15/05/2025
বিদ্রোহী তাবলীগি ভাইদের হাতে পায়ে ধরে বলছি!
💔❕💔❕💔 ❕💔❕💔❕💔 ❕💔 ❕💔
🚩 আপনারা মাওলানা সাদ সাহেবের বয়ান বিগত ২০ বছর শুনলেন কিন্তু এখন থেকে আর শুনবেন না, ভালো কথা!!
কারণ এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
🚩 আপনারা মাওলানা সাদ সাহেবকে বিগত ২০ বছর তাবলীগের "ফয়সাল" হিসেবে মান্য করলেন কিন্তু এখন থেকে আর মানবের না, ভালো কথা!!
কারণ এটাও আপনাদের ব্যক্তিগত ব্যাপার।
🚩 আপনারা আলেমদের সাথে আছেন। মাশাল্লাহ!! এটাও খুব ভালো কথা। (যদিও আল্লাহতায়ালা কোথাও এই কথা বলেননি যে, তোমরা আলেমদের সাথে থাকো। আল্লাহতালা বলেছেন,তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সুরা তওবা - আয়াত ১১৯)
আমার কথা হচ্ছে মাওলানা সাদ সাহেবকে পৃথিবীর সমস্ত মানুষের ভালো লাগবে, বিষয়টা তো এমন না!!!! আমরা সেটা আশা করি না। কারণ সবচেয়ে পবিত্র মানুষ নবী রাসূলগণ, আর নবী-রাসূলদের ও অভ্যন্তরীণ শত্রু ছিল। সাহাবীদের ও শত্রু ছিল।
:::::::::::::::::: আমার অনুরোধ হচ্ছে :::::::::::::::
আপনারা দয়া করে আপনাদের মধ্য থেকে একজন আলেম কে তাবলীগের বিশ্ব-আমির বানিয়ে নিন। কারণ আমির ছাড়া কখনো জামাত হয় না, আর জামাত ছাড়া আল্লাহ তাআলার রহমত আসে না।
আল্লাহর নবী (সা:) বলেন::::
-----------------------------------------
""জামাতের (সহিত মিলিয়া থাকা) রহমত। আর জামাত হইতে পৃথক হওয়া 🚩 আজাব""। (সহি হাদিস)
""যে ব্যক্তি আমির বিহীন মৃত্যুবরণ করল সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল।""
(তাবারানী শরীফের হাদিস নং ৯১০)
হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত হাদিস:
🚩 ""ইসলাম হয় না জামায়াত ছাড়া, জমায়াত হয় না আমি ছাড়া, আর আমি হয় না ইতাআত ছাড়া।""
(দারামি শরীফের হাদিস নং ২৫১)
"আল্লাহ তায়ালার রহমতের হাত জামাতের উপর থাকে"।
(নাসায়ী শরীফের হাদিস নং ৪০২৫)
::::::::নবীজি (সা:) বলেন:::::
"যখন তিনজন ব্যক্তি সফরে বাহির হইবে তখন নিজেদের মধ্য হইতে কোন একজনকে (অবশ্যই) আমির বানাইয়া লইবে।
(আবু দাউদ শরীফের হাদিস নং ২৬০৮)
🚩 জি হযরত! আপনাকেই বলছি:
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
আমরা যখন ১৪-১৫ জন সাথী আল্লাহর রাস্তায় বের হই, তখন ১৪-১৫ সাথীকে বলা হয় এটা একটা জামাত। কারণ এই ১৪-১৫ জনের একজন আমির থাকে এবং আমাদের উদ্দেশ্য-ও এক থাকে।
কিন্তু বাজারে শত শত মানুষ থাকলেও সেটাকে এখনো জামাত বলা হয় না। কারণ বাজারের শতশত মানুষের কোন আমির থাকে না। অতএব "বাজার" হচ্ছে আল্লাহ তাআলার অপছন্দনীয় স্থান।
🚩 আমি আপনাদের হাত-পা ধরে বলছি, মাওলানা সাদ সাহেব কে আপনাদের ভালো লাগেনা, ভালো কথা!!! আপনারা আপনাদের পছন্দমত একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য আলেমকে দয়া করে আপনাদের আমির বানিয়ে নিন।
বিশেষ দ্রষ্টব্য: নির্দিষ্ট আমির বিহীন আলমি শুরা এর অস্তিত্ব কোরআন হাদিসের কোথাও নেই। এমনকি আমির বিহীন আলমী শুরার পক্ষে সহি হাদিস তো দূরের কথা, একটি জাল হাদিস-ও নাই।
🚩 পিতাকে সম্মান করতে কুরআন হাদীসে বলা হয়েছে, কিন্তু পিতাকে অনুসরণ করতে বলা হয়নি। অনুসরণ করতে বলা হয়েছে মুসলমানদের জামাতের আমিরকে।
🚩 ঠিক একই রকম ভাবে, আলেমদের সম্মান করার কথা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কিন্তু আলেমদেরকে অনুসরণ করতে বলা হয়নি। অনুসরণ করতে বলা হয়েছে আমিরকে, যদিও সেই আমির হাবসি গোলাম হয় অর্থাৎ আমির যদি নিগ্রো কাল চাকর-ও হয় তোমরা আমিরের কথা শুনতে থাকো এবং মানতে থাকো। (সহি হাদিস)
আল্লাহ তা'আলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।
🙏🏻🙏🏻 :::: আমাকে মাফ করবেন:::🙏🏻🙏🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
আপনাদের দৃষ্টিতে অবশ্যই আমরা অপরাধী। কারণ আমরা আপনাদের মত আমিরের সাথে বিদ্রোহ করতে পারিনি। (কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যেই আমির আল্লাহ তায়ালার নাফরমানির কাজ করিবে উহার গুনা তাহার উপর হইবে। আর তোমাদেরকে এমতাবস্তায় সবর করিতে হইবে। নবীজি বিদ্রোহ করতে বলেননি।)
(বায়হাকী শরীফ এর হাদিস নং ১৫/৬)
তাছাড়া মাওলানা সাদ সাহেবকে আমির হিসেবে মান্য করা যাবে না এই ধরনের কোন ফতোয়া দেওবন্দ মাদ্রাসা থেকে বা অন্য কোন মাদ্রাসা থেকে দেয়া হয়নি।
🚩 একটা হাস্যকর বিষয়::
----------------------------------------
বিগত 20 বছর আপনারা মাওলানা সাদ সাহেবের বয়ান শুনলেন তাকে মান্য করলেন,, তখন আপনারা """"এতাআতি""" হলেন না কিন্তু এখন আমরা সাদ সাহেবের বয়ান শুনলেই আপনারা আমাদেরকে দোষী সাব্যস্ত করেন, অপরাধী-গুনাগার এবং পথভ্রষ্ট বলে ফতোয়া দেন।
🚩 🚩 আরেকটা হাস্যকর বিষয়:::
--------------------------------------------------
মাওলানা সাদ সাহেব এর এত দোষ থাকলে তাকে আবার আলমী শুরার মধ্যে কেন রাখা হয়েছে???? তাও আবার প্রথম সারিতে!!!
তারা বলতেছে এই আলমি শুরা মেনে নিলেই মাওলানা সাদ সাহেবকে তারা মেনে নেবে।
আসলে ভাই ""সাদ সাহেবের ভুল""" এগুলো কোন মূল বিষয় না।
কিছু মানুষ তাবলীগের মধ্যে ""আলমি শুরা"" নামক কোরআন হাদিস বিরোধী একটি কুফরি পদ্ধতি চালু করতে চায় এবং তাবলীগ জামাতকে আমির শুন্য করে দিতে চায়।
হে আল্লাহ আপনি আমাদেরকে এবং আমাদের ভাইদেরকে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে হেফাজত করুন!!!
((সকল অভিযোগ আল্লাহ তাআলার দরবারে। হে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। ))
আমিন।
রিদওয়ান রাইয়্যান
#মাওলানা_সাদ_কান্দালোভী #রিদওয়ান_রাইয়্যান #মাওলানা_সাদ #সাদ_সাহেব #তাবলীগ