রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ

রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ বদনজর, যাদু, ওয়াসওয়াসা ও জ্বিনের আছর এর চিকিৎসায়

28/09/2024

#রুকইয়াহ_শিক্ষার_অনলাইন_ফ্রি_ক্লাসঃ
#প্রথম_পর্ব_৩য়_ক্লাস>
সিলেবাস তৈরির তারিখঃ ১০ জুলাই, ২৪ খ্রি.
সৌজন্যেঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
প্রশিক্ষকঃ ………………………. .
——————
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাঈয়িদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া আছহাবিহি আজমাঈন।
——————
৩. #রুকইয়ার_গুরুত্ব_ও_প্রয়োজনীয়তা।

ক. #রুকইয়ার_গুরুত্বঃ

রুকইয়াহ হচ্ছে জীবন চলার পথে… অনাকাংখিত সমস্যার কারনে স্বাভাবিক জীবন-যাপনে বারবার বাঁধাগ্রস্থ (রোগ বা ক্ষতিগ্রস্থ) হলে, সেই বাঁধাগুলো বদ-নজর, যাদুটোনা ও জ্বিন সমস্যার কারনে হয়ে থাকলে, তা দূর করে দিয়ে আবার সুস্থ-স্বাভাবিক জীবনে (আগের অবস্থানে) ফিরিয়ে আনার জন্য সহায়ক ভূমিকা পালন করে থাকে (অর্থাৎ সুস্থতা এবং সুন্দর জীবনের জন্যই রুকইয়াহ)।

খ. #রুকইয়ার_প্রয়োজনীয়তাঃ

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, প্যারানরমাল (বদ-নজর -যাদু-টোনা-জ্বিনের আছর সংক্রান্ত)সমস্যার কারনে জীবনের অধিকাংশ সময়ই অস্বাভাবিক- অসহ্য দুঃখকষ্টে পড়ছেন, প্রতিটা ক্ষেত্রেই বিফল হয়েই ফিরতে হচ্ছে, ভালো কিছুই হচ্ছেনা, সবকিছুতেই বাঁধা বিপত্তি, বিয়েতে বাঁধা, বাচ্চা না হওয়া, সংসারে অশান্তি, স্বাস্থের অবনতি, লাগাতার অসুস্থতা, তাহলে আল্লাহ তায়ালার উপর ভরসা করে, সকল সমস্যা কাটিয়ে উঠে সুস্থতা লাভের জন্য রুকইয়ার আমল করা শুরু করুন।


৪. #রুকইয়ার_সাথে_হিজামাও_গুরুত্বপূর্ণ।

ক. #হিজামা_কী?
হিজামা অন্যতম একটি সুন্নাহ সম্মত চিকিৎসা পদ্ধতি, যা বিজ্ঞান সম্মত একটি গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি, এই পদ্ধতিতে চিকিৎসার মধ্যে মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বিদ্যামান রয়েছে, এই পদ্ধতি ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসারও অন্তর্ভুক্ত, যাকে বাংলায় শিঙ্গা এবং ইংরেজিতে Cupping Therapy ও বলা হয়, ইউনানীতে হাজামাৎ আর আয়ুর্বেদিকে রক্তমোক্ষণ নামে বেশ পরিচিত।

খ. #হিজামার_পদ্ধতিঃ
এই চিকিৎসা ব্যবস্থা বহু প্রাচীণ, আগে বাঁশ কিংবা প্রাণীর শিং ব্যবহার করে এই চিকিৎসা করা হতো, কিন্তু বর্তমানে শরীরের নির্দিষ্ট কিছু অংশ থেকে সাধারণত গ্লাস কিংবা প্লাস্টিক কাপের সাহায্যে রক্ত বের করে ফেলে দেয়া হয়, এর দ্বারা ভেতরের দূষিত রক্ত দূর হয়ে যায়, যার ফলে মানুষ প্রশান্তি অনুভব করে।

গ. #কেনো_হিজামা_করাবেন?
সুস্থ লোকেরাও হিজামা করাতে পারেন, এতে সুস্থতার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, আপনার রোগ হলে যেমন ডাক্তারের কাছে যান, তারপর প্রয়োজন পড়লে অস্ত্রপোচারও করান, তেমনিভাবে নজর / জ্বিন / যাদু / সিহর / ওয়াসওয়াসা বা অন্যান্য শারিরীক- মানসিক- আধ্যাত্মিক রোগের জন্য হিজামা করাবেন, তাহলে রোগ থেকে মুক্তিও পাবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি সুন্নাতের উপরও আমল করা হবে ইনশাআল্লাহ।

ঘ. #গ্রহণযোগ্য_ও_উত্তম_চিকিৎসা_পদ্ধতিঃ
শরিয়াহ সম্মত (কুরআন-সুন্নাহ মুতাবেক) চিকিৎসা পদ্ধতির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকরী পদ্ধতি সমূহের মধ্যে রুকইয়াহ ও হিজামা অন্যতম, কারন ইসলামী শরিয়তে চিকিৎসা পদ্ধতির মধ্যে সবচেয়ে উত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে “রুকইয়াহ ও হিজামা”, স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে আজামাঈন (রাদ্বিয়াল্লাহু আনহুম) ও যুগে যুগে সালাফে-সালেহীনগণ খুবই গুরুত্বের সাথে এ পদ্ধতি গ্রহন করেছেন।

ঙ. #হিজামা_মুলত_কি?
মানুষের সকল প্রকার শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতার জন্য প্রাচীন ও সুন্নাহ সম্মত এক চিকিৎসা ব্যবস্থার নাম।

চ. #রুকইয়ার_সাথে_হিজামার_সম্পর্কেঃ
বদনজর / জ্বিন / যাদু / সিহর / ওয়াসওয়াসা বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য রুকইয়ার সাথে সাথে হিজামাও খুবই গুরত্বপূর্ণ কার্যকরী ভুমিকা রাখে, তাই রুকইয়ার সাথে হিজামার সম্পর্ক অনেকটা পরিপূরকভাবে জড়িত।

05/08/2024

আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাছীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আছীলা....

15/07/2024

#রুকইয়াহ_শিক্ষার_অনলাইন_ফ্রি_ক্লাসঃ
প্রথম_পর্ব_২য়_ক্লাস>
সিলেবাস তৈরির তারিখঃ ১৫ জুলাই, ২৪ খ্রি.
সৌজন্যেঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
প্রশিক্ষকঃ ………………………. .
——————
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাঈয়িদিনা মুহাম্মাদিও ওয়া আলা আলিহি ওয়া আছহাবিহি আজমাঈন।
——————
১. রুকইয়াহ পরিচিতিঃ

ক. প্রচলিত নাম-
রুকইয়া, রুকইয়াহ, রুকিয়া, রুকিয়াহ, রুকাইয়া সহ বিভিন্ন উচ্চারণ প্রচলিত রয়েছে, যার মূল হচ্ছে আরবি শব্দ (رقية) আর শুদ্ধ বাংলা উচ্চারণ রুকইয়াহ অথবা রুকইয়া।

খ. রুকইয়াহ শাব্দিক অর্থঃ

রুকইয়াহ অর্থ ঝাড়ফুঁক করা, মন্ত্র পড়া, তাবিজ-কবচ, মাদুলি ইত্যাদি, আর রুকইয়াহ শারইয়্যাহ (رقية شرعية) মানে শরিয়াহ সম্মত রুকইয়াহ।

গ. রুকইয়াহ শারঈ’য়াহ চিকিৎসা কি?

★পারিভাষিক সংজ্ঞা হচ্ছে কুরআন শরীফের সুরা ও আয়াত, আল্লাহর নামের যিকর অথবা হাদিসে রাসূলুল্লাহ ﷺ এবং সালাফে সালেহীন থেকে বর্ণিত বিশেষ বিশেষ দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তায়া’লার কাছে রোগ-সমস্যা বা বিপদ থেকে মুক্তি চাওয়া কিংবা রোগ থেকে আরোগ্য কামনা করা, রুকইয়াহ হচ্ছে শারঈ’য়াহ সম্মত (কুরআন-সুন্নাহ মুতাবেক) বৈধ চিকিৎসা পদ্ধতি।
-------------------------------------------
ঘ. রুকইয়াহ করার পদ্ধতিসমূহঃ

বিভিন্ন ভাবে রুকইয়াহ করা হয়, যেমন-

১. দোয়া বা আয়াত পড়ে ফুঁ দেয়া হয়।।

২. মাথায় বা আক্রান্ত স্থানে হাত রেখে দোয়া/আয়াত পড়া হয়।

৩. পানি, তেল, খাদ্য বা অন্য কিছুতে দোয়া অথবা আয়াত পড়ে ফুঁ দিয়ে খাওয়া এবং ব্যাবহার করা হয়।

ঙ. পূর্বশর্তঃ

রুকইয়া করে উপকার পেতে তিনটি জিনিসের প্রয়োজন, যেমন-

১. নিয়্যাত (কেন রুকইয়া করছেন, সেজন্য নির্দিষ্টভাবে নিয়াত করা)।
২. ইয়াক্বিন (এব্যাপারে ইয়াকিন রাখা যে, আল্লাহর কালামে শিফা আছে)।
৩. মেহনত (অনেক কষ্ট হলেও, সুস্থ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে রুকইয়াহ চালিয়ে যাওয়া)।

চ. লক্ষণীয়ঃ

রুকইয়ার ফায়দা ঠিকমতো পাওয়ার জন্য জরুরি কিছু বিষয়-

১. দৈনন্দিনের ফরজ অবশ্যই পালন করা।

২. সুন্নাতের প্রতি যত্নবান হওয়া।

৩. যথাসম্ভব গুনাহ থেকে বেঁচে থাকা।

৪. মেয়েদের জন্য পর্দার বিধান মেনে চলা।

৫. ঘরে কোনো প্রাণীর ছবি / ভাস্কর্য না রাখা।

৬. সুরক্ষার জন্য সকাল-সন্ধ্যার মাসনুন আমলগুলো অবশ্যই করা।

৭. ইতিমধ্যে শারীরিক ক্ষতি হয়ে গেলে, সেই ঘাটতি পোষানোর জন্য রুকইয়ার পাশাপাশি ডাক্তারের চিকিৎসাও চালিয়ে যাওয়া।

৮. যথাসম্ভব দান সদকা করা।

৯. দুয়া, দরূদ ও এস্তেগফার জারি রাখা।

পোষ্ট নং-১১৫আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, #নিজের_ইচ্ছামত_রুকইয়াহ_শুরু_করার_ভয়াবহতাঃরুকইয়ার অডিও শুনা বা রুকইয়াহ সং...
10/07/2024

পোষ্ট নং-১১৫
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

#নিজের_ইচ্ছামত_রুকইয়াহ_শুরু_করার_ভয়াবহতাঃ

রুকইয়ার অডিও শুনা বা রুকইয়াহ সংক্রান্ত কার্যক্রমের ব্যাপারে সতর্ক হওয়া জরুরি!!!
****************************
ইউটিউব বা সোস্যাল মিডিয়া থেকে নিজের পছন্দ ও ইচ্ছামত যে কোনো রুকইয়াহ অডিও শুনবেন না, এতে সমস্যা আরো বেড়ে যেতে পারে।
****************************
ইউটিউবে যেমন রুকইয়াহ শারইয়্যাহ (ইসলাম সম্মত রুকইয়াহ) আছে, তেমন কুফরি-শিরকি রুকইয়াও আছে, সেগুলো শুনে আপনার উপকারের বদলে আরও ক্ষতি হবে, আপনি কান দিয়ে যা শুনছেন, চোখ দিয়ে যা দেখছেন, এর প্রভাব আপনার ওপর পরবে।
****************************
সুতরাং খারাপ কোনো জিনিস 'স্প্রিচ্যুয়াল ট্রিটমেন্ট' ভেবে শোনার কারণে আপনার ঈমান-আমল এর উপরেও এর বাজে প্রভাব পড়বে, এরপর সাউন্ড ইফেক্ট, ইকো, হ্যানত্যান দিয়ে এডিট করে চকচকে বানানো এমন কিছু রেকর্ডও আছে, যেসব আদতে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ব্যাপারে আপনার রুচি নষ্ট করে দিতে পারে, পরে ইফেক্ট ছাড়া তারতীল-তাজবিদের সাথে তিলাওয়াত শুনলে আর ভাল লাগবে না।
****************************
কিছু ভিডিওর ওপর গাইরে মাহরামের ছবি দিয়ে ভিউয়ারস বাড়ানো হয়েছে, যতক্ষণ সেদিকে তাকাবেন, আপনার গুনাহ্ হতে থাকবে, অনেকে তো কোরআন তিলাওয়াত এর সাথে হারাম এড দিয়ে ইনকামও করছে।
****************************
এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত।
আবার কিছু এমন অডিও, ভিডিও বা কাটপিস আছে, যেগুলো আসলে নরমাল কোরআন তিলাওয়াত, একটা আকর্ষণীয় রুকইয়াহ আমল রিলেটেড নাম দিয়ে রেখেছে, যাতে মানুষ বেশি দেখে।
****************************
* সবচেয়ে বড় কথা হলো আপনার সমস্যার জন্য কোন রুকইয়াহটা অধিক ফলপ্রুসু তা নিজে নিজে নির্ণয় করতে পারছেন না এবং আপনার জন্য প্রযোজ্য রুকইয়ার আমল না করে অন্য আমল করার কারনে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারনে অনেক কেই বলতে শুনা যায়, এতো দিন ধরে এতো এতো রুকইয়াহ করছি কোনোই কাজ হচ্ছে না!!!
****************************
ঘন্টার পর ঘন্টা সেই অডিও না শুনে, নিজেদের খেয়াল খুশি মতো রুকইয়াহ না করে, কোনো অভিজ্ঞ রাক্কী বা আলেমের সাজেশনে যদি নিয়মতান্ত্রিকভাবে আপনার সমস্যার ধরণ মুতাবেক রিলেটেড কোনো রুকইয়াহ করেন, সেটাই বেশি ফায়দা হবে, তাই নিজে কি শুনছেন, পরিবারকে কি শোনাচ্ছেন, এ ব্যাপারে সতর্ক থাকবেন।
****************************
শেষে আবারও বলছি, আপনাদের জন্য জোরালো পরামর্শ থাকবে, আরবি না বুঝলে ইচ্ছামত যেকোনো রুকইয়াহ শুনবেন না, ইউটিউবের শিরোনাম দেখেই মুগ্ধ হয়ে কোন অডিওকে মহা-ঔষধ ভাববেন না, একটু কষ্ট করে বিষয়টা নিয়ে পড়াশোনা করুন, প্রয়োজনে অভিজ্ঞ রাক্কি বা আলেমের কাছে জিজ্ঞেস করুন, পরামর্শ নিন, আলেমদের দেখিয়ে যাচাই করুন, এরপর আমল করুন।
****************************
মনে রাখবেন, সফলতার জন্য সাধারণত কোন শর্টকাট থাকে না, রুকইয়াহর অডিও শুনার ক্ষেত্রে বিশেষভাবে রাক্কিদের সাজেশন ফলো করা উচিত।
****************************
মহান আল্লাহ তা'য়ালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং আমাদেরকে সমস্ত প্রকার বালা-মুসিবত, অসুস্থতা এবং ফিতনা থেকে হিফাজত করুন, আমীন।

www.ruqyah-seba-bd.com
রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ
Al-Hikmah Ruqyah & Hijama Center Mymensingh

﷽ হাফেজ কামরুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ও রুকইয়াহ কনসালট্যান্ট মুফতী মাহমুদ সেলিম সহ-পরিচালক, রুকইয়াহ এক্সপার.....

08/07/2024

পোষ্ট নং-১১৪

#বিয়ে_বন্ধের_যাদু_ও_তার_প্রতিকারঃ

বিয়ে বন্ধ করার যাদু করা হলে - যে কোনো এক পক্ষের মাধ্যমে প্রস্তাব নাকচ করে দেওয়া হয় ও বিয়ে ভেঙ্গে যায়! এই যাদুটা বেশির ভাগ ক্ষেত্রেই (মানুষ বা জ্বিন দ্বারা) জ্বিন চালানের মাধ্যমে করা হয়, এজন্য এই সম্যস্যার ভুক্তভোগীদের জন্য জ্বিন ও যাদু এই দুই ধরনের রুকইয়াহ একত্রে করা বেশি কার্যকরী।

যেভাবে বিয়ের প্রস্তাব নাকচ হয়ে যায়-
১. বিয়ের প্রস্তাব নিয়ে আসা হলে, আক্রান্ত ব্যক্তি বিরক্ত ও রাগান্বিত হয়ে ওঠে এবং নিজেই বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়।
২. আক্রান্ত ব্যক্তিকে অপর পক্ষের চোখে কুৎসিত করে দেখায় এবং তার ব্যাপারে মনে খারাপ ধারণা তৈরি হয়ে অপর পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়।

08/07/2024

অসুস্থ; কিন্তু মেডিক্যাল চেক-আপে সমস্যা পাওয়া যায়না, ঔষধ খেয়েও সুস্থ হচ্ছেনা- এই সমস্যার অধিকাংশ ভুক্তভোগীই জ্বিন/যাদুতে আক্রান্ত!

পোষ্ট নং-১১৩ াদু_টোনা_জ্বিনের_স্পর্শ_জ্বিনের_আছরের_সমস্যার_চিকিৎসাঃআস সালামু আলাইকুম,জ্বিনের আছর, যাদু-টোনা, বদ-নজর, ওয়া...
07/07/2024

পোষ্ট নং-১১৩
াদু_টোনা_জ্বিনের_স্পর্শ_জ্বিনের_আছরের_সমস্যার_চিকিৎসাঃ

আস সালামু আলাইকুম,
জ্বিনের আছর, যাদু-টোনা, বদ-নজর, ওয়াসওয়াসা সহ (প্যারানরমাল জাতীয়) সকল রোগের চিকিৎসায় ইসলাম সম্মত ঝাড়ফুঁক তথা রুকইয়াহ শারঈ'য়্যাহ সাজেশন দেওয়া হয়।

আপনার সমস্যাগুলো জানিয়ে গ্রুপে পোষ্ট দিতে পারেন........
াদু_টোনা_জ্বিনের_স্পর্শ_জ্বিনের_আছরের_সমস্যার_কারনে_যে_সকল_রোগে_রুকইয়াহ_করলে_উপকৃত_হওয়ার_আশা_করা_যায়ঃ
১. বিয়ে না হওয়া, সবকিছু পারফেক্ট থাকা স্বত্বেও বিয়ে হচ্ছেনা, কথা-বার্তা হয়েও থেমে যায়।
২. স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ বা সম্পর্কে অবনতি, স্বামী-স্ত্রীর মাঝে অমিল, অহেতুক ঝগড়া-ঝাটি, একে অপরের প্রতি অসহ্য লাগা।
৩. অন্য কারো প্রতি বশ হয়ে যাওয়া, পরকীয়ায় আসক্ত হওয়া, আপনজনদের প্রতি বিরক্তি বোধ করা।
৪. বাচ্চা না হওয়া, বাচ্চা গর্ভে এসে নষ্ট হয়ে যাওয়া, বাচ্চা গর্ভে না আসা।
৫. বেশির ভাগ সময় অসুস্থ থাকা, দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও সুস্থ না হওয়া।
৬. মানসিক অশান্তি ও অলসতা, ইবাদতে বিমুখতা।
৭. কাজকর্মে বা পড়াশুনায় অমনোযোগী।
৮. গৃহপালিত পশুপাখি, গাছ, খামার, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে হঠাত করে লোকসান।
৯. বাড়িতে অহেতুক অশান্তি বিরাজ করা।
১০. নিজের প্রতি নিজেই বিরক্ত, পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে না হওয়া।
১১. বাচ্চারা কথা না শোনা, বেশি জিদ করা, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়া।
১২. ঘুমের ঘোরে ভীতিকর, ভয়ের বা এলোমেলো স্বপ্ন দেখা।
১৩. ঘুম না হওয়া, ঝিম মেরে বসে থাকা, একা একা কথা বলা।
১৪. অশ্লীল, পর্ণ দেখা এবং কু-কাজের সাথে লেগে থাকা।
১৫. পাগলামো বা উদ্ভ্রান্ত আচরণ করা।
১৬. ঘুমের মধ্যে বোবায় ধরা।
#কুরআন_সুন্নাহ_মোতাবেক_সম্পূর্ণ_ফ্রি_রুকইয়ার_সাজেশন_দেওয়া_হয়ঃ

আপনার সমস্যা জানিয়ে গ্রুপে পোষ্ট দিন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে সঠিক ও কার্যকরী সাজেশন দিয়ে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ।

আমাদের গ্রুপ ও পেইজের লিংকগুলো নিচে দিয়ে দেওয়া হলোঃ

রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ
Al-Hikmah Ruqyah & Hijama Center Mymensingh

আমাদের ওয়েব সাইটঃ

﷽ হাফেজ কামরুল ইসলাম প্রতিষ্ঠাতা পরিচালক ও রুকইয়াহ কনসালট্যান্ট মুফতী মাহমুদ সেলিম সহ-পরিচালক, রুকইয়াহ এক্সপার.....

25/11/2023

পোষ্ট -১১২
#আয়াতুশ_শিফা_ও_প্রশান্তির_জন্য_রুকইয়াহঃ
--------------------------
আয়াতে শিফা, যা সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খুবই কার্যকরীঃ
প্রথমেই নিয়ত ঠিক করে নিন, এরপর ঘুমানোর পূর্বে এই আমলগুলো করে ঘুমাবেন।
--------------------------
#একঃ ৩ বার করে পড়ুন প্রতিটি।
১. দুরুদ শরিফ
২. সুরা ফাতিহা
৩. আয়াতুল কুরসী
৪. সুরা ফালাক
৫. সুরা নাস
--------------------------
#দুইঃ ৬টি আয়াতে শিফা, যা শারীরিক সুস্থতা ও অন্তরের প্রশান্তির জন্য খুবই কার্যকরীঃ (৩ বার করে পড়ুন প্রতিটি)
১.وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُّؤْمِنِينَ (ওয়া ইয়াশফি ছুদু-রা ক্কওমিম মু’মিনীন, সূরা {৯} তাওবা-আয়াত নং-১৪)
২. وَشِفَاء لِّمَا فِي الصُّدُورِ (ওয়া সিফা-উল লিমা- ফিস সুদূর। সুরা{১০}ইউনুছআয়াত নং-৫৭ )
৩. يخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاء لِلنَّاسِ ( ইয়াখ রুজু মিম বুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন আলওয়া-নুহু ফিইহি- শিফা-উল লিন না-ছ। সুরা{১৬}নাহল- আয়াত নং-৬৯)
৪. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاء وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ (ওয়া নুনাঝঝিলু মিনাল ক্কুরআ-নি মা-হুয়া শিফা-উউ অয়া রাহমাতুল লিল মু’মিনীন। সুরা{১৭}বানি ইসরাইল- আয়াত নং-৮২)
৫. وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ (ওয়া ইযা মারিদ্বতু ফাহুয়া ইয়াশফীন। সুরা{২৬}শুআ’রা-আয়াত নং-৮০)
৬. قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاء (ক্কুল হয়া লিল্লাযীনা আ-মানু- হুদাও অয়া শিফা---আ। সুরা{৪১}হা-মীম-আস সাজদাহ- আয়াত নং-৪৪)
--------------------------
#আপনার_জন্য_করনীয়ঃ
১. উপরে বর্ণীত আয়াত এবং দোয়া গুলো প্রত্যেকটি ৩ বার করে পড়ুন, মাথায় হাত রেখে পড়ুন, অথবা এসব পড়ার পর ফুঁ দিন মাথা হতে সারা শরীরে।।
২. #কালোজিরা_ও_মধুঃ
উপরে বর্ণীত আয়াত এবং দোয়া গুলো প্রত্যেকটি ১ বার করে পড়ুন, এসব পড়ার পর কালোজিরা-মধুতে ফুঁ দিন, এরপর প্রতিদিন সকালে এবং রাতে হাফ চামুচ মধুতে পরিমান মতো কালোজিরা মিশিয়ে খান।
৩. #প্রতিদিন_অডিও_শুনুনঃ
(ক) ৩ কুলের ১ বার (অথবা ১৫ মিনিট নিজে তেলাওয়াত করুন)
(খ) আয়াতুল কুরসীর ১ বার (অথবা ১৫ মিনিট নিজে তেলাওয়াত করুন)
(গ) ৮ সুরার অডিও ১ বার (অথবা সুরা দুখান-সুরা মুজ্জাম্মেল-সুরা বুরুজ-সুরা কাওসার নিজে তেলাওয়াত করুন)
এই অডিওগুলো শুনুন (অথবা নিজে তেলাওয়াত করুন), এতে বেশ উপকার হবে ইনশাআল্লাহ।

অডিও_এই_লিংকে_পাবেন।
https://ruqyah-seba-bd.com/audio-d/
--------------------------
৪. গুরুত্বের সাথে নিয়মিত মাসনূন আমল করুনঃ (মাসনুন আমল এখানে পাবেন)
https://www.facebook.com/ruqyah.seba.page/posts/117099579651441?
বি.দ্র. মহিলারা পিরিয়ডের সময় শুধু মাসনুন আমল করবেন (কেননা এই সময়ে মহিলাদের জন্য কুরআনের আয়াত বা সুরা পড়া নিষেধ) এছাড়া
(পরবর্তী সাজেশন না পাওয়া পর্যন্ত এই সাজেশন ফলো করতে থাকবেন, কিছুতেই রুকইয়াহ অফ করবেন না)
--------------------------
#কৃতজ্ঞতায়ঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ

Address

Dhaka
Mirpur
322

Telephone

+96898312302

Website

https://www.facebook.com/groups/ruqyah.seba.project

Alerts

Be the first to know and let us send you an email when রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to রুকইয়াহ সেবা প্রকল্প পেইজ:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram