24/02/2024
📌প্রশ্নটা অনেকের মনেই জাগে, তাই না?
তবে ডেলিভারি চার্জ আগে নেওয়ার পিছনে খুবই যৌক্তিক কয়েকটি বিষয় আছে।
📌★আমরা যদি ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার নেই প্রতিদিন ২০০+ ওর্ডার পাব বাট রিসিভ হবে ২০-২৫টা
কারণ ডেলিভারি চার্জ না দিলে বেশি ভাগ কাস্টমার এর দ্বায়িত্ব বলতেই কিছু থাকেনা ডেলিভারি ম্যান এর ফোন এই রিসিভ করে না। তাহলে এই ১৮০+ পার্সেলের ডেলিভারি চার্জ কে দিবে সাথে রির্টান চার্জ?
আমাদের ব্যবসা থাকবে?
📌পণ্য আপনি গ্রহণ করেন কিংবা না করেন, কোরিয়ার কোম্পানি আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ ঠিকই কেটে নেবে।কারণ পণ্য পাঠাতে একটি খরচ আছে। অনেক কাস্টোমার ডেলিভারি পৌঁছানোর পরে পণ্য রিসিভ করেনা, এবং ডেলিভারি চার্জও দেয় না, এক্ষেত্রে আমরা ক্ষতিগ্রস্ত হই। (তাই আগে ডেলিভারি চার্জ নিয়ে নেওয়াটা যৌক্তিক)
📌★আর তার থেকে বড় কথা হল আপনি যদি পণ্য নেওয়ার উদ্দেশ্যে অর্ডার করেন,তাহলে এখন হোক আর ডেলিভারির সময় হোক ডেলিভারি চার্জ তো আপনাকে দিতে হবেই। বরং আগে দিলে আমাদের উপকার হয় তাহলে দিবেন না কেন?। যারা এত টাকা খরচ করে পেইজ মেইনটেইন করতে পারে, তারা কখনো আপনার 130 টাকা আর 60 টাকা মেরে দেয়ার জন্য ব্যবসা করে না।