27/04/2025
যারা দীর্ঘদিন ধরে জ্বীন, যাদু, হাসাদ, মানসিক অস্থিরতা কিংবা অসুস্থতায় ভুগছেন—তাদের জন্য Quranic Treatment BD -এ এই মাস থেকে আয়োজন করছে বিশেষ ডে-ম্যাস রুকইয়াহ সেশন।
🕥 সেশনের সময়সূচি:
তারিখ: ২ মে (শুক্রবার )
সময়: সকাল ৯টা – বিকাল ৫টা
সেশন ফি: ফোনে জানিয়ে দেয়া হবে।
🔵সারা দিন ব্যাপি লং রুকইয়াহ ম্যাস সেশন
ডে-লং রুকইয়াহ সেশন হচ্ছে একটি সম্পূর্ণ দিন (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)বিশেষ রুকইয়াহ সেশন ; যেখানে দীর্ঘসময় ধরে পেশেন্টের সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটানা রুকইয়াহ করা হয়।
🔷সারা দিন ব্যাপি লং রুকইয়াহ ম্যাস সেশন কেন নেয়া উচিত?
১.যারা দূর থেকে আসবেন পড়াশোনা বা চাকরির ব্যস্ততায় বারবার আসতে পারেন না—তাদের জন্য ডে-লং সেশন একটি ইনটেন্সিভ, কার্যকর। অল্প খরচে সময়-সাশ্রয়ী সমাধান হতে পারে ইনশা আল্লাহ।
২. যাদের অত্যধিক তেলওয়াতের রুকইয়াহ প্রয়োজন কিন্তু আর্থিক সমস্যার কারণে বার বার লং রুকইয়াহ সেশন নিতে পারছেন না। তারা সকলে ম্যাস সেশনে অংশগ্রহণ করলে সল্প খরচে অধিক উপকৃত হবেন ইনশাআল্লাহ।
৩. যারা অত্যাধিক অসুস্থ, অনেকদিন ধরে জ্বীন, যাদুতে আক্রান্ত। সেল্ফ রুকইয়াহও ঠিকমতো করতে পারছেন না, কিন্তু জিন কষ্ট দিয়ে যাচ্ছে। আর্থিক সমস্যার জন্য বার বার সেশন নিতে পারেন না তাদের জন্য উপকারী।
৪.রুকইয়াহ চলাকালীন দীর্ঘসময় রাক্বীর অবজারভেশনে থাকায় পেশেন্টের সমস্যাগুলো আইডেন্টিফাই ও সেই অনুযায়ী বাড়তি সাপোর্ট ও গাইড করা সহজ হয়।
🔘সারা দিন ব্যাপি লং রুকইয়াহ ম্যাস সেশন কাদের জন্য?
১।যারা দীর্ঘদিন ধরে জ্বীন, সিহর বা হাসাদ তথ্য প্যারানরমাল সমস্যায় ভুগছেন।
২। শরীরিকভাবে দুর্বল
যেমন: বেশি ঘুম, ক্লান্তি, ব্যথা-বেদনা, অকারণে অসুস্থতা অনুভব করেন।
৩। মানসিকভাবে অস্থির বা বিষণ্ণতায় ভুগছেন। যেমন: ভয়, উদ্বেগ, কান্না, আত্মঘাতী চিন্তা ইত্যাদি
৪। যারা সেল্ফ রুকইয়াহ নিয়মিত করতে পারছেন না বা করেও খুব কম উপকার পাচ্ছেন।
৫। যাদের পক্ষে ঘন ঘন সেশন নেয়া সম্ভব না (সময়, লোকেশন বা শারীরিক অসুবিধার কারণে)
৬। যারা আগের সেশনে ভালো রেসপন্স পেয়েছেন এবং ফলে আরো ইন্টনসিভ -একটানা রুকইয়াহর প্রয়োজনীয়তা অনুভব করছেন।
অর্থাৎ জন্য যাদের সমস্যা তুলনামূলক বেশি এবং যাদের ইনটেন্সিভ রুকইয়াহ দরকার তাদের জন্য ডে-লং রুকইয়াহ সেশন অত্যন্ত উপকারী ইনশা আল্লাহ।
তাই Quranic TreatmentBD- এ মে মাস থেকেই মহিলাদের বিশেষ ডে-লং রুকইয়াহ ম্যাস সেশন শুরু হচ্ছে ❣️
আল্লাহ যাকে চান, তিনিই তাকে শিফা দান করেন। এই একদিন হতে পারে আপনার জন্য বড় এক পরিবর্তনের শুরু ইনশা আল্লাহ।
📜 অন্যান্য তথ্য :
•সর্বোচ্চ ৮/৯ জন পেশেন্ট ইনক্লুড হতে পারবেন।
• পেশেন্টের সাথে একজন গার্ডিয়ান আনতে পারবেন, সেশন চলাকালীন তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করবেন।
•পেশেন্টদের হ্যান্ডেল করতে ফিমেইল থেরাপিস্ট থাকবেন।
সেশনের এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ
🔸 অফিসের ঠিকানা :
রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা। গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/2qvFjeqWHSvdxG2M9
🔸 আমাদের সেবা:
https://www.facebook.com/share/p/1DyDpwJ4xN/?mibextid=Nif5oz
📲 এপয়েনটমেনট:
(সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে)
+88 01763-951-371
+88 01833-406-632
মেসেঞ্জার: 📮 m.me/QuranicTreatmentBd
টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
ওয়েবসাইট: www.quranictreatmentbd.com