20/07/2025
মাদক ও মানসিক সমস্যামুক্ত আদর্শ জীবন একমাত্র ইসলামের অনুশীলনেই সম্ভব।
* হীরা মানসিক ও মাদকাসক্তি পরামর্শ, নিরাময়, পূনর্বাসন কেন্দ্র।
* সম্পূর্ণ ধুমপানমুক্ত, দ্বীনি পরিবেশে অভিজ্ঞ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ এবং প্রশিক্ষনপ্রাপ্ত আলেমগনের সার্বিক তত্বাবধানে পরিচালিত।
# পথভ্রষ্ট মানুষকে আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সূখ, শান্তি ও সফলতার উদ্দেশ্যে হেরার আলো মানসিক ও মাদকাসক্তি নিরাময় চিকিৎসা পদ্ধতির ছয় মাসের বিজ্ঞান সম্মত ও সর্বাধুনিক স্থায়ী নিরাময় প্রোগ্রাম:
# প্রথম এক মাস- মনোরোগ বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসায় শারীরিক ও মানসিক সমস্যাগুলো কাটিয়ে উঠানোর পাশাপাশি নিরাময় কেন্দ্রে মসজিদের পরিবেশে তিন চিল্লা চার মাস আল্লাহর রাস্তায় নিজের সংশোধনের লক্ষ্যে সময় লাগানোর জন্য উৎসাহ প্রদান করা হয়।
# পরবর্তী চার মাস- নিরাময় কেন্দ্রের মসজিদে জান, মাল ও সময়ের কোরবানি করে একমাত্র আল্লাহ তায়ালার রাজি খুশির জন্য তাঁর হুকুম ও নবী করিম সাঃ এর সুন্নত তরিকায় ২৪ ঘন্টার জীবনকে পরিচালনার মাধ্যমে নিজের জান, মাল ও সময়ের সঠিক ব্যবহার শিক্ষা করা হয়।
# শেষ এক মাস- বাড়িতে যাতায়াতের সুযোগ দিয়ে আচরন পর্যবেক্ষনের পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা ও বাস্তবায়নে উৎসাহ প্রদান করা হয় এবং একই সময়ে সর্বাধিক গুরুত্ব সহকারে প্রত্যেককে নিজের মহল্লার মসজিদে তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত রাখার সার্বিক ব্যবস্থা করা হয়।