16/07/2017
আমি খ্যাঁতই....
আমার কাছে স্মার্ট হওয়াটা মানেই অতিরিক্ত ভাব নেয়ার মতো লাগে কেন জানি ..
সত্যি বলতে ...
দামী পোশাকে বাহিরে ঘোরাঘুরি, স্টাইল করে কথা বললেই মানুষের সৌন্দর্য ফুঁটে উঠে কথাটা আমি মোটেও সঠিক মনে করি না।
কেননা সৌন্দর্য "ব্যবহারে" প্রকাশ পায়..
এই কথাটা বিশ্বাস করি বলেই হয়তো আজো
খ্যাঁতই রয়ে গেলাম স্মার্ট মানুষের দৃষ্টিতে ।
স্মার্ট মেয়েদের মতো, টাইট ফিট আধুনিক বোরকা,
হেব্বি গর্জিয়াস হিজাব এবং নানান রংয়ের ঝলমল ক্লিপ ব্যবহারটা বুঝি না, তাই আমি খ্যাঁতই, তবে এরজন্য আমি আফসোস করি না ।
মনে পড়ে গেল ,
একবার শখ করে স্মার্টভাবে বোরকা হিজাব পড়ে রাস্তা দিয়ে বেড়ানোর উদ্দ্যেশে যাচ্ছিলাম, সেদিন প্রথমবার আমার মনে হয়েছিল মানুষ আমার দিকে "অবাক" দৃষ্টিতে নয় বরং "কামনার" দৃষ্টিতে তাকাচ্ছিল।
আমি খ্যাঁত বলেই সেদিনের পর থেকে, গর্জিয়াস বোরকা, হিজাব পড়ে আধুনিক সমাজে প্রবেশ হতে পারিনি :'( দেহের ভাঁজ দেখিয়ে শত শত চোখের নেশাভরা ভাষা "মাল" কথাটা শোনার চেয়ে আমি
খ্যাঁত সাধারনভাবে থেকেও ভালো আছি ...... (আলহামদুল্লিাহ্)
আমি সবসময়ই অশ্লীলতার বিরুদ্ধে কথা বলি বলে, প্রায় শুনতে হয় "আমি হিংসুটে, আমি অসুন্দরী, আমি খ্যাঁত" হুউমম তবুও রাগ করে বলতে পারি না কিছুই ।।
কারন হোঁচটে হোঁচটে মানুষ শিক্ষা গ্রহন করে। যত বেশি অশ্লীলতা মানুষের আবেগে থাকবে ততবারই একটু একটু করে বুঝতে শিখবে (অশ্লীলতাই আসল ধর্ষণকারী)
এই ধর্ষনকারীর বিচার দুনিয়াতে হবে না, দুনিয়াতে সব অশ্লীলতার বিচার হয় না। খ্যাঁতই সেরা তাও সঠিক নয় ...
সঠিক কোনটা সেটা "প্রতিটি পরিস্থিতি" মানুষকে
শিক্ষা দিবে। মুখে পট পট করে দুইদিনে কেউ স্বভাব পরিবর্তন করতে পারে না।
আগে জানতে হবে ,বুঝতে হবে, তারপর স্মার্টলি,নিজেকে সকল নিষিদ্ধ কাজ পরিহার
করতেই হবে।
"করতেই হবে" কথাটার নামই পরিবর্তন ।
পরিবর্তনে মানুষ কখনো খ্যাঁত কখনো স্মার্ট। তাই কোনটা গ্রহন করলে মানুষ ভালো থাকবে সেটা
তারই সিদ্ধান্ত । :) :)
(আমি খ্যাঁতই তাই ক্ষমা করবেন উপদেশ দেয়ার
সাহস করার জন্য)পোষ্ট টা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আপনার যদি কমেন্ট করতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে কমেন্ট করুন..
T= (Thanks)
N= (Nice)
E= (Excellent)
V= (very fine)
B= (Bad)
O= (Osthir)..
আপনাদের কমেন্ট দেখলে আমরা ভাল ভাল পোষ্ট দিতে সাহস পাই।
সবাই লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন।
আপনার শেয়ারেও কেউ উপকৃত হবে!
প্রতিদিন ডাক্তারি সকল প্রকার সেবা পেতে আমাদের পেইজে লাইক দিন।।