08/09/2025
ছিদ্রযুক্ত কলসির মতো পুনরুদ্ধার যাত্রায় —
একবার ক্ষয় শুরু হলে পূর্ণতা ফিরে পায় না,
যদি না সে ছিদ্র বন্ধ করে ।
এই ক্ষয়ের সূচনা ঘটে মন-মানসিকতার পরিবর্তনকে অস্বীকার করার মাধ্যমে
এই অস্বীকার একসময় একজন রিকোভারী যাত্রাকে পুন:পতনের দিকে ধাবিত করে।
পরিবর্তন আসবেই সে পরিবর্তনকে স্বীকার করে এনএর আলোকে নিজেকে শুদ্ধ করলেই আপনার গতিপথ মসৃণ হবে