Abedin Physiotherapy Center

Abedin  Physiotherapy  Center ABEDIN PHYSIOTHERAPY CENTER Pain Management & Rehabilitation Why Choose Us?

"Professional Physiotherapy care in Dhaka City"

At Abedin Physiotherapy Center, We provide Evidence-based physiotherapy to help you recovery from Pain- Arthritis, Injuries & mobility issues. Our Certified expert and experienced Physiotherapy Doctors design personalized treatment plans using advanced techniques for faster recovery. Address:
Abedin Physiotherapy Center
House- 40/3, Lane- 3, Block-

A, Section- 6, Mirpur, Dhaka. Call: 01791960020

Opening Hours:
Saturday - Thrusday: 4PM - 10PM

Services:
Our Specializations:
✔ Musculoskeletal Pain (Back, Neck, Knee, Shoulder)
✔ Sports Injury Rehab (ACL, Sprains, Post-Surgery Recovery)
✔ Neurological Conditions (Stroke, Paralysis, Parkinson’s)
✔ Posture Correction & Ergonomics
✔ Pediatric Physio (Cerebral Palsy, Developmental Delay)
✔ Home Care Services (For Elderly/Disabled Patients)

Dry needling treatment for pain management Abedin  Physiotherapy  Center Mirpur, Dhaka.
23/07/2025

Dry needling treatment for pain management
Abedin Physiotherapy Center Mirpur, Dhaka.

সারাদিন কাজ করার পর রাতে ঘুমাতে যান, সকালে ঘুম থেকে উঠে দেখেন উনার কোমর বাঁকা হয়ে গেছে।Abedin  Physiotherapy  Center Mi...
23/07/2025

সারাদিন কাজ করার পর রাতে ঘুমাতে যান, সকালে ঘুম থেকে উঠে দেখেন উনার কোমর বাঁকা হয়ে গেছে।
Abedin Physiotherapy Center
Mirpur, Dhaka.
Contact: 01791-960020

22/07/2025

বার্ন (পুড়ে যাওয়া) রোগীর চিকিৎসায় ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি শুধু শারীরিক সুস্থতা নয়, বরং দীর্ঘমেয়াদি ফাংশনাল সক্ষমতা ফিরিয়ে আনতেও সহায়তা করে।

🔥 বার্ন রোগে ফিজিওথেরাপির ভূমিকা:
✅ ১. Joint contracture প্রতিরোধ ও চিকিৎসা:
পোড়া জায়গার চামড়া শুকিয়ে গেলে স্কার টিস্যু তৈরি হয়, যা joint contracture তৈরি করে (বিশেষ করে হাত, কনুই, হাঁটু, গলা)।

ফিজিওথেরাপির মাধ্যমে stretching ও positioning করে তা প্রতিরোধ করা যায়।

✅ ২. Range of motion (ROM) বাড়ানো:
রোগীর আক্রান্ত অঙ্গগুলো নড়াচড়া না করালে stiff হয়ে যায়। ফিজিওথেরাপি রোগীকে সক্রিয় ও প্যাসিভ মুভমেন্ট করিয়ে ROM স্বাভাবিক রাখে।

✅ ৩. Muscle strength বজায় রাখা:
দীর্ঘদিন immobilization বা শয্যাশায়ী থাকলে পেশি দুর্বল হয়ে যায়। Strengthening exercise এর মাধ্যমে পেশির শক্তি ফিরিয়ে আনা হয়।

✅ ৪. Swelling (edema) হ্রাস:
Elevation, compression ও active movement দিয়ে ফিজিওথেরাপি ফোলাভাব কমায়।

✅ ৫. Functional independence ফিরিয়ে আনা:
রোগী নিজে বসা, দাঁড়ানো, হাঁটা, কাপড় পরা ইত্যাদি কাজগুলো করতে শেখে।

✅ ৬. Scar management:
Scar massage, pressure garment therapy, silicone sheet ইত্যাদি ব্যবহার করে ফিজিওথেরাপিস্ট স্কার নরম ও নমনীয় রাখে।

✅ ৭. Pain management:
মুভমেন্ট, TENS, hydrotherapy দিয়ে ব্যথা কমানো হয়।

✅ ৮. সঠিক Positioning:
contracture প্রতিরোধে রোগীকে সঠিক ভঙ্গিতে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন:

মুখে পোড়া থাকলে চিবুক উঁচু করে রাখতে হয়,

হাতে হলে extension করে রাখতে হয়।

✅ ৯. Breathing exercise (যদি inhalation injury থাকে):
ফুসফুসে আগুন বা ধোঁয়ার প্রভাব থাকলে শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা কমে যায়। ফিজিওথেরাপি শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে সহায়তা করে।

🕒 চিকিৎসার ধাপ অনুযায়ী ফিজিওথেরাপি:
ধাপ সময় ফিজিওথেরাপির লক্ষ্য
১. Acute phase প্রথম ৭–১০ দিন Positioning, edema control, gentle ROM
২. Healing phase ১০ দিন–৬ সপ্তাহ Active exercise, stretching, scar care
৩. Rehabilitation phase ৬ সপ্তাহ–মাসব্যাপী Strengthening, gait training, functional training
ফিজিওথেরাপিস্টের ভূমিকা:
রোগীর অবস্থা বুঝে Individualized Treatment Plan তৈরি করা।

পরিবারকে হোম এক্সারসাইজ শেখানো।

মানসিকভাবে রোগীকে মোটিভেট রাখা।

ফিজিওথেরাপি ছাড়া বার্ন রোগীর পূর্ণ পুনর্বাসন অসম্ভব। এটি শুধু অঙ্গ সচল রাখে না, রোগীকে দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ফিরে যেতে সাহায্য করে।

বিঃদ্রঃ দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে কোন সরকারি হাসপাতালে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট নেই।

"আমাদের সকলের হৃদয় আজ ভারাক্রান্ত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ...
21/07/2025

"আমাদের সকলের হৃদয় আজ ভারাক্রান্ত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মবেদনা অনুভব করছি। বিমান দুর্ঘটনায় অনেক মেধাবী শিক্ষার্থী, তরুণ তরুণী প্রাণ হারিয়েছেন। Abedin Physiotherapy Center এর পক্ষ থেকে
এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।😭

  SriLankan Army officer ASPTSArmy Sports Control Board           Abedin  Physiotherapy  Center Physiotherapy in Mirpur ...
21/07/2025


SriLankan Army officer

ASPTS
Army Sports Control Board

Abedin Physiotherapy Center
Physiotherapy in Mirpur Abedin Physiotherapy Joynal Abedin

সেনা কর্মকর্তা মেজর সিফাত স্যার। ফিজিওথেরাপি পরামর্শ এবং চিকিৎসার জন্য Abedin  Physiotherapy  Center এ এসেছেন।          ...
20/07/2025

সেনা কর্মকর্তা মেজর সিফাত স্যার। ফিজিওথেরাপি পরামর্শ এবং চিকিৎসার জন্য Abedin Physiotherapy Center এ এসেছেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ওয়ারেন্ট অফিসার মামুন সিকদার ভাই এক বিশিষ্ট ক্রীড়াবিদ এবং গোল্ড মেডেলিষ্ট।উনি Abedin  Phy...
20/07/2025

বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ওয়ারেন্ট অফিসার মামুন সিকদার ভাই এক বিশিষ্ট ক্রীড়াবিদ এবং গোল্ড মেডেলিষ্ট।
উনি Abedin Physiotherapy Center এ ফিজিওথেরাপি চিকিৎসা পরামর্শের জন্য এসেছেন।

Abedin Physiotherapy Physiotherapy in Mirpur

রিটায়ার্ড সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুন ভাই উনার ছেলেকে দেখানোর জন্য আমার চেম্বারে নিয়ে আসেন।Abedin Physiotherapy Cen...
16/07/2025

রিটায়ার্ড সিনিয়র ওয়ারেন্ট অফিসার মামুন ভাই উনার ছেলেকে দেখানোর জন্য আমার চেম্বারে নিয়ে আসেন।

Abedin Physiotherapy Center
Mirpur, Dhaka.
Contact: 01791-960020

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when Abedin Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Abedin Physiotherapy Center:

Share

Faciletes Available


  • General Physiotherapy

  • Orthopedic Physiotherapy

  • MS Physiotherapy

  • Neuro Physiotherapy