14/07/2022
যদি কোন গর্ভনিরোধক ছাড়া একজন পুরুষ এবং মহিলা একটানা প্রচেষ্টার 1 বছর পরেও গর্ভধারণ করতে অক্ষম হন তবে এটিকে বন্ধ্যাত্ব বলে।
বন্ধ্যাত্ব পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে।
চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম।
🌹নারীদের প্রধান প্রধান সমস্যাগুলো 🌹
🌿 প্রেগন্যান্সির জন্য জরুরি পলিসিস্টিক ওভারি, যার মাধ্যমে একটা করে ওভাম আসার কথা, সেটা আসে না।
🌿 জরায়ুর কিছু সমস্যা থাকে যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণে হতে পারে।
🌿 জন্মগত সমস্যার কারণে হয়ত ডিম আসছে না, তার টিউব ব্লক, জরায়ু যেটা আছে সেটা বাচ্চাদের মতো।
🌿 আরও কিছু অসুখ আছে, যেমন: ওভারিয়ান চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে।
🌿 হরমোনের কারণেও হতে পারে। যেমন থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে।
🌿 আর যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে। সেজন্য বন্ধ্যাত্ব হতে পারে।
🌹পুরুষের প্রধান প্রধান সমস্যা গুলো 🌹
🌿 একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই।
🌿 তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না।
🌿 শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।
🌿 অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে।
🌿 আবার শুক্রাণুর পরিমান ঠিক আছে কিন্তু মান ঠিক নেই। যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না।
🌿 এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।
🌿 প্রজনন অঙ্গে কোন ধরনের আঘাত।
🌿 অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।
🌿 প্রজনন অঙ্গে যক্ষ্মা।
🌿 ডায়াবেটিস।
🌿 ছোটবেলায় মাম্পস।
🌿 এমনকি মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।
তাই দুশ্চিন্তা কিংবা হতাশা নয়-----
সময় থাকতে,
নারী কিংবা পুরুষ অথবা উভয়েই চিকিৎসা নিন।
বিয়ের এক বছরের মধ্যে সন্তান কনসেপ্ট না করলে বিষয়টি আমলে নিন, প্রয়োজনে চিকিৎসকের সঠিক পরামর্শ নিন।