Shastho.TV

Shastho.TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shastho.TV, Health & Wellness Website, Meradia.
(1)

বাংলায় প্রথম স্বাস্থ্য, চিকিৎসা ও লাইফস্টাইলবিষয়ক মাল্টিমিডিয়া পোর্টাল স্বাস্থ্য .টিভি। মানুষের মধ্যে দৈনন্দিন স্বাস্থ্য, চিকিৎসা ও স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল সম্পর্কে সচেতনতা তৈরিতে বাংলায় নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য প্রকাশ করে আসছে Shastho .TV

বারবার মুখ শুকিয়ে যাচ্ছে? ডায়াবেটিস ছাড়াও যেসব কারণে এমন হতে পারেডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া। এ...
22/06/2025

বারবার মুখ শুকিয়ে যাচ্ছে? ডায়াবেটিস ছাড়াও যেসব কারণে এমন হতে পারে

ডায়াবেটিসের একটি সাধারণ লক্ষণ হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া। এ কারণে বারবার মুখ শুকিয়ে গেলে বা পিপাসা পেলে অনেকেই মনে করেন ডায়াবেটিস হয়েছে। এ রকম মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিস পরীক্ষা করা উচিত। কিন্তু ডায়াবেটিস পরীক্ষা করার পর যদি দেখা যায় ডায়াবেটিস নেই, তখন? তাহলে কেন বারবার মুখ-জিব শুকিয়ে যাচ্ছে? চিন্তার বিষয় বৈকি। তবে মনে রাখতে হবে, ডায়াবেটিস ছাড়াও আরও কিছু কারণে মুখ শুকিয়ে যেতে পারে।

মুখ শুকিয়ে যাওয়া কী
আমাদের মুখগহ্বরে স্যালিভারি গ্ল্যান্ড বা লালাগ্রন্থি থাকে, এদের কাজ হচ্ছে লালা তৈরি করা। এই লালা আমাদের মুখগহ্বরকে সতেজ রাখে, আমাদের খাদ্য গ্রহণের সময় খাবার চিবোতে সহায়তা করে। কোনো কারণে এই লালা পর্যাপ্ত তৈরি না হলে মুখ শুকিয়ে যায়। এ কারণে অনেকে বারবার পানি খেতে চান। অনেকের কথা বলতে, খাবার চিবোতে বা খাবার গিলতে কষ্ট হয়। অনেকের আবার ঠোঁট বা জিব ফেটে যায়। কারও কারও দাঁত নষ্ট হয়ে যায়। মুখের স্বাদ পরিবর্তন হয়ে যায়।

ডায়াবেটিস হলে এ রকম মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা খুব বেশি। কারণ, রক্তে গ্লুকোজ বাড়লে শরীরের বিভিন্ন জায়গায় পানিশূন্যতা হয়, মুখ বা জিব তার মধ্যে অন্যতম। এ ছাড়া ডায়াবেটিসে স্নায়ুজনিত কিছু পরিবর্তনেও এটি হয়।

মুখ শুকিয়ে যাওয়ার অন্যান্য কারণ
শরীরে যেকোনো কারণে পানিশূন্যতা সৃষ্টি হলে মুখ শুকিয়ে যেতে পারে। যাঁদের পানি কম খাওয়ার অভ্যাস, তাঁদের এ রকম হতে পারে। গরম আবহাওয়ায় শরীর থেকে ঘামের মাধ্যমে অনেক পানি বের হয়ে যায়, সে ক্ষেত্রে এ রকম হতে পারে। অন্য যেকোনো কারণে অতিরিক্ত ঘাম হলে একইভাবে মুখ শুকিয়ে যেতে পারে। অনেকের ফুড পয়জনিং হয়ে বা ভাইরাসজনিত সংক্রমণ হয়ে ডায়রিয়া বা বমি হয়, সে সময় পানিশূন্যতা থেকে মুখ শুকিয়ে যায়।

কিছু বাতরোগ আছে, যেসবে সুনির্দিষ্টভাবে লালাগ্রন্থি আক্রান্ত হয়। সে ক্ষেত্রে লালাগ্রন্থি পর্যাপ্ত লালা তৈরি করতে পারে না এবং মুখ শুকিয়ে আসে।

কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মুখ শুকাতে পারে। এর মধ্যে অন্যতম হলো অ্যান্টিহিস্টামিন বা অ্যালার্জির ওষুধ, যা আমরা প্রায়ই সেবন করি। কিছু ওষুধ শরীর থেকে পানি বের করে (যেমন ডাইইউরেটিকস), সেসব ব্যবহারের সময় এ রকম সমস্যা হতে পারে।

কিছু স্নায়ুরোগেও (পারকিনসন্স ডিজিজ, স্ট্রোক) এ রকম হতে পারে। লালাগ্রন্থিতে সরবরাহকারী স্নায়ুতে কোনো আঘাত বা সমস্যা হলেও মুখ শুকাতে পারে।

যাঁরা বেশি বেশি চা, কফির মতো ডাইইউরেটিকস পান করেন, তাঁদের ঘন ঘন প্রস্রাব হয়। তাঁদের অনেক সময় পানিশূন্যতা সৃষ্টি হয়ে মুখ শুকাতে পারে।

যাঁরা মুখ হাঁ করে ঘুমান, যেমন নাক বন্ধ বা স্লিপ অ্যাপনিয়ার রোগী, তাঁদের রাতে মুখ শুকিয়ে আসে।

মুখ শুকিয়ে যাওয়া মুখের জন্য স্বাস্থ্যকর নয়, এতে মুখের ভেতর, মাড়িতে বা দাঁতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। তাই মুখ শুকানোর সমস্যা বোধ করলে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং কারণ অনুযায়ী চিকিৎসা করা উচিত।

20/06/2025

রাতে হঠাৎ দাঁতে ব্যথা দ্রুত সমাধানের উপায়

06/05/2025

পিসিওএস (PCOS) অনেক মহিলার জন্য এক উদ্বেগের নাম। অনেকেই ভাবেন, এটি থাকলে মা হওয়া অসম্ভব। কিন্তু বাস্তবটা কী?

এই ভিডিওতে জানুন:
✔️ পিসিওএস কী
✔️ এটি কিভাবে প্রজননে প্রভাব ফেলে
✔️ চিকিৎসা ও সফল মা হওয়ার বাস্তব উদাহরণ

মেডিহেল্প ফার্টিলিটি সেন্টার, ধানমন্ডি:
01329-478676
01955-772788

#মা_হওয়ার_সম্ভাবনা .akheebd

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খ...
26/04/2025

ছেলেটা এনাল ওয়ার্ট নিয়ে হাসপাতালে ভর্তি। বয়স আর কত হবে,এই ২২-২৩ বছর।
এনাল ওয়ার্ট কি যারা জানেন না তাদের জন্য বলি,এটা পায়খানার রাস্তায় ফুলকপির মতো দেখতে একটা গ্রোথ বা টিউমার। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণে এই রোগ হয়। মেডিকেল সাইন্স বলে,সবার এই রোগ হয় না। পায়ুপথকে যারা মিলনের মাধ্যম হিসেবে ব্যবহার করে, তাদের এই রোগ হয়।
তাই সন্দেহ থেকেই ছেলেটার হিস্ট্রি নেয়া শুরু হয়। কি করে না করে ইত্যাদি! প্রথমে ইতস্তত করলেও চিকিৎসার খাতিরে সে স্বীকার করে যে,সে একজন গে! তাদের চারজনের একটা গ্রুপ আছে। তারা পরস্পর এই পায়ুপথে মিলিত হয়। এই ছেলে গুলোর একজনের পেনিসে একটা গোটা আছে! (সম্ভবত হিউম্যান প্যাপিলোমা থেকেই হবে)। পরবর্তীতে জানা গেল ছেলেটা HIV পজিটিভ। স্বভাবতই তার সকল পার্টনার HIV পজিটিভই হবে।
ছেলেটার বাসা ঢাকার পাশের এক জেলায়। প্রাইভেসির খাতিরেই এলাকার নামটা গোপন রাখলাম। সাময়িক আলাপনে যা দেখলাম, ছেলেটার বাবা একজন দাড়ি-টুপি ওয়ালা সহজ-সরল আধাশিক্ষিত মানুষ,মাও তাই। কিন্তু ছেলের এই বিষয়ে তারা জানতেন না,এখনো জানেন না। রিপোর্ট দেখে শুধু জেনেছেন ছেলে HIV পজিটিভ।
মাঝে একটা পোস্ট ভাইরাল হয়েছিল রমনা পার্ক ও এই এলজিটিভিদের দৌরাত্য নিয়ে। একটা জেলা শহরের যদি এই অবস্থা হয়,তবে ঢাকা বা বিভাগীয় শহর গুলোর কি অবস্থা!!!
এসব এলজিটিভিদের বিষয়ে পোস্ট দেয়ার কারণে আগেও আমার কয়েকজন এলজিটিভিদের সাথে কথা হয়েছে। আমি তাদের কাউন্সেলিং করার চেষ্টা করেছি। তবে দুঃখজনক বিষয়,এদের অধিকাংশ মানুষের মধ্যেই আমি কোনো অনুশোচনা দেখতে পাই নি।
নীরবে নিভৃতে এই এলজিটিভির বিষ আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। কথায়,গানে,নাটকে,সিনেমায় আমরা এদের স্বীকৃতি দিচ্ছি। এসব দেখে বড় হতে থাকা আমাদের আগামী প্রজন্ম ভাবছে, আরে এটা তো স্বাভাবিক ঘটনা,ভূল কিছু নয়!! ধীরে ধীরে গড়ে উঠছে কওমে লুতের মতো একটা প্রজন্ম।
কেউ এই বিষের বিষাক্ততা থেকে মুক্ত নয়। তাই আজই নিজের পরিবারে খোজ নিন। ছেলের মাঝে মেয়েলিপনা বা এর উল্টোটা দেখতে পেলে খতিয়ে দেখুন। প্রয়োজনে ডাক্তারের শরনাপন্ন হোন। নিজের সন্তানকে ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে তুলুন।
মনে রাখবেন- সময় গেলে কিন্তু সাধন হবে না.......💔
[ডা.নাজমুস সাকিব বাপ্পি,সলিমুল্লাহ মেডিকেল কলেজ]

26/04/2025

ঢিলা হয়ে যাওয়া যৌনাঙ্গ টাইট করার উপায়। কুমারী মতো টাইট করুন
👩‍⚕️Dr. Tamanna Ahmed
Plastic Surgeon
Assistant Professor,
MH Samorita Hospital & Medical College.
📞Contact for appointment : 01720601503

15/03/2025

চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ার্ডবয় বকশিশ না পেয়ে অক্সিজেন সরবরাহ বন্ধ করায়, নবজাতকের মৃত্যু!
দ্রুত সময়ের মধ্যে এরেস্ট করার করার দাবী জানাই , এটা অবশ্যই হত্যাকাণ্ড।

12/03/2025

হাইকোর্টের রায়
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না

গাইনোকোলজি  এবং অবসটেট্রিক্সের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী মারা গেছেন। আজ রোববার (৯ মার...
09/03/2025

গাইনোকোলজি এবং অবসটেট্রিক্সের কিংবদন্তি চিকিৎসক অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী মারা গেছেন। আজ রোববার (৯ মার্চ) মারা যান তিনি।

মুড়িমাখায় জিলাপি: হ্যাঁ নাকি না?
04/03/2025

মুড়িমাখায় জিলাপি: হ্যাঁ নাকি না?

02/03/2025

ঠোঁটের আকৃতি পরিবর্তন করবেন কিভাবে

20/02/2025
08/02/2025

সরকারি মেডিক্যালে ভর্তির সময়সীমা বাড়লো

Address

Meradia

Alerts

Be the first to know and let us send you an email when Shastho.TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shastho.TV:

Share

Shastho.TV is for awareness

Shastho.TV has created an organization that we believe fulfills the promise of health information on the Internet. We provide credible information, supportive communities, and in-depth reference material about health subjects that matter to you. We are a source for original and timely health information as well as material from well known content providers.

Shastho.TV does not provide medical advice, diagnosis or treatment.

The contents of the Shastho.TV, such as text, graphics, images, and other material contained on the Shastho.TV Site (“Content”) are for informational purposes only. The Content is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Never disregard professional medical advice or delay in seeking it because of something you have read on the Shastho.TV Site!