Modern Homeo

Modern Homeo Caring of Mind and Health with Modern Homeopathy.

17/09/2022

আপনার ওজন প্রতি মাসে দেখছেন তো! অতিরিক্ত ওজন থেকে বিরত থাকুন।

14/07/2022

যদি কোন গর্ভনিরোধক ছাড়া একজন পুরুষ এবং মহিলা একটানা প্রচেষ্টার 1 বছর পরেও গর্ভধারণ করতে অক্ষম হন তবে এটিকে বন্ধ্যাত্ব বলে।

বন্ধ্যাত্ব পুরুষ ও মহিলা উভয়েরই হতে পারে।

চিকিৎসকেরা বলছেন, সন্তান ধারণে অক্ষম নারী ও পুরুষের সংখ্যা একই রকম।

🌹নারীদের প্রধান প্রধান সমস্যাগুলো 🌹

🌿 প্রেগন্যান্সির জন্য জরুরি পলিসিস্টিক ওভারি, যার মাধ্যমে একটা করে ওভাম আসার কথা, সেটা আসে না।

🌿 জরায়ুর কিছু সমস্যা থাকে যা জন্মগত হতে পারে আবার অসুখের কারণে হতে পারে।

🌿 জন্মগত সমস্যার কারণে হয়ত ডিম আসছে না, তার টিউব ব্লক, জরায়ু যেটা আছে সেটা বাচ্চাদের মতো।

🌿 আরও কিছু অসুখ আছে, যেমন: ওভারিয়ান চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওসিসের কারণে হতে পারে।

🌿 হরমোনের কারণেও হতে পারে। যেমন থাইরয়েডের সমস্যার কারণে হতে পারে।

🌿 আর যৌনবাহিত রোগের কারণে মেয়েদের প্রজনন অঙ্গগুলোর ক্ষতি করে। সেজন্য বন্ধ্যাত্ব হতে পারে।

🌹পুরুষের প্রধান প্রধান সমস্যা গুলো 🌹

🌿 একটা কারণ এজোস্পার্মিয়া, অর্থাৎ বীর্যের মধ্যে শুক্রাণু নেই।

🌿 তার নালির কোথাও বাধা সৃষ্টি হয়েছে তাই শুক্রাণু মিলতে পারছে না।

🌿 শুক্রাণু তৈরি হওয়ার যে স্থান অণ্ডকোষ, কোন কারণে সেটি তৈরিই হয়নি।

🌿 অনেক সময় শুক্রাণু থাকে কিন্তু পরিমাণে কম থাকে।

🌿 আবার শুক্রাণুর পরিমান ঠিক আছে কিন্তু মান ঠিক নেই। যার ফলে সে ডিম ফার্টিলাইজ করতে পারে না।

🌿 এছাড়া টেস্টোস্টেরন হরমোনও 'সিক্রেশন' হতে হবে।

🌿 প্রজনন অঙ্গে কোন ধরনের আঘাত।

🌿 অস্ত্রোপচারের কারণে সৃষ্ট বাধা।

🌿 প্রজনন অঙ্গে যক্ষ্মা।

🌿 ডায়াবেটিস।

🌿 ছোটবেলায় মাম্পস।

🌿 এমনকি মাথায় চুল গজানোর ঔষধও পুরুষদের সন্তান ধারণের অক্ষমতার উৎস।

তাই দুশ্চিন্তা কিংবা হতাশা নয়-----

সময় থাকতে,
নারী কিংবা পুরুষ অথবা উভয়েই চিকিৎসা নিন।

বিয়ের এক বছরের মধ্যে সন্তান কনসেপ্ট না করলে বিষয়টি আমলে নিন, প্রয়োজনে চিকিৎসকের সঠিক পরামর্শ নিন।

01/05/2022

ঈমানের অর্থ হলো কারো উপর নির্ভর করা। আমি যেহেতু আল্লাহর উপর ঈমান এনেছি তাই আমার সব কিছুতেই আল্লাহর উপর নির্ভর করতে হবে। একেই বলে ঈমান বিল্লাহ।

27/04/2022

যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তার দৃষ্টান্ত একটি শস্যদানার মতো যা অঙ্কুরিত করে সাতটি শীষ, প্রতি শীষে এক শত শস্যদানা; আর আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন যাকে ইচ্ছা করেন এবং আল্লাহ অত্যন্ত মুক্তহস্ত সবিশেষ অবহিত।
আল কুরআন ২/২৬১.

26/04/2022
24/04/2022

এমন কে আছে যে আল্লাহকে উত্তম করজ দেবে ; অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ-বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকুচিত করেন এবং তিনিই প্রশস্থতা দান করেন । তোমাদেরকে তাঁরই দিকে ফিরে যেতে হবে।
আল কুরআন- ২/২৪৫

23/04/2022

তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে ; আপনি বলুন, এ দুটোর মধ্যে রয়েছে মারাত্মক গুনাহ এবং মানুষের জন্য উপকারিতাও; আর এ দুটোর গুনাহ এ দুটোর উপকারিতার চেয়ে ভয়ংকর।
আল কুরআন, ২/২১৯

20/04/2022

আমাদের ৬টি চিরশত্রু রয়েছে-
১) সোরা ২) সিফিলিস ৩) সাইকোসিস ৪) টিউবারকুলোসিস ৫) পোস্ট ট্রমা সিন্ড্রোম এবং ৬) পোস্ট র‌্যাবিস সিন্ড্রোম ।

মানুষ হিসাবে আমাদের চলনে বলনে কিছু নিয়ম মানতে হয়। আর এ নিয়মের কোন ব্যত্তয় হলে অনেক সমস্যার মুখোমুখি তো হতেই হবে। নিয়ম পালনের মাধ্যমে কিছু সমস্যা হতে আমরা মুক্তি পেতে পারি। আর কিছু সমস্যা তো পূর্ব থেকে পেয়েই আসছি আমরা। আর সেই বিষয় নিয়েই কিছু বলাচোনা আজকের।

১) সোরাঃ-

মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠত্বের দাবিদ্বার এতে কোন সন্দেহ নেই নিশ্চয়ই। আমরা তো শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে মন্দ কিছু ভাবতে পারি না। এই যেমন কারো অশুভ কিছু কামনা করা, ক্ষতি করা, গালাগাল দেওয়া ইত্যাদি। কারো প্রতি হিংসা করা, কারো ভালোতে ঈর্ষ ান্বিত হওয়া, কারো সম্পর্কে বাজে ধারনা পোষন করা ইত্যাদি ইত্যাদি।

আমরা কেনই বা অন্যকে নিয়ে আমাদের সময় নস্ট করবো ? আমাদের তো নিজেদের কাজ আছে তাই না ? এই অন্যকে নিয়ে মাথা ঘামাতে ঘামাতে এক সময় আমাদের সুন্দর মনটা নস্ট হয়ে যায়। দেহের ভিতরে মনটা যখন বদমায়েশ হয়ে যায় তখন আস্তে আস্তে দেহটাও কলংকিত হতে শুরু করে। তখন আমরা বনে যাই সুন্দর সমাজের নোংড়া কিটে। আমাদের শ্রেষ্ঠত্বের আসন থেকে নর্দমার নোংড়া কিটে নামীয়ে আনতে অগ্রণী এবং একমাত্র ভূমিকা পালন করে আমাদের চেনাজানা শত্রু সোরা সাহেব।

এই সোরা আমাদের সুন্দর মনটাকে এতো নিখুঁত পলিশ করেছে যে আমরা চারি দেয়ালের নির্জন কামরা থেকে শুরু করে রাস্তার মোড় কোথাও বাদ দেইনা অন্যায় আর পাপ কাজে লিপ্ত হতে। কি ছোট আর বড়, আবাল বৃদ্ধ বনিতা, কাছে কিবা দূরের, নারী বা পুরুষ কারো মুক্তি নেই আমাদের নিকৃষ্ট লুলুপ দৃষ্টি থেকে। এই হচ্ছে আমি আর আমাদের কাজ। কতোটা অধম বনে গেছি আমরা। আর এ সব কিছুর জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দায়ী সোরা সাহেব। অন্যকে নিয়ে মন্দ ভাবতে ভাবতে নিজ দেহের কি হাল করেছি আমরা ! ঠিকমতো খাওয়া নেই, ঘুম নেই, গোসল নেই, শরীর তো শ্রীহীন খসখসে হবেই। এবার তো হাতের একটা কাজ বেড়েই গেলো ! দেহের এখানে সেখানে চুলকানি শুরু হলো। লজ্জা আমাদের পালিয়েছে, আড়াল কিংবা জনসমুখে চুলকাচ্ছি তো চুলকাচ্ছি। আহ ! কি সুখানুভূতি। একটু পরে জ্বলতে শুরু করেছে। এইভাবে দিন মাস বছর চলছে। আর আমরা হয়ে গেলাম সোরিক রোগী।

চলবে.......

18/04/2022

৬ ঘাতক -
সোরিক,সিফিলিটিক,
সাইকোটিক,টিউবারকুলার,পোস্ট ট্রমা ও পোস্ট র‌্যাবিস সিন্ড্রোম।

17/04/2022
17/04/2022
17/04/2022

মডার্ন হোমিও
একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র
সেবা নিন সুস্থ থাকুন।

Address

31/1, 12/D, Pallabi, Dhaka
Mirpur
DHAKA-1216

Opening Hours

Monday 05:00 - 10:00
Tuesday 05:00 - 10:00
Wednesday 05:00 - 10:00
Thursday 05:00 - 10:00
Friday 05:00 - 10:00
Saturday 05:00 - 10:00
Sunday 05:00 - 10:00

Telephone

+8801302611138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern Homeo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Modern Homeo:

Share