Raqi Gazi Md Tanjil

Raqi Gazi Md Tanjil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Raqi Gazi Md Tanjil, Mirpur.

রুপনগর আবাসিক রোড ১৯, বাসা ৫৫ (২য় তলা বাম পাশে), রুপনগর ,মিরপুর , ঢাকা

এপয়েনটমেনট এর জন্য সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে কল দিবেন

01763 951 371
01833 406 632

মেসেঞ্জার: http://m.me/QuranicTreatmentBd
টেলিগ্রাম : https://t.me/quranictreatmentbd আমাদের প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে সুনামের সহীত তিব্বুন নববী তথা রাসুলুল্লাহ সাঃ এর চিকিৎসা পদ্ধতি ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে ইসলামী শরিয়াহ মোতাবেক আন্তর

্জাতিক মানের সেবা দিয়ে আসছে!

ঠিকানা:
রোড ১৯, বাসা ৫৫ (২য় তলা বাম পাশে), রুপনগর আবাসিক,মিরপুর -২ ঢাকা

কুংফু শিখতে হবে ইদানিং জিনের মাইর খাওয়া লাগতেছে। বন্ধুরা কমেন্টে পরামর্শ দাও।
01/07/2025

কুংফু শিখতে হবে ইদানিং জিনের মাইর খাওয়া লাগতেছে।
বন্ধুরা কমেন্টে পরামর্শ দাও।

29/06/2025

যাদুকর, তান্ত্রিক ও ইবলিসের বাহিনী ধংসের দুয়া।

আরবি দোয়ার বাংলা উচ্চারণ:

1️⃣ اللَّهُمَّ أَهْلِكِ السَّحَرَةَ وَالمُشْعَوِذِينَ وَجُنْدَ إِبْلِيسَ أَجْمَعِينَ!
উচ্চারণ:
আল্লাহুম্মা আহলিকিস সাহারাতা ওয়াল মুশ'আউযীন, ওয়া জুন্দা ইবলিস আযমাঈন!
অর্থ: হে আল্লাহ! জাদুকর, ঝাড়ফুঁককারী এবং ইবলিসের সমস্ত সৈন্যদের আপনি ধ্বংস করে দিন!

2️⃣ اللَّهُمَّ ابْطِلْ أَثَرَ كُلِّ عَيْنٍ حَاسِدَةٍ أَصَابَتْ خَيْرًا فِي مُؤْمِنٍ فَضَرَّتْهُ!
উচ্চারণ:
আল্লাহুম্মা আবতিল আসারা কুল্লি আয়নিন হাসিদাতিন আসাবাত খাইরান ফি মুমিনিন ফাদাররাতহু!
অর্থ: হে আল্লাহ! যে কোনো হিংসুকের কুদৃষ্টির প্রভাবে কোনো মুমিনের কল্যাণে লাগা দৃষ্টির প্রভাব থাকলে, তা আপনি নিষ্ক্রিয় করে দিন!

3️⃣ اللَّهُمَّ اجْعَلْنَا وَذُرِّيَّاتِنَا فِي حِرْزِكَ وَحِمَاكَ، وَاحْفَظْ أَهْلَنَا وَأَحِبَّاءَنَا يَا رَبَّ الْعَالَمِينَ!
উচ্চারণ:
আল্লাহুম্মাজআলনা ওয়া জুররিয়্যাতিনা ফি হিরযিকা ওয়া হিমায়িকা, ওয়ারহাফ যাহ্লানা ওয়া আহিব্বা’আনা ইয়া রাব্বাল আলামীন!
অর্থ: হে আল্লাহ! আমাদের এবং আমাদের সন্তানদের আপনার নিরাপত্তা ও সুরক্ষার ঘেরাটোপে রাখুন। আমাদের পরিবার-পরিজন এবং প্রিয়জনদেরও রক্ষা করুন, হে সকল জগতের প্রতিপালক!
আমিন।

ফলো Quranic Treatment BD Raqi Gazi Md Tanjil

শেয়ার করুন।

27/06/2025

অসুস্থতার, বিয়ে আটকে রাখার ও ইবাদাতে অলতার সমস্যা!

26/06/2025

আস-সালামু আলাইকুম কেমন আছেন সবাই?
ওনেকদিন পর এই পেইজে আগের মতো একটিভ থাকার চেষ্টা করছি ইনশ আল্লাহ।

25/06/2025

আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? রুকইয়াহ রিলেটেড হেল্প এর জন্য সমস্যা লিখে কমেনটস করুন।

যারা দীর্ঘদিন ধরে জ্বীন, যাদু, হাসাদ, মানসিক অস্থিরতা কিংবা অসুস্থতায় ভুগছেন—তাদের জন্য Quranic Treatment BD  -এ এই মাস ...
27/04/2025

যারা দীর্ঘদিন ধরে জ্বীন, যাদু, হাসাদ, মানসিক অস্থিরতা কিংবা অসুস্থতায় ভুগছেন—তাদের জন্য Quranic Treatment BD -এ এই মাস থেকে আয়োজন করছে বিশেষ ডে-ম‍্যাস রুকইয়াহ সেশন।

🕥 সেশনের সময়সূচি:
তারিখ: ২ মে (শুক্রবার )
সময়: সকাল ৯টা – বিকাল ৫টা
সেশন ফি: ফোনে জানিয়ে দেয়া হবে।

🔵সারা দিন ব‍্যাপি লং রুকইয়াহ ম‍্যাস সেশন

ডে-লং রুকইয়াহ সেশন হচ্ছে একটি সম্পূর্ণ দিন (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)বিশেষ রুকইয়াহ সেশন ; যেখানে দীর্ঘসময় ধরে পেশেন্টের সমস্যাগুলোর উপর ভিত্তি করে একটানা রুকইয়াহ করা হয়।

🔷সারা দিন ব‍্যাপি লং রুকইয়াহ ম‍্যাস সেশন কেন নেয়া উচিত?

১.যারা দূর থেকে আসবেন পড়াশোনা বা চাকরির ব্যস্ততায় বারবার আসতে পারেন না—তাদের জন্য ডে-লং সেশন একটি ইনটেন্সিভ, কার্যকর। অল্প খরচে সময়-সাশ্রয়ী সমাধান হতে পারে ইনশা আল্লাহ।

২. যাদের অত্যধিক তেলওয়াতের রুকইয়াহ প্রয়োজন কিন্তু আর্থিক সমস্যার কারণে বার বার লং রুকইয়াহ সেশন নিতে পারছেন না। তারা সকলে ম্যাস সেশনে অংশগ্রহণ করলে সল্প খরচে অধিক উপকৃত হবেন ইনশাআল্লাহ।

৩. যারা অত্যাধিক অসুস্থ, অনেকদিন ধরে জ্বীন, যাদুতে আক্রান্ত। সেল্ফ রুকইয়াহও ঠিকমতো করতে পারছেন না, কিন্তু জিন কষ্ট দিয়ে যাচ্ছে। আর্থিক সমস্যার জন্য বার বার সেশন নিতে পারেন না তাদের জন্য উপকারী।

৪.রুকইয়াহ চলাকালীন দীর্ঘসময় রাক্বীর অবজারভেশনে থাকায় পেশেন্টের সমস্যাগুলো আইডেন্টিফাই ও সেই অনুযায়ী বাড়তি সাপোর্ট ও গাইড করা সহজ হয়।

🔘সারা দিন ব‍্যাপি লং রুকইয়াহ ম‍্যাস সেশন কাদের জন্য?

১।যারা দীর্ঘদিন ধরে জ্বীন, সিহর বা হাসাদ তথ্য প্যারানরমাল সমস্যায় ভুগছেন।

২। শরীরিকভাবে দুর্বল
যেমন: বেশি ঘুম, ক্লান্তি, ব্যথা-বেদনা, অকারণে অসুস্থতা অনুভব করেন।

৩। মানসিকভাবে অস্থির বা বিষণ্ণতায় ভুগছেন। যেমন: ভয়, উদ্বেগ, কান্না, আত্মঘাতী চিন্তা ইত্যাদি

৪। যারা সেল্ফ রুকইয়াহ নিয়মিত করতে পারছেন না বা করেও খুব কম উপকার পাচ্ছেন।

৫। যাদের পক্ষে ঘন ঘন সেশন নেয়া সম্ভব না (সময়, লোকেশন বা শারীরিক অসুবিধার কারণে)

৬। যারা আগের সেশনে ভালো রেসপন্স পেয়েছেন এবং ফলে আরো ইন্টনসিভ -একটানা রুকইয়াহর প্রয়োজনীয়তা অনুভব করছেন।

অর্থাৎ জন্য যাদের সমস্যা তুলনামূলক বেশি এবং যাদের ইনটেন্সিভ রুকইয়াহ দরকার তাদের জন্য ডে-লং রুকইয়াহ সেশন অত্যন্ত উপকারী ইনশা আল্লাহ।

তাই Quranic TreatmentBD- এ মে মাস থেকেই মহিলাদের বিশেষ ডে-লং রুকইয়াহ ম‍্যাস সেশন শুরু হচ্ছে ❣️

আল্লাহ যাকে চান, তিনিই তাকে শিফা দান করেন। এই একদিন হতে পারে আপনার জন্য বড় এক পরিবর্তনের শুরু ইনশা আল্লাহ।

📜 অন্যান্য তথ্য :

•সর্বোচ্চ ৮/৯ জন পেশেন্ট ইনক্লুড হতে পারবেন।
• পেশেন্টের সাথে একজন গার্ডিয়ান আনতে পারবেন, সেশন চলাকালীন তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করবেন।
•পেশেন্টদের হ্যান্ডেল করতে ফিমেইল থেরাপিস্ট থাকবেন।

সেশনের এপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুনঃ

🔸 অফিসের ঠিকানা :
রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা। গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/2qvFjeqWHSvdxG2M9

🔸 আমাদের সেবা:
https://www.facebook.com/share/p/1DyDpwJ4xN/?mibextid=Nif5oz

📲 এপয়েনটমেনট:
(সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে)
+88 01763-951-371
+88 01833-406-632
মেসেঞ্জার: 📮 m.me/QuranicTreatmentBd
টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
ওয়েবসাইট: www.quranictreatmentbd.com

পার্টটাইম ফিমেইল হিজামা থেরাপীস্ট আবশ্যক !অভিজ্ঞতা: নূন্যতম ১ বছর (নতুনরাও এপ্লাই করতে পারবেন) (ট্রেনিং করিয়ে আমরা শিখিয়...
21/04/2025

পার্টটাইম ফিমেইল হিজামা থেরাপীস্ট আবশ্যক !

অভিজ্ঞতা: নূন্যতম ১ বছর (নতুনরাও এপ্লাই করতে পারবেন) (ট্রেনিং করিয়ে আমরা শিখিয়ে নিবো)

শিক্ষাগত যোগ্যতা:

নূন্যতম: এইচ.এসসি, অনার্স, ডিপ্লোমা নার্সিং, ডিইউএমএস অথবা বিইউএমস ডিগ্রি উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন।

বিস্তারিত এই লিংকে: https://quranictreatmentbd.com/female-therapyst/

18/04/2025

আপনার কি সারা বছর অসুস্থতা লেগে থাকে???

Quranic Treatment BD

#রুকইয়াহ #রুকিয়াহ #বদনজর #জিন #যাদু #কালোযাদু #মিরপুর #ঢাকা

16/03/2025

🛑রমাজানের শেষ ১০ দিনে এই ৫টি দোয়া বেশী বেশী পাঠ করুন।

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Gazi Md Tanjil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share