Gazi Muhammad Tanjil

Gazi Muhammad Tanjil রুকইয়াহ নিয়ে কাজ করছি ২০১৯ থেকে ।
শিখছি প্রতিদিন—এই সেক্টর জ্ঞানের এক বিশাল সমুদ্র।

Ruqyah Consultant at Quranic Treatment BD

আমাদের প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে সুনামের সহীত তিব্বুন নববী তথা রাসুলুল্লাহ সাঃ এর চিকিৎসা পদ্ধতি ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে ইসলামী শরিয়াহ মোতাবেক আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে!

ঠিকানা:
রোড ১৯, বাসা ৫৫ (২য় তলা বাম পাশে), রুপনগর আবাসিক,মিরপুর -২ ঢাকা

07/09/2025

যাদু ধংস করার ক্ষেত্রে সূরা বাকারাহ অতুলনীয়!
ফলো: ! Quranic Treatment BD : Ruqyah & Hijama Center
শেয়ার করুন ।

#যাদু #কালোযাদু

06/09/2025

আপনার পুরো পরিবার কি জাদুগ্রস্ত? তাহলে আপনার করণীয় কী?

উস্তাদ গাজী মুহাম্মদ তানজিল 🌺

এডমিন পোস্ট

#রুকইয়াহ #জিন #কালোজাদু #বদনজর #হিংসা #হাসাদ #ব্যথা #কুরআন #তিলাওয়াত

03/09/2025

ওয়াসওয়াসার, খাওয়ানো যাদু ও অসুস্থতার যাদুর রুকইয়াহ!

03/09/2025

অসুস্থতার, হত্যার ও বিচ্ছেদের যাদুর রুকইয়াহ

31/08/2025

অসুস্থতার, ঘুমের সমস্যার ও কথা বলতে বাধা কাটানোর রুকইয়াহ!

বাচ্চা পেশেন্ট বয়স ৪

31/08/2025

সম্পর্ক নষ্টের সমস্যা ও আসক্ত জিনের সমস্যা!

30/08/2025

Quranic Treatment BD : Ruqyah & Hijama Center

এ রাকী নিয়োগ চলছে!
বিস্তারিত কমেন্টে....

যোগাযোগ : What'sapp  01763-951371
30/08/2025

যোগাযোগ : What'sapp 01763-951371

29/08/2025

জীবনের সবকিছুতে বারবার বাধা? জীবনের প্রতিটি জায়গায় আপনি হোঁচট খাচ্ছেন?
________________________________________
সাফল্য যেন ধরা দিচ্ছে না? ব্যবসা হোক, চাকরি হোক, বিয়ে বা স্বাস্থ্যের বিষয়—প্রতিটি ক্ষেত্রেই কি একের পর এক ব্যর্থতা?

এখন একটু ভালোভাবে শুনুন। কারণ আজকে আমরা আলোচনা করবো এমন একটি বিষয় নিয়ে, যা হয়তো আপনার জীবনের এই সমস্যাগুলোর পেছনে মূল কারণ হতে পারে!
________________________________________
🔴 ১. বারবার জীবনে ব্যর্থতা – কেন হচ্ছে এমন?
• আপনি হয়তো পরিশ্রম করছেন, চেষ্টা করছেন—তবুও ফলাফল শূন্য।
• ব্যবসায় লস করছেন, চাকরির ক্ষেত্রে উন্নতি হচ্ছে না।
• আপনার চেয়ে কম যোগ্য লোকেরাও ভালো অবস্থানে চলে যাচ্ছে, কিন্তু আপনি পিছিয়ে আছেন।
• আপনি ভাবছেন, “এটা বুঝি আমার ভাগ্য!”
কিন্তু বিষয়টা কি শুধুই ভাগ্যের? নাকি অন্য কিছু?
________________________________________
🟣 ২. বিয়ে হচ্ছে না, বা বারবার ভেঙে যাচ্ছে!
• বয়স পার হয়ে যাচ্ছে, তবুও বিয়ের উপযুক্ত প্রস্তাব আসছে না।
• বা এলে বিয়ে ঠিক হতে গিয়ে বারবার ভেঙে যাচ্ছে।
• অনেকে বিয়ের পরে দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, বিচ্ছেদ—এতটাই যে মানসিকভাবে ভেঙে পড়ছেন।
________________________________________
🔵 ৩. শারীরিক সমস্যা, যার কোন চিকিৎসা কাজ করছে না!
• শরীর অসুস্থ, একটার পর একটা সমস্যা।
• ভালো ডাক্তারের কাছে গেছেন, সব টেস্ট করিয়েছেন—কিন্তু কোনো রোগ ধরা পড়ছে না!
• ওষুধ খাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন—তবুও সুস্থ হচ্ছেন না।
________________________________________
🔶 ৪. পড়াশোনা ও একাডেমিক ব্যর্থতা
• পড়তে বসলেই অসুস্থতা, পরীক্ষা দিতে গেলেই ঘোর লাগা।
• মন বসে না, স্মৃতি দুর্বল হয়ে যাচ্ছে।
________________________________________
⚫ ৫. বাসায় অস্বাভাবিক ঘটনা ঘটছে?
• গভীর রাতে পায়ের আওয়াজ, দরজায় টোকা, নুপুরের শব্দ?
• ফ্যান-লাইট নিজে নিজেই অন/অফ হচ্ছে?
• জিনিসপত্র ছুড়ে ফেলা, ঘরে তাবিজ-কবজ পাওয়া যাচ্ছে, রক্ত বা ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে?
এসব কি আসলেই স্বাভাবিক? না, মোটেও নয়!
________________________________________
🔺 ৬. ঘুমের সমস্যা ও দুঃস্বপ্নের আগ্রাসন
• ঘুম আসে না, ঘুমালেও ব্রেইন ঘুমায় না।
• ঘন ঘন দুঃস্বপ্ন—সাপ, কুকুর, জিন-ভূতের ধাওয়া।
• কেউ যেন ঘুমের মধ্যে সুস্বাদু খাবার খাওয়াচ্ছে—ঘুম থেকে উঠে আপনি অসুস্থ!
• শরীর অবশ হয়ে যাচ্ছে, চোখ খোলা, কিন্তু নড়তে পারছেন না—যাকে সাধারণভাবে "বোবা" ধরা বা Sleep Paralysis বলা হয়।
________________________________________
⚠️ ৭. এই সমস্যাগুলোর পেছনে কারণ কী?
এসব সমস্যার পেছনে অন্যতম একটি কারণ হলো:
বদনজর, জিন ও যাদু।
আজকের আধুনিক যুগে অনেকে একে "কুসংস্কার" বলে এড়িয়ে যান। কিন্তু ইসলামে এ বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ আছে।
________________________________________
📖 ৮. হাদিসে কী বলা আছে?
রাসূল (সা.) বলেছেন:
“বদনজর সত্য; তা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে।”
(মুসলিম)
এমনকি রাসূল (সা.) নিজেও একবার যাদুর শিকার হয়েছিলেন।
তাহলে আপনি কীভাবে ভাবেন যে আপনি নিরাপদ?
________________________________________
🔍 ৯. এখন কী করবেন?
সমাধান হলো:
✅ শরিয়তসম্মত পদ্ধতিতে রুকইয়াহ শারইয়াহ করা।
✅ অভিজ্ঞ রাকির তত্ত্বাবধানে রুকইয়াহ সেশন ও সেলফ রুকইয়াহ নিয়মিত করা।
________________________________________
🏥 ১০. 🕋 Quranic Treatment BD : Ruqyah & Hijama Center –
আপনার নির্ভরযোগ্য রুকইয়াহ সেন্টার!

আমরা “২০১৯ সাল থেকে অত্যন্ত সুনামের সাথে
রুকইয়াহ ও হিজামা সেবা দিয়ে আসছি। আমাদের প্রতিটি সেবা কুরআন-হাদিসের আলোকে পরিচালিত হয়—কোনো কুফরি, শিরকির অস্তিত্ব এখানে নেই।

📖 সমাধান খুঁজুন কুরআন ও সুন্নাহর আলোকে।
এখানে আপনার সমস্যার জন্য রয়েছে ইসলামিক চিকিৎসা ও পরামর্শ,
যা কুরআন ও হাদীসের আলোকে প্রমাণিত।

📞 পরামর্শের জন্য যোগাযোগ করুন এখনই:
📱 01763-951-371
📱 01833-406-632
📲 WhatsApp: 01763-951371
💬 Messenger: m.me/QuranicTreatmentBd

🔁 শেয়ার করুন এই বার্তাটি।
হতে পারে আপনার একটি শেয়ারই কারও জীবনের মুক্তির কারণ।

#রুকইয়াহ #রুকিয়াহ #বদনজর #জিন #যাদু #কালোযাদু #মিরপুর #ঢাকা

📢✨ আলহামদুলিল্লাহ, সুসংবাদ ✨📢🕌 আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো এখন বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ট্রেডমার্ক করা হয়েছে।⚖️ ...
24/08/2025

📢✨ আলহামদুলিল্লাহ, সুসংবাদ ✨📢

🕌 আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো এখন বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ট্রেডমার্ক করা হয়েছে।

⚖️ বাংলাদেশের আইন অনুসারে —
🔹 “কুরআনিক ট্রিটমেন্ট বিডি”
🔹 Quranic Treatment BD”
— এই নাম ও লোগো ব্যবহার করে আমরা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে না, ইনশাআল্লাহ।

🤲 এ মহামূল্যবান অনুগ্রহের জন্য আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
🌸 আলহামদুলিল্লাহ।

👤 প্রতিষ্ঠাতা ও পরিচালক
✒️ গাজী মুহাম্মাদ তানজিল

🏢 কুরআনিক ট্রিটমেন্ট বিডি
📍 মিরপুর, ঢাকা।

21/08/2025

সম্মানিত রাকী সাহেবগন!
পর্দানশীল নারীদের ছবি ও ভিডিও প্রকাশ থেকে দূরে থাকুন। এগুলো খুব দৃষ্টিকটু দেখায়।

🌟 আমাদের সেবা (Our Services)!২০১৯ সাল থেকে আমরা আন্তর্জাতিক মানের রুকইয়াহ ও হিজামা থেরাপি সেবা দিয়ে আসছি। আমাদের অভিজ্ঞ ...
17/08/2025

🌟 আমাদের সেবা (Our Services)!
২০১৯ সাল থেকে আমরা আন্তর্জাতিক মানের রুকইয়াহ ও হিজামা থেরাপি সেবা দিয়ে আসছি। আমাদের অভিজ্ঞ থেরাপিস্টরা সুন্নাহ মোতাবেক আধুনিক পদ্ধতি অবলম্বন করেন।
📞 ১. পরামর্শ সাপোর্ট
আপনার সমস্যা বা প্রশ্ন সরাসরি চেম্বারে এসে অথবা ফোনে আমাদের জানান।বাসায় বসে আমাদের পেইড সেল্ফ রুকইয়াহ গাইড অনুসরণ করে নিজে রুকইয়াহ করতে পারবেন। সাথে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আনলিমিটেড সাহায্য দেওয়া হয় ইনশাআল্লাহ।
📖 ২. রুকইয়াহ শারইয়াহ!
কুরআন ও সহীহ হাদিসের আলোকে জিন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা এবং মানসিক-শারীরিক সমস্যার জন্য শারঈ চিকিতসা।
নতুন রোগীদের জন্য প্রথমে ১.৫ ঘণ্টার শর্ট ডায়াগনোসিস সেশন করা হয়। এরপর ১ মাসের সেল্ফ রুকইয়াহ আমল দেয়া হয়।
সচরাচর প্রতি মাসে একটি ২.৫ ঘণ্টার লং রুকইয়াহ সেশন নিয়ে ফলোআপে থেকে সরাসরি চিকিতসা নিতে হয়। দূরবর্তী ও প্রবাসী রোগীদের জন্য ভিডিও কলের মাধ্যমে সেবা প্রদান করা হয়।
🩸 ৩. হিজামা ও কাপিং থেরাপি!
রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ অনুযায়ী শরীর থেকে কিছু রক্ত বের করে শরীরকে সুস্থ রাখা হয়। এই প্রাকৃতিক পদ্ধতি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বডি ডিটক্সিফিকেশন করে।
সাধারণত বছরে ২-৩ মাস অন্তর ৩-৪ বার হিজামা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।
আমাদের সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক থেরাপিস্ট রয়েছে।
📅 এপয়েন্টমেন্ট ও যোগাযোগ!
এপয়েন্টমেন্টের জন্য ৩-৭ দিন পূর্বে কল করে সিরিয়াল বুকিং নিশ্চিত করুন। তবে জরুরি প্রয়োজনে একই দিনে সেবা দেওয়া হয়।
📞 তথ্য, পরামর্শ ও সিরিয়ালের জন্য কল করুন:
🕗 সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে
📱 +88 01763 951 371
📱 +88 01833 406 632
🟢 WhatsApp: https://wa.me/+8801763951371
📩 মেসেঞ্জার: https://m.me/QuranicTreatmentBd
📍 সেন্টারের ঠিকানা
রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বাম পাশে), রুপনগর আবাসিক, মিরপুর, ঢাকা।
গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/2qvFjeqWHSvdxG2M9
🌐 আমাদের সোশ্যাল মিডিয়া
📲 টেলিগ্রাম: t.me/quranictreatmentbd
👍 ফেসবুক পেইজ: https://www.facebook.com/QuranicTreatmentBD/
▶️ ইউটিউব চ্যানেল: https://youtube.com//
📚 রুকইয়াহ ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/
💬 পেশেন্ট রিভিউ গ্রুপ: https://www.facebook.com/groups/623845769646953/
🆓 ফ্রি সেল্ফ রুকইয়াহ সাজেশন গ্রুপ:
https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
আপনার শেয়ারের মাধ্যমে কেউ উপকৃত হলে, ইনশাআল্লাহ আপনি সওয়াবের অংশীদার হবেন।
শরঈয়তসম্মত চিকিৎসার প্রচারের জন্য লিঙ্কগুলো শেয়ার করুন।
#রুকইয়াহ #রুকিয়াহ #বদনজর #জিন #যাদু #কালোযাদু #মিরপুর #ঢাকা #হিজামা

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Muhammad Tanjil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram