Lazz pharma Shyamoli with good health care

Lazz pharma Shyamoli with good health care Welcome to our page of Lazz Pharma Shyamoli branch, we have decorated our branch with various products as well as medicines and healthcare accessories

ঔষুধ সেবায় সারাদেশে সেরাবেশে লাজফার্মা লিমিটেড।

ঔষধ ও ডিপার্টমেন্টাল স্টোর ১৯৭২ সাল থেকে।

বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্বীকৃত দেশের সর্বপ্রথম মডেল ফার্মেসী।

দেশের সর্ববৃহৎ খুচরা ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজফার্মা।

সরকার কর্তৃক স্বীকৃত প্রথম মডেল ফার্মেসী লাজফার্মা-র বৈশিষ্ট্সমূহ :
1. Registered Grade Pharmacist এর তত্ত্বাবধানে পরিচালিত।

2. ঔষধ প্রশাসন অধিদপ্তর এর নিয়ম মেনে সঠিকভা

বে ঔষধ সংরক্ষণ করা হয়।

3. ভ্যাক্সিন ও ইনসুলিনসহ সকল প্রকার তাপ সংবেদনশীল ঔষধ ফার্মেসী গ্রেট রেফ্রিজারেটরে২°-৮°ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়।

4. রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট দ্বারা Counselling এর ব্যবস্থার পাশাপাশি ঔষধের ডোজ, খাবার নিয়ম পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ প্রদান করা হয়।

5. সঠিক ও গুণগত মানসম্পন্ন ওষুধের নিশ্চয়তা প্রদান করা হয়।

6. সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ঔষুধ বিক্রয় করা হয়।

7. অভিজ্ঞ গ্রাজুয়েট ফার্মাসিস্ট দ্বারা ইঞ্জেকশন সকল প্রকার ভ্যাক্সিন দেওয়া হয়।

8. নিয়মিত ঔষুধের মেয়াদ পর্যবেক্ষণ করা হয়।

9. OTC ও Prescription ঔষধের আলাদা সেল্ফিং ও বিতরণ করা হয়।

10. Pharmacist দ্বারা এন্টিবায়োটিক সম্পর্কে সঠিক পরামর্শ প্রদান করা হয়।

11. কম্পিউটারাইজড ব্যবস্থায় ঔষধ বিক্রয় ও সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়।

12. প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি ঔষধ প্রয়োগ সম্পর্কে জনগণকে সচেতন করা হয়।

13. Non Pharmaceutical product (consumer and cosmetics) পৃথকভাবে রাখাও বিক্রয় করা হয়।

14. ঔষধ প্রশাসন অধিদপ্তরের আওতায় মডেল ফার্মেসী নীতিমালা অনুযায়ী ড্রেসকোড অনুসরণ করা হয়।

15. অভিজ্ঞ সেলসম্যান ও ডিপ্লোমা ফার্মাসিস্ট দ্বারা ওষুধ ডিস্পেন্সিং এর নিশ্চয়তা প্রদান করা হয়।

''ঔষধ কোন পণ্য নয়, সঠিক তাপমাত্রা সংরক্ষণ না করলে ঔষধের এর গুণগত মান নষ্ট হয়ে যায়''


আপনার শুভাগমনে ধন্য হোক লাজফার্মার আঙ্গিনা।

01/05/2024

ঔষধের তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে না রাখলে গুণগত মান ধীরে ধীরে খারাপ হতে থাকে। আপনি একটু ভেবে দেখেন গত দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে সারাদেশে, ৩ মাসের অধিক সময় তাপমাত্রা ৩০ ডিগ্রির উপর থাকে তাহলে এই ঔষধ এর কার্যকারিতা কি হবে?

আপনি ঔষধ সেবন করবেন কিন্তু রোগ সহজে সারবে না।

সঠিক তাপমাত্রায় ঔষধের গুনগত মান ঠিক রাখা হয় লাজফার্মায়।

সঠিক তাপমাত্রায় জেনুইন ওষুধের জন্য সমস্ত দেশবাসীর আস্থার জায়গা করে নিয়েছে লাজফার্মা।

শীতাতপ নিয়ন্ত্রিত এই মডেল ফার্মেসীতে পাওয়া যাবে সুলভ মূল্যে যাবতীয় দেশী-বিদেশী সকল প্রকার ঔষধ, সার্জিকাল সামগ্রী, বেবী সামগ্রী সহ অন্যান্য ডিপার্টমেন্টাল সামগ্রীর এক বিপুল সমাহার।

তাই দেরী না করে আজই চলে আসুন আমাদের এখানে।

আসুন আমরা সবাই সচেতন হই,
জনসচেতনতাই [Health Tips - স্বাস্থ্য পরামর্শ]

Lazz Shamoly Branch
Https://www.facebook.com/Healthtips843

Address

15/2 Mirpur Road, Shyamoli, Dhaka
Mirpur
1207

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

+8801799071871

Alerts

Be the first to know and let us send you an email when Lazz pharma Shyamoli with good health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lazz pharma Shyamoli with good health care:

Share