Purely International Ltd.

Purely International Ltd. Purely International is a unique online shop for quality products and services in Bangladesh.

Royalmart is committed to delivering organic and original products at fair prices at the customer's doorstep. The purpose of Royalmart is to provide the best customer experience in online shopping.

✨ পিওরলি ইন্টারন্যাশনাল লিঃ উপস্থাপন করছে ✨💼 স্পেশাল অনলাইন বিজনেস সেমিনার 💼🗓 প্রতি শুক্র ও সোমবার⏰ রাত ৯:৩০ মিনিট💻 100%...
10/10/2025

✨ পিওরলি ইন্টারন্যাশনাল লিঃ উপস্থাপন করছে ✨
💼 স্পেশাল অনলাইন বিজনেস সেমিনার 💼
🗓 প্রতি শুক্র ও সোমবার
⏰ রাত ৯:৩০ মিনিট
💻 100% অনলাইন – যে কোনো স্থান থেকে যোগ দিন

👤 প্রধান আলোচক:
জনাব তালিমুল ইসলাম রাজু
ব্যবস্থাপনা পরিচালক

🔗 যোগদানের লিঙ্ক:
https://meet.google.com/tgz-fspz-mxo

💡 কেন অংশ নেবেন?

🚀 বিজনেস স্কিল বৃদ্ধি

💰 আয়ের নতুন পথ উদ্ভাবন

❓ সরাসরি প্রশ্ন & উত্তর সেশন

🙏 আপনার উপস্থিতি আমাদের সেমিনারকে সফল করবে, ইনশাআল্লাহ।

✨ পিওরলি ইন্টারন্যাশনাল লিঃ
💎 Symbol of Purity 💎

Keto NEEM সাবান একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক-প্রতিরোধী সাবান যা ত্বকের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ যেমন খুশকি, সেবোরিক ...
21/09/2025

Keto NEEM সাবান একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাক-প্রতিরোধী সাবান যা ত্বকের বিভিন্ন ছত্রাকজনিত সংক্রমণ যেমন খুশকি, সেবোরিক ডার্মাটাইটিস (খসখসে ও চুলকানিযুক্ত ত্বক) এবং টিনিয়া (দাদ ও অ্যাথলিট'স ফুট)-এর চিকিৎসায় ব্যবহৃত হয়।
এটি ছত্রাকের বৃদ্ধি বাধা দিয়ে কাজ করে, ত্বককে সুস্থ রাখে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

Keto NEEM সাবানের প্রধান কাজ:

**ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়:

এটি ত্বক বা মাথার ত্বকে উপস্থিত ছত্রাককে মেরে ফেলে এবং এদের বৃদ্ধি বাধা দিয়ে সংক্রমণ সারিয়ে তোলে।

**খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিসের চিকিৎসা:

খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিসের মতো অবস্থার জন্য এটি বিশেষভাবে কার্যকর, কারণ এটি এই সমস্যাগুলোর জন্য দায়ী এক ধরণের ছত্রাককে (বিশেষ করে ইষ্ট ম্যালাসেজিয়া) নিয়ন্ত্রণ করে।

**দাদ ও অ্যাথলিট'স ফুট-এর চিকিৎসা:

এটি টিনিয়া বা দাদ, জক ইচ এবং অ্যাথলিট'স ফুটের মতো ত্বকের অন্যান্য ছত্রাকজনিত সংক্রমণ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

**ত্বকের স্বাস্থ্য রক্ষা:

কিটোকোনাজল সাবানগুলো প্রায়শই ইমোলিয়েন্ট এবং ময়েশ্চারাইজার ধারণ করে, যা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি ময়েশ্চারাইজড ও সুস্থ রাখতে সাহায্য করে।

**কখন ব্যবহার করবেন:

*মাথার ত্বকে খুশকি দেখা দিলে।
*ত্বকে বা শরীরের অন্যান্য অংশে আঁশযুক্ত, খসখসে বা চুলকানিযুক্ত ত্বক দেখা দিলে, যা সেবোরিক ডার্মাটাইটিসের লক্ষণ।
*দাদ, জক ইচ বা অ্যাথলিট'স ফুটের মতো ছত্রাকজনিত ত্বকের ফুসকুড়ি হলে।
*ফাঙ্গাল ইনফেকশন, টিনিয়া ভার্সিকলার বা পিটিরিয়াসিস ভার্সিকলার হলে।

সারা বাংলাদেশ থেকে ৬৪ জন উদ্যোক্তা চাই। যাহারা নিজে কিছু করার ইচ্ছা পোষণ করেন"চাকরি করব না চাকরি দিব "এই শ্লোগানে যারা ব...
14/09/2025

সারা বাংলাদেশ থেকে ৬৪ জন উদ্যোক্তা চাই।

যাহারা নিজে কিছু করার ইচ্ছা পোষণ করেন

"চাকরি করব না চাকরি দিব "এই শ্লোগানে যারা বিশ্বাসী

৬৪ টি জেলা থেকে ৬৪ জনকে নিব। ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারবেন।

আপনি যদি নিজের ও মানুষের উন্নয়ন চিন্তা করে একাগ্রচিত্তে কাজটি গ্রহণ করেন তাহলে, আপনাকে ভালো ইনকাম করানোর দ্বায়িত্ব আমাদের।
(যারা নিজেকে সৎ, উদ্দোমী ও পরিশ্রমী মনে করেন এবং যারা সময় বিনিয়োগ করতে পারবেন তারাই ইনবক্সে মেসেজ করবেন)

1. Bogra (বগুড়া)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Chittagong (চিটাগাং)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Comilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariotpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Sylhet (সিলেট)
63. Tangail (টাঙ্গাইল)
64.Thakurgaon (ঠাকুরগাঁও)

👉👉👉ইনবক্সে মেসেজ করুন👈👈👈

৩০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে যোগাযোগ করুন।

সম্মানিত সুধী,  আসসালামু আলাইকুম, আপনাদের জানানো যাচ্ছে যে,প্রতি শুক্র ও সোমবার  রাত ৯:৩০ মিনিটে আমাদের কোম্পানির অনলাইন...
12/09/2025

সম্মানিত সুধী,

আসসালামু আলাইকুম,

আপনাদের জানানো যাচ্ছে যে,প্রতি শুক্র ও সোমবার রাত ৯:৩০ মিনিটে আমাদের কোম্পানির অনলাইন বিজনেস সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্মানিত সকলকে নির্ধারিত সময়ে নিম্নোক্ত লিংকে ক্লিক করে সেমিনারে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

প্রধান আলোচক:
জনাব তালিমুল ইসলাম রাজু
ব্যবস্থাপনা পরিচালক
পিওরলি ইন্টারন্যাশনাল লিঃ

🔗 মিটিং লিংক: https://meet.google.com/tgz-fspz-mxo

আপনাদের মূল্যবান উপস্থিতি আমাদের সেমিনারকে সফল করে তুলবে ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে,
পিওরলি ইন্টারন্যাশনাল লিঃ

🩸 নতুন Dontworry স্যানিটারি প্যাড – অনুভব করুন সত্যিকারের স্বস্তি!চায়না থেকে আমদানি করা 💯  প্রিমিয়াম কোয়ালিটি।১প্যাকেট =...
16/07/2025

🩸 নতুন Dontworry স্যানিটারি প্যাড – অনুভব করুন সত্যিকারের স্বস্তি!
চায়না থেকে আমদানি করা 💯 প্রিমিয়াম কোয়ালিটি।

১প্যাকেট = ১০পিছ

🔹 Ultra Thin

✔️ অতিরিক্ত শোষণ ক্ষমতা
✔️ লিক-প্রুফ
✔️ দীর্ঘসময় সুরক্ষা
✔️ প্রতিদিনের জন্য

প্রতিদিন থাকুন সতেজ, থাকুন আত্মবিশ্বাসী!

খুচরা মূল্যঃ ১২০/-

 #স্পিরুলিনা ( )  #সুপার_ফুড (Super food) : এতে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় একে ‘ #সুপার_ফুড’ বলা হয়। সুপার ফু...
12/07/2025

#স্পিরুলিনা ( ) #সুপার_ফুড (Super food) :
এতে সব ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় একে ‘ #সুপার_ফুড’ বলা হয়।

সুপার ফুড বলার আরও কয়েকটি কারণ আছে। এতে #মাছ ও #গরুর মাংসের তুলনায় ৩ গুণ এবং

#ডিমের তুলনায় ৬ গুণ বেশি প্রোটিন রয়েছে।

#সয়াবিনের তুলনায় ২ গুণ বেশি মিনারেল রয়েছে।

#আটার চেয়ে ৪ গুণ বেশি ফাইবার বা খাদ্য আঁশ রয়েছে। এতে

#গাজরের তুলনায় ৫ গুণ ও #পালং শাকের তুলনায় ৪০ গুণ বেশি ক্যারোটিন রয়েছে।

#দুধের তুলনায় ১০ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। এ

#পালং শাকের তুলনায় ৬৫ গুণ বেশি এবং গরুর মাংসের তুলনায় ৩০ গুণ বেশি আয়রন থাকে।

এটি #পুষ্টিসমৃদ্ধ একটি #সবজি।

#পরিচয়: স্পিরুলিনা একটি নীলাভ-সবুজ শৈবাল। এটি সাধারণত পানিতে জন্মে। তবে সামুদ্রিক শৈবাল হিসেবেই এটি বেশি পরিচিত। স্পিরুলিনা নামটি নেয়া হয়েছে মূলত ল্যাটিন শব্দ Spira থেকে। যার অর্থ সর্পিলাকার বা পাকানো। কারণ স্পিরুলিনা দেখতে সর্পিলাকারের হয়ে থাকে। এটি সাধারণত সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে থাকে।

#উচ্চ_রক্তচাপ_নিয়ন্ত্রণঃ স্পিরুলিনা শরীরে নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে। এটি একটি গ্যাস অনু যা রক্তনালী প্রশস্থ করে রক্ত পরিবহন ঠিক রাখে। এর ফলে হৃদপিণ্ডকে কঠোর পরিশ্রম করতে হয় না, এভাবে এটি হার্ট attack ও স্ট্রোক এর ঝুঁকি হ্রাস করে।

#ডায়াবেটিস_প্রতিরোধে: এটি রক্তে Glucose মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। কারণ এতে প্রচুর ফাইবার রয়েছে। যা রক্তে Glucose এর মাত্রা সহজে বাড়তে দেয় না।

#হৃদরোগের_ঝুঁকি_কমায়: এতে উচ্চমাত্রায় গামা লিনোলেয়িক অ্যাসিড রয়েছে। যা দেহের ক্ষতিকারক এলডিএলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

#রক্ত_পরিষ্কার_করে: এতে প্রচুর ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম রয়েছে। এই ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম মিলিত হয়ে রক্তের দূষক পদার্থসমূহ দূর করে এবং রক্ত পরিষ্কার করতে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৯-১০ গ্রাম করে স্পিরুলিনা খাওয়ালে ৪-৬ মাস পর রোগির আর্সেনিকজনিত চর্মরোগ সম্পূর্ণরূপে উপশম হয়।

্রাস_করেঃ যদিও স্পিরুলিনা পুষ্টিতে পরিপূর্ণ, প্রতি টেবিল চামচ এ মাত্র ২০ ক্যালোরি শক্তি আছে। এতে phenylalanine নামে একটি অ্যামিনো এসিড রয়েছে, যা ক্ষুধা দমনে সহায়তা করে।

#অ্যালার্জি_বিরুদ্ধে_লড়াই_করতে_সাহায্য_করেঃ
যদি পরাগ, কুকুরের চুল, ঘাস বা অন্যান্য পরিবেশগত কারনগুলী আপনার অ্যালার্জিকে অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেয়, স্পিরুলিনা তাদের বিরুদ্ধে লড়াই করে, আপনার অ্যালার্জির মাত্রা নরমাল করতে সাহায্য করে।

#আদর্শ_খাবার: এতে বেশি পরিমাণে প্রোটিন ও ভিটামিন বি১২ রয়েছে। যা নিরামিষভোজীদের এ দুটি পুষ্টি উপাদানের ঘাটতি কমায়। কারণ তাদের খাদ্য তালিকায় প্রোটিন ও ভিটামিন বি১২ অনুপস্থিত থাকে।

#কিডনিকে_রক্ষা_করে: স্পিরুলিনার ক্লোরোফিল একটি উচ্চ ঘনত্ব সম্পন্ন এবং সেরা প্রাকৃতিক detoxifiers; এটি কিডনি থেকে ভারি ধাতু, ক্ষতিকারক রশ্মি এবং দূষণকারী ধাতু সরিয়ে কিডনির বিষাক্ততা কমায়।

#গর্ভবতীর_রক্তাল্পতা_প্রতিরোধ: স্পিরুলিনাতে প্রচুর ক্লোরোফিল রয়েছে। যা রক্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হিমোগ্লোবিনে রূপান্তরিত হতে পারে এবং রক্তাল্পতা প্রতিরোধ করতে সাহায্য করে।

তাছাড়া স্পিরুলিনাতে #ভিটামিন বি১২, #ফলিক অ্যাসিড, #আয়রন ও #অ্যামাইনো অ্যাসিড রয়েছে।

যা রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপনারা চাইলে স্পিরুলিনা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে।

খুচরা মূল্যঃ ৪৮০/- (৩০ পিছ ক্যাপসুল )

LS-9 Blood Glucose Test Meter:• No coding• Accuracy & Precision• Small sample size 0.6μL• 1000 Memories• Ketone Warning•...
12/07/2025

LS-9 Blood Glucose Test Meter:

• No coding

• Accuracy & Precision

• Small sample size 0.6μL

• 1000 Memories

• Ketone Warning

• Before/After Meals

• 4 Daily Alarms Reminders

• Large LCD Display

• Result in 5 seconds

• Test function: Blood Glucose

Original price : 1200.00৳
Member price is: 800.00৳ (SV-400)

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।একট...
14/06/2025

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহকে ধন্যবাদ দিন।

অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবে।

(সংগৃহীত)

১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া...
09/06/2025

১২ বছরের ক্যান্সার আক্রান্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই…”

যার হাত নেই, সে ভাবে “যদি আমার দুটো হাত থাকতো!”
যার পা নেই, তার একটাই স্বপ্ন—“একদিন স্বাভাবিকভাবে হাঁটতে চাই।”
অন্ধের ইচ্ছা—“একটাবার পৃথিবীটাকে দেখতে চাই।”
বোবার আকাঙ্ক্ষা—“একটাবার কথা বলতে পারলেই হতো!”

আর আমরা… সব কিছু পেয়ে বলি, “ভালো লাগছে না, ডিপ্রেশন যাচ্ছে না!”

তুমি যে চোখে এই লেখাটা পড়ছো, অনেকে সে চোখের আলোই পায়নি।
তুমি খেতে পাচ্ছো, চলতে পারছো, কথা বলতে পারছো—এই সবই কারো স্বপ্ন!

শিক্ষা: জীবনে যা নেই, শুধু সেটাই দেখলে কখনো সুখী হতে পারবে না।
একবার ভাবো—তোমার যেটা আছে, অনেকের সেটা কল্পনারও বাইরে।
কৃতজ্ঞ হও, কারণ তুমি এখনো বেঁচে আছো।

এ ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন?

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
10/05/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

12/04/2025

Address

Rampura, Dhaka
Meradia
1219

Alerts

Be the first to know and let us send you an email when Purely International Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram