্ছে তাঁর। তবু, খুললেন। ওই চোখে, গাঙ; ওই চোখে আষাঢ়; ওই চোখে জনমের বিদীর্ণতম শোক! পুৎ রে! পুৎ রে!

মুক্তিযোদ্ধা আতাহার আলির বুক কি ভেসে যাচ্ছে, মায়ের চোখের লোনাজলে? টপ টপ!... টপ টপ!... টপ টপ!...

আমার মাতৃভূমি, বড়ো দুঃখী মাটি।

Salah Uddin Ahmed Jewel
#বাংলাদেশ
মূল তথ্যসূত্র: সুনামগঞ্জের রিপোর্টার খলিল রহমান, দৈনিক প্রথম আলো, ২৫ মার্চ ২০২১।

Good Night everyone ✅✅🌹🌹💖💖💤💤   ゚
23/08/2025

Good Night everyone ✅✅🌹🌹💖💖💤💤

একটি জনসচেতনতামূলক পোস্ট!! শেয়ার করুন প্লিজ। এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌস...
23/08/2025

একটি জনসচেতনতামূলক পোস্ট!! শেয়ার করুন প্লিজ।

এখন শরৎকাল। আর এদেশে শরৎকাল বিশেষভাবে কুকুরের বংশবৃদ্ধি করার জন্য প্রজননমৌসুম। আসুন কুকুরের বংশবৃদ্ধির প্রজনন বিষয়ক ব্যাপারটা জেনে নেই!

আপনি নিশ্চই এ সময়ে কখনো না কখনো রাস্তায় দুটি কুকুরকে অপরের সাথে আঁকড়ে থাকতে দেখেছেন এবং বিস্মিত হয়েছেন!

ভেবছেন কি হচ্ছে? এবং কেন তারা নড়ছে না, ভিন্ন দিকে এভাবে মুখ করে দাঁড়িয়ে আছে?

উত্তরটা কমন : এটা ওদের সঙ্গম পরবর্তী একটা অবস্থা!

অনেকেই দেখেছি এ সকল বিষয়ে তামসা মশকরাও করে থাকেন! যা করা অনুচিত।

কিছু অমানুষ তো অজ্ঞতাবসত কখনো কখনও অতি উৎসাহী হয়ে লাঠি নিয়ে তেড়ে যায় এদের আলাদা করতে। কেউবা আবার ঠান্ডা-গরম পানি ও ছিটায়!! যা করা অনুচিত।

কেন তারা এত অদ্ভুতভাবে আঁকড়ে থাকে?

বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা :

কুকুরের ক্যানিন মিলনের সময়, যাকে কপুলেটরি টাই বলা হয়, একটি অনন্য শারীরিক পর্যায় যা শুধুমাত্র কুকুর, নেকড়ে এবং শেয়ালের মতো নির্দিষ্ট স্তন্যপায়ীদের মধ্যে ঘটে।

কুকুরের পুরুষ গ্রন্থি নারীর শরীরে প্রবেশ করার পর বালবাস গ্রন্থি নামক গ্রন্থি পুরুষ গ্রন্থিতে বেড়ে যায়, ফলে যোনির ভেতর অঙ্গ আটকে যায়।

এই বন্ধনী একটি প্রাকৃতিক “বায়োলজিক্যাল লক” হিসাবে কাজ করে যা তাৎক্ষণিক বিচ্ছেদ প্রতিরোধ করে, কুকুরকে কয়েক মিনিটের জন্য সংযুক্ত রাখে, কখনও কখনও আধা ঘণ্টা পর্যন্ত। এতে একজন অন্য দিকে বিপরীত দিক দিয়ে চলে যেতে পারে, যা স্খলন এবং সংকোচন চলাকালীন প্রজনন অঙ্গকে রক্ষা করা সম্পূর্ণরূপে স্বাভাবিক।

সতর্কতা :

এই পর্যায় বেদনাদায়ক নয়, কিন্তু অত্যন্ত সংবেদনশীল। জোর করে আলাদা হওয়ার যে কোন প্রচেষ্টার ফলে গুরুতরভাবে ছিড়ে যাওয়া এবং তীব্র রক্তপাত হতে পারে।

এই দৃশ্য দেখলে যা যা করবেন না!

❌ হস্তক্ষেপ করবেন না
❌ ঠান্ডা পানি স্প্রে করবেন না
❌ জোর করে আলাদা হওয়ার চেষ্টা করবেন না

সহজভাবে, তাদের একা ছেড়ে দিন, প্রক্রিয়া অস্থায়ী এবং তারা স্বয়ংক্রিয়ভাবে ক্ষতি ছাড়াই আলাদা হয়ে যাবে।

জ্ঞান আমাদের ভয় থেকে রক্ষা করে এবং ক্ষতি থেকে প্রাণীদের রক্ষা করে। আশেপাশের প্রাণীদের প্রতি সদয় হোন!

এই তথ্যটি অবশ্যই শেয়ার করুন ও অন্যদের জানার সুযোগ করে দিন!

আপনার একটু সচেতনতা ও সহযোগিতা দিয়ে অন্তত একটি কুকুরকে হয়তো বাঁচাতে পারেন বা ক্ষতি প্রতিরোধ করতে পারেন!

মনে রাখতে হবে, পৃথিবীটা ওদেরও!


© সংগৃহীত

22/08/2025

এতো শুভ সকাল ,শুভ দুপুর, শুভ রাত্রি,বলে লাভ কি??হাজার হাজার ফলোয়ার থেকে কি হবে? একটিভ বন্ধু না থাকলে লাভ কি।পেইজ আর আইডি বড় করতে দরকার এক্টিভ বন্ধু🙏🙏

Address

Maulvi Bazar
3221

Opening Hours

Monday 09:00 - 18:29
Tuesday 09:00 - 18:30
Wednesday 09:00 - 18:30
Thursday 09:00 - 18:29
Saturday 09:00 - 18:30
Sunday 09:00 - 18:30

Telephone

+8801815981717

Alerts

Be the first to know and let us send you an email when Kamalganj Physiotherapy Centre কমলগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kamalganj Physiotherapy Centre কমলগঞ্জ ফিজিওথেরাপি সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram