15/04/2022
সিয়ামরত থাকাকালীন হিজামা করলে সিয়ামের কোন সমস্যা হয় না।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন
احتجم وهو محرم واحتجم وهو صائما الله
অর্থাৎ – (রাসূলুল্লাহ ) ইহরাম অবস্থায় রক্তমোক্ষণ (হিজামা) করান এবং তিনি সিয়ামরত অবস্থায় মাথার মাঝখানে রক্তমোক্ষণ (হিজামা) করান। [বুখারী: ১৮৩৬]
রোজা ভঙ্গের কারণ গুলো মোটামুটি আমরা সবাই জানি। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো কোনো খাবার বা পুষ্টিকর উপাদান খেয়ে ফেলা অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরের ভেতরে নেয়া। হিজামা তে এর কোনোটিই হয়না কারন, এতে শরীরের ভেতরে কোন খাদ্য উপাদান প্রবেশ করে না, বরং শরীর থেকে রক্তের মাধ্যমে রোগ সৃষ্টিকারী উপাদান বের করে আনে।
কিন্তু, যদি আপনার শরীর দূর্বল লাগে অথবা, আপনি রক্তশূন্যতায় ভুগেন, তাহলে ইফতারের পর হিজামা করা যেতে পারে। যারা নিজেদের দুর্বল লাগার ভয় করেন, তারা এভাবেই হিজামা করতে পারেন।