RezDiet

RezDiet Nutritionist and Diet Consultant based on Dhaka, Bangladesh.

24/09/2025
ছবিটা ৫ বছর বয়সী একটা বাচ্চা মেয়ের। ওবেসিটি আছে অর্থাৎ ওজন অনেক বেশি। ইনুসুলিন রেসিস্টেন্স আছে অর্থাৎ ডায়াবেটিস আছে, দুই...
02/09/2025

ছবিটা ৫ বছর বয়সী একটা বাচ্চা মেয়ের। ওবেসিটি আছে অর্থাৎ ওজন অনেক বেশি। ইনুসুলিন রেসিস্টেন্স আছে অর্থাৎ ডায়াবেটিস আছে, দুইবার র‍্যান্ডমলি গ্লুকোজ দেখা হয়েছে (19·2 mmol/L and 18·7 mmol/L.) ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিলো, অর্থাৎ মা ডায়াবেটিসের জন্য কোন ট্রিটমেন্টে ছিলো না।

আজ একই রকম ঘাড়ে দাগ সহ একটা বাচ্চাকে পেয়েছি, বয়স ৫, ওজন ৩৯, উচ্চতা বয়স অনুযায়ী স্বাভাবিক, ফ্যাটি লিভার গ্রেড ১, পা ওজনের জন্য বেঁকে গিয়েছে, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে। সমস্যাটা হচ্ছে ওর ডায়াবেটিসের জন্য এখন পর্যন্ত কোন পরীক্ষা নিরিক্ষা করা হয়নি!

যদি বাচ্চার ওজন বেশি থাকে অথবা নাও থাকে, বাচ্চার ঘাড়ে, হাতের নিচে, রানের নিচে এমন অস্বাভাবিক কালো দাগ দেখা গেলে গ্লুকোজ লেভেলটা জানা জরুরী! অর্থাৎ বাচ্চার ডায়াবেটিস আছে কি না, জানা জরুরী!

বাচ্চার সুস্থতার জন্য এবং ভবিষ্যতের ভালোর জন্য ডায়াবেটিস আছে কিনা জানাটা জরুরী এবং সেই অনুযায়ী খাবার দাবার ও লাইফ স্টাইল কারেকশন জরুরী!!

শহরের ব্যাস্ত সকাল গুলোতে দোকানের পরোটা ভাজি একটা কমন ব্যাপার! সাথে যদি একটা ডিম আর কিছু সালাদ রাখা যায়, মন্দ হয় না! তবে...
24/08/2025

শহরের ব্যাস্ত সকাল গুলোতে দোকানের পরোটা ভাজি একটা কমন ব্যাপার! সাথে যদি একটা ডিম আর কিছু সালাদ রাখা যায়, মন্দ হয় না!
তবে এই দোকানের পরোটা ভাজিতে স্বাস্থ্যের জন্য ঝুকি আছে!

08/07/2025
খাওয়া যাবে এমন সবজির খোসা ফেলে দিলে বিরাট অপচয়!   🥦
08/07/2025

খাওয়া যাবে এমন সবজির খোসা ফেলে দিলে বিরাট অপচয়!

🥦

মনে পড়ে.. সেই স্কুল ছুটির পর বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফেরা!
16/09/2024

মনে পড়ে.. সেই স্কুল ছুটির পর বৃষ্টিতে ভিজতে ভিজতে ঘরে ফেরা!

বৃষ্টির দিনে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কম সময়ে কিছু করা দুঃসাধ্য ব্যাপার। তবে এমন বাঙালিয়ানা চাপটি খুবই মুখরোচ...
26/06/2024

বৃষ্টির দিনে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কম সময়ে কিছু করা দুঃসাধ্য ব্যাপার। তবে এমন বাঙালিয়ানা চাপটি খুবই মুখরোচক একটা খাবার, যা কম সময়ে সম্ভব।

In frame: বাংলাদেশি চাপটি, মসলাদার বেগুন ভাজা, সালাদ আর আম।

Ingredients: চাপটিতে আটার সাথে কুচি করে কাটা গাজর, পিয়াজ, ধনিয়া পাতা, আর কাচা মরিচ। একটু পুষ্টি বাড়াতে ডিম আর সামান্য তেল মিক্স করা। আর স্বাদ মত লবন। তাওয়াতে আর এক্সট্রা তেল দিতে হয়নি।

বেগুন শুধু হলুদ মরিচ লবন দিয়ে হালকা সরিষা তেলে ভাজা।

সালাদে সেই সকল সবজিই আছে, যা চাপটিতে আছে। 💁‍♀️

বৃষ্টির দিনে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে,  কিন্তু কম সময়ে কিছু করা দুঃসাধ্য ব্যাপার। তবে এমন বাঙালিয়ানা চাপটি খুবই মুখরো...
26/06/2024

বৃষ্টির দিনে স্পাইসি কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু কম সময়ে কিছু করা দুঃসাধ্য ব্যাপার। তবে এমন বাঙালিয়ানা চাপটি খুবই মুখরোচক একটা খাবার, যা কম সময়ে সম্ভব।

In frame: বাংলাদেশি চাপটি, মসলাদার বেগুন ভাজা, সালাদ আর আম।

Ingredients: চাপটিতে আটার সাথে কুচি করে কাটা গাজর, পিয়াজ, ধনিয়া পাতা, আর কাচা মরিচ। একটু পুষ্টি বাড়াতে ডিম আর সামান্য তেল মিক্স করা। আর স্বাদ মত লবন। তাওয়াতে আর এক্সট্রা তেল দিতে হয়নি।

বেগুন শুধু হলুদ মরিচ লবন দিয়ে হালকা সরিষা তেলে ভাজা।

সালাদে সেই সকল সবজিই আছে, যা চাপটিতে আছে। 💁‍♀️

07/03/2024

ইফতারিতে বরই কি
খেজুরের বিকল্প হতে পারে?

ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারে কি না, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
পুষ্টিবিদরা বলছেন, সারাদিন রোজা রাখার পর ইফতারিতে খেজুর সবচেয়ে উপকারী। যার সাথে অন্য কোনও খাবার বা ফলের তুলনা চলে না।
তারা আরও বলছেন, ফল কিংবা খাদ্য হিসেবে বরই কখনও খেজুরের বিকল্প হতে পারে না।
বাংলাদেশ-সহ গোটা মুসলিম বিশ্বেই রমজানের ইফতারিতে খেজুর খাওয়ার একটা প্রচলন রয়েছে। যেটিকে সুন্নত হিসেবে বলছেন ইসলামিক চিন্তাবিদরা।
তারা জানাচ্ছেন, মুসলিম সমাজে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন রয়েছে হযরত মুহাম্মদ (সা.) এর অনুসরণেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন,
“ইফতারিতে খেজুর খাওয়া মানুষের একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা।"
"কিন্তু এই জিনিসটা এখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। ফলে ভোক্তাদের মধ্যে এ নিয়ে অতৃপ্তি, অসন্তোষ ও অস্বস্তির একটা জায়গা তৈরি হয়ে যায়"।

বাংলাদেশে সারা বছর খেজুরের মোটামুটি চাহিদা থাকলেও রোজার মাসে এর চাহিদা বেড়ে যায় অনেক। এই সুযোগে খেজুরের দাম এবারো আগেভাগে বেড়েছে।
গত বছর বেশ কম দাম দেখিয়ে খেজুর আমদানি করা হয়েছিল বাংলাদেশে। এ কারণে এবার শুল্ক বাড়ানো হয়েছে।
এই শুল্কহার বাড়ানোর কারণ দেখিয়ে একদিকে যেমন খেজুরের দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে তৈরি করা হয়েছে কৃত্রিম সংকট।
বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, আগে যেখানে প্রতি কেজি খেজুরের দাম ৫০০ থেকে ৭০০ টাকা ছিল, এখন সেখানে ভালো মানের প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে দেড় থেকে দুই হাজার টাকায়।

ইফতারিতে খেজুর
কেন গুরুত্বপূর্ণ?
রমজান মাসে খেজুর কেন খাওয়া হয়? কিংবা খেজুর খেলে কী কী ধরনের উপকার পাওয়া যায় তা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায় ইসলামিক চিন্তাবিদ ও পুষ্টিবিদদের কাছ থেকে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নানা গুরুত্বের কথা বলছেন ইসলামিক চিন্তাবিদরাও।
তারা বলছেন, ইফতারিতে খেজুর খাওয়া একটি সুন্নত আমল। তাই খেজুর দিয়ে ইফতার করলে আলাদা সওয়াব পাওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) খেজুর খেতেন। এবং তার খেজুরের প্রতি বেশি আকর্ষণের ফলে এটা তখন সবার মাঝখানে বরকতের বিষয় হিসেবে গণ্য হতো।"
"কালের ধারাবাহিকতায় এখনও এটা প্রচলিত রয়েছে। এটা রাসুলের সাথে আমাদের আবেগ ও ভালোবাসার একটা সম্পর্ক।”
সুন্নত কিংবা ইসলামিক ঐতিহ্যগতভাবে খেজুরের গুরুত্ব তো আছেই। সেই সাথে খেজুরের পুষ্টিগুণ নিয়েও নানা তথ্য দিচ্ছেন পুষ্টিবিদরা।
তারা বলছেন, প্রচুর পরিমাণ ক্যালরি থাকায় রোজা শেষে ইফতারিতে খেজুর খেলে দ্রুত ক্ষুধা নিবারণ করা যায়। সেই সাথে দ্রুত দুর্বলতাও কেটে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন বিবিসি বাংলাকে বলেন, “সারাদিন রোজা রাখার পর সুগার লেভেলটা কমে যায়। সেটার জন্য ইমিডিয়েট সুগার সোর্স হিসেবে খেজুরটা তাৎক্ষণিকভাবে খুব কাজে দেয়।"
পুষ্টিবিদরা বলছেন, প্রতি একশো গ্রাম খেজুরে ৩০১ কিলো ক্যালরি এনার্জি থাকে। সেই সাথে খেজুরে ময়েশ্চার, প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ও ভিটামিন থাকে। ফলে সারাদিন রোজা রাখার পরে খেজুর থেকে এক ধরনের বাড়তি এনার্জি পাওয়া যায়।
ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, “রোজার মধ্যে সারা দিন পানি খাওয়া হচ্ছে না। সে কারণে নানা সমস্যা হতে পারে। এক্ষেত্রে খেজুর খুব কাজে দেয়।"
"তাছাড়া আমাদের শরীরে যেহেতু গ্লুকোজটা শর্ট থাকে সে কারণে চিনি দিয়ে শরবত খাওয়ার চেয়ে ভালো হয়, যদি খেজুর খাওয়া যায়।”
মিজ আক্তার আরও বলছেন, “খেজুরে কোনও ফ্যাট নাই। তাছাড়া রোজাদারের সারাদিন যে পুষ্টির ঘাটতি থাকে তা খেজুর খেয়ে পূরণ করা সম্ভব। এমনকি ডায়াবেটিস রোগীরাও খেজুর খেতে পারেন।”

বরই আর
খেজুরের তুলনা
প্রশ্ন উঠেছে এবারের রোজার ইফতারিতে বরই কি খেজুরের বিকল্প হতে পারবে?
দেশি ফল বরইয়ের পুষ্টিগুণ ও ইফতারির তালিকায় সেটিকে রাখা নিয়ে কোনও ধরনের সমস্যা দেখছেন না পুষ্টিবিদ ও ইসলামিক আলোচকরা।
তবে তারা বলছেন খেজুরের সাথে যে ধর্মীয় আবেগ ও পুষ্টিগুণের বিষয়গুলো রয়েছে, তা কখনোই বরই দিয়ে পূরণ করা সম্ভব না।
তাদের অনেকেই খেজুর আর বরইয়ের মধ্যে একটিকে অপরটির বিকল্প হিসেবেও মনে করেন না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন বলেন, পুষ্টিগুণ চিন্তা করলে খেজুর আর বরইয়ে ক্যালরির ডিফারেন্স অনেক বেশি। বরইয়ে ক্যালরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি থাকে।
এছাড়া অন্যান্য নিউট্রিয়েন্ট বা পুষ্টি উপাদানগুলোও বরইতে খেজুরের তুলনায় অনেক কম থাকে।
ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান পুষ্টিবিদ সৈয়দা শারমিন আক্তার বলেন, “বরইয়ের মধ্যেও অনেকগুলো নিউট্রিয়েন্ট থাকে যেগুলি খুবই ভালো বা উপকারী। তবে যদি বিকল্প হিসেবে চিন্তা করেন তাহলে বরই কখনো খেজুরের বিকল্প না।”
তবে, খেজুর যে খেতেই হবে বা বাধ্যতামূলক - ধর্মীয়ভাবে এমন বিষয় নয় বলেও অনেকে জানাচ্ছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম বলেন, “রমজানের ইফতারিতে খেজুর মানুষের মনের একটা আধ্যাত্মিক আকাঙ্ক্ষা তৈরি করে। যদি সেটা সুলভ হয় তাহলে মানুষের চাহিদাটা মিটে।"
"কিন্তু যখন বাজার দরের ব্যাপারটা মানুষের আয়ত্তের বাইরে চলে যায় তখন মানুষ অস্বস্তি বোধ করে।"
অধ্যাপক ইব্রাহিমের মতো আরও অনেকেই বলছেন, “খেজুর বাধ্যতামূলক না হলেও খেজুর ছাড়া রোজার ইফতারি অনেকটা অসম্পূর্ণ মনে হয়।"
(Source:BBC)

Late afternoon snakes. Cup soup with spicy boiled egg and chopped sweet guava. 😘
03/03/2024

Late afternoon snakes. Cup soup with spicy boiled egg and chopped sweet guava. 😘

বুটের হালুয়ার জন্য ভেজানো ডাল থেকে একটু ডাল আর দুধের ছানা 😍
25/02/2024

বুটের হালুয়ার জন্য ভেজানো ডাল থেকে একটু ডাল আর দুধের ছানা 😍

Address

Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when RezDiet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to RezDiet:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category