মেডিসেবা MediSeba

মেডিসেবা MediSeba Incurable disease related many patients taken my treatment...

জীবনে ৩৫/৪০ বয়সে যখন সমৃদ্ধি আসা শুরু হয় সেই বয়সেই দেহে নানা রোগ আক্রান্ত হওয়া শুরু হয়। আসলে আমরা জীবনের অর্থ ও উদ্দ্যেশ...
23/02/2024

জীবনে ৩৫/৪০ বয়সে যখন সমৃদ্ধি আসা শুরু হয় সেই বয়সেই দেহে নানা রোগ আক্রান্ত হওয়া শুরু হয়। আসলে আমরা জীবনের অর্থ ও উদ্দ্যেশ না জেনেই ছূটে চলেছি তো চলছি।

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুঁজছে, মেয়ে হতে হবে...
04/02/2024

এক কানাডা প্রবাসী বাংলাদেশি আটাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা-মা হুলুস্থুল হয়ে মেয়ে খুঁজছে, মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় পাচ ফুট তিন থেকে পাচ ইঞ্চি। এর কম না, বেশি না। রঙ ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালিখা অনার্স পাশ। ষোল আনা চাই পরিবারের।

তিন মাসের বাংলাদেশ ভ্রমণ, এক মাসের মাথায় মেয়ে ঠিকঠাক। ষোল আনা পেয়েছিল কিনা জানিনা, তবে ছেলের জ্বলজ্বল করা চোখ দেখে মনে হল যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগীর রোস্ট চাবানোর জন্য না, ষোল আনা পারফেক্ট মেয়েটাকে দেখা।

কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আমার আর মেয়েটাকে দেখা হল না, নিশ্চয় কানাডায় বড় হওয়া ছেলেটা মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করেছে।


তিনমাস পর ছেলের বাবা ফিরে এল। গ্রামের বাড়ি, জায়গা জমি কি ছিল তার আবছা মনে আছে। সেই আবছা মন নিয়ে সব বিক্রি করলেন অল্প সময়ে। সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন, সেদিন এয়ারপোর্ট এ দেখা। মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা দেয়া, ডায়াবেটিক নিয়ে বউয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কিভাবে ধংস হচ্ছে এসব আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পড়ে পার্কের টুলে বসে থাকতে। ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল।

বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম,

-- 'সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন? দেশে ফিরবেন না আর? ছেলের বিয়ে হলো?'

উত্তর পাইনি, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। তার বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্ট এ। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখল।

– 'আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক, হুট করে ছেলের পেটে যন্ত্রনার কারনে ডাক্তার দেখালাম। ছেলে যন্ত্রনায় কু কু আওয়াজ করতো। দুইদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার। বাঁচবে সর্বোচ্চ এক বছর। কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো। সেই সুযোগ নেই, কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল। এখন দামী ওষুধ, দামী হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে। সব বিক্রি করে নিয়ে যাচ্ছি। আমার ছেলের জন্য দোয়া করো বাবা, আলৌকিক কিছু যেন হয়।'

মানুষটার বিমান ছেড়ে দিবে, লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখে পানি নেই, হয়তো সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলাম, কিছুই বলার ছিল না।


ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল। আলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সে রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম। মৃত্যুর দুদিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামী বাক্য -

– 'যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে,
খোদার কাছে আর কোন বিষয়ে অভিযোগ কর না।'

---------
লেখা || শাখাওয়াত সাব্বির

২০ বোতল পেইন রিলিফ অয়েল চলে যাচ্ছে বরিশালে...
31/01/2024

২০ বোতল পেইন রিলিফ অয়েল চলে যাচ্ছে বরিশালে...

"ড" দিয়ে ডাক্তারও হয় আবার ডাকাতও হয় !!ছবিতে কালো কোট পরা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি ইয়েমেনের একজন ডাক্তার।তার ব্যক্...
27/01/2024

"ড" দিয়ে ডাক্তারও হয় আবার ডাকাতও হয় !!

ছবিতে কালো কোট পরা যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি ইয়েমেনের একজন ডাক্তার।তার ব্যক্তিগত গাড়িতে লিখে রেখেছেন- "আপনার যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয় তবে আমার গাড়ি থামান"। তিনি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন।

আল্লাহ তায়া’লা উনাকে উত্তম বিনিময় দান করুন। (আমিন)

নতুন প্যাকেজিং এবং আল্লাহর অশেষ রহমতে কোয়ালিটি আগের থেকে অনেক আপডেট হয়েছে 😍৩০ বোতল যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ❤️
19/01/2024

নতুন প্যাকেজিং এবং আল্লাহর অশেষ রহমতে কোয়ালিটি আগের থেকে অনেক আপডেট হয়েছে 😍
৩০ বোতল যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে ❤️

19/01/2024

সকল রোগের এক বিধান,দিনে দু'বেলা ত্রিফলা খান।

বাংলাদেশে মধু এমন একটা জিনিস যেটা বেচারা আগে খাঁটি মধু বলা লাগে,অনেক মানুষ তো মনেই করে, খাঁটি মধু এখন পাওয়ায় যায় না, সব ...
13/08/2023

বাংলাদেশে মধু এমন একটা জিনিস যেটা বেচারা আগে খাঁটি মধু বলা লাগে,
অনেক মানুষ তো মনেই করে, খাঁটি মধু এখন পাওয়ায় যায় না, সব ভেজাল।
এই সেক্টরে কাজ করে এতো টুকু বুঝতে পেরেছি এর জন্য যতটা না দায়ি ভেজাল কারি তার থেকে বেশি দায়ি মধু ক্রেতা।
কারণ তাকে খাঁটি মধুও দিতে হবে আবার দাম ও কম নিতে হবে। এ জন্য ভেজাল কারি রা নির্ভয়ে ভেজাল করার সুযোগ পাই।
এক শ্রেণির মানুষ চাষের মধুকে বলে চিনির মধু ওদের মতো টাল আমি দেখিনি, চাষের মধু আর চাকের মধুর আহামরি পার্থক্য নেই তারা মানতেই চাই না। কিন্তু এদিকে বাংলাদেশে প্রতি বছর ৭০০ কোটি টাকার মধু বেচা কেনা হয় তার সিংহ ভাগ চাষের মধু।
অনেকে ব্রেন্ডের মধু খায় তারা না জেনেই চাষের মধু খাচ্ছে। যেখান থেকে মধু খান চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার, আর আরেকটা বিষয় মধু খাওয়ার কোন নিদিষ্ট মৌসুম নেই, শীত গরম সব সময় খাওয়া যায়।
🌿 মধুতে কোনো প্রকার ক্যামিকেল বা ভেজাল দিয়ে হারাম খাইনা। তাই যে মধু নিবেন সেই মধুর বৈশিষ্ট্য জেনে মধু ক্রয় করবেন।
👉মূল্যতালিকা :-
১কেজি খলিসা ফুলের মধু-৮০০ টাকা
১ কেজি কালোজিরা ফুলের মধু -৮০০ টাকা।
১ কেজি মিশ্র মধু -৬০০ টাকা কেজি
🌿 আপনি কোনটা নিতে চান প্লিজ জানাবেন।আর নিলে প্লিজ আপনার এড্রেস টা দিন। কুরিয়ার এবং হোম ডেলিভারির ব্যাবস্থা আছে।

বাংলাদেশের যে কোন প্রান্তে মধু অর্ডার করতে আজই যোগাযোগ করুন +8801966917070

29/07/2023
28/07/2023

'স'ক'ল' 'ব্যা'থা'র', 'স'হ'জ' 'স'মা'ধা'ন', ম'হা'শংক'র গা'র্লি'ক বি'ষ' তে'ল 🖐️কার্যকারিতা:-
👉 বা'ত ব্যা'থা/আ'র্থ্রা'ই'টি'স ব্যা'থা,পেশিতে ব্যা'থা,আ'ঘা'ত'জ'নি'ত ব্যা'থা,যেকোনো জয়েন্টের ব্যা'থা,মচকানো ব্যা'থা,ঘা'ড়ের ব্যা'থা,মা'যা'য় ব্যা'থা,ক'ব্জিতে ব্যা'থা'সহ প্রায় সকল প্রকার ব্যা'থার বিরুদ্ধে পরী'ক্ষামূল'কভাবে অধিক 'কার্য'করী।
👉 প্যা'রা'লা'ই'সি'স রো'গী'র ক্ষেত্রে বিশেষ কার্যকরী।
👉 ইহা,জ'য়ে'ন্ট এবং পেশির ফোলা ও কঠোরতা কমিয়ে,পেশীকে শক্তি'শালী, নমনীয় ও গ'তি'শীল করতে সাহায্য করে।
👉 বা'চ্চা'দে'র নি'উ'মো'নি'য়া এবং সর্দি-কাশি জনিত সমস্যা উপশম করে।
👉 বুকে মালিশ করলে,শ্বা'স'ক'ষ্ট অনেকটা উপশম হয়।

পার্শ্ব'প্র'তি'ক্রি'য়া: নি'র্ধা'রিত মা'ত্রা'য় ব্যা'ব'হা'রে কো'নো পা'র্শ'প্র'তি'ক্রি'য়া নেই। তবে,অতি সংবে'দনশীল চা'ম'ড়া'য় সামান্য চু'ল'কা'নি কিংবা লালচে ভাব দেখা দিতে পারে। এই তেল লোমকূপের মাধ্যমে, স্কিনের ভেতরে প্রবেশ করে কার্যকারিতা প্রকাশ করে।

🖐️উপাদান :- রসুন,স'রিসার তৈল,জয়তুনের তৈল,কালোজিরার তৈল,ভেরেন্ডার তৈল,মেথি,ত্রিফলা,কর্পূর,আদা,লবঙ্গ,তেজপাতা সহ অন্যান্য আনুষঙ্গিক উপাদান প্রয়োজনমতো।

🖐️ব্যাবহারের নিয়ম :- ব্যাথার স্থানে তেলটি হালকা করে কিছুক্ষণ নিম্নমূখী মালিশ করুন,দৈনিক ২-৪ বার।

বি'ষ ব্যা'থা বা য'ন্ত্র'ণার জন্য ৫ ফোটা করে।
কোমরে টান/ঘাড়ে ফিক লাগা ব্যাথার জন্য ৫ ফোটা করে।
জয়েন্টে ব্যাথার জন্য ৭ ফোটা করে।
মা'থা'ব্যথা'র জন্য ৩ ফোটা।
প্যা'রা'লা'ই'সি'সের জন্য অ'ব'শ স্থা'ন'গুলিতে ১০ ফোটা করে।

নিউমোনিয়া, সর্দি-কাশি,শ্বাসকষ্ট কিংবা বুকে ব্যাথায় প্রতিদিন রাতে শোবার সময় ২ ফোটা লাগিয়ে শোবেন।

আমাদের ১ বোতল তেল নিয়ে বাসায় রেখে দিন। দেখবেন, যেকোন সময় আপনার এটি কাজে লেগে যাবে 😍
👉সতর্কতা:- শুধুমাত্র শরীরের বাহ্যিক অংশে ব্যাবহারের জন্য। মুখে খাওয়া,কিংবা পা*য়ু'প*থ / যো*নী'প*থে ব্যাবহার করা যাবেনা।

বিস্তারিত জানতে আমাদের পেইজে মেসেজ করুন অথবা কল করুন - ☎️ ০১৯৬ ৬৯১ ৭০৭০

আইডিএফ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং দিনে দিনে এই সংখ্যা মহামারি আকারে ...
10/07/2023

আইডিএফ এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ১ কোটি ৩০ লাখের বেশি লোক ডায়াবেটিসে আক্রান্ত এবং দিনে দিনে এই সংখ্যা মহামারি আকারে বাড়ছে।

একটু সচেতন হলে এবং স্বাস্থ্য শিক্ষা জানা থাকলে ৮০ ভাগ ক্ষেত্রে এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন...

14/06/2023

রিভিউ পোস্ট (১২)
মাত্র ২০ দিনে ইনসুলিন ৭২ থেকে ০ শুন্য তে...
আর পায়ের ঘা'য়ের অকল্পনীয় পরিবর্তন 😍
বিস্তারিত ভিডিও তে।

13/06/2023

রিভিউ পোস্ট (১১)
মাত্র ৫ দিনে অকল্পনীয় পরিবর্তন, শুধুমাত্র আমাদের চিকিৎসাতেই সম্ভব 😍
যেখানে, সবাই মধু খাইতে নিষেধ করে,সেখানে আমরা নিয়মিত মধু সেবনের কথা বলি।
বিস্তারিত ভিডিওতে শুনুন 🥰

Address

College Para, Meherpur
Meherpara
7100

Alerts

Be the first to know and let us send you an email when মেডিসেবা MediSeba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিসেবা MediSeba:

Share