Nexus Homoeopathic Clinic & Research Center

Nexus Homoeopathic Clinic & Research Center Heal with serenity!

19/11/2024
প্রি ডায়াবেটিকদের সুগার আটকাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রোটোকল...🤍🤍🤍
17/06/2024

প্রি ডায়াবেটিকদের সুগার আটকাচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রোটোকল...🤍🤍🤍

শুভ জন্মদিন!  হোমিওপ্যাথির জনক ডা.ক্রিশ্চিয়ান ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যান।তুমি জন্মেছিলে বলে জন্ম নিয়েছে হোমিওপ্যাথি। ...
10/04/2024

শুভ জন্মদিন!
হোমিওপ্যাথির জনক ডা.ক্রিশ্চিয়ান ফেড্রিক স্যামুয়েল হ্যানিম্যান।
তুমি জন্মেছিলে বলে জন্ম নিয়েছে হোমিওপ্যাথি।

স্যামুয়েল হ্যানিমান ১৭৫৫ সনে জার্মানির অন্তর্গত স্যাকস্যানি প্রদেশের মিশন নগরীর পটুয়ার ঘরে ১০ এপ্রিল জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ক্রিস্টিয়ান গড ফ্রাইড এবং মাতার নাম জোহানা ক্রিস্টিয়ানা।





১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবিতে রাস্তায়  নেমে আসে মানুষ, জারি হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। ...
20/02/2024

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষার দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ, জারি হয় ১৪৪ ধারা, ভেঙে ফেলা হয় শোষকের শৃঙ্খল। গুলিতে বিদীর্ণ হয় বুক। রক্তে ভেসে যায় রাজপথ। শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো অনেকে। ভাষার জন্য প্রাণ দিয়ে ইতিহাস গড়েন তারা। বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা।

শ্রদ্ধাঞ্জলি সেইসব বীর সন্তানদের, যারা বুকের রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করে গিয়েছেন!



🔴 চুল পড়া / Hair fall 🔰চুল ত্বকেরই একটি বিশেষ অংশ। মাথার চুল ঝরে দিন দিন টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে, এমন লোক...
07/02/2024

🔴 চুল পড়া / Hair fall

🔰চুল ত্বকেরই একটি বিশেষ অংশ। মাথার চুল ঝরে দিন দিন টাক পড়ে যাচ্ছে বা চুল পাতলা হয়ে যাচ্ছে, এমন লোকের সংখ্যা অনেক। আজকাল কিশোর-কিশোরীদের একটি অতি সাধারণ সমস্যা হচ্ছে অতিরিক্ত চুল পড়া। এটা কিশোরদের কাছে তো বটেই, কিশোরীদের কাছে বেশ উদ্বেগের কারণ হতে পারে। এখন বয়স ৩০ বছর পেরোনোর আগেই চুল পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। অন্তত ৩০ শতাংশ মানুষ এই সমস্যায় ভোগেন। ৩০ বছর বয়সের পর এই হার দাঁড়ায় ৫০ শতাংশে। প্রতিদিন ১০০টির বেশি চুল পড়লে মাথা ফাঁকা হতে শুরু করে। বিশেষজ্ঞরা এর বিভিন্ন কারণের কথা বলে থাকেন।

🔷কীভাবে বুঝবেন চুল পড়ায় অস্বাভাবিকতা আছে?

চুল পড়ায় কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা কীভাবে বুঝবেন, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির চর্মরোগ বিশেষজ্ঞ ড. সুসান ম্যাসিক বলেন, ‘মাথায় হাত দিলে যদি অস্বাভাবিক পরিমাণ চুল উঠে আসে এবং মাথার ত্বক যদি বেশ ফাঁকা ফাঁকা লাগে, তাহলে বুঝবেন, আপনার চুল পড়ার হার স্বাভাবিক নয়।’

🔷দৈনিক কী পরিমাণ চুল পড়া স্বাভাবিক?

চুল পড়া বেশির ভাগ মানুষের জন্যই স্বাভাবিক। এতে চিন্তিত হওয়ার তেমন কিছু নেই। মার্কিন বিশেষজ্ঞ গ্রেচেন ফ্রিজ বলেন, ‘প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি চুল পড়ে। কারও কারও বেলায় এই সংখ্যা একটু কমবেশিও হয়। প্রতিদিন চুল কী পরিমাণ পড়বে, তা নির্ভর করে আপনি চুলের বিকাশের কোন পর্যায়ে আছেন, তার ওপর।’

প্রতিদিন ৬০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর বেশি পড়তে শুরু করলেই শুরু হয় টেনশন। চুল পড়ার সমস্যা বিভিন্ন কারণে হতে পারে। বংশগত , শারীরিক সমস্যা কিংবা আমাদের কিছু ভুলের কারণে পড়তে পারে চুল।

🔻কারণ

🔹চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে মানসিক অশান্তি, দুশ্চিন্তা, বিষণ্নতা, অপুষ্টি, অবৈজ্ঞানিক উপায়ে ডায়েট ইত্যাদি।
🔹জ্বর, লিভার ও কিডনির অসুখ, কেমোথেরাপি নেওয়ার পরের রক্তস্বল্পতা, কিছু ওষুধ (যেমন ইনডোমেথাসিন, জেন্টামাইসিন ইত্যাদি) এর কারণে চুল অতিমাত্রায় পড়ে যেতে পারে।
🔹খুশকি, উকুন, শুষ্কতা ও চটচটে মাথার ত্বকও চুলের শত্রু।
🔹তরুণ প্রজন্মের খাদ্যাভ্যাস ও ঘুমের অনিয়ম চুল পড়ার কারণ হিসেবে গণ্য হয়।
🔹পড়াশোনা, অতিরিক্ত কাজের চাপ সহ বিভিন্ন কারণে অনেকে মানসিক চাপে ও অশান্তিতে থাকে। মানসিক চাপ বেশি থাকলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে।
🔹সকালে নাশতা না করা, অতিরিক্ত ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস, সবজি ও ফলমূল এড়িয়ে চলা ইত্যাদি কারণে অপুষ্টি তৈরি হয় শরীরে। রক্তশূন্যতা, পুষ্টিহীনতার কারণেও চুল পড়ে।
🔹থাইরয়েডের সমস্যা বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও চুল পড়ে। শরীরে হরমোনের পরিমাণ কমবেশি হলে চুল পড়বে।
🔹যাদের চুল লম্বা তারা ঘুমানোর আগে চুল বেঁধে না ঘুমালে আগা ফেটে ভাঙতে শুরু করে।
🔹আমারা অনেকেই ভেজা চুল আঁচড়াই। চুল যখন ভেজা থাকে তখন চুলের গোড়া নরম থাকে। ওই অবস্থায় আঁচড়ালেও চুল পড়বে।
🔹অতিরিক্ত ভিটামিন 'A' গ্রহণও এর জন্য দায়ী।
🔹নারীদের ক্ষেত্রে মেনোপজের পর অ্যান্ড্রোজেনিক হরমোন বেড়ে গিয়েও চুল পড়া শুরু হয়। পুরুষদের মাথায় টাক পড়ার কারণও হরমোনের আধিক্য।
🔹স্কাল্পে ছত্রাকের সংক্রমণে চুল পড়ে। দীর্ঘ সময় স্যাঁতসেঁতে চুল ঢেকে রাখার ফলে এই ছত্রাকের সংক্রমণ হতে পারে। মাথায় চুলকানো বা মাথার ত্বক লাল হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখলে বুঝতে হবে ছত্রাকের সংক্রমণ হয়েছে।
🔹বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, আয়রনের অভাবে চুল পড়তে পারে।
🔹জন্ডিস, টাইফয়েড, জ্বর বা অন্যান্য তীব্র জ্বরের পরও অনেকের চুল পড়ে। করোনা থেকে সেরে ওঠার পরও দেখা গেছে অনেকের চুল পড়ে যাচ্ছে।
🔹চুলের সৌন্দর্য বাড়াতে গিয়ে অতিরিক্ত ব্লিচিং ও ডাই চুলের ক্ষতি করে।
🔹চুল স্ট্রেট করার কারণে চুলের ক্ষতি হতে পারে। এর ফলে চুল ভেঙে যায় বা পড়ে যায়। আয়রন বা গরম ব্লো-ড্রাইং থেকে অতিরিক্ত তাপ দেওয়ার ফলেও চুলের ক্ষতি হয়।
🔹অস্বাস্থ্যকর খাবার খাওয়া, ধূমপান ও ওজন কমানোর জন্য অতিরিক্ত ডায়েটও চুল পড়ার বড় কারণ।

এ ছাড়া জিনগত কারণে চুল পড়তে পারে। বংশের কারও চুল পড়ে যাওয়ার সমস্যা থাকলে উত্তরাধিকার সূত্রে টাক মাথা পেতে পারেন। এ ক্ষেত্রে মাথার পাশের চুলগুলো না পড়লেও মাঝের চুল পড়ে যেতে থাকে। আবার অনেক সময় এই বংশপরম্পরা আপনাকে দিয়েই শুরু হতে পারে। এ ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চুল ধরে রাখা যায়।

চুল পড়ার আরেকটি ধরন হলো ‘অ্যালোপেশিয়া এরিয়েটা’। এ ক্ষেত্রে মাথার এক বা একাধিক জায়গায় ১ থেকে ৫ সেন্টিমিটার এলাকার চুল একসঙ্গে খালি হয়ে যেতে থাকে। যেকোনো বয়সের নারী-পুরুষনির্বিশেষে সবাই এই রোগের শিকার হতে পারেন। এমনকি এটি শিশুদেরও হতে পারে। প্রতি পাঁচজন অ্যালোপেশিয়া রোগীর মধ্যে একজনের পরিবারের অন্য সদস্যের এই সমস্যা আছে। বিভিন্ন কারণে এই রোগ হতে পারে।

🔷প্রতিকার

চুল পড়া বা টাক হয়ে যাওয়াটা বংশগত হয়ে থাকলে কিছু করার থাকে না। স্বাভাবিকের চেয়ে বেশি পড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হয়ত রক্ত পরীক্ষা করতে হতে পারে। আবার ভিটামিন এ-এর পরিমাণ, আয়রন, থাইরয়েড এসব পরীক্ষাও করা হয়। এর বাইরে যেসব করতে হবে-

🔹চিন্তামুক্ত থাকা।
🔹নিয়মিত সময় নিয়ে চুল আঁচড়ানো। প্রতিদিন অন্তত পাঁচ-দশ মিনিট চুল ভালোভাবে আঁচড়ানো দরকার। এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বাড়ে। চুলের স্বাস্থ্যও ঠিক থাকে।
🔹সপ্তাহে দুই-তিনবার শ্যাম্পু করা। শ্যাম্পু ব্যবহারের আগে চুলে তেল মেখে রাখা ভালো।
🔹ভেজা চুল না আঁচড়ানো।
🔹ব্লিচিং বা ডাই বেশি না করা।
🔹চুলের আগা ফেটে গেলে ছেঁটে ফেলা।
🔹স্বাস্থ্যকর খাবার খাওয়া, ডায়েট করার আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া।
🔹চুলে যেকোনো ধরনের রাসায়নিক ব্যবহারে সতর্ক হতে হবে। শ্যাম্পু ও হেয়ার জেল ব্যবহার করলে তা সঠিকভাবে ধুয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। এগুলো দীর্ঘ সময় মাথায় থাকলে তা ত্বকের ছিদ্রগুলো আটকে দিতে পারে, যা মাথার ত্বকে অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করবে।
🔹চুলের জন্য পর্যাপ্ত প্রোটিন, ভিটামিন (এ, বি, বিশেষ করে বায়োটিন, সি, ডি ও ই) এবং বেশকিছু খনিজ (আয়রন, জিঙ্ক) নিয়মিত গ্রহণ করা অপরিহার্য। এসব উপাদান সমৃদ্ধ খাবার হচ্ছে ডিমের কুসুম, কলিজা, বাদাম, বীজ, কলা, মিষ্টি আলু, মাশরুম, ব্রকলি ইত্যাদি।
🔹পেঁয়াজের রস মেখে ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে পারি। এতে মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ কমবে।
🔹মেহেদি পাতা বেটে মাথায় লাগানো যেতে পারে। এতেও চুলের গোড়া মজবুত হয়।
🔹অ্যালোভেরাও চুলের জন্য বেশ কার্যকর। অ্যালোভেরার জেল মেখে ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে।
🔹মসুর ডাল বেটে মাথায় লাগালেও মাথার ত্বক ভালো থাকে।
🔹মেহেদি বাটা, পেঁয়াজের রস, নিমপাতা বাটা, লেবুর রস, টকদই একসঙ্গে মিশিয়ে ৩০-৪০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে খুশকি দূর হয়।

🩺চিকিৎসা

চুল পড়া রোধে এর পুষ্টি নিশ্চিত করতে হবে। আর চুলের পুষ্টি আসে হেয়ার বালবের শিরা-উপশিরা থেকে। তাই চুলের পুষ্টি সঞ্চালন করতে হলে হেয়ার ফলিকলের নিচে, ত্বকের গভীরে হেয়ার বালবে রক্ত সঞ্চালন বাড়াতে হবে।

💠 চুলপড়া সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা এক নির্ভরযোগ্য সমাধান।এ চিকিৎসা করতে বেশ কয়েকটি সেশন ও সময় লাগে।অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত টাকের জন্য এটি একটি কার্যকরী চিকিৎসা। চুলের চিকিৎসা দীর্ঘ মেয়াদে নিতে হয়। তাই ধৈর্য প্রয়োজন এবং লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে পরিবর্তন কাম্য।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরব উজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাক...
16/12/2023

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরব উজ্জ্বল দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়, বিশ্বমানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

এই বিজয়ের জন্য প্রাণ দিয়েছেন অগণিত বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

📌পাইলস্ (Piles) মলদ্বারের একটি কুৎসিত ব্যাধী, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা ...
30/11/2023

📌পাইলস্ (Piles) মলদ্বারের একটি কুৎসিত ব্যাধী, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা (Hemorrhoidal venous cushions) থাকে, যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয় যা আমরা পাইলস্ নামে জেনে থাকি। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ বা প্রদাহ হয় এবং চাপ পড়ে তখন পাইলস্ বা হেমোরয়েডস (Hemorrhoids) প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায় অর্শ্বরোগ বলা হয়।

⚫ পাইলস্ এর সাধারণ লক্ষণঃ

পায়ু অঞ্চলে ব্যথা এবং চুলকানি ;
মল বা মলত্যাগের পর রক্ত ;
মলদ্বারের চারপাশে শক্ত গলদা (Lump)।

⚫ পাইলস্ এর প্রকারভেদঃ

সাধারণত পাইলস্ দুই প্রকার হয়ে থাকে -
অভ্যন্তরীণ পাইলস্ (Internal hemorrhoids)
বাহ্যিক পাইলস্ (External hemorrhoids)

অভ্যন্তরীণ পাইলস্ এবং বাহ্যিক পাইলস্ মলদ্বারে তাদের অবস্থানের উপর ভিত্তি করে মলদ্বারের ভিতরে এবং মলদ্বারের খোলার উপরে ২ থেকে ৪ সেন্টিমিটার এর মধ্যে ঘটে।

⚫ অভ্যন্তরীণ পাইলস্ঃ

প্রোল্যাপসের (Prolapse) উপর ভিত্তি করে অভ্যন্তরীণ অর্শ্বরোগ চারটি শ্রেণী বা পর্যায়ের হয়-

প্রথম পর্যায় (First-degree hemorrhoids) - পাইলস্ ফুলে বাইরের দিকে বের হয়ে আসে না বা প্রল্যাপস হয় না।

দ্বিতীয় পর্যায় (Second-degree hemorrhoids) - মলমূত্র ত্যাগের পর পাইলস্ ফুলে বাইরের দিকে বের হয়ে আসে এবং তারপর আপনা-আপনি ঠিক হয়ে যায়।

তৃতীয় পর্যায় (Third-degree hemorrhoids) - পাইলস্ ফুলে বাইরের দিকে বের হয়ে আসে এবং নিজে নিজে ঠিক করতে হয়।

চতুর্থ পর্যায় (Fourth-degree hemorrhoids) - পাইলস্ ফুলে বাইরের দিকে বের হয়ে আসে বা প্রলেপস হয় এবং তা আর নিজে ঠিক হয় না বা করা যায় না।

⚫ অভ্যন্তরীণ অর্শ্বরোগ (internal hemorrhoid) এর লক্ষণঃ

মল অতিক্রম করার সময় অতিরিক্ত চাপ বা জ্বালা হতে পারে ;
মলত্যাগের সময় ব্যথাহীন রক্তপাত ;
পাইলস প্রল্যাপস, ব্যথা এবং জ্বালা হয়।

⚫ বাহ্যিক পাইলস্ঃ

বাহ্যিক পাইলস্ মলদ্বারের বাইরের প্রান্তে ছোট ছোট গলদা (Lump) গঠন করে। এগুলো প্রায়শই চুলকানিদায়ক এবং বেদনাদায়ক হয়ে থাকে

⚫ বাহ্যিক পাইলস্ (External hemorrhoids) এর লক্ষণগুলির মধ্যে রয়েছেঃ

মলদ্বারের চারপাশে চুলকানি ;
মলদ্বারের কাছে বেদনাদায়ক মাংসল গলদ(Lump),যা
গুটি গুটি, বাইম মাছের ঠোঁটের মতো বা আঙ্গুরের থোকার মতো হয়ে থাকে ;
বসার সময় ব্যথা বা অস্বস্তি ;
মলদ্বারে রক্তক্ষরণ।

⚫ পাইলস্ এর কারনঃ

বিভিন্ন কারণে পাইলস্ হতে পারে, যেমন -
নিয়মিত অতি তরল বা শক্ত মলত্যাগ ;
খাবারে ফাইবার বা তন্তুজাতীয় খাদ্যগুণ কম থাকা ;
লিভারের রোগ যা রক্তচাপ বৃদ্ধি করে ;
পারিবারিক পাইলস্ রোগের ইতিহাস ;
দীর্ঘ সময় ধরে ডায়রিয়া হওয়া ;
নিয়মিত ভারী বস্তু তুলবার সময় পায়ুদ্বারে অতিরিক্ত চাপ ;
রেকটাল ক্যান্সার ;
অতিরিক্ত ওজন বৃদ্ধি ;
দীর্ঘ দিনের অবিরাম কাশি, হাঁচি এবং বমি ;
চাপ দিয়ে মলত্যাগের অভ্যাস ;
এপিসিওটমি ছেদ ( যোনি পথ এবং পায়ুর মধ্যবর্তী অংশে) যা প্রসবের সময় করা হতে পারে ;
মলদ্বার দিয়ে যৌন সংসর্গের অভ্যাস ;
আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনের রোগের মতো প্রদাহজনক অন্ত্রের রোগ ;
মলদ্বার সম্পর্কিত অস্ত্রোপচার।

পাইলস্ নিয়ে আর আতঙ্ক কিংবা হতাশা নয়। সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনার সমস্যার শতভাগ নিরাময় নিয়ে পাশে আছি আমরা! পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।
WhatsApp: 01869906606











বেলা শেষে হোমিওপ্যাথি...! গবেষণায় বলছে বর্তমানে ৮২ শতাংশ এন্টিবায়োটিক কাজ করেনা। গবেষকদের মতে বর্তমানে জটিল রোগে এন্টিবা...
24/11/2023

বেলা শেষে হোমিওপ্যাথি...!
গবেষণায় বলছে বর্তমানে ৮২ শতাংশ এন্টিবায়োটিক কাজ করেনা। গবেষকদের মতে বর্তমানে জটিল রোগে এন্টিবায়োটিক কাজ করছেনা। তারা আরও বলেন, ২০৫০ সালে এন্টিবায়োটিকে কাজ না করার কারণে অনেক মানুষ মারা যাবে।
এবার বলতে হয় ফালানো কথা কাজে লাগে, এক সময় অনেকেই ব্যঙ্গ করে বলতেন যার নাই কোন গতি সে খায় হোমিওপ্যাথি। একথা আজ সত্যি হলো।
আজ থেকে ৩৫ বছর পূর্বে লক্ষণ সদৃশে রোগীকে হাঁপানির জন্য arsenic album দিয়ে যে রকম ফলাফল পেয়েছি আজও লক্ষণ সদৃশে রোগীর যে কোন কঠিন রোগে একই রকম ফলাফল পাচ্ছি।
প্রাকৃতিক নিয়মের ক্ষয় নেই ধ্বংস নেই যতক্ষণ না আল্লাহ নিজে তা বাতিল করেন।
সেই ছোটকাল থেকে দেখে আসছি সূর্য আলো দিচ্ছে, রাতের শেষের দিন হচ্ছে, দিনের শেষে রাত। এইগুলি প্রাকৃতিক নিয়মে আল্লাহ চালাচ্ছেন।
হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিও প্রাকৃতিক নিয়মেই আরোগ্য নীতি তাই এটার ক্ষয় নেই, মহান রব যখন চাইবেন তখন তা ধ্বংস নচেৎ এটার কার্যকারিতা চলবে কেয়ামত পর্যন্ত।

বেলা শেষে আমাদের হোমিওপ্যাথি হাসপাতালে রোগীদের সেবার শেষ সুযোগ আল্লাহ চাহেতো করতে পারবো।

✒️ডা. ফারুকী




&ResearchCenter

19/11/2023







⚫  IBS এর পরিচয় Irritable Bowel Syndrome (IBS) বা Spastic Colon/Nervous Colon/Mucous Colitis/Spastic Bowel, পেটের একটি প...
08/11/2023

⚫ IBS এর পরিচয়

Irritable Bowel Syndrome (IBS) বা Spastic Colon/Nervous Colon/Mucous Colitis/Spastic Bowel, পেটের একটি পরিচিত ও বিরক্তিকর সমস্যা। আমাদের আশপাশে অনেকেই এই সমস্যায় ভোগেন। অনেকেই এটাকে মলমেহ বলে থাকেন।উন্নত বিশ্বের প্রায় ১০-১৫% লোক IBS দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। দেশভেদে এবং IBS সংজ্ঞায়িত করার মানদন্ডের ভিত্তিতে এর ব্যাপকতা পরিবর্তিত হয় (১.১% থেকে ৪৫.০% পর্যন্ত)। যদিও একাধিক গবেষণার ফলাফল সংগ্রহ করলে গড়ে ১১.২% পাওয়া যায়। । এর কারণে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত দীর্ঘদিন কষ্ট পান, কোনো সুফল না পেয়ে একজনের পর একজন চিকিৎসক পরিবর্তন করতে থাকেন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায়। আসলে রোগটির গতিপ্রকৃতি সম্পর্কে ভালোভাবে জানা থাকলে একে মোকাবিলা করা সহজ হয়।

⚫ কারণ কি?

এখন পর্যন্ত IBS এর সঠিক কারণ ভালোভাবে জানা যায়নি। তবে কিছু থিওরি রয়েছে। পরিপাকনালির পেশির অস্বাভাবিক সংকোচন, প্রসারণ, স্নায়ুর সংকেতজনিত সমস্যা, উদ্বেগ ও মানসিক চাপ, পরিপাকতন্ত্রের সহজাত ও উপকারী ব্যাকটেরিয়ার পরিবর্তন ইত্যাদি কারণ শনাক্ত করা হয়েছে এর পেছনে। তবে অনেক খুঁজেও পরিপাকতন্ত্রে কোনো বড় সমস্যা পাওয়া যায় না বলে কারণ অনুসন্ধানে কোনো লাভ নেই।

⚫ কিভাবে নিশ্চিত হওয়া যায়?

পরিপাকতন্ত্র বিশেষজ্ঞরা আইবিএস নির্ণয় করতে কিছু নির্দিষ্ট লক্ষণ বা রোম ক্রাইটেরিয়া ব্যবহার করে থাকেন। এই রোগ দুই রকম হতে পারে, যেমন: আইবিএস ডি - যেখানে পেটে ব্যথার সঙ্গে পাতলা বা নরম পায়খানা হয় এবং আইবিএস সি - যেখানে পেটে ব্যথার সঙ্গে কোষ্ঠকাঠিন্য থাকে। কারও কারও দুটিই থাকতে পারে। পেটের ব্যথা সাধারণত মলত্যাগের পর চলে যায় বা কমে যায়। সমস্যাটি খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত। কিছু খাবার খেলে এই সমস্যা বেড়ে যায়। এটা একেকজনের ক্ষেত্রে একেক রকম, কিন্তু দুধ ও দুধজাতীয় খাবার এবং শাকসবজি ও সালাদের মতো খাবারে সাধারণত বেশি বাড়ে। রোগের লক্ষণ ও ইতিহাস শুনে রোগ শনাক্ত করা হয়, তবে এর সঙ্গে অনেক সময় কিছু পরীক্ষা–নিরীক্ষা করে নিশ্চিত করতে হয় যে অন্য কোনো পরিপাকজনিত রোগ বা জটিলতা নেই। বেশির ভাগ পরীক্ষারই রিপোর্ট স্বাভাবিক পাওয়া যায়।

⚫ কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে?

রোগীর লক্ষণ অনুযায়ী খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা দরকার।একসঙ্গে অনেক না খেয়ে সারা দিনে অল্প অল্প করে ভাগ করে খান। খাবারের টাইমটেবিল বজায় রাখুন।
দুধ, দুগ্ধজাত খাবার, শাক ইত্যাদি যেসব খাবারে সমস্যা বাড়ে, সেসব খাবার এড়িয়ে চলা উচিত। রোজকার খাদ্যপঞ্জি মেনে চলার অভ্যাস থাকলে রোগী সহজেই বুঝতে পারবেন কবে কোন খাবারে তাঁর সমস্যা হয়েছিল।
অতিরিক্ত তেলে ভাজা বা ডিপ ফ্রাই খাবার, অতিরিক্ত মসলাযুক্ত খাবার, বেকারি, কৃত্রিম চিনি, ক্যাফেইন ইত্যাদি এড়িয়ে চলা ভালো।
নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটির চেষ্টা করুন। এতে পেটের গ্যাস বা ফাঁপা ভাব কমবে।
মানসিক চাপ বা স্ট্রেস কমাতে ব্যায়াম, যোগব্যায়াম, মেডিটেশন করতে পারেন।
প্রয়োজন মোতাবেক উপসর্গ বুঝে বিশেষজ্ঞ চিকিৎসক নির্দেশিত ঔষধ সেবন করুন।

তবে আইবিএসের নিয়ন্ত্রণ অনেকটাই আপনার নিজের হাতে। স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করুন, ভালো থাকুন।

IBS সংক্রান্ত বিস্তারিত তথ্য, পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে Nexus Homoeopathic Clinic & Research Center এর ইনবক্স এ অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।
WhatsApp : +880186906606




সুখবর!!! বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসায় ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান, নিবন্ধন, গবেষণা এবং চিকিৎসা শিক্ষার ...
04/11/2023

সুখবর!!!
বাংলাদেশে হোমিওপ্যাথিক চিকিৎসায় ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান, নিবন্ধন, গবেষণা এবং চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক তৈরি করার লক্ষ্যে Bangladesh Parliament-জাতীয় সংসদ এ ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা বিল, ২০২৩’ পাস করা হয়েছে।
এই বিশেষ অর্জন সুবাদে Nexus Homoeopathic Clinic & Research Center দিচ্ছে বিশেষ মূল্যছাড়!

৪/১১/২০২৩ থেকে ৬/১১/২০২৩ মোট তিন দিনব্যাপী Nexus Homoeopathic Clinic & Research Center এর সকল সেবায় পাচ্ছেন ৩৫% মূল্যছাড়!

তাই আর দেরী নয়! চর্ম, যৌন, বন্ধ্যাত্ব ও IBS সহ সকল প্রকার রোগের নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন Nexus Homoeopathic Clinic & Research Center এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ এ!
WhatsApp: +8801869906606

03/11/2023





Address

Mirpur

Telephone

+8801744511874

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nexus Homoeopathic Clinic & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nexus Homoeopathic Clinic & Research Center:

Share