Doctor Bari Homeo Hall

Doctor Bari Homeo Hall সঠিক নিয়মের হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে চিকিৎসা নিন।
সুস্থ জীবন পরিচালনা করুন।
"Best healthcare for your family"

19/06/2025
শুভ নববর্ষ ১৪৩২
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২

চিকেন পক্স (বসন্ত রোগ)বনশ্রী-খিলগাঁও এলাকায় বাড়ছে চিকেন পক্স (বসন্ত রোগ)। বহু মানুষ আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথিক প্রত...
27/03/2025

চিকেন পক্স (বসন্ত রোগ)

বনশ্রী-খিলগাঁও এলাকায় বাড়ছে চিকেন পক্স (বসন্ত রোগ)। বহু মানুষ আক্রান্ত। একমাত্র হোমিওপ্যাথিক প্রতিষেধক ওষুধেই নিরাময় ও প্রতিরোধ করা যাবে চিকেন পক্স (বসন্ত রোগ), ইনশাআল্লাহ।

মানুষের সেবায় অল্প খরচে সকল রোগের চিকিৎসা করে থাকি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ঔষধ পাঠানো হয়।

প্রয়োজনে : WhatsApp: 01738-909009

চেম্বার - ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা

12/01/2025

এইচএমপিভি নিয়ে ভয়ের কিছু নেই

হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি বাংলাদেশে নতুন কোনো ভাইরাস নয়। দেশে এর উপস্থিতি আগেও ছিল, এখনো আছে। এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)।

অন্য যেকোনো জ্বর, সর্দি বা কাশির ক্ষেত্রে যে ধরনের সতর্কতা প্রয়োজন, এইচএমপিভিজনিত অসুস্থতার ক্ষেত্রে একই ধরনের সাবধানতা প্রয়োজন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন।

গতকাল মঙ্গলবার দুপুরে এইচএমপিভি ও এইচএমপিভিজনিত অসুস্থতা নিয়ে কথা হয় তাহমিনা শিরীনের সঙ্গে তাঁর দপ্তরে। তিনি প্রথম আলোকে বলেন, ২০১৭ সালে বাংলাদেশে এই ভাইরাসের উপস্থিতি প্রথম শনাক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজনের শরীরে এটি শনাক্ত হয়। এই দুই ব্যক্তি কোন এলাকার ছিলেন তা উল্লেখ করতে তিনি অস্বীকৃতি জানান।

নতুন রোগ শনাক্ত করার ও রোগের ওপর নজরদারি করার বিশেষ ব্যবস্থা আইইডিসিআরের আছে। নিয়মিতভাবে তারা কাজটি করে। সেই কাজের অংশ হিসেবে আগে থেকেই এইচএমপিভি ভাইরাসের উপস্থিতি এই প্রতিষ্ঠান শনাক্ত করেছে।

তাহমিনা শিরীন বলেন, ‘গত বছর ভাইরাসে আক্রান্ত দুজন শনাক্ত হয়েছিল। এর অর্থ এই নয় যে দেশে মাত্র দুজন আক্রান্ত ছিল। আক্রান্ত হয়তো আরও ছিল। তাই আমি বলছি, এর উপস্থিতি আগে ছিল, এখনো আছে।’

এইচএমপিভি আক্রান্ত হলে, জ্বর, সর্দি ও কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক ও বয়স্ক যেসব ব্যক্তি ক্যানসার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে।

অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লির আঞ্চলিক কার্যালয় বা সুইজারল্যান্ডের জেনেভার বৈশ্বিক কেন্দ্রীয় কার্যালয় ভাইরাসটি সম্পর্কে সতর্ক হওয়ার ব্যাপারে কোনো বার্তা প্রচার করেনি।

সম্প্রতি চীনে এই ভাইরাস ছড়িয়েছে। ভারতেও আক্রান্তের খবর গণমাধ্যমে এসেছে। ভাইরাসটি নিয়ে এত কথা কেন হচ্ছে—এমন প্রশ্নের উত্তরে আইইডিসিআরের পরিচালক বলেন, সম্ভবত এটাই হচ্ছে ইনফোডেমিক। কিছু মানুষ না বুঝে আতঙ্কিত হচ্ছে, আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। কিছু মানুষ ভুল তথ্য ছড়াচ্ছে।

হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অন্য ব্যক্তির ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সংক্রমণ থেকে দূরে থাকার উপায় হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলা। অর্থাৎ মাস্ক পরতে হবে, নিয়মিত হাত ধুতে হবে।

পলিপাস চিকিৎসায় হোমিওপ্যাথিশরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর হোমিওপ্যাথির সূক্ষ্মমাত্রা যে কি আশ্চর্য ক্রিয়াশীল তা আম...
05/12/2024

পলিপাস চিকিৎসায় হোমিওপ্যাথি

শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর হোমিওপ্যাথির সূক্ষ্মমাত্রা যে কি আশ্চর্য ক্রিয়াশীল তা আমি আমার দীর্ঘ চিকিৎসা জীবনে নিত্য প্রত্যক্ষ করি।

নাসিকার রোগ সমূহ:
যেমন-নাকের পলিপ, ফোঁড়া, দুর্গন্ধময় চটা ঘা, মাংসবৃদ্ধি, হাজা, নাক থেকে রক্তপাত, অবিরাম পানি পড়া বা হাঁচি, নাসা সহ মস্তকপীড়া ইত্যাদি রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথিক সূক্ষ্মমাত্রা মানব মনের কত গভীরে যে ক্রিয়া করে তা স্থূল মাত্রায় ঔষধ প্রয়োগকারীদের বোঝার কথা নয়। হোমিওপ্যাথির কান্ডারি হিসাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে দৃঢ় বিশ্বাসে বলবো আপনারা হোমিওপ্যাথির সূক্ষ্মমাত্রা সেবন করে ফলাফল পরীক্ষা করুন! যারা এর পরীক্ষা ও ফলাফল নির্ণয়ে সক্ষম একমাত্র তারাই জানেন হোমিওপ্যাথি কোথায় কীভাবে কার্যক্ষম।

পলিপাসের লক্ষণ:
নাকের পলিপাস এক বা উভয় নাকের ভেতর হতে পারে। প্রথমে ইহা দেখতে মটরশুটির মতো হয়। আস্তে আস্তে বড় হয়ে নাসিকার ছিদ্র বন্ধ হয়ে যায়। অনেক সময় ন্যাজাল পলিপাস থেকে রক্ত বাহির হতে দেখা যায়। নাকের পলিপাস দেখতে আঙ্গুরের মতো। নাসিকার্বুদ নাসা রন্দ্রের শ্লৈষ্মিক ঝিল্লি হতে উদ্ভেদ হয়। এ রোগ লক্ষণে নাসারন্দ্রের অস্বাভাবিক পরিলক্ষিত হয়। নাসিকা প্রদাহ বৃদ্ধির কারণে হতে পারে। নাসিকার্বুদ মহিলাদের তুলনায় পুরুষদের অধিক হতে দেখা যায়। অনেক সময় বংশানুক্রমিকও হতে পারে। নাসাবুর্দ প্রায় সময় নরম, নীল বর্ণ, মসৃণ শ্বেতময় ও পুঁজময় ক্ষত হতে দেখা যায়। নাকের ছিদ্র বন্ধ হলে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়।

রক্তে সিরাম আইজিই এর পরিমাণ বেড়ে গেলে ঠান্ডা , সর্দ্দি, হাঁচি-কাশি ও নাক দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে। নাকের ভেতরের শ্লৈষ্মিক ঝিল্লিগুলোতে অ্যালারজিক প্রদাহ সৃষ্টি হয় এবং ঝিল্লি থেকে আস্তে আস্তে এক ধরনের অর্বুদ আবির্ভাব হয়। যা দেখতে আঙ্গুরের মতো এ ধরনের সমস্যাকে নাকের পলিপাস বলে।

আবহাওয়ার পরিবর্তন হলেই সমস্যা বেশি দেখা দেয়, বার বার হাঁচি, নাক দিয়ে টপ টপ করে পানি ঝরে, নাক বন্ধ থাকে, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনেক সময় মাথায় ব্যথা হয়, নাক চুলকায়, নাকে ব্যথা ও স্মৃতি শক্তি কমে যায় এবং মুখ হ্যাঁ করে নিঃশ্বাস নিতে হয় ঘুমের কষ্ট হয়।
ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়, তাই ঘুম থেকে উঠে বসে পড়ে।
পলিপাস পরীক্ষা-নিরীক্ষা করার পর রোগ নির্ণয় করে উপযুক্ত লক্ষণ ও সমস্যা সংগ্রহ করে হোমিও চিকিৎসা দিলে অপারেশন ছাড়াই নাকের পলিপাসের যন্ত্রণা থেকে বিনা কষ্টে-অতি সহজে মুক্তি পাওয়া যায়।

সর্তকতা:
পলিপাসের রোগীকে সব সময় অ্যালার্জি জাতীয় খাবার, ঠান্ডা ও ধুলা-বালু হতে দূরে থাকতে হবে। যথা সময় পলিপাসের চিকিৎসা না নিলে পরবর্তীতে সাইনাসে ইনফেকশন হয়ে সাইনোসাইটিস ও অ্যাজমা দেখা দিতে পারে।

মানুষের সেবায় অল্প খরচে সকল রোগের চিকিৎসা করে থাকি।
কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারাদেশে ঔষধ পাঠানো হয়।

প্রয়োজনে : WhatsApp: 01738-909009

চেম্বার - ডাক্তার বাড়ী হোমিও হল
(১০ তলা মার্কেটের পিছনে)
দক্ষিণ বনশ্রী. ঢাকা

Address

Meradia

Telephone

+8801738909009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Bari Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Bari Homeo Hall:

Share