29/04/2022
PHYSIOTHERAPY FOR SENIOR CITIZENS
আমরা জানি প্রতি নিয়ত কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মারাও যাচ্ছে, এই জন্ম মৃত্যু সমাজ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। আর এই ভারসাম্যের মাঝে এক শ্রেনীর মানুষ আছে যাদের আমরা বলে থাকি "বয়স্ক নাগরিক বা SENIOR CITIZEN."যাদের বয়স কমপক্ষে চল্লিশ,কেউবা পঞ্চাশের বেশী। এই শ্রেণীর মানুষ গুলো আমাদের বাবা, মা, দাদা, দাদী, নানা, নানী বা আমাদেরই খুব কাছের আত্নীয় সজন। প্রতি পরিবারের Senior Citizen নানা ধরনের বয়স জনিত শারীরিক সমস্যা, ডায়াবেটিস, আর্থরাইটিস্, Parkinson's Disease, জয়েন্ট এবং মাংশপেশী ব্যথা, ব্যলেন্স সমস্যা, প্যারালাইসিস,শারীরিক দুর্বলতা সহ আর অনেক অসুস্থতায় ভোগেন। বতর্মান বিশ্বে ঔষুধের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে ফিজিওথেরাপি চিকিৎসা Senior Citizen-দের চিকিৎসায় এক বিশেষ ভুমিকা পালন করে আসছে। ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে Senior Citizen দের ব্যথা নিরাময়, মাংশপেশীর শক্তি বৃদ্ধি, মোবিলিটি রিস্টোর, ফিটনেস এবং বেলেন্স সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়াও দ্বীর্ঘ দিন বেড রিলেটেড যেসকল Senior Citizen আছেন তাদের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা একটি অপরিহার্য চিকিৎসা ব্যবস্থা। Senior Citizen-দের বয়স জনিত রোগ, শারীরিক ফিটনেস এবং একটিভ থাকার জন্য নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসার (Physical Exercises) বিকল্প হয় না। তাই Senior Citizen-দের এখন ঔষুধি চিকিৎসার পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে।
আসুন আমরা সবাই মিলে Senior Citizen দের ফিজিওথেরাপি চিকিৎসা নিতে উৎবুদ্ধ করি এবং তাদের চিকিৎসা সুনিশ্চিত করি।
Self Physiotherapy Care, Senior Citizen দের অভিজ্ঞ ফিজিওথেরাপীষ্ট এবং আধুনিক পোটেবল মেশিন দিয়ে বাসায় চিকিৎসা দিয়ে থাকে।