Ruqya & Hijama Center - Mirpur Branch

Ruqya & Hijama Center - Mirpur Branch Ruqyah refers to the healing method based on the Quran and hadith through the recitation of the Quran, that is used as a means of treating sickness.

10/01/2024

অনলাইন রুকইয়াহ সেশন:
অনলাইন রুকইয়াহ সেশন এর এপয়েন্টমেন্ট নিতে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন: 01984158673
সৌজণ্যে: মিরপুর রুকইয়াহ-হিজামা সার্ভিস ইনস্টিটিউট

কিভাবে রুকইয়া ওয়াটার ব্যবহার করবেন❓আপনার প্রয়োজন ও সুস্থতা অনুযায়ী রুকইয়া ওয়াটারব্যবহার করলে অল্প সময়ে অনেক বেশি ...
10/01/2024

কিভাবে রুকইয়া ওয়াটার ব্যবহার করবেন❓
আপনার প্রয়োজন ও সুস্থতা অনুযায়ী রুকইয়া ওয়াটার
ব্যবহার করলে অল্প সময়ে অনেক বেশি উপকৃত হতে পারবেন ইনশা~আল্লাহ।
সাধারণত যে কোনো রোগ অথবা জিন যাদু কেন্দ্রিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রুকইয়া ওয়াটার গোসল ও পান করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
প্রথমে ১ লিটার রুকইয়া ওয়াটার
৫ লিটার পানিতে মিশিয়ে নিবেন অতঃপর প্রতিদিন প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ পানি খাবেন ও গোসল করবেন সেই পরিমাণ পানিতে আধা গ্লাস রুকইয়া ওয়াটার মিশিয়ে নিন। সুস্থতার নিয়তে ব্যবহার করুন।
রুকইয়া ওয়াটার কখন পান করবেন❓❓❓
প্রতিদিন সকাল সন্ধ্যা ও ঘুমানোর পূর্বে সুস্থতার নিয়তে রুকইয়া ওয়াটার পান করবেন।
কখন ও কিভাবে গোসল করবেন ??
যদি সম্ভব হয় প্রতিদিন সকাল সন্ধ্যা ২ বার গোসল করবেন
একবার মাথা ভিজিয়ে অন্যবার মাথা না ভিজিয়েও গোসল করতে পারেন। ইনশা~আল্লাহ
অন্যথায় প্রতিদিনের ন্যায় সুস্থতার নিয়তে ১ বারই
গোসল করুন।
কতো দিন পর্যন্ত করবেন❓❓❓
প্রাথমিকভাবে ১১ দিন থেকে ২১ দিন পর্যন্ত যদি ভালো অনুভব করেন তাহলে ২১ দিন থেকে ৪১ দিন পর্যন্ত। অন্যথায় অভিজ্ঞ কোনো রাকির পরামর্শ গ্রহণ করুন।
কোন কোন ক্ষেত্রে রুকইয়া ওয়াটার ব্যবহার করতে পারবেন???
যারা সাধারনত সেলফ রুকইয়া করেন কিন্তু সহিহ শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে পারেন না তাদের রুকইয়াতে
এই রুকইয়া ওয়াটার অত্যন্ত উপকারী ও কার্যকারী ভূমিকা রাখবে বলে আশাবাদী। ইনশা~আল্লাহ।
অসুস্থতার যাদু বিচ্ছেদের যাদু বিয়ে বন্ধের যাদু
শারীরিক মানসিক যে কোন সমস্যার জন্যই সুস্থতার নিয়ত করে উপরে উল্লেখিত নিয়মে রুকইয়া ওয়াটার ব্যবহার করতে পারেন অথবা আপনার রাকির পরামর্শ অনুযায়ী
ও প্রয়োজন মাফিক যে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুন এবং সবকিছু বুঝার তাওফিক দান করুন। আমিনমেসেজ করুন অথবা যোগাযোগ করুন : 01984158673
সৌজণ্যে: মিরপুর রুকইয়াহ-হিজামা সার্ভিস ইনস্টিটিউট

আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত অনলাইন রুকইয়াহ সেশন চালু করতে সক্ষম হয়েছি।। অনলাইন রুকইয়াহ সেশন এর এপয়েন্টমেন্ট নিতে মে...
10/01/2024

আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত অনলাইন রুকইয়াহ সেশন চালু করতে সক্ষম হয়েছি।।
অনলাইন রুকইয়াহ সেশন এর এপয়েন্টমেন্ট নিতে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন: 01984158673
সৌজণ্যে: মিরপুর রুকইয়াহ-হিজামা সার্ভিস ইনস্টিটিউট
#রুকইয়া #জিন #হিজামা

আপনি কি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত?------------------- ১. আপনি ইদানীং কারণে-অকারণে চিন্তিত থাকছেন? মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘ...
10/01/2024

আপনি কি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত?
-------------------
১. আপনি ইদানীং কারণে-অকারণে চিন্তিত থাকছেন? মাথায় বিক্ষিপ্ত চিন্তা ঘোরাঘুরি করার কারণে দৈনন্দিনের কাজ, সালাত, ইবাদত, যিকির, তিলাওয়াত ইত্যাদিতে মন বসছে না?
২. আপনি অথবা আপনাদের পরিবারের কোন একজন কি হঠাৎ পরিবর্তন হয়ে গেছে? কেমন যেন উদাস ভাব চলে এসেছে, কিছুই ভালো লাগছে না।
৩. সালাত বা ওযু নিয়ে বেশি দ্বিধাদ্বন্দ্বে আছেন? বারবার মনে হচ্ছে ঠিকমতো ওযু হচ্ছে না, নামাজের এই অংশটা ঠিকমত হল না।
৪. পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পরনের কাপড় নিয়ে আপনি কি অতিরিক্ত চিন্তা করছেন?
৫. আপনি কি অপ্রয়োজনে টয়লেট বা বাথরুমে অতিরিক্ত সময় ব্যয় করছেন?
৬. আপনি কি আপনার প্রিয় মানুষটিকে নিয়ে বাজে স্বপ্ন দেখছেন? যা আপনাকে ভীত করছে?
৭. আপনার কানে কি ফিস ফিস করে শোনা যাচ্ছে আপনি কুফরের দিকে ধাবিত হচ্ছেন (কুফরি করছেন)
৮. আপনি কি ওযু-গোসল বা ইস্তিঞ্জার সময় এক অঙ্গ বারবার ধুচ্ছেন? তবুও মনে হচ্ছে ধোয়া হয়নি ঠিকমতো।
৯. আপনার বারবার মনে হচ্ছে যে, ওযু ভেঙ্গে যাচ্ছে? মনে হচ্ছে প্রসাবের ফোঁটা পড়ছে, অথবা সবসময় মনে হচ্ছে বায়ু বের হয়ে যাচ্ছে? কিন্তু আপনি নিশ্চিত হতে পারছেন না?
১০. আল্লাহ, রাসুল অথবা ঈমানের ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে অবমাননাকর মাথায় চিন্তা আসে?
১১. মুরব্বি, উস্তায বা বয়োজ্যেষ্ঠদের সামনে বসলে, তাদের সাথে কথা বলতে লাগলে কি আপনার ভেতর থেকে কেউ বারবার বেয়াদবির জন্য উস্কে দিতে চায়?
১২. আপনি কি কোন অদ্ভুত শব্দ কণ্ঠ শুনতে পাচ্ছেন? কারো সাথে এটা নিয়ে আলোচনা করলে ভাবছে, আপনি প্যারানয়েড বা পাগল হয়ে যাচ্ছেন!
১৩. আপনি কি নামাজের রাকাত ভুলে যাচ্ছেন? অথবা অন্য আরকানগুলোর ব্যাপারে ভুল হচ্ছে? সাজদাহ একটা দিয়েছেন না দুইটা দিয়েছেন সন্দেহ লাগছে? আর এসব কি প্রায় দিনই হচ্ছে?
১৪. নামাজে সাজদা করতে গেলে মনের মধ্যে বিভিন্ন অশ্লীল ছবি কিংবা দেবদেবীর মুর্তি ভেসে উঠছে?
উত্তর যদি হয় “হ্যাঁ!” তবে আপনি শয়তানি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত।
খেয়াল করার বিষয় হচ্ছে, এক-দুইদিন এরকম হতেই পারে। কিন্তু সবসময়ই বা দিনের পর দিন যদি আপনার মাঝে দেখা যায়, তবে বুঝতে হবে - “হ্যাঁ! সত্যিই আপনি শয়তানি ওয়াসওয়াসা রোগে আক্রান্ত..........................................

মেসেজ করুন অথবা যোগাযোগ করুন : 01984158673
সৌজণ্যে: মিরপুর রুকইয়াহ-হিজামা সার্ভিস ইনস্টিটিউট

Ruqya-Hijama Service Institute- Mirpur Branchহিজামা করুন কম খরচে, আমাদের প্রতিষ্ঠান।।। যোগাযোগ করুন : 01984158673
10/01/2024

Ruqya-Hijama Service Institute- Mirpur Branch
হিজামা করুন কম খরচে, আমাদের প্রতিষ্ঠান।।।
যোগাযোগ করুন : 01984158673

  done on Ruqya Patient....      #রুকইয়া    #জিন    #হিজামা
09/01/2024

done on Ruqya Patient....
#রুকইয়া #জিন #হিজামা

বাচ্চাদের নজর লাগা ও এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার জন্য নিয়ত করে রুকইয়াহ করতে পারেন। দ্রত ফল পাবেন ইনশা আল্লাহ্‌রুকইয়া কর...
07/01/2024

বাচ্চাদের নজর লাগা ও এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যার জন্য নিয়ত করে রুকইয়াহ করতে পারেন। দ্রত ফল পাবেন ইনশা আল্লাহ্‌

রুকইয়া করার নিয়মঃ

বাচ্চাকে সামনে বসিয়ে মাথায় হাত রেখে (হাত রাখতে অসুবিধা হলে দরকার নাই) সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, সুরা ইখলাস, ফালাক, নাস এগুলো বার বার করে পড়ে পড়ে ফুঁ দিতে থাকুন। অন্তত ১০ থেকে ১৫ মিনিট করেন। সাথে এই দুটি দোয়া পড়তে পারেন-

أُعِيْذُكُمْ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّةِ ، مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ

উচ্চারণ: উঈযুকুম বিকালিমা-তিল্লা-হিত্তাম্মাহ। মিন কুল্লি শাইত্বা-নিন ওয়া হা-ম্মাহ ওয়ামিন কুল্লি ‘আইনিন লা-ম্মাহ।

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَاسَ، اشْفِهِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রাব্বান নাস আযহিবিল বা’স । ইশফিহি ওয়া আনতাশ শা-ফী । লা শিফা-আ ইল্লা শিফা-উক। শিফা-আন লা-ইউগা-দিরু সাকামা ।
এভাবে দিনে দুই-তিনবার রুকইয়াহ করতে পারেন। সমস্যা বেশি থাকলে এর সাথে রুকইয়ার গোসল দেয়াবেন এবং পানি খাওয়াবেন।

রুকইয়াহ গোসলঃ
গোসলের পানিতে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি আর সুরা ইখলাস, ফালাক, নাস যতবার ইচ্ছা পড়ে ফুঁ দিয়ে ঐ পানি দিয়ে গোসল করান। গোসল আবশ্যক না, সমস্যা বেশি দেখলে করাবেন।
নিচে আমাদের রাকির রুকইয়া করার সনদপত্র দেওয়া হল।।।।
যোগাযোগ করুন আমাদের পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে অথবা কল করুন: 01984158673
#রুকইয়া #জিন #হিজামা

06/01/2024

রুকইয়া করা হচ্ছে জীন-জাদুর রোগীর উপর ।।

"Book Your Hijama Session Now"
04/01/2024

"Book Your Hijama Session Now"

 #হিজামা থেরাপী কিভাবে কাজ করে?হিজামা থেরাপি মেরুদণ্ড, ঘাড় এবং কাঁধের ব্লেডের উভয় পাশে 9-11টি প্লাস্টিকের কাপ ব্যবহার ...
04/01/2024

#হিজামা থেরাপী কিভাবে কাজ করে?
হিজামা থেরাপি মেরুদণ্ড, ঘাড় এবং কাঁধের ব্লেডের উভয় পাশে 9-11টি প্লাস্টিকের কাপ ব্যবহার করে নির্দিষ্ট পয়েন্টে একটি ভ্যাকুয়াম তৈরি করে। কাপের নিচের ত্বকে কাট তৈরি করা হয়, এবং শূন্যতা তৈরি করতে কাপগুলিকে চুষে দেওয়া হয়। ভ্যাকুয়াম ত্বক থেকে রক্ত ​​এবং অন্যান্য তরল বের করে, যা টক্সিন অপসারণ করে এবং নিরাময়কে উৎসাহিত করে।
হিজামা থেরাপির প্রতি ঐতিহ্যগত চিকিৎসা দৃষ্টিভঙ্গি হল শরীরের রসবোধের ভারসাম্য, রক্ত ​​সঞ্চালন উন্নত করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা। আধুনিক গবেষণা হিজামাকে এন্ডোরফিন নামে পরিচিত প্রাকৃতিক ব্যথানাশক নিঃসরণকে উদ্দীপিত করে, তাই বৃদ্ধি করে একজনের বিশ্রামের অনুভূতি।
Entrepreneur Raqi and Hijamist Ibrahim Khalilullah Victor

হিজামা.....................................................................................................................
03/01/2024

হিজামা..................................................................................................................................................................................
অনেকেই প্রশ্ন করেন হিজামা কি? রুকইয়াহ এর সাথে হিজামা র সম্পর্কে কি? আজকের লেখাটি তাদের জন্য।
দীর্ঘদিন রুকইয়াহ্ করার পরেও প্রয়োজন অনুযায়ী হিজামা করার দরকার হয়ে থাকে। রুকইয়াহ ছাড়াও শারিরীক সুস্থতার জন্য হিজামা গ্রহণ করা যায়।
রুকইয়াহ মূলত জ্বিন, যাদু, বদনজর, ওয়াসওয়াসা এসব সমস্যার জন্য ইসলাম সম্মত উপায়ে কুরাআন হাদিসের আয়াত, দুয়া পড়ে ঝাড়ফুক করার নাম।
হিজামা মুলত মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য নববী এক চিকিৎসার ব্যবস্থার নাম। আর জ্বীনযাদু/যাদুর/সিহরের চিকিৎসার জন্য রুকইয়াহ এর সাথে সাথে হিজামা ও খুব গুরত্বপূর্ণ কার্যকরী ভুমিকা রাখে। তাই রুকইয়াহ এর সাথে সাথে হিজামার সম্পর্কও খুবই গুরত্বপূর্ণ।
বদনজরের সমস্যার ক্ষেত্রে যেমন রুকইয়াহ করতে হয় বদনজর নষ্টের। আবার যাদুর জন্যও রুকইয়াহ্ করতে হতে পারে। সেক্ষেত্রে শারিরিক মানসিক আরো অনেক ধরনের চেইঞ্জ আসে। লক্ষনগুলো চেক করে তবে তার জন্যও রুকইয়াহ করতে হবে।

Address

201 Beyamghor
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqya & Hijama Center - Mirpur Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share