05/12/2024
পলিপাস চিকিৎসায় হোমিওপ্যাথি
শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর হোমিওপ্যাথির সূক্ষ্মমাত্রা যে কি আশ্চর্য ক্রিয়াশীল তা আমি আমার দীর্ঘ চিকিৎসা জীবনে নিত্য প্রত্যক্ষ করি।
নাসিকার রোগ সমূহ:
যেমন-নাকের পলিপ, ফোঁড়া, দুর্গন্ধময় চটা ঘা, মাংসবৃদ্ধি, হাজা, নাক থেকে রক্তপাত, অবিরাম পানি পড়া বা হাঁচি, নাসা সহ মস্তকপীড়া ইত্যাদি রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক সূক্ষ্মমাত্রা মানব মনের কত গভীরে যে ক্রিয়া করে তা স্থূল মাত্রায় ঔষধ প্রয়োগকারীদের বোঝার কথা নয়। হোমিওপ্যাথির কান্ডারি হিসাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে দৃঢ় বিশ্বাসে বলবো আপনারা হোমিওপ্যাথির সূক্ষ্মমাত্রা সেবন করে ফলাফল পরীক্ষা করুন! যারা এর পরীক্ষা ও ফলাফল নির্ণয়ে সক্ষম একমাত্র তারাই জানেন হোমিওপ্যাথি কোথায় কীভাবে কার্যক্ষম।
পলিপাসের লক্ষণ:
নাকের পলিপাস এক বা উভয় নাকের ভেতর হতে পারে। প্রথমে ইহা দেখতে মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে নাসিকার ছিদ্র বন্ধ হয়ে যায়। অনেক সময় ন্যাজাল পলিপাস থেকে রক্ত বাহির হতে দেখা যায়। নাকের পলিপাস দেখতে আঙ্গুরের মতো। নাসিকার্বুদ নাসা রন্দ্রের শ্লৈষ্মিক ঝিল্লি হতে উদ্ভেদ হয়। এ রোগ লক্ষণে নাসারন্দ্রের অস্বাভাবিক পরিলক্ষিত হয়। নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণে হতে পারে। নাসিকার্বুদ মহিলাদের তুলনায় পুরুষদের অধিক হতে দেখা যায়। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে। নাসাবুর্দ প্রায় সময় নরম, নীল বর্ণ, মসৃণ শ্বেতময় ও পুঁজময় ক্ষত হতে দেখা যায়। নাকের ছিদ্র বন্ধ হলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়।
রক্তে সিরাম আইজিই এর পরিমাণ বেড়ে গেলে ঠান্ডা , সর্দ্দি, হাঁচি-কাশি ও নাক দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে। নাকের ভেতরের শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালারজিক প্রদাহ সৃষ্টি হয় এবং ঝিল্লি থেকে আস্তে আস্তে এক ধরনের অর্বুদ আবির্ভাব হয়। যা দেখতে আঙ্গুরের মতো এ ধরনের সমস্যাকে নাকের পলিপাস বলে।
আবহাওয়ার পরিবর্তন হলেই সমস্যা বেশি দেখা দেয়, বার বার হাঁচি, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় মাথায় ব্যথা হয়, নাক চুলকায়, নাকে ব্যথা ও স্মৃতি শক্তি কমে যায় এবং মুখ হ্যাঁ করে নিঃশ্বাস নিতে হয় ঘুমের কষ্ট হয়।
ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়, তাই ঘুম থেকে উঠে বসে পড়ে।
পলিপাস পরীক্ষা-নিরীক্ষা করার পর রোগ নির্ণয় করে উপযুক্ত লক্ষণ ও সমস্যা সংগ্রহ করে হোমিও চিকিৎসা দিলে অপারেশন ছাড়াই নাকের পলিপাসের যন্ত্রণা থেকে বিনা কষ্টে-অতি সহজে মুক্তি পাওয়া যায়।
সর্তকতা:
পলিপাসের রোগীকে সব সময় অ্যালার্জি জাতীয় খাবার, ঠান্ডা ও ধুলা-বালু হতে দূরে থাকতে হবে। যথা সময় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তীতে সাইনাসে ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও অ্যাজমা দেখা দিতে পারে।
মানুষের সেবায় অল্প খরচে সকল রোগের চিকিৎসা করে থাকি।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ঔষধ পাঠানো হয়।
প্রয়োজনে : WhatsApp: 01738-909009
চেম্বার - ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা