✔️2 Years Parts Replacement Guarantee
✔️Fastest Delivery
*T&C Apply
29/08/2024
❄এসি ক্লিন করুন দূর্ঘটনার হাত থেকে বাঁচুন।
আপনার এসিতে ময়লা জমে থাকার কারনে,যে কোনো দূর্ঘটনা হতে পারে, তাই দেরি না করে আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন!
আমরা অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান দ্বারা খুবই যত্ন সহকারে সার্ভিসটি করে থাকি।
এসি হাইড্রোওয়াস মাস্টার সার্ভিসিং মাত্র ১০০০ টাকায় ইনডোর আউটডোর।
❄
গরমের শুরুতে এসি সার্ভিস কেন জরুরী?
1️⃣ শীতকালের কারণে এসিগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় বিভিন্ন রকম ধুলাবালু ও ফাঙ্গাস জমা হয়।
2️⃣ বিভিন্ন রকম ধুলাবালু ও ফাঙ্গাস এর কারণে এসিটি ভালো ভাবে রুম ঠান্ডা করতে পারেনা।
3️⃣ এসিতে ময়লা বেশি থাকলে বিদ্যুৎ বিল বেশি আসে।
4️⃣ এসিতে দীর্ঘদিন ময়লা জমে থাকলে কনডেন্সার লিক ও এসি ব্লা-স্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এছাড়া বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই দেরি না করে গরমের শুরুতেই এসি সার্ভিস করে নিন এবং স্বস্তিতে ঠান্ডা উপভোগ করুন।
📱[hidden information]📱
🏫 অফিস, হাসপাতাল ও শিল্প প্রতিষ্ঠানের জন্য রয়েছে বিশেষ মূল্য তালিকা ও কোটেশন এর ব্যবস্থা। (সর্বনিম্ন ১০টি এসির ক্ষেত্রে প্রযোজ্য)
♻️ অন্যান্য সেবা সমূহ :
🔸উইন্ডো এসি সার্ভিস = ৮০০ টাকা
🔸হাইড্রো মাস্টার সার্ভিস = ১০০০ টাকা
🔸এসি খোলা ও ফিটিং = আলোচনা সাপেক্ষে
🔸লিক রিপেয়ার = আলোচনা সাপেক্ষে
🔸সার্কিট রিপেয়ার = আলোচনা সাপেক্ষে
🔸গ্যাস রিফিল = পরিমাণ অনুযায়ী মূল্য নির্ধারিত হবে
🔸কম্প্রেসার পরিবর্তন = আলোচনা সাপেক্ষে
⏩কেন আমাদের দ্বারা সার্ভিস করাবেন?
✅ আমাদের আছে দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান।
✅ জার্ম/ব্যাক্টেরিয়া মুক্ত পরিপূর্ণ পরিষ্কার।
✅ ন্যায্য মূল্যে পরিসেবা প্রদান।
✅ নেই কোনো হিডেন চার্জ।
✅ সম্পূর্ন নিজস্ব টেকনিশিয়ান দ্বারা পরিসেবা দেওয়া হয়।
(আমরা কোন প্রকার কনট্রাক্টেড লোক দ্বারা কাজ করিনা)
✅ পাচ্ছেন ৩ দিনের সার্ভিস ওয়ারেন্টি।
✅ কোম্পানির অফিসিয়াল সাপোর্ট।
এছাড়াও এসির যাবতিয় সকল ধরনের কাজ করা হয়।
অন্যান্য সেবার মূল্য তালিকা জানতে মেসেজ করুণ।
08/08/2024
মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস কে অভিনন্দন!
16/06/2024
ঈদ মোবারক!
ত্যাগ হোক আত্মশুদ্ধির ঈদ হোক প্রশান্তির।
এনাম এন্টারপ্রাইজ লিঃ এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
#এনাম_এন্টারপ্রাইজ
04/06/2024
📵এসি রিমোটের সঠিক ব্যবহার না জানার কারণে আমরা প্রয়োজন মত সুবিধা ভোগ করতে পারিনা।
🔵এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম ⤵️
১। বিদ্যুৎ সংযোগ দিন এবং এসি চালু করার জন্য (·) এই বাটনটি চাপুন।
২। (MODE) বাটনটি চাপুন ঠান্ডাকরণ প্রক্রিয়ার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (*) প্রদশিত হয়।
৩। (- +) এই বাটনটি চাপুন তাপমাত্রা সমন্বয়ের জন্য।
৪। (FAH) এই বাটনটি চাপুন ফ্যান Speed নির্বাচনের জন্য।
৫। বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য ((^)) এবং () এই বাটনগুলো চাপুন।
৬। দ্রুত ঠান্ডাকরণের জন্য (TUREO) বাটনটি চাপুন।
*নোট : ECO চালু থাকলে TURBO কাজ করবে না।
💠এখন আরও বিস্তারিত জেনে নেই ⤵️
(·)এসি অন/অফ করতে এই বাটন প্রেস করুন। এসি বন্ধ থাকলে শুধু পূর্বের সেটিং মোড ডিসপ্লেতে দেখাবে।
(- +) তাপমাত্রা সমন্বয়ের জন্য (প্লাস মাইনাস) বাটন ব্যবহার করুন। তাপমাত্রার বিস্তার ১৬-৩১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়াতে (+) বাটন এবং তাপমাত্রা কমাতে (-) বাটন প্রেস করুন। ফারেনহাইটে তাপমাত্রা দেখতে (–) বাটন এবং («») বাটন একসাথে প্রেস করে ৩ সেকেন্ড ধরে রাখুন।
(MODE) প্রয়োজনীয় মোড নির্বাচন করতে এই বাটন প্রেস করুন। আপনি কুল, হিট, ড্রাই, ফ্যান, অটো- এই পাঁচ ধরনের মোডের মধ্যে যেকোন মোড সিলেক্ট করতে পারেন।
(Eco) বিদ্যুৎ সাশ্রয়ী মোড় অন করতে এই বাটন প্রেস করুন।
(HEALTH) হেলথ ফাংশন কার্যকর/অকার্যকর করার জন্য (HEALTH) বাটনটি প্রেস করুন । (HEALTH) বাটন না থাকলে (Eco) বাটন ৩ সেকেন্ড ধরে রেখে (HEALTH) ফাংশন কার্যকর/অকার্যকর করুন।
(TIMER) এসি অন/অফ করার সময় পূর্ব নির্ধারণ করতে হলে টাইমার বাটন ব্যবহার করুন। যখন রিমোটের ডিসপ্লেতে ফ্লাশিং হবে তখন টাইম সিলেক্ট করুন। ৩০ মিনিটের ব্যবধানে আপনি টাইম সেট করতে পারবেন। প্রতিবার টাইমার বাটন প্রেস করে সময় সীমা বাড়াতে পারবেন।
(LOCK) বাটনটি প্রেস করে রিমোট কন্ট্রোল লক/আনলক করুন। (LOCK) বাটন না থাকলে (TIMER) বাটন ৩ সেকেন্ড ধরে রেখে রিমোট কন্ট্রোল লক/আনলক করুন।
(FAN) ফ্যান স্পিড (Low/Medium/High/Auto) সিলেক্ট করতে এই বাটন প্রেস করুন।
(SLEEP) এই বাটন ব্যবহার করে আপনি স্লিপ মোড অন/অফ করতে পারবেন।
(DISPLAY) (SLEEP) স্লিপ বাটন ৩ সেকেন্ড ধরে রেখে ডিসপ্লে এলইডি লাইট অন/অফ করতে পারবেন।
(«») ইনডোর ইউনিটের লুভারের ডান বাম movement এর জন্য এই বাটন ব্যবহার করুন।
(^)ইনডোর ইউনিটের লুভারের উপর নিচ movement এর জন্য এই বাটন ব্যবহার করুন।
(TURBOD) রুম খুব দ্রুত ঠান্ডা করার জন্য (*Cooling) মোডে রেখে এই বাটনটি প্রেস করুন। কুলিংহিটিং
এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম- এসির জন্য রুম খুব দ্রুত গরম করার জন্য (Heating) মোডে রেখে এই বাটনটি প্রেস করুন। SLEEP অথবা ECo মোড অন থাকলে এই ফাংশন কাজ করবে না।
১। টাইমার অফ: এসি ON থাকা অবস্থায় (IMMER) বাটন চাপুন। ডিসপ্লেতে 0.5h প্রদর্শন করবে। প্রয়োজন অনুযায়ী ৩০ মিনিটের সময় ব্যবধানে টাইম সেট করুন। টাইম কম বেশি করার জন্য (+ -) বাটন ব্যবহার করুন। যখন থেকে টাইম সেট করবেন তখন থেকে সেট করা সময়ের পর এসি অফ হয়ে যাবে।
২। টাইমার অন: এসি OFF থাকা অবস্থায় (TMER) বাটন চাপুন। ডিসপ্লেতে 0.5h প্রদর্শন করবে। প্রয়োজন অনুযায়ী ৩০ মিনিটের সময় ব্যবধানে টাইম সেট করুন। টাইম কম বেশি করার জন্য বাটন (+ -) ব্যবহার করুন । যখন থেকে টাইম সেট করবেন তখন থেকে সেট করা সময়ের পর এসি অন হয়ে যাবে।
➡️লুভার কার্যক্রম
১। আনুভূমিক লুভার দ্বারা উপর-নিচ বায়ুপ্রবাহ সমন্বিত হয়। সমন্বয়ের জন্য ((^)) বাটন চাপুন। লুভার চলার সময় যদি নির্দিষ্ট দিকে বায়ু সঞ্চালন করতে ((^)) চান তাহলে বাটন আবার চাপুন। এই অবস্থাই লুভার নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে এবং বায়ু প্রবাহের দিক ফিক্সড হয়ে যাবে।
২। উলম্ব লুভার দ্বারা ডান-বাম দিকের বায়ুপ্রবাহ সমন্বিত হয়। সমন্বয়ের জন্য বাটন চাপুন() লুভার চলার সময় যদি নির্দিষ্ট দিকে বায়ু সঞ্চালন করতে চান তাহলে () বাটন আবার চাপুন। এই অবস্থাই লুভার নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে এবং বায়ু প্রবাহের দিক ফিক্সড হয়ে যাবে।
আনুভূমিক এবং উলম্ব লুভার হাত দিয়ে কখনই ঘোরাবেন না। অন্যথায় Stepper Motor নষ্ট হয়ে যেতে পারে অথবা লুভার পজিশন থেকে সরে গিয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।
★FAN MODE – বায়ু সঞ্চালন পদ্ধতি
১। বিদ্যুৎ সংযোগ দিন এবং যন্ত্রটি চালু করতে (·) বাটনটি চাপুন।
২। (MODE) বাটনটি চাপুন বায়ু সঞ্চালন প্রক্রিয়া বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (*) প্রদর্শিত হয়।
৩। ফ্যান Speed নির্বাচনের জন্য (FAN) বাটনটি চাপুন।
৪। FAN MODE-এ ডিসপ্লেতে কোন টেম্পারেচার প্রদর্শন করে না।
৫। ((^)) এবং () বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য বাটনগুলো চাপুন।
★ECO MODE – বিদ্যুৎ সাশ্রয়ী মোড
১। বিদ্যুৎ সাশ্রয়ী মোড চালু করার জন্য (Eco) বাটন চাপুন।
২। রিমোটের ডিসপ্লেতে (Eco) আইকন প্রদর্শন করবে।
নোটঃ (TURBO) চালু থাকলে (Eco) কাজ করবে না।
TIMER ON/OFF – টাইমার নির্ধারণ
★DRY MODE – শুষ্ককরণ পদ্ধতি
১। বিদ্যুৎ সংযোগ দিন এবং যন্ত্রটি চালু করতে (·) এই বাটন চাপুন।
২। (MODE) বাটন চাপুন শুল্ককরণ পদ্ধতি বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (\) প্রদর্শিত হয়।
৩। বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য (^) এবং () বাটন চাপুন।
৪। DRY MODE-এ রিমোটের ডিসপ্লেতে কোন তাপমাত্রা দেখা যায় না।
৫। DRY MODE-এ ফ্যান Speed সমন্বয় করা যায় না, সর্বদা Low থাকে।
★AUTO MODE – স্বয়ংক্রিয় পদ্ধতি
(MODE) বাটনটি চাপুন স্বয়ংক্রিয় পদ্ধতি বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (D) প্রদর্শিত হয়।
COOL MODE – ঠান্ডাকরণ –
★স্লিপ ফাংশন
১। ফ্লিপ ফাংশন শুধুমাত্র শীতলীকরণ পদ্ধতিতে কাজ করে।
২। (SLEEP) বাটন চাপুন স্লিপ ফাংশন চালু করার জন্য।
৩। স্লিপ ফাংশন চালু হলে রিমোর্টের ডিসপ্লেতে (*) প্রদর্শন করবে।
৪। সময়ের সাথে Set Temperature স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
৫। Sound Sleep-এর জন্য এই মোড খুব উপযোগী।
এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম – ট্রায়াল অপারেশন
১। মেইন সুইচ অন করুন।
২। রিমোটকে ডিসপ্লের দিকে তাক করে ধরুন এবং অন/অফ বাটন চাপুন, আপনি যদি বিপ শব্দ শুনতে পান তাহলে বুঝতে হবে রিমোট ঠিক আছে।
৩। রিমোট দিয়ে কুল মোড সিলেক্ট করুন, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হয় কি না লক্ষ্য করুন।
৪। রিমোট দিয়ে ফ্যানের স্পিড লো, মিডিয়াম এবং হাই করে দেখুন । হাই স্পিডে ব্লোয়ার জোরে ঘুরবে।
৫। রিমোট দিয়ে উপর-নিচ, ডান-বাম লুভার চেক করে দেখুন মুভমেন্ট হচ্ছে কি না।
৬। রিমোট দিয়ে TIMER OFFTIMER ON চেক করে দেখুন।
21/04/2024
২ জন অভিজ্ঞ এসি টেকনিশিয়ান প্রয়োজন।
মিরপুর-১০, ঢাকা।
01780-429693
watching now
Started streaming on Jun 8, 2022
Mongolia, historically Outer Mongolia, country located in north-central Asia. It is bordered by Russia to the north and China to the south. It covers an area of 1,564,116 square kilometres, with a population of just 3.3 million, making it the world's most sparsely populated sovereign nation. Mongolia is the world's largest landlocked country that does not border a closed sea, and much of its area is covered by grassy steppe, with mountains to the north and west and the Gobi Desert to the south. Mongolia’s largest festival, Naadam, is celebrated in summer and focuses on sports, games, and food. Children also participate in some of the sports, including horse races. Most of the country is hot in the summer and extremely cold in the winter, with January averages dropping as low as −30 °C (−22 °F). A vast front of cold, heavy, shallow air comes in from Siberia in winter and collects in river valleys and low basins causing very cold temperatures while slopes of mountains are much warmer due to the effects of temperature inversion.
In this video, I'm going to show you my favorite nature video about mongolia, mongolia 4k, mongolia 4k videos, that will help you relax and improve your mood. It's a 4k video with relaxing music and calming nature sounds. There are no talking in this video so you can enjoy the natural sound of the forest, the sound of a river, and some birds chirping.
Watch the 4k ultra high definition video in this video in somewhere at nail salon, public transport or restaurant. Relaxing music is playing in the background. Try out this 4k ultra high definition video let me know what you think in the comments below!
---------------------------------------------
"Music to sleep deeply and rest the mind, relaxing and calm music to sleep.
To stay calm and relieve stress after a hard day at work, turn on soothing music. By listening to relaxing music, you can reduce stress hormones in the body. It helps the body fight the symptoms of prolonged stress.
We are a music label that does everything possible to help you feel calmer and happier with music. Music has no barriers, so no matter who you are or where you come from, these beautiful beats are made for you. Join the journey to find your inner peace and brighten your day.
05/02/2024
শুভ জন্মদিন
Md Emdadul Haque
এনাম এন্টারপ্রাইস লিমিটেড
ব্যবস্থাপনা পরিচালক
23/01/2024
এসি সংক্রান্ত সকল সমস্যার সমাধান এক জায়গাতেই। অর্ডার করুন anamenterprise.com এর এক্সপার্ট AC Repair Service।
কল করুন 01780-429693 নাম্বারে।
1
31/12/2023
May 2024 bring you joy and prosperity. Wishing you a Happy New Year!
Md Emdadul Haque
Managing Director
Anam Enterprise Limited www.anamenterprise.com
Air Conditioning Supply And Repair
01/10/2023
Taking Care
of a all Your AC Problem
We have a large team of Anam Enterprise A Expert Technicians. Our services are AC installation, AC servicing, AC repair, AC maintenance, AC rental and so on. So you can contact us at any time. Our expert technicians are available 7 days a week to solve your AC problem.
Address
House #33, Road#06, Block#A, Section/10 Dhaka 1216
Be the first to know and let us send you an email when Anam Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
From your home to industry
We can make your climate perfect
Call: 01780429693
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved
All type Air Condition Servicing, Installation, Repair, Maintenance & Refrigerator any problem can be solved