24/04/2024
মুসলিম হলে এটুকু জ্ঞান থাকার কথা যে, সালাতুল ইস্তিসকা হচ্ছে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া। তিনি দোয়া কবুল করতেও পারেন, নাও পারেন। কখন কীভাবে বৃষ্টি দিবেন, কি দিবেন না, সেটা সম্পূর্ণ সর্বশক্তিমান আল্লাহর এখতিয়ার।
এমনকী নামাজের পরপরই যদি বৃষ্টি নামে, তাতেও কারো দাবি করার সুযোগ নেই যে, তার নামাজের কারণেই বৃষ্টি এসেছে। এটা তো নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে, আল্লাহ ঠিক কোন কারণে বৃষ্টি নামিয়েছেন।
সালাতুল ইস্তিসকা নামাজের নিয়তের পর যদি আবহাওয়ার খবরে নিশ্চিত হওয়া যায় যে, বৃষ্টি নামতে যাচ্ছে। তাতেও তো নামাজ পড়তে অসুবিধা নেই।
এতেও অন্তত তিনটি উদ্দেশ্য পূরণ হয়ঃ
প্রথমত, সূন্নাহ পালন করা।
দ্বিতীয়ত, আল্লাহর কাছে কাকুতিমিনতি করা, যেন তিনি আমাদের পাপের কারণে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত না করেন। আবহাওয়া অফিস বললেও তো অনেকসময় বৃষ্টি হয় না।
তৃতীয়ত, আল্লাহ যে দয়া করে বৃষ্টি দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।
কিন্তু আজ মুসলিমরাই বৃষ্টির নামাজ নিয়ে ট্রল করে। এবছরও শুরু হয়েছে।
বৃষ্টি হলে বলে আবহাওয়ার খবর দেখে নামাজ পড়েছে! আর না হলে বলে, নামাজ কবুল হলো কই?
এরা মনে করে, এরা বিরাট বুদ্ধিমান, আর নামাজীরা বোকা! রমজান মাসে কুরআন পড়তে গিয়ে, নামাজ নিয়ে ট্রলকারীদের জন্য একটি আয়াত পেয়েছিলাম। নোট করে রেখেছিলাম।
আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজের জন্য আহবান জানাও, তখন তারা সেটিকে তামাশা ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করে। এটা এজন্য যে, তারা হলো নির্বোধ সম্প্রদায়। (সূরা মায়িদা: ৫৮)
- তানিম ইশতিয়াক