Ayat Healthcare

Ayat Healthcare AYAT Healthcare is Importer, Supplier & Technical Service Provider company

12/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

১.১) কাশি নেই।
১.২) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
১.৩) অস্থিসন্ধিতে( হাড্ডির জোড়ায়) ব্যথা।
১.৪) মাথাব্যথা।
১.৫) গলাব্যথা।
১.৬) পিঠে ব্যথা।
১.৭) নিউমোনিয়া।
১.৮) ক্ষুধা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন,
খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন,
সঠিকভাবে মাস্ক পরুন,
এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন— যদি কাশি বা হাঁচি না ও থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

-19

13/04/2025
24/03/2025

ঈদে বাড়ীতে যাচ্ছেন তো??

তাহলে কিছু কথা মাথায় রাখুন

১/ মোটর সাইকেল চালিয়ে যাওয়ার সময় ১০০% সতর্কতা অবলম্বন করুন।
২/অপরিচিত লোকের সাথে সিএনজি ও মাইক্রোবাসে যাতায়াত করবেন না।
৩/রাতে গাড়ী পরিবর্তন করার সময়, অবশ্যই টার্মিনাল/ স্ট্যান্ডে অবস্থান করবেন
৪/ যাত্রা পথে অপরিচিত লোকের দেওয়া খাবার খাবেন্নাহ
৫/গাড়ীতে অতিরিক্ত যাত্রী হয়ে যাবেন্নাহ
৬/ গাড়ী ভাড়ার টাকা আগেই পরিশোধ করবেন্নাহ

আপনার যাত্রা শুভ হোক।
পরিবার। হাসি খুশি থাকুক
অগ্রিম ঈদ মোবার

প্রাণ ঘাতি রোগ টিটেনাস😢!টিটেনাস একটি প্রাণ ঘাতী রোগ, যা Clostridium tetani নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এই ব্যাকট...
13/03/2025

প্রাণ ঘাতি রোগ টিটেনাস😢!
টিটেনাস একটি প্রাণ ঘাতী রোগ, যা Clostridium tetani নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে।
এই ব্যাকটেরিয়া সাধারণত -----
1) মাটি,
2) ধুলো,
3) শরীরের যে কোনো কাটা বা খোঁচা লাগার মাধ্যমে শরীরে প্রবেশ করে।
4) বিশেষ করে, ঝং ধরা পেরেক বা নোংরা কিছু দিয়ে শরীরে আঘাত পেলে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
রোগটি শুরুতে সাধারণ মনে হলেও দ্রুতই মারাত্মক রূপ নেয়। এটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, যার ফলে পেশীগুলো শক্ত হয়ে যায় এবং শরীর বাঁকা হয়ে যায়।
তাই ধনুষ্টংকার এর উপরোক্ত কারণগুলোর যে কোন একটি কারণ ঘটার সাথে সাথে চিকিৎসকের স্বরণাপন্ন হউন।
এমন কিছু ঘটলে কোনোভাবেই অবহেলা করবেন না। চিকিৎসকের পরামর্শে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস ভ্যাকসিন নিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন। প্রতিরোধই এই রোগের সর্বোত্তম সমাধান।

ডি কোয়ার্ভেইনস টেনোসাইনোভাইটিস (De Quervain’s Tenosynovitis):ডি কোয়ার্ভেইনস টেনোসাইনোভাইটিস হলো একটি প্রদাহজনিত অবস্থা...
23/01/2025

ডি কোয়ার্ভেইনস টেনোসাইনোভাইটিস (De Quervain’s Tenosynovitis):
ডি কোয়ার্ভেইনস টেনোসাইনোভাইটিস হলো একটি প্রদাহজনিত অবস্থা, যা সাধারণত কব্জির পাশে বুড়ো আঙুলের নিচের টেন্ডন এবং তার আশপাশের টিস্যুতে হয়। এটি অতিরিক্ত ব্যবহার, বারবার একই ধরনের কাজ করা, বা কব্জি ও আঙুলে চাপ পড়ার কারণে হতে পারে।

লক্ষণসমূহ:
1.বুড়ো আঙুলের গোড়ায় বা কব্জির পাশে ব্যথা।
2.ফুলে যাওয়া এবং প্রদাহ।
3.কব্জি ঘোরাতে বা আঙুল নাড়াতে অসুবিধা।
4.কব্জি ব্যবহার করলে ব্যথা বৃদ্ধি পাওয়া।
5.ব্যথার কারণে শক্তি কমে যাওয়া বা কাজ করতে সমস্যা।

কারণ:
1.বারবার একই ভঙ্গিতে হাত ও কব্জি ব্যবহার।
2.ভারী বস্তু তোলা।
3.দীর্ঘ সময় ধরে টাইপিং বা স্মার্টফোন ব্যবহার।
4.বাচ্চাকে কোলে নেওয়া বা ঘরোয়া কাজ।
5.আঘাত বা ইনজুরি।

ফিজিওথেরাপি এবং এর ভূমিকা:

ফিজিওথেরাপি ডি কুয়ারভেইনস টেনোসাইনোবাইটিসের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এটি ব্যথা কমানো, টেন্ডনের নমনীয়তা বৃদ্ধি, এবং পুনরুদ্ধারে সহায়তা করে।

ফিজিওথেরাপি চিকিৎসা :
1.ব্যথা কমানোর কৌশল:
•আল্ট্রাসাউন্ড থেরাপি: প্রদাহ কমাতে সাহায্য করে।
•হট প্যাক বা কোল্ড প্যাক থেরাপি: ব্যথা ও ফুলে যাওয়া কমাতে কার্যকর।
2.স্ট্রেচিং ও এক্সারসাইজ:
•বুড়ো আঙুল এবং কব্জির টেন্ডন স্ট্রেচ করা।
•রাবার ব্যান্ড দিয়ে স্ট্রেন্থ এক্সারসাইজ।
•কব্জি ও আঙুলের নমনীয়তা বাড়াতে হালকা ব্যায়াম।
3.ম্যাসাজ থেরাপি:
প্রদাহ কমাতে এবং রক্ত প্রবাহ বাড়াতে ম্যাসাজ কার্যকর।
4.স্প্লিন্ট বা ব্রেস:
•কব্জি স্থির রাখতে এবং টেন্ডনের উপর চাপ কমাতে ব্যবহৃত হয়।
5.ইলেকট্রিক্যাল স্টিমুলেশন (TENS):
ব্যথা কমাতে ব্যবহার করা হয়।
6.কাজের ধরন পরিবর্তন:
ফিজিওথেরাপিস্ট আপনার দৈনন্দিন কাজে যে ভঙ্গি বা অভ্যাস সমস্যা সৃষ্টি করছে তা চিহ্নিত করে পরামর্শ দিতে পারেন।
7. শক ওয়েভ থেরাপি (ESWT)

সতর্কতা ও ঘরোয়া পরামর্শ:
1.অতিরিক্ত কাজ বা আঘাত এড়িয়ে চলুন।
2.ভারী বস্তু তোলা এড়িয়ে চলুন।
3.ব্যথা হলে কব্জিতে বিশ্রাম দিন।
4.পর্যাপ্ত হাইড্রেশন এবং স্বাস্থ্যকর খাবার খান।

ফিজিওথেরাপি এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডি কোয়ার্ভেইনস টেনোসাইনোভাইটিস থেকে সুস্থ হওয়া সম্ভব। তবে ব্যথা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

🔬 Discover precision and clarity with the Olympus Microscope CX23 from Ayat Healthcare! Perfect for medical professional...
14/07/2024

🔬 Discover precision and clarity with the Olympus Microscope CX23 from Ayat Healthcare! Perfect for medical professionals and researchers alike. Enhance your lab experience with unmatched quality.

At Ayat Healthcare, we are aware that comfort and dependability are the cornerstones of high-quality healthcare.🌼 Featur...
13/07/2024

At Ayat Healthcare, we are aware that comfort and dependability are the cornerstones of high-quality healthcare.

🌼 Features and Benefits: Patients will have a comfortable night's sleep because our hospital bed is designed to offer the highest level of comfort and support.
Various head, foot, and height adjustments enable customized comfort and effortless maintenance.
Our bed places a high priority on patient safety and comes with strong side rails and an easy-to-use locking mechanism.

🏥 Why Pick Us?

Our hospital beds are made to withstand the severe requirements of medical facilities, guaranteeing that patients get the best care available.

visit view our entire selection of medical supplies, go visit
👉 http://ayatht.com/.

📞 Get in touch: For orders and inquiries, call our sales team at +880 1913-587092.

29/06/2024

🔬🌡️🛏️🔬 Elevate your healthcare standards with our top-notch medical equipment! From precision anesthesia machines to advanced Memmert incubators, we've got everything you need to enhance patient care and streamline medical procedures. Discover the comfort and functionality of our hospital beds, ensure safe storage with our hospital refrigerators, and experience unmatched clarity with our Olympus microscopes. Explore our range of products designed for excellence in healthcare.

🌙 Eid ul-Adha Mubarak to all our Muslim members! 🌙As we celebrate this joyous occasion, we encourage everyone to extend ...
16/06/2024

🌙 Eid ul-Adha Mubarak to all our Muslim members! 🌙

As we celebrate this joyous occasion, we encourage everyone to extend warm wishes of 'Eid Mubarak' to your Muslim neighbors and friends.

📖 About Eid ul-Adha:
Eid ul-Adha, also known as the Festival of Sacrifice, holds profound significance in Islam. It commemorates the unwavering faith and submission of Prophet Ibrahim to Allah. This special day invites Muslims to reflect on their own faith, seek Allah's blessings, and strive to lead lives filled with righteousness and compassion.

👉 Let’s embrace the spirit of Eid ul-Adha by spreading love, understanding, and unity.

Address

Ayat Healthcare Solutions, House : L 13 Block:L Extensions Pallabi , Rupnagar/Mirpur 11
Mirpur
1218

Alerts

Be the first to know and let us send you an email when Ayat Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ayat Healthcare:

Share