30/05/2024
যখন সকল কিছুর প্রতিদান আমরা শুধুমাত্র আল্লাহ থেকে আশা করি, দুনিয়ায় মানুষের ভুল বুঝাবুঝি, অভিযোগ, দেওয়া কষ্ট, ইত্যাদিতে আমরা কম বিচলিত হই। হ্যা, মানুষ হিসেবে কষ্ট তো লাগবেই, তবে এই সকল কষ্টের পরও ধৈর্য ধরে, উল্টা সামনের মানুষদের কষ্ট না দিয়ে সকল কিছু দোষারোপ ছাড়া শুধুই আল্লাহর কাছে প্রকাশে আলাদা এক প্রশান্তি পাওয়া যায়।
এই দুনিয়ায় আমাদের সকলের একমাত্র অভিবাবক যে শুধুমাত্র তিনিই।