BNVS Care Givers

BNVS Care Givers Bangladesh National Voluntary Society (BNVS ) under International Union for Health Promotion and Edu

বর্তমানে সারা বিশ্বের ডাক্তার, নার্সদের মতো প্রশিক্ষিত কেয়ার গিভারগণ প্রবীন,অসহায় মানুষদিগকে সার্ভিক সহায়তার মাধ্যমে তাদের জীবনের মান উন্নয়ন করতে মুখ্য ভূমিকা পালন করছে। তাছাড়াও প্রি-মেচিওরড বেবি এবং শারিরিক ও মানুষিক প্রতিবন্ধি শিশুদের যথাযথ যত্নের মাধ্যমে একজন স্বুস্থ্য-সাবলিল মানুষ হিসেবে বেড়ে উঠতে একজন কেয়ার গিভারের ভূমিকা অপরিসীম।

আমাদের জীবনে কর্মব্যস্ততা দিন দিন বাড়ছে, একই সাথে পরিবারে

র অসুস্থ্য, নবজাতক, বৃদ্ধ প্রিয়জনের চিকিৎসা ও পরিচর্যার দায়ভার I সন্তান হয়ে বাবা মা প্রিয়জনে পাশে থাকা ও যত্ন নেয়া আমাদের দায়িত্ব I যথাযথ সেবা করে তাদের মুখে হাসি ফোঁটাতে পারাটাই আমাদের প্রাপ্তি ও তৃপ্তি I কিন্তু সময়ের বাস্ত্যতায়, অনেক সময়ই তা সম্ভব হয়ে উঠে না I

যথা সময়ে যথাযথ এবং মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার অধিকার আছে সকলের I তবে ডাক্তার পেতে দীর্ঘঅপেক্ষা কিৎবা নার্স, ফিজিওথেরাপিস্ট, কেয়ারগিভার, (বেবিসিটার/ন্যানি, ল্যাব টেস্টের সঠিক তথ্য খোঁজ পাওয়ার বিড়ম্বনার কারনে সঠিক সময়ে চিকিৎসা পেতে বেঘাত ঘটে অনেকের ক্ষেত্রেই I

এছাড়াও সেবা ও পরিচর্যার ক্ষেত্রে নিজেদের দক্ষতা না থাকায় বিভিন্ন সমস্যার, নবজাতক বৃদ্ধ প্রিয়জন দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কষ্ট পেতে থাকে, একজন দক্ষ ও প্ৰশিক্ষিত ব্যক্তিই পারে আপনার অসুস্থ্য প্রিয়জনের পরিচর্যা করে সুস্থ করে তুলতে, একই সাথে প্রিয়জনের কষ্টের দিন গুলো হতে পারে আরো একটু আরামদায়ক I

আপনার প্রিয়জনের প্রয়োজনে, আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছে আমাদের প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা/পুরুষ কর্মী I বৃদ্ধ প্রিয়জনের পরিচর্যার প্রয়োজনে বাড়িতে ১২/২৪ ঘন্টা বছরে ৩৬৫ দিন দীর্ঘমেয়াদী সেবায় রয়েছে ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট, পেশেন্ট এটেনডেন্ট, কেয়ারগিভার, (বেবিসিটার সেবা) , এ্যাম্বুলেন্স এবং মেডিকেল ইকুইপমেন্ট ক্রয় বিক্রয় ও ভাড়া সহ নিজ বাসায় সেটাপ করিয়ে দেওয়া I

শ্রমের পাওয়ার দিয়ে যারা প্রতিনিয়ত আমাদের জীবনকে আলোকিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান - মহান মে দিবসে আমরা তাঁদের সব...
01/05/2025

শ্রমের পাওয়ার দিয়ে যারা প্রতিনিয়ত আমাদের জীবনকে আলোকিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান - মহান মে দিবসে আমরা তাঁদের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।

আপনাদের সবাইকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা।  #নববর্ষ১৪৩২
14/04/2025

আপনাদের সবাইকে বাংলা নব বর্ষের শুভেচ্ছা। #নববর্ষ১৪৩২

13/07/2024
 #বেকার  #নার্সিং  #স্বাস্থ্য  #প্রশিক্ষণ  #কেয়ারগিভার  #ফিজিওথেরাপি  #অটিজম  #ডিমনেশিয়া  #চাকরি #হোমসার্ভিস  #পড়াশুনা  ...
07/11/2021

#বেকার #নার্সিং #স্বাস্থ্য #প্রশিক্ষণ #কেয়ারগিভার #ফিজিওথেরাপি #অটিজম #ডিমনেশিয়া #চাকরি
#হোমসার্ভিস #পড়াশুনা #সার্টিফিকেট #প্রবাসী
#বাকাশিবো #কারিগরি_শিক্ষা_বোর্ড

বেকারত্ব দূর করতে এই সুযোগটি কাজে লাগাতে পারেন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬মাসের কেয়ারগিভার
কোর্স করে দেশ বিদেশে স্বাবলম্বী হোন।
৮ টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হয়-
ফাষ্ট এইড, নার্সিং,ফিজিওথেরাপি, সাইকোলজি,নিউট্রিশন,অটিজম,ডিমেনশিয়া ম্যানেজমেন্ট,হাউজ-কিপিং,স্পোকেন ইংলিশ।।
আপনারা কেউ যদি প্রশিক্ষণ নিতে আগ্রহী হোন তবে যোগাযোগ করুন। আপনাদের সঙ্গেই আছি।।

30/11/2020

এক নজরে BNVS Care Givers এর হোম নার্সিং/কেয়ারগিভার সেবা
দীর্ঘমেয়াদী পেশেন্টদের সময়মতো ওষুধ দেওয়া, নোংরা কাপড় পরিবর্তন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষ খাবার প্রস্তুত, ইনজেকশন দেওয়া, ডায়াপার ও ক্যাথেটার পরিবর্তনসহ প্রভৃতি কার্যক্রম থাকে পেশেন্ট সেবার ক্ষেত্রে।
কিন্তু বিশেষ প্রশিক্ষণ না থাকায় নার্স/কেয়ারগিভাররা এটা সঠিক উপায়ে করেন না।
BNVS Care Givers এর মাধ্যমে প্রশিক্ষিত নার্স/কেয়ারগিভারদের জন্য একটা চাকরির ওয়েব পোর্টাল এবং এন্ড্রয়েড/আই ফোন ব্যবহারকারীদের জন্য মোবাইল এপস তৈরি করা হয়েছে, যা বাড়িতে, ক্লিনিকে কিংবা হাসপাতালে রোগী ও বয়স্কদের সব ধরনের সেবা দিতে প্রস্তুত থাকছে।
এককভাবে কোন রোগীর কেমন যোগ্যতা সম্পন্ন নার্স/কেয়ারগিভার লাগবে সেটা কোন কোন প্রয়োজনে সেটাও রুগীর অভিভাবকগণ জানাতে পারবেন।
BNVS Care Givers এর মাধ্যমে শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী রোগীদের দোরগোড়ায় বিশেষ নার্সিং/কেয়ারগিভার সেবা পৌঁছে দেয়ার সম্ভব হচ্ছে।

 অটিজম চিকিৎসায় শিশুর খাবার অটিজম বিশেষজ্ঞ দাবি করেন যে বিভিন্ন ধরনের খাবার ও খাদ্যাভাস অটিজমে আক্রান্ত শিশু এবং প্রাপ্ত...
07/11/2020


অটিজম চিকিৎসায় শিশুর খাবার

অটিজম বিশেষজ্ঞ দাবি করেন যে বিভিন্ন ধরনের খাবার ও খাদ্যাভাস অটিজমে আক্রান্ত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের কার্যকরভাবে চিকিৎসা করতে পারে। কিছু অটিজম বিষয়ক গবেষক দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মস্তিষ্কের কার্যকারিতা এবং অন্ত্রের মধ্যে খুবই শক্তিশালী এক ধরনের সম্পর্ক আছে। কিন্তু এত বিশাল খাবারের তালিকা থেকে সুপারিশকৃত খাবারগুলোর মধ্যে আপনার অটিজমে আক্রান্ত শিশুটির জন্য কোনগুলো সর্বোত্তম তা নির্ধারণ করবেন কিভাবে?
প্রোবায়োটিক বা বন্ধুসুলভ ব্যাকটেরিয়া সমৃদ্ধ খাবারসমূহ অটিজমের উপসর্গগুলো দমিয়ে রাখতে সাহায্য করে। উপযুক্ত খাদ্যাভাস এবং নিয়মিতভাবে স্বাস্থ্যসম্মত পরিপাকতন্ত্রের রক্ষণাবেক্ষণ অটিজমের উপসর্গগুলো নিয়ন্ত্রণসহ পরিপাকতন্ত্রের অন্যান্য জটিল সমস্যাগুলো যেমন বিরক্তকর পেটের সমস্যা বিশেষ করে হজমজনিত বৃহদান্ত্রের সমস্যাগুলো এড়াতে সাহায্য করে। অটিজমে আক্রান্ত শিশুরা বিরক্তকর পেটের সমস্যাগুলোর মধ্যে পেটে ব্যথা,দলা বা চাকা অনুভূত হওয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং পেট ফাপানোতে বেশি ভুগে । বিরক্তকর পেটের সমস্যা মূলত তথাকথিত গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্স দ্বারা উদ্ভুত হয়, যা কোলনকে খাবার হজম করার জন্য প্রস্তুতের জানান দেয়। বিরক্তকর পেটের সমস্যায় আক্রান্তদের গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটি অনেকটা আগে থেকে সক্রিয় থাকে, যা মাংসপেশীর স্পার্ম ও অত্যাধিক সক্রিয়তায় বেদনাদায়ক অবস্থার তৈরি করে। এই অবস্থার কার্যকর প্রতিরোধের জন্য অটিজমে আক্রান্তদের সহজে হজম হয় এবং দ্রুত গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটিকে কার্যকর না করে এমন খাবার খাওয়াতে হবে। এই ধরনের খাবারগুলোই অটিজমের কার্যকর চিকিৎসার দাবিদার।

যেসকল খাদ্য এড়িয়ে যাওয়া উচিতঃ

এখানে এমন কিছু খাবারের তালিকা করা হলো, যা অটিজমে আক্রান্ত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের কার্যকরভাবে এড়িয়ে যাওয়া উচিত।
১. অপাচ্য আশযুক্ত খাবারঃ
অপাচ্য আশযুক্ত খাবারগুলো হজমে খুবই সমস্যা করে। তাই যতটা সম্ভব এই ধরনের অপাচ্য আশযুক্ত খাবারগুলো এড়িয়ে যেতে হবে যদিও কিনা সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। অপাচ্য আশযুক্ত খাবারগুলো মধ্যে কিছু সবুজ শাকসবজি যেমন, পালংশাক, লেটুস পাতা, বিভিন্ন লতাপাতা জাতীয় শাক; যে সকল খাবারের মধ্যে গম, বাদামী গম ও গম বীজ থাকে; ফলমুল যেমন আনারস, সবুজ মটরশুটি; এছাড়াও কেপসিকাম জাতীয় মরিচ, পেয়াজ, শালগম, বাধাকপি,ফুলকপি এবং টমেটো ইত্যাদি অবশ্যই এড়িয়ে যেতে হবে।
২. চর্বিযুক্ত খাবারঃ
চর্বিযুক্ত খাবারসমূহ হজম ক্রিয়াকে অধিকতর কঠিন করে ফেলে। চর্বিযুক্ত খাবার অটিজমে আক্রান্ত শিশু এবং প্রাপ্ত বয়স্কদের জন্য বেশির সময়েই কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার কারণ হয়ে থাকে। চর্বিযুক্ত খাবারসমূহ মধ্যে যেকোন ধরনের ভাজা খাবারসমূহ, মাংস, দুধ ও দুধজাত সকল খাবার, সালাদসমূহ, পেস্ট্রি কেক ও অন্যান্য মিস্টি বা ঝাল জাতীয় বেকারীতে তৈরি খাবারসমূহ অবশ্যই এড়িয়ে যেতে হবে ।
৩. কার্বোনেটেড দ্রব্যাদিঃ
কার্বোনেটেড দ্রব্যাদি যেমন সোডা অবশ্যই এড়িয়ে যেতে হবে কেন না এটি পেট ফাপানো ও মাংসপেশীর ক্রাম্পের কারণ। এছাড়াও কার্বোনেটেড দ্রব্যাদিতে প্রচুর পরিমানে ক্যাফেইন থাকে যা অবশ্যই এড়িয়ে যেতে হবে।
৪. কফি ও অ্যালকোহলঃ
কফি ও অ্যালকোহল বিশেষভাবে এড়িয়ে যেতে হবে কারণ এরা পরিপাকতন্ত্রের সমস্যার উদ্দীপক হিসেবে কাজ করে থাকে। বিশেষ করে কফির ক্যাফেইন কোলনকে সবদাই সক্রিয় করে রাখে।
৫. কৃএিম মিষ্টি সৃষ্টিকারী খাবারঃ
কৃএিম মিষ্টি সৃষ্টিকারী খাবার সাধারণত অটিজম ও বিরক্তকর পেটের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের খুবই খারাপ। কৃএিম মিষ্টি সৃষ্টিকারী খাবারের স্বাদ এবং স্থায়িত্ব বজায়ে রাখার উপাদানগুলো যেমন-গ্যারেজেনান ও গুরা গাম বিরক্তকর পেটের সমস্যার তৈরির প্রধান কারণ। উদাহরণস্বরুপ, দুগ্ধজাত পণ্য আইসক্রীম।
অটিজমে আক্রান্ত শিশুদের চিকিৎসা হিসেবে নিম্নলিখিত খাবারগুলো প্রদান করা যেতে পারেঃ

যেহেতু বেশিরভাগ অটিজমে আক্রান্ত শিশুরাই বিরক্তকর পেটের সমস্যা ও পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগে তাই অতি সহজে হজম হয় এমন আশজাতীয় বন্ধুসুলভ ব্যাকটেরিয়া সমৃদ্ধ খাবার খাওয়ানো যেতে পারে, যা তাদের উপসর্গগুলোর তীব্রতা কমাতে সাহায্য করে। অটিজমে আক্রান্ত শিশুদের জন্য প্রস্তাবিত কিছু খাবারের তালিকা দেওয়া হলোঃ

১. যেকোন ধরনের আলু যেমন- গোল আলু, মিষ্টি আলু, চীনা আলু ও গাজর।
২. মিষ্টি কুমড়া, মুলা, বীটস ও লাউ।
৩. পাস্তা ও অন্যান্য নুডুলস।
৪. ওটামিল বা জইচূর্ণ
৫. চালের রুটি বা ফরাসী রুটি।
৬. চাল ও চাল শস্য জাতীয় খাবারসমূহ।
৭. কলা, আম, পেঁপে ও আপেলের সস্ ।
৮. পেপারমিট, ক্যামোমাইল ও ফেনেলের মত চকলেট।
৯. বন্ধুসুলভ ব্যাকটেরিয়াসমৃদ্ধ খাবার যেমন দই, কেফের ও বিশেষ প্রক্রিয়ায় উৎপন্ন সবজি কিমচি।
বন্ধুসুলভ ব্যাকটেরিয়াসমৃদ্ধ খাবারগুলি সুষম পুষ্টির গুণ নিশ্চিত করতে, পরিপাকতন্ত্রের স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপুর্ণ। এগুলো ছাড়াও মানুষের শরীরের অন্যান্য স্বাস্থ্যগত উপকারীতা রয়েছে বন্ধুসুলভ ব্যাকটেরিয়াসমৃদ্ধ খাবারে।

05/11/2020
05/11/2020
05/11/2020
05/11/2020
05/11/2020

Address

Corporate Office-Baridhara DOHS Dhaka-1206, Project Office-Mirpur DOSH Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when BNVS Care Givers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share