19/10/2025
'প্রেসবায়োপিয়া – বয়সজনিত চোখের স্বাভাবিক পরিবর্তন'
৪০ বছরের পর অনেকেই লক্ষ্য করেন—
📖 কাছের লেখা ঝাপসা দেখা যায়
📱 বই বা মোবাইল দূরে সরিয়ে পড়তে হয়
💡 আলো কম হলে পড়তে কষ্ট হয়
😣 চোখে চাপ বা মাথাব্যথা অনুভূত হয়
✅ সমাধান কী?
👓 রিডিং গ্লাস / বাইফোকাল / প্রগ্রেসিভ লেন্স
🌀 কনট্যাক্ট লেন্স (মাল্টিফোকাল / মনোভিশন)
🔬 আধুনিক লেজার সার্জারি বা লেন্স ইমপ্লান্ট
🕒 নিয়মিত চোখের বিশ্রাম (২০-২০-২০ নিয়ম) ও চেকআপ।
প্রেসবায়োপিয়া রোগ নয়, এটি বয়সের স্বাভাবিক অংশ।
🌿 সময়মতো ব্যবস্থা নিলে চোখ থাকবে সুস্থ ও আরামদায়ক।
চোখ শুধু দৃষ্টি নয়, জীবনদর্শনের জানালা।