Dr Md Ashrafuzzaman Khan

Dr Md Ashrafuzzaman Khan Dr. Md Ashrafuzzaman Khan highly experienced Neurologist (Brain, Nerve & Spine) & Medicine Specialist

Dr. Md Ashrafuzzaman Khan

MBBS, MD( Neurology), CCD( Birdem-Diabetics)
FCPS( Medicine-FP) MACP(USA)

A professional neurologist and medicine specialist of National Institute Of Neuroscience And Hospital

Happy Eid Al Adha 2025
04/06/2025

Happy Eid Al Adha 2025

World Hypertension Day 2025
18/05/2025

World Hypertension Day 2025

প্যারালাইসিস ও প্যারালাইসিসের  প্রকারভেদ: *মনোপ্লেজিয়া*হেমিপ্লেজিয়া*ডিপ্লাজিয়া*প্যারাপ্লেজিয়া*কোয়াড্রিপ্লেজিয়া
03/04/2025

প্যারালাইসিস ও প্যারালাইসিসের প্রকারভেদ:
*মনোপ্লেজিয়া
*হেমিপ্লেজিয়া
*ডিপ্লাজিয়া
*প্যারাপ্লেজিয়া
*কোয়াড্রিপ্লেজিয়া

Happy Eid Mubarak 2025
30/03/2025

Happy Eid Mubarak 2025

মটরসাইকেল বা গাড়ি ওভার স্পিডিং এখন উড়তি বয়সের  ছেলে মেয়েদের একটি বিষ বা জীবন নিয়ে খেলা দয়া করে এই জীবন নিয়ে খেলবেন...
08/03/2025

মটরসাইকেল বা গাড়ি ওভার স্পিডিং এখন উড়তি বয়সের ছেলে মেয়েদের একটি বিষ বা জীবন নিয়ে খেলা দয়া করে এই জীবন নিয়ে খেলবেন না!

বাইকে ওভার স্পিডিং শুধু Thrill দেয় না, মস্তিষ্কের জন্য ভয়ংকর ঝুঁকিও বয়ে আনে। প্রতিদিন আমরা নিউরোলজিস্ট হিসেবে বাইক দুর্ঘটনায় গুরুতর মস্তিষ্কের আঘাত (Brain Injury), কোমায় চলে যাওয়া, এমনকি মৃত্যুর মতো ভয়ংকর পরিণতি দেখি।

কেন অতিরিক্ত গতি বিপজ্জনক?

মস্তিষ্কে আঘাত (TBI) – দ্রুত গতির দুর্ঘটনায় মাথায় প্রচণ্ড আঘাত লাগে, যা স্মৃতিশক্তি হারানো, পক্ষাঘাত বা স্থায়ী অক্ষমতা ঘটাতে পারে।

মৃত্যুর ঝুঁকি – হেলমেট না পরলে বা অতিরিক্ত গতিতে দুর্ঘটনার ফলে মাথায় মারাত্মক চোট লেগে জীবনও হারাতে পারেন।

স্নায়ুর ক্ষতি– ব্রেন ট্রমা বা স্পাইনাল কর্ড ইনজুরির ফলে আজীবনের জন্য চলাফেরা বা কথা বলার ক্ষমতা হারাতে পারেন।

নিজে বাঁচুন, পরিবারকে কাঁদাবেন না!
সর্বদা হেলমেট পরুন
সীমার মধ্যে গতি রাখুন
নিয়ম মেনে চলুন

জীবন একটাই, বাঁচাতে শিখুন। অতিরিক্ত গতি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মজা, কিন্তু তার মূল্য হতে পারে পুরো জীবনের সাজা !

ডাঃ মোঃ আশরাফুজ্জামান খান
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমডি(নিউরোলজি), সিসিডি(বারডেম-ডায়াবেটিস), এফসিপিএস(মেডিসিন-এফপি)
স্পেশাল ট্রেনিং অন স্ট্রোক এন্ড ইন্টারভেনশনাল নিউরোলজি (কেরালা, ইন্ডিয়া)
নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে এন্ড হসপিটাল

02/02/2025
24/04/2024

মুসলিম হলে এটুকু জ্ঞান থাকার কথা যে, সালাতুল ইস্তিসকা হচ্ছে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া‍। তিনি দোয়া কবুল করতেও পারেন, নাও পারেন‍। কখন কীভাবে বৃষ্টি দিবেন, কি দিবেন না, সেটা সম্পূর্ণ সর্বশক্তিমান আল্লাহর এখতিয়ার‍।

এমনকী নামাজের পরপরই যদি বৃষ্টি নামে, তাতেও কারো দাবি করার সুযোগ নেই যে, তার নামাজের কারণেই বৃষ্টি এসেছে‍। এটা তো নিশ্চিত হওয়ার সুযোগ নেই যে, আল্লাহ ঠিক কোন কারণে বৃষ্টি নামিয়েছেন‍।

সালাতুল ইস্তিসকা নামাজের নিয়তের পর যদি আবহাওয়ার খবরে নিশ্চিত হওয়া যায় যে, বৃষ্টি নামতে যাচ্ছে‍। তাতেও তো নামাজ পড়তে অসুবিধা নেই‍।

এতেও অন্তত তিনটি উদ্দেশ্য পূরণ হয়‍ঃ

প্রথমত, সূন্নাহ পালন করা‍।

দ্বিতীয়ত, আল্লাহর কাছে কাকুতিমিনতি করা, যেন তিনি আমাদের পাপের কারণে বৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত না করেন‍। আবহাওয়া অফিস বললেও তো অনেকসময় বৃষ্টি হয় না‍।

তৃতীয়ত, আল্লাহ যে দয়া করে বৃষ্টি দিচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ‍ করা।

কিন্তু আজ মুসলিমরাই বৃষ্টির নামাজ নিয়ে ট্রল করে‍। এবছরও শুরু হয়েছে‍।

বৃষ্টি হলে বলে আবহাওয়ার খবর দেখে নামাজ পড়েছে! আর না হলে বলে, নামাজ কবুল হলো কই?

এরা মনে করে, এরা বিরাট বুদ্ধিমান‍, আর নামাজীরা বোকা! রমজান মাসে কুরআন পড়তে গিয়ে, নামাজ নিয়ে ট্রলকারীদের জন্য একটি আয়াত পেয়েছিলাম‍। নোট করে রেখেছিলাম‍।

আল্লাহ বলছেন, তোমরা যখন নামাজের জন্য আহবান জানাও, তখন তারা সেটিকে তামাশা ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করে। এটা এজন্য যে, তারা হলো নির্বোধ সম্প্রদায়। (সূরা মায়িদা: ৫৮)

- তানিম ইশতিয়াক

পৃথিবীর মধ্যে মানুষের সব থেকে ৩টি বাজে অভ্যাস হলো নিজের শরীরের প্রতি যত্ন না নেয়া, অলসতা এবং খারাপ খাদ্য অভ্যাস। অনেকেই...
21/11/2023

পৃথিবীর মধ্যে মানুষের সব থেকে ৩টি বাজে অভ্যাস হলো নিজের শরীরের প্রতি যত্ন না নেয়া, অলসতা এবং খারাপ খাদ্য অভ্যাস। অনেকেই হয়তো শুনেছেন " সময়ের ১ ফু, অসময়ের ১০ ফু " অর্থাৎ সময়ের কাজ সময় মতো না করা ।

আমার দেখা অনেক রুগী তার খাদ্য অভ্যাস বা চিকিৎসকের দেয়া রুটিন মেনে জীবন যাপন না করাতে তার রোগ আগের থেকে আরো খারাপ অবস্থায় পরিণত হয়েছে এবং ( সব দোষ ডাক্তারের)

আমার দেখা মানুষের সব ঠেকে বড় শত্রু এবং একটিই নিরব, যন্ত্রণা দায়ক রোগ বা ডিজিস হলো: ডায়াবেটিস এবং ডায়াবেটিক ফুট/ গ্যাংগ্রিন।

আপনারা হয়তো কখনো শুনেছেন এমন ঘটনা
আপনার আত্মীয় স্বজনের বা পারাপ্রতিবেশি কিংবা গ্রামের দূরসম্পর্কের আত্মীয়,
হটাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন, ডাক্তার এর কাছে বা হাসপাতালে নিয়ে গিয়েছে, ডাক্তার তার পা কেটে দিয়েছে। বা হটাৎ পা কালো হয় গিয়েছে এখন সে লেংড়াদের মতো বা পঙ্গু হয়ে গেছে। বা হটাৎ পা পচন ধরেছে এবং খুব দুর্গন্ধ আসে, পা ঠেকে পোকা বের হয়ে। তারা সকলেই এই গ্যাংগ্রিন নামক রোগে ভুগছে এবং গেনগ্রিনের কঠিন যন্ত্রণার শিকার হয়ে পৃথিবী ছেড়ে আল্লাহ্ কাছে চলে গিয়েছেন।

আল্লাহ্ যেন শত্রুকেও এই রোগটি না দেন।

আপনারা আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আপনাদের উন্নত চিকিৎসা সেবায় নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।

আমিঃ
ডা: মো আশরাফুজ্জামান খান
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমডি(নিউরোলজি), সিসিডি(বারডেম-ডায়েবেটিস), এফসিপিএস(মেডিসিন- এফপি)

স্পেশাল ট্রেনিং অন স্ট্রোক এন্ড ইন্টারভেনশনাল নিউরোলজি(কেরালা- ইন্ডিয়া)

নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে এন্ড হসপিটাল

Happy World Stroke Day October 29, 2023Together we are  .
29/10/2023

Happy World Stroke Day
October 29, 2023

Together we are .

গর্ভাবস্থায় স্ট্রোক বা Stroke in Pregnancy স্ট্রোক যে কোনো সময় যে কারো হতে পারে, এমনকি নতুন মায়েরও। গর্ভাবস্থা এবং স্...
23/10/2023

গর্ভাবস্থায় স্ট্রোক বা Stroke in Pregnancy

স্ট্রোক যে কোনো সময় যে কারো হতে পারে, এমনকি নতুন মায়েরও। গর্ভাবস্থা এবং স্ট্রোকের মধ্যে একটি জটিল সংযোগ রয়েছে এবং আপনি নিজেকে এবং আপনার শিশুকে সুস্থ রাখতে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোন। বাংলাদেশে গড়ে ১০০ জন মায়েদের মধ্যে ২ জন মা গর্ভাবস্থায় স্ট্রোক করেন, অনেক ক্ষেত্রে মিসক্যারেজ ও হয়ে। তবে স্ট্রোকের ঝুকি সব থেকে বেশী দেখা দেয় বাচ্চা জন্ম দেয়ার ৩ সপ্তাহ আগে বা ডেলিভারির ১ মাস পর বা তার একটু আগে।

আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যত দিন জীবন থাকবে আপনাদের উন্নত চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।

আমি,
ডা: মো আশরাফুজ্জামান খান
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), এমডি(নিউরোলজি), সিসিডি(বারডেম- ডায়াবেটিস), এফসিপিএস(মেডিসিন-এফপি)
স্পেশাল ট্রেনিং অন স্ট্রোক এন্ড ইন্টারভেনশনাল নিউরোলজি (কেরালা- ইন্ডিয়া)
নিউরোমেডিসিন ও মেডিসিন বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনসটিটিউট অব নিউরোসাইন্স এন্ড হসপিটাল

World Spine Day 2023 💚💚💚💚💚💚💚একজন মেরুদন্ডের ডাক্তার হিসাবে, আমি মেরুদন্ডের স্বাস্থ্য সম্পর্কে গভীরভাবে অনুরাগী, এবং আজ, ...
18/10/2023

World Spine Day 2023 💚💚💚💚💚💚💚

একজন মেরুদন্ডের ডাক্তার হিসাবে, আমি মেরুদন্ডের স্বাস্থ্য সম্পর্কে গভীরভাবে অনুরাগী, এবং আজ, আমরা আমাদের শরীরের অবিশ্বাস্য, World Spine Day উদযাপন করি। আমাদের মেরুদণ্ড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ ।

আসুন আমাদের মেরুদণ্ডের প্রতি ভালবাসা এবং যত্ন নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হই, শুধু আজ নয়, প্রতিদিন। একসাথে, আমরা মেরুদণ্ডের স্বাস্থ্যে যত্ন নেই।

Happy World Spine Day

💚

Address

House-01 & 02, Road-02, Block-B, Mirpur/10
Mirpur
1216

Telephone

+8801713062983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Md Ashrafuzzaman Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category