বাঁচতে হলে জানতে হবে - Doctor Solution

বাঁচতে হলে জানতে হবে - Doctor Solution সম্পূর্ণ মহিলা ডাক্তার দ্বারা এই পেইজ পরিচালনা করা হয়....
সবাই লাইক দিয়ে এক্টিভ থাকুন।

বিভিন্ন বিষয়ক ডাক্তারি পরামর্শ জানুন এবং সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য।
আপনার সব কঠিন রোগের সহজ সমাধান দিতে আমরা আপনার পাশেই আছি...

10/11/2018
অসাধারন কিছু টিপসঃ১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।২। রক্ত আম...
05/12/2017

অসাধারন কিছু টিপসঃ
১। চুলকানি জাতীয় চর্মরোগে নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসলের আধা ঘন্টা পূর্বে লাগালে ভাল হবে।
২। রক্ত আমাশয়ে ডুমুর গাছের শিকড়ের রস দিনে দু'বার খান।
৩। দাঁতের গোড়ায় ব্যথা হলে আক্রান্ত স্থানে সামান্য হলুদ লাগিয়ে দিন।
৪। দাঁতের মাড়িতে ক্ষত হলে বা দাঁত থেকে রক্ত পড়লে জামের বিচি গুড়ো করে দাঁত মাজলে উপকার পাবেন।
৫। ফোঁড়া হলে তা অনেক সময় না পেকে শক্ত দলার মত হয়ে যায়। কলমি শাকের কচি ডগা ও শিকড় একসঙ্গে বেটে ফোঁড়ার ওপর প্রলেপ দিয়ে দীর্ঘক্ষণ রেখে দিন। এতে ফোঁড়া পেকে যাবে।
৬। মচকে গিয়ে ব্যথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমাণ একসঙ্গে বেটে হালকা গরম করে ব্যথার জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।
৭। ঠোঁটের দু'পাশে এবং মুখের ভেতরে অনেক সময় ঘায়ের মত হয়। গাব ফলের রসের সঙ্গে অল্প পানি মিশিয়ে কয়েকদিন মুখ ধুলে ঘা সেরে যায়।
৮। ডালসহ পুদিনা পাতা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে খেলে পেট ফাঁপা ভাল হয়।
৯। অনেকের গায়ে ঘামের দুর্গন্ধ হয়। বেল পাতার রস পানির সঙ্গে মিশিয়ে গা মুছলে তা কমে।
১০। মাথা ব্যথা হলে কালোজিরা একটা পুটলির মধ্যে বেঁধে শুকতে থাকুন; ব্যথা সেরে যাবে।
১১। কাশি হলে দুই টুকরো দারুচিনি, একটি এলাচি, ২টি তেজপাতা, ২টি লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেঁকে নিন; হালকা গরম অবস্থায় এই পানি খেলে কাশি ভাল হবে।
১২। দাঁতের ব্যথায় পেয়ারা পাতা চিবালে ব্যথা উপশম হয়।
১৩। দই খুব ভাল এন্টাসিড হিসেবে কাজ করে৷ এসিডিটির সমস্যা শুরু হওয়া মাত্র তা কয়েক চামচ খেয়ে নিন।
১৪। গলায় মাছের কাঁটা আটকে গেলে অর্ধেকটা লেবু নিয়ে রস চুষে খেয়ে ফেলুন; কাঁটা নরম হয়ে নেমে যাবে।
১৫। ছুরি/দা/বটিতে হাত কেটে গেলে এক টুকরা সাদা কাগজ কাটা জায়গায় লাগান। রক্ত বন্ধ হবে।
১৬। শ্বাসকষ্ট কমাতে বাসক গাছের পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে মধু মিশিয়ে খেতে পারেন।
১৭। জিভে বা মুখে সাদা ঘা হলে পানির সঙ্গে কর্পূর গুলে দিনে ২ বার মুখ ধুয়ে নিন।
১৮। ঘুম ভাল হওয়ার জন্য ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শাঁস মিশিয়ে খেতে পারেন।
************************************************
আমাদের পোষ্ট গুলো আপনাদের ভালো লাগলে (Thanks) অথবা T লিখে কমেন্ট করবেন আসা করছি।আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।। ধন্যবাদ।

বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়...................বীর্য ঘন করার প্রাকৃতিক উপায় হল মধু।প্রতিদিন তিন বেলা খাবার পর একচা-চামচ ...
05/12/2017

বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়...................
বীর্য ঘন করার প্রাকৃতিক উপায় হল মধু।
প্রতিদিন তিন বেলা খাবার পর এক
চা-চামচ বা তার কিছু কম খাবেন…
তিন দিনের মধ্যে ফলাফল না পেলে
চিকিতসকের পরামর্শ নিবেন।
বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়
অনেকেই আমাদের কাছে জানতে
চেয়েছেন বীর্য ঘন করার উপায়
সম্পর্কে। অনেকে আবার ওষুধ খেয়ে ঘন
করতে না পেরে অতিষ্ঠ । তারা
জানতে চান আসলেই কি বীর্য ঘন
করার কোন উপায় আছে কিনা! হাঁ
প্রাকৃতিক কিছু জিনিস যা আমদের
হাতের কাছেই পাওয়া যায় যেমন রসুন
হতে পারে আপনার বিবাহিত
জীবনের নতুন বন্ধু।
“নিয়মিত পুষ্টিকর খাবার খেলে
এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে।
বীর্য ঘন করার প্রাকৃতিক উপায়
হিসাবে প্রতিদিন দুধ, ডিম, মধু গ্রহণ”.
প্রতিদিন নিয়ম করে কয়েক কোয়া
কাঁচা রসুন খেলে শরীরের যৌবন
দীর্ঘ স্থায়ী হয় । যারা পড়ন্ত যৌবনে
চলে গিয়েছেন, তারা প্রতিদিন
দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ
ভেজে মাখন মাখিয়ে খেতে
পারেন। তবে খাওয়ার শেষে একটু গরম
পানি বা দুধ খাওয়া উচিত। এতে
ভালো ফল পাবেন।যৌবন রক্ষার জন্য
রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা
আমলকির রস ২ বা ১ চামচ নিয়ে তার
সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা
খাওয়া যায়। এতে স্ত্রী-পুরুষ উভয়ের
যৌবন দীর্ঘস্থায়ি হয়।
তবে যাদের শরীর থেকে রক্তপাত
সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন
খাওয়া তাদের জন্য বিপদ জনক। কারণ,
রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে
বাধা প্রদান করে।
রাতে শুবার সময় ইসুপগুলের ভুসি পানি
দিয়ে খাবেন ৭ দিন খান ফলাফল
নিজেই পাবেন। কোথায় আছে দাদা
খেলে দাদি খুশি নানা খেলে
নানি খুশি এরেই নাম ইসুপগুলের ভুসি।
নিয়মিত পুষ্টিকর খাবার খেলে
এমনিতেই পুরুষের বীর্য ঘন হয়ে থাকে।
যেমন প্রতিদিন দুধ, ডিম, মধু গ্রহণ করলে
সাধারণত আর কোনো কিছুরই দরকার
পড়ে না। অনেকে আবার সরাসরি ঔষধ
খাওয়া শুরু করে দেন। তারও কোনো
দরকার আছে বলে ডাক্তাররা মনে
করেন না। কারণ পুরুষের বীর্য উত্পন্ন হয়
সরাসরি তাদের খাবার থেকে।.
আর যদি কিছু খেতেই মনে চায়
তাহলে “শিমুল মূল চূর্ণ” এবং “শিলাজুত”
প্রতিদিন ১ চামচ পরিমান সকালে
পানিতে মিশিয়ে সপ্তাহ বা ১০ দিন
খেতে পারেন। এতেই কাজ হয়ে
যাবে। “শিলাজুত” আগের দিন
পানিতে ভিজিয়ে রাখতে হয়।
এগুলো প্রাকৃতিক।
হোমিওপ্যাথিতেও বীর্য ঘন করার
দারুন কিছু ঔষধ রয়েছে যেগুলির
কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া
নেই এবং সারা বছরই আপনি খেতে
পারবেন।
************************************************
আমাদের পোষ্ট গুলো আপনাদের ভালো লাগলে (Thanks) অথবা T লিখে কমেন্ট করবেন আসা করছি।আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।। ধন্যবাদ।

❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় ।বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার ।❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় ব...
05/12/2017

❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় ।
বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার ।
❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং
বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো ।
❖ তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র !!
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই ।
❖ জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী । পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না, কেননা সে মূর্খ ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায় । বৃষ্টি যতই প্রবল হয়
ছাতার ততই প্রয়োজন হয় ।
❖ ভূল করা দোষের কথা নয় বরং ভূলের উপর
প্রতিষ্ঠিত থাকা দোষণীয় ।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা
পছন্দ করে । নিজের পছন্দ মাফিক আচরণ কর না ।
❖ আহমকের সাথে তর্ক কর না । কারণ , মানুষ
হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।
************************************************
আমাদের পোষ্ট গুলো আপনাদের ভালো লাগলে (Thanks) অথবা T লিখে কমেন্ট করবেন আসা করছি।আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।। ধন্যবাদ।

মধু পানি পানের ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতামধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। আদিকাল থেকে ঔষধ হিসেবে মধু...
17/07/2017

মধু পানি পানের ৬টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
মধুর স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। আদিকাল থেকে ঔষধ হিসেবে মধু ব্যবহার হয়ে আসছে। কিন্তু মধু পানির উপকারিতা সম্পর্কে আমাদের জানা আছে কি? প্রতিদিন সকালে এক গ্লাস গরম পানির মধ্যে মধু মিশিয়ে পান করুন। আর দেখুন এর জাদুকরী প্রভাব। আসুন তাহলে জেনে নেওয়া যাক মধু পানির গুণাবলি।
১। ঠান্ডা দূর করতে
মধুপানি গলা ব্যথা, কাশি, কফ দূর করতে সাহায্য করে থাকে। মধুতে ঠান্ডা নিরাময় করার উপাদান আছে যা গলা থেকে কফ দূর করে থাকে। তাই ঠান্ডা লাগলে এক গ্লাস গরম মধু পানি পানের পরামর্শ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন।
২। ওজন কমাতে
ওজন কমাতে মধু পানি জাদুর মত কাজ করে থাকে। প্রতিদিন সকালে এক গ্লাস কসুম গরম মধু পানি পান করুন। সাথে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করে থাকে।
৩। কার্যশক্তি বৃদ্ধি
মধু হচ্ছে প্রাকৃতিক চিনি যা আমাদের দেহে এনার্জির সরবরাহ করে মধু দেহের মেদ না বাড়িয়ে। তাই প্রতিদিন সকালে এক গ্লাস মধু পানি সারাদিনের কার্যশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে।
৪। ত্বক পরিষ্কার রাখে
মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা ত্বকের নানা সমস্যা প্রতিরোধ করে থাকে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।
৫। দেহের পানির পরিমাণ ঠিক রাখে
মধু পানি আপনার শরীরের পানি সরবারহ করে থাকে। ফলে সকালের এক গ্লাস পানি আপনার সারাদিনের পানির চাহিদা কিছুটা হলেও পূরণ করে থাকে।
৬। হজমশক্তি বৃদ্ধি করে
মধুতে এনজাইম আছে যা খাবার হজম করতে সাহায্য করে। যদি আপনার হজমে সমস্যা থাকে তবে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম মধু পানি পান করুন, দেখবেন হজমের সমস্য দূর হয়ে গেছে।
সতর্কতা:
ডায়াবেটিস রোগীরা মধু পানি পান করা থেকে বিরত থাকবেন। যদি পান করতে চান তবে তা অল্প পরিমাণে।
পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন।
আপনার যদি
কমেন্ট করতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা
ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।........ধন্যবাদ
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

বর্তমানে ফেসবুক খুললেই দেখা যায়,মেয়েরাওমুক,মেয়েরা তমুক ইত্যাদি ইত্যাদি।আচ্ছামানলাম, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে?মেয়েদের ...
17/07/2017

বর্তমানে ফেসবুক খুললেই দেখা যায়,মেয়েরা
ওমুক,মেয়েরা তমুক ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা
মানলাম, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে?
মেয়েদের এই অধপতনের জন্য দায়ী কে?আসুন
দেখে নেই
১. মেয়েরা দিন দিন সৌন্দর্য নিয়ে
ব্যস্ত,কিন্তু কেন?
কারণ আমরা পুরুষেরা বিয়ে করতে গেলে
মেয়েটার
সৌন্দর্যই আগে দেখি।আমরা যদি সৌন্দর্যের
আগে মেয়েটার তাকওয়া দেখতাম,তাহলে
বেশিরভাগ মেয়েরাই তাকওয়ার প্রতি যত্নশীল
হতো।
২.মেয়েরা ষ্টার জলসা দেখে কেন?
কারণ,ষ্টার জলসাতো ঘড়ে আমরা পুরুষেরাই
আনলাম।আর মেয়েরা আবেগপ্রবণ বলেইতো
ষ্টার জলসা দেখে।তাছারা ষ্টার জলসার সকল
কেবল অপারেটরইতো পুরুষ।দেখার ব্যবস্থা করে
দিয়ে,এখন মেয়েদের উপর দোষ চাপাই।
৩.সিঙ্গেল মেয়ে পাওয়া মুশকিল কেন?
কারণ,আমরা পুরুষেরাই মেয়েদের দিকে হাত
বাড়াই বলেইতো মেয়ারা আর সিঙ্গেল থাকতে
পারে না।এখানে মেয়েদের থেকে পুরুষদের
দোষ
বেশিই বটে।
আরো অনেক কথা ছিলো, আপনাদের পড়তে
অসুবিধা হবে বলে লিখলাম না।কিন্তু আপনারাই
ভেবে দেখুন।আমরা নিজেরাই গাছের গোড়া
কেটে
আগায় পানি ঢালি।আর নিজেরা অধিকাংশ
দোষ
করে মেয়েদের কাধে সম্পুর্ণ দোষ চাপিয়ে দেই।
মনে রাখবেন,সয়ং রাসুল(স) মেয়েদের
অভিভাবক।সুতরাং একজনের ভুলে সমগ্র নারী
জাতিকে ছোট করে দেখাও গুনাহের কাজ।
আমরা
ইসলাম পরিপুর্ণ ভাবে বুঝিনা বিধায়ই এরুপ করে
থাকি।
আল্লাহপাক আমাদের বুঝ দান করুন।
আমিন.....

পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

রান্নার কিছু মজার এবং সহজ টিপস========================= # আগুন-গরম কফি খেতে খেতে শেষের দিকের চুমুকগুলো কেমন ঠাণ্ডা ঠাণ্ড...
17/07/2017

রান্নার কিছু মজার এবং সহজ টিপস
=========================
# আগুন-গরম কফি খেতে খেতে শেষের দিকের চুমুকগুলো কেমন ঠাণ্ডা ঠাণ্ডা হয়ে যায়। টিপস হলো আগে একটু গরম পানি দিয়ে কাপটি গরম করে নিন।
# অনেক সময় আমরা যখন ডিম সিদ্ধ করি, ডিম কেমন ফেটে ফেটে যায়। খোসা ভেঙে সাদা সাদা অ্যালবুমিন পানিতে বেরিয়ে আসে। এ রকম পরিস্থিতি এড়ানোর জন্য আগে পানিতে একচিমটি লবণ দিয়ে রাখুন। দেখবেন ডিম আর ফাটবে না।
# হাত পুড়ে গেলে ঠাণ্ডা পানিতে হাত ২০-২৫ মিনিট চুবিয়ে রাখুন বা ঠাণ্ডা পানির কলের নিচে হাত রাখুন। যেকোনো মলম বা বরফের চেয়ে পানি বেশি কার্যকর।
# হাত কেটে গেলে প্রথমে কলের ঠাণ্ডা পানিতে হাত ধুয়ে পরিষ্কার করে কিচেন টাওয়েলে পানি মুছুন, তারপরে ব্যান্ড এইড লাগান।
# আলু বেশিদিন রেখে দিলে নরম হয়ে যায়। সবুজ সবুজ গাছের জন্ম নেয়। এখন উপায়? আলুর প্যাকেটে একটা আপেল রেখে দিন।
# রান্নার সময় খাবার পুড়িয়ে ফেলেছেন। প্যানটি সাবান মেশানো গরম পানিতে সিঙ্কে চুবিয়ে রাখুন ঘণ্টাখানেক। প্যান পরিষ্কার সহজ হয়ে যাবে।
# পেঁয়াজ কাটতে চোখ তো জ্বালাতন করবেই। পেঁয়াজটি খোসা ছাড়িয়ে গরম পানিতে ধুয়ে নিন কিংবা চুইংগামপ্রেমী হলে মুখে চুইংগাম পুরে চিবোতে থাকলে পেঁয়াজ কাটলে চোখ জ্বলবে না।
# পেঁয়াজ বা টমেটো কাটার পর আধা পেঁয়াজ অব্যবহৃত রয়ে গেলে তা এয়ারটাইট গ্লাডরাপ করে ফ্রিজে রাখুন। অনেক দিন থাকবে।
# পাস্তা, স্পাগেটি বা নুডলস সিদ্ধ করার সময় অবশ্যই পানিতে এক বা দুই চিমটি লবণ দেবেন। আপনার জটিল পাস্তা মহা জটিল হবে। লবণের সঙ্গে পানিতে দুই চামচ তেল দিন; দেখবেন পাস্তা, স্পাগেটি, নুডলস একটির সঙ্গে আরেকটি লেগে যাচ্ছে না (ফুটন্ত অবস্থায় কিংবা পানি ঝরানোর পর আর আঠা আঠা হবে না)। ঠাণ্ডা পানিতে পাস্তা/নুডলস/স্পাগেটি দেবেন না; পানি সম্পূর্ণভাবে গরম হলে তার পরই ওগুলো দেবেন। লবণ ও তেল পাস্তা দেওয়ার আগে দেবেন, পরে নয়।
# বর্ষাকালে লবণ অনেক সময় পানি হয়ে যায়। তখন লবণে একটি বা দুটি চালের দানা দিন, আর হবে না।
# রান্নায় খুব বেশি লবণ হয়ে গেছে? আমি আছি, ভাবনা কিসের! একটা আস্ত আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিন। অল্প কিছুক্ষণ পর দেখবেন অতিরিক্ত লবণ আলুটি শুষে নেবে।
# তরকারীতে হলুদ বেশি হয়ে গেছে ? একটু আটা পানিতে মেখে আস্তে করে তরকারীতে দিয়ে রাখুন । ভয় নেই। ওটা গল্বে না । আস্তে আস্তে সক্ত হয়ে যাবে এবং সে বাড়তি হলুদ কমিয়ে ফেলবে ।
# মোমবাতি ফ্রিজে রাখুন। মোমবাতি ভালো থাকবে এবং ক্ষয়ও হবে কম।
# সবজি, ধনেপাতা বেশিদিন সতেজ রাখতে চান? টিস্যু পেপার কলের পানিতে ভিজিয়ে সবজির নিচের অংশে জড়িয়ে রাখুন। তারপর ফ্রিজের ভেজিটেবল বক্সে রাখুন, ব্যস।
# শুকনো মরিচ বা বিস্কিট – চানাচুর ফ্রিজে রেখে দিলে মচমচে থাকবে ।

পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

**** প্রয়োজনীয় ৭ টি স্বাস্থ্য টিপস্ ***১. মাথাব্যথা হলে প্রচুর মাছ খান। মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর। খাও...
17/07/2017

**** প্রয়োজনীয় ৭ টি স্বাস্থ্য টিপস্ ***
১. মাথাব্যথা হলে প্রচুর মাছ খান। মাছের তেল মাথাব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর। খাওয়া যেতে পারে আদা। প্রদাহ এবং ব্যথা নিরাময়ে তা বিশেষভাবে কার্যকর।
২. জ্বর হলে খেতে পারেন ইয়োগার্ট। মধুও খাওয়া যেতে পারে।
৩.স্ট্রোক প্রতিরোধ চা পান করতে হবে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, নিয়মিত চা খেলে ধমনীর গাত্রে ফ্যাট জমতে পারে না। ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।
৪. অনিদ্রার সমস্যায় মধু কার্যকর।
৫. পেঁয়াজ হাঁপানিতে রোগীদের শ্বাসনালীর সংকোচন রোধে ইতিবাচক ভূমিকা রাখে।
৬ .পেটের পীড়ায় খাওয়া যেতে পারে কলা ও আদা। আদা মর্নিং সিকনেস এবং বমি বমিভাব দূর করে।
৭।.ঠাণ্ডয় রসুন খেলে অনেকটা উপশম পাওয়া যায়।
৮.আলসারের সমস্যায় বাঁধাকপি বিশেষভাবে উপযোগী। এতে থাকা খাদ্য উপাদান গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার হিল করতে সাহায্য করে। যারা চা কম পান কর, তারা Stroke প্রতিরোধ এ বেশি বেশি করে চা পান করুন।।।।
ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ....

পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

দয়া করে পোস্টটা পড়ুন কারো কাছে খারাপ লাগলে ক্ষমা করবেন।,আজকাল সমাজে সবকিছুই ফ্যাশন। কেবল দামি মোবাইল, পোশাকেই এ ফ্যাশন স...
17/07/2017

দয়া করে পোস্টটা পড়ুন কারো কাছে খারাপ লাগলে ক্ষমা করবেন।
,
আজকাল সমাজে সবকিছুই ফ্যাশন। কেবল দামি মোবাইল, পোশাকেই এ ফ্যাশন সীমাবদ্ধ নয়, মানুষের প্রেম, ভালবাসা, আবেগ অনুভুতি নিয়েও ফ্যাশন চলছে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মেয়ে থেকে শুরু করে চাকুরীজীবী বিবাহিত অবিবাহিত সবাই এ ফ্যাশান এর পিছে ছুটছে। কয়েকটা গার্ল ফ্রেন্ড, বয় ফ্রেন্ড নিয়ে চলাটাই এখন ফ্যাশন।.. প্রেম নামক সাইনবোর্ড ঝোলানো এ ফ্যাশন প্রতিযোগিতায় ব্যর্থতা বলে কিছু নেই। আজ যে মেয়ে প্রেমে ব্যর্থ হয়ে ফেসবুক এ গ্রুপ পেজ 'আই হেইট দা বয়েজ' কাল সেই রিলেশনশিপ 'সিঙ্গেল' পালটে করে দেয় 'এনগেজড' ।
আর যে ছেলে আজ প্রেমে ব্যর্থ হয়ে দেবদাস সাজে কাল সেই রোমিও হয়ে নতুন গার্লফ্রেন্ড এর প্রশংসায় মুখর হয়ে ওঠে। এমন ফ্যাশনপ্রেমীদের আবার বিয়েতে চরম আপত্তি "বিয়ে মানেই ত বন্দি জীবন"। বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়া না থাকলেও প্রেমের ক্ষেত্রে চরম তাড়াহুড়া "এখনও কাউকে পেলাম না!!"। মানুষের বিশ্বাস এখন এক টাকার বেলুনের মত তুচ্ছ খেলনার বস্তু।যেমন খুশি খেলা যায়।
অনেক মা বাবাই জানতে পারেন না তার আদরের অবুঝ ছেলে বা মেয়েটি কত বড় খেলোয়াড় হয়ে উঠেছে। কেবল স্মার্ট, ফ্যাশনেবল তরুন তরুনীই নয়, ভদ্রবেশি, ধার্মিক লেবাসধারী মানুষও এ ফ্যাশনের প্রতিযোগিতা থেকে বাদ পরতে চায় না।প্রেমের নামে চলছে অবাধ ব্যভিচার, চরিত্রহীনতা আর লাম্পট্য !
এই সবের মোটামুটি এক-ধরনের শেষ পরিনিতি হল অসময়ে প্রেগনেন্ট......যার ফলে অনাগত সন্তানটি দ্বারা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে ভেবে ভ্রুণটি/সন্তানটি হত্যার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যদি ভ্রুণটি পৃথিবীতে আসতো তবে তাকে হত্যা করাটা কি এতটা সহজ হত?
চোখের আড়ালে, আধারে ঘটে যাওয়া এমন অনেক ঘটনার স্বাক্ষী অনেকে থাকে না;কিন্তু জানে অনেকেই।মানুষগুলো কত স্বাভাবিকভাবেই না নির্মম হয়!
একটি সন্তান-একটি মানুষ।
নিজেদের খারাপ ও অনৈতিক কাজের মাধ্যমে আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য অসুস্থ সমাজের জন্ম দিচ্ছি!!
জানি না আমরা সভ্য হচ্ছি কি না...তবে মনুষ্যত্ব হারাচ্ছি এটা সত্য।

পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

অ্যান্টিবায়োটিকের চলাকালীন প্রচুর পরিমাণে জল খাবেন। এমনটা করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। ফলে ...
16/07/2017

অ্যান্টিবায়োটিকের চলাকালীন প্রচুর পরিমাণে জল খাবেন। এমনটা করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। ফলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবেন। এখানেই শেষ নয়, এই সময় প্রয়োজন পড়লে ভিটামিন সাপ্লিমেন্ট এবং দই খেতে পারেন। দইয়ে থাকে ভালো ব্যাকটেরিয়া, যা শরীরকে দ্রুত সুস্থ করে তুলতে সাহায্য করে।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

সুন্দরীরা, একটু জেনে রাখুনঃএকাধিক লিপস্টিক, সানস্ক্রিন এবং ফাউন্ডেশনে এমন কিছু ক্যামিকেল থাকে যেগুলি শরীরে হরমোনের ভারস...
16/07/2017

সুন্দরীরা, একটু জেনে রাখুনঃ

একাধিক লিপস্টিক, সানস্ক্রিন এবং ফাউন্ডেশনে এমন কিছু ক্যামিকেল থাকে যেগুলি শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে বন্ধ্যাত্বের কারণ হয়ে দাঁড়ায়।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

আমি খ্যাঁতই.... আমার কাছে স্মার্ট হওয়াটা মানেই অতিরিক্ত ভাব নেয়ার মতো লাগে কেন জানি ..সত্যি বলতে ...দামী পোশাকে বাহিরে ঘ...
16/07/2017

আমি খ্যাঁতই....
আমার কাছে স্মার্ট হওয়াটা মানেই অতিরিক্ত ভাব নেয়ার মতো লাগে কেন জানি ..
সত্যি বলতে ...
দামী পোশাকে বাহিরে ঘোরাঘুরি, স্টাইল করে কথা বললেই মানুষের সৌন্দর্য ফুঁটে উঠে কথাটা আমি মোটেও সঠিক মনে করি না।
কেননা সৌন্দর্য "ব্যবহারে" প্রকাশ পায়..
এই কথাটা বিশ্বাস করি বলেই হয়তো আজো
খ্যাঁতই রয়ে গেলাম স্মার্ট মানুষের দৃষ্টিতে ।
স্মার্ট মেয়েদের মতো, টাইট ফিট আধুনিক বোরকা,
হেব্বি গর্জিয়াস হিজাব এবং নানান রংয়ের ঝলমল ক্লিপ ব্যবহারটা বুঝি না, তাই আমি খ্যাঁতই, তবে এরজন্য আমি আফসোস করি না ।
মনে পড়ে গেল ,
একবার শখ করে স্মার্টভাবে বোরকা হিজাব পড়ে রাস্তা দিয়ে বেড়ানোর উদ্দ্যেশে যাচ্ছিলাম, সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল মানুষ আমার দিকে "অবাক" দৃষ্টিতে নয় বরং "কামনার" দৃষ্টিতে তাকাচ্ছিল।
আমি খ্যাঁত বলেই সেদিনের পর থেকে, গর্জিয়াস বোরকা, হিজাব পড়ে আধুনিক সমাজে প্রবেশ হতে পারিনি :'( দেহের ভাঁজ দেখিয়ে শত শত চোখের নেশাভরা ভাষা "মাল" কথাটা শোনার চেয়ে আমি
খ্যাঁত সাধারনভাবে থেকেও ভালো আছি ...... (আলহামদুল্লিাহ্)
আমি সবসময়ই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলি বলে, প্রায় শুনতে হয় "আমি হিংসুটে, আমি অসুন্দরী, আমি খ্যাঁত" হুউমম তবুও রাগ করে বলতে পারি না কিছুই ।।
কারন হোঁচটে হোঁচটে মানুষ শিক্ষা গ্রহন করে। যত বেশি অশ্লীলতা মানুষের আবেগে থাকবে ততবারই একটু একটু করে বুঝতে শিখবে (অশ্লীলতাই আসল ধর্ষণকারী)
এই ধর্ষনকারীর বিচার দুনিয়াতে হবে না, দুনিয়াতে সব অশ্লীলতার বিচার হয় না। খ্যাঁতই সেরা তাও সঠিক নয় ...
সঠিক কোনটা সেটা "প্রতিটি পরিস্থিতি" মানুষকে
শিক্ষা দিবে। মুখে পট পট করে দুইদিনে কেউ স্বভাব পরিবর্তন করতে পারে না।
আগে জানতে হবে ,বুঝতে হবে, তারপর স্মার্টলি,নিজেকে সকল নিষিদ্ধ কাজ পরিহার
করতেই হবে।
"করতেই হবে" কথাটার নামই পরিবর্তন ।
পরিবর্তনে মানুষ কখনো খ্যাঁত কখনো স্মার্ট। তাই কোনটা গ্রহন করলে মানুষ ভালো থাকবে সেটা
তারই সিদ্ধান্ত । :) :)
(আমি খ্যাঁতই তাই ক্ষমা করবেন উপদেশ দেয়ার
সাহস করার জন্য)পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।

Address

Dhaka
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when বাঁচতে হলে জানতে হবে - Doctor Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category