KONIKA

KONIKA "রক্তই হোক মানবতার বন্ধন"
KONIKA is a Voluntarily Blood Donating & Human Welfare Organization

03/10/2024

Md. Abdul Hannan Gazi বন্ধুর বিয়ে উপলক্ষে ঢাকা থেকে চট্টগ্রাম গেছে।

আজকে আবার তার জন্মদিন, এই উপলক্ষে চট্টগ্রামে কারো বি পজিটিভ লাগলে সে প্রস্তুত আছে।

04/09/2024

সাহায্য করুন প্লিজ

রক্তশূন্যতা হিমোগ্লোবিন ৩ এক চাচার জন্য বি+ পজিটিভ রক্ত প্রয়োজন। আজকে যতদ্রুত সম্ভব। দিতে না পারলেও শেয়ার করুন যেন অন্য কেউ এগিয়ে আসে।

স্থান: কিশোরগঞ্জ সদর হাসপাতাল

যোগাযোগঃ 01744617418

🚨RED ALERT | Emergency Appel for two units of   /   /   group blood🩸[PLEASE Copy & Share] একজন মায়ের জন্য জরুরী ২ব্যাগ ...
29/06/2024

🚨RED ALERT | Emergency Appel for two units of / / group blood🩸[PLEASE Copy & Share]

একজন মায়ের জন্য জরুরী ২ব্যাগ #বোম্বেব্লাড রক্তের প্রয়োজন।

---------------
“ঢাকা” রক্তশূন্যতা জনিত কারণে একজন মায়ের জন্যে (২৯/০৬/২০২৪) যত দ্রুত সম্ভব ২ব্যাগ অতীব দুর্লভ Bombay/Oh/HH রক্তের প্রয়োজন। Himoglobin[05point]

এখন যতো দ্রুত বোম্বে রক্ত ম্যানেজ না হলে রুগী অবস্থা আরো শোচনীয় হয়ে যাবে... প্লিজ শেয়ার করে দুই জন রক্তদাতা খুঁজে পেতে সহযোগীতা করুন.... 🙏🏽

স্থান: Dhaka, Bangladesh

+8801619016550 | +8801871745462
WhatsApp / call করতে পারেন

RF: MD Nayem Mozumder
.Fnd.MNHM.Nayem.BACTERIA
---------------

অতীতেও আপনারা সকলের সহযোগিতায় (share) অনেক গুলো রুগীর জন্য বোম্বে রক্তদাতা ম্যানেজ হয়েছে... আবারো করজোড়ে বাবার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

---------------

পুনশ্চ: ❝এই রক্তের গ্রুপ কতটা দুর্লভ তা বুঝানোর জন্য একটা ছোট পরিসংখ্যান দিচ্ছি, ২০১৪ সালের পরিসংখ্যান অনুযায়ী জানা যায় যে ১ মিলিয়নে/১০ লক্ষে মাত্র ৪ জন মানুষের এই গ্রুপ।❞

তাই আপনাদের একান্ত সহযোগিতা (share) ছাড়া রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব নয়! রক্তের জন্য রুগী জীবনের সাথে লড়াই করছে...😞


#বোম্বে_ব্লাড #বোম্বে

২ মাসের বাচ্চার জন্য ১৫০ মিলি বি পজিটিভ দিতে পারবেন কেউ ধানমন্ডি জেনারেল হাসপাতালে ? যোগাযোগঃ রুগির বাবা- 01672-684557
23/05/2024

২ মাসের বাচ্চার জন্য ১৫০ মিলি বি পজিটিভ দিতে পারবেন কেউ ধানমন্ডি জেনারেল হাসপাতালে ?

যোগাযোগঃ রুগির বাবা- 01672-684557

20/04/2024

নিম্নোক্ত কষ্টকর পরিস্থিতি-তে কি করা যায়, আপনাদের পরামর্শ চাই-

১। যখন রক্তদাতা রক্ত দিবে বলে রোগীর লোককে অপেক্ষা করায়, কিন্তু রক্ত দিতে আর আসে না।

২। যখন অনেক দূর থেকে রাত-বিরাতে রক্তদাতা রক্ত-দানের জন্য হাসপাতালের গেইটে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু রোগীর লোক ফোন-ই ধরে না।

৩। যখন কোন রক্ত-দাতা রক্ত দিতে এসে রোগীর লোকের কাছে টাকা-পয়সা দাবী করে।

৪। যখন কোন রোগীর লোক রক্তদানের পর রোগীকে এক গ্লাস পানিও পান করায় না।

৫। যখন আমাদের ক্যাম্পেইন-গুলাতে অনেকেই ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করায় আর প্রতিজ্ঞা করে যে কোন সময় রক্ত দান করতে ইচ্ছুক, কিন্তু ডাকলে আর আসে না।

৬। যখন কোন রোগীর লোককে রক্ত ম্যানেজ করে দিবার পর বলা হয় যে- আপনার পরিবারের সবার রক্তের গ্রুপ-এর একটা লিস্ট করে আমাদের দিবেন, কিন্তু পরে আর চিনে না।

৭। যখন কোন ছেলে তার বাবা বা মায়ের জন্য রক্ত চায়, অথচ নিজের রক্তের গ্রুপ-ই জানে না।

৮। যখন ডেলিভারী রোগীকে ওটি-তে ঢুকিয়ে বলে, ইমার্জেন্সী রক্ত লাগবে। অথচ মিনিমাম ৯ মাস আগে তারা এই পরিস্থিতির কথা জানত।

৯। যখন দেখি, আমাদের সব রক্তের সংগঠক-দের মধ্যে একতা নেই, অথচ আমরা সবাই এক হয়ে কাজ করতে পারলে আমাদের কাজ-টা আরো অনেক সহজ হয়ে যেত।

সবার গঠন-মূলক পরামর্শ চাই, কাউকে হেয় করে কোন মন্তব্য চাই না, প্লিজ।

31/03/2024

সকালে এক আফা ফোন দিয়ে জিগাইতেসে- কেন ইউ স্পিক ইন ইংলিশ ?

আমি- সিউর, হোয়াই নট ?

আফা- উই আর হায়ারিং ফর লুক্রেটিভ জব, আর ইউ ইন্টারেস্টেড ?

আমি- এক্সট্রিমলি সরি, আই এম ভেরি বিজি উইথ মাই জব।

আফা- ইটস ওকে, নো প্রবলেম।

আমি- নট ওকে, কেন আই আস্ক ইউ সামথিং ?

আফা- সিউর।

আমি- হোয়াট ইজ ইউর ব্লাড গ্রুপ ?

আফা- বি পজিটিভ, বাট হোয়াই ?

আমি- আই নিড বি পজিটিভ ফর এ সিরিয়াস পেশেন্ট, কেন ইউ ডোনেট টুডে ?

আফা- সরি, আই উইল ইনফর্ম ইউ হোয়েন আই এম ফ্রি।

আমি- ওকে দেন, আই এম ওয়েটিং ফর ইউর কল।

কিন্তু এখন ত উনার নাম্বারে আর কল যায় না, উনি কি আদৌ ব্লাড দিবে নাকি না ?

আমাকে বাসা ভাড়া দিলে অনেক বিপদ- বাড়িওয়ালা আর বাড়িওয়ালী ভাবীকে নিয়মিত ৪ মাস পরপর রক্ত দিতে হয়-আপনাদের আছে নাকি এমন বাড়িওয়...
22/02/2024

আমাকে বাসা ভাড়া দিলে অনেক বিপদ-

বাড়িওয়ালা আর বাড়িওয়ালী ভাবীকে নিয়মিত ৪ মাস পরপর রক্ত দিতে হয়-

আপনাদের আছে নাকি এমন বাড়িওয়ালা আর বাড়িওয়ালী ?

আমাদের কাছে অনেকে রক্তের প্রয়োজনে কল দেয়, কদাচিৎ রক্ত দিবার জন্য ও কল দেয় কালেভদ্রে।এরপর একটা গ্রুপ মাঝে মাঝে রক্ত বিক্র...
23/10/2023

আমাদের কাছে অনেকে রক্তের প্রয়োজনে কল দেয়, কদাচিৎ রক্ত দিবার জন্য ও কল দেয় কালেভদ্রে।

এরপর একটা গ্রুপ মাঝে মাঝে রক্ত বিক্রির জন্য ও কল দেয়, এই ভদ্রলোক ও তার ও পজিটিভ রক্ত বিক্রি করতে চাচ্ছে ১০ হাজার টাকার বিনিময়ে।

আমি যখন জিগাইলাম- কেন বিক্রি করতে চান ?

সে- আমার প্রেমিকা কে নিয়ে পালাব, তার বিয়ের ১৭ দিন বাকি আছে।

আমি- আপনার বয়স কত আর ওজন কত ?

সে- বয়স ২১ আর ওজন ৪৭।

আমি- বয়স ঠিক আছে, কিন্তু ৪৭ কেজি হলে রক্ত দেয়া যায় না, অসুস্থ হয়ে যাবেন।

সে- সমস্যা নাই, প্রেমের জন্য এতটুকু করা যায়।

আমি- আপনার বাড়ি কই ?

সে- কুমিল্লার ব্রাহ্মণপাড়া, ঢাকা পালিয়ে গিয়ে বিয়ে করব- বন্ধুর থেকে ২০ হাজার পাইসি আর রক্ত বিক্রি করে ১০ হাজার পেলেই হবে।

আমি- দেখেন ভাই, আপনার বয়স ২১ আর আমার বয়স ৪২। আপনার দ্বিগুণ বয়স নিয়ে অভিজ্ঞতা থেকে বলছি- নিজের পরিবার আর মেয়ের পরিবারকে কষ্ট দিয়ে বিয়ে করে সুখ পাবেন না।

সে- এত কিছু বুঝি না, আমি আজই পালিয়ে যাব।

আমি- বুঝসি, আপনাকে বুঝিয়ে লাভ হবে না- তবে রক্ত বিক্রি করা আমাদের ধর্মে হারাম আর দেশের আইনে দন্ডনীয় অপরাধ।

সে- আমিও বুঝসি, আপনাকে দিয়ে হবে না- কুমিল্লা ব্লাড ব্যাংকে যাচ্ছি।

আমি- ভাইরে, এত আবেগ ভালা না, পরে পস্তাইবেন।

ফোন কেটে দিসে---------

একদিন ট্রেনে ঢাকা যাচ্ছি, কমলাপুর নেমে ভৈরবের এই সুদর্শন  Paul ভাইটার সাথে দেখা হল-আমি জিগাইলাম- আপনার ব্লাড গ্রুপ কি ? ...
07/02/2023

একদিন ট্রেনে ঢাকা যাচ্ছি, কমলাপুর নেমে ভৈরবের এই সুদর্শন Paul ভাইটার সাথে দেখা হল-

আমি জিগাইলাম- আপনার ব্লাড গ্রুপ কি ?

উনি- ও নেগেটিভ।

আমি- অনেক রেয়ার, লাগলে জানাব ?

উনি- অবশ্যই।

তারপর কি যে হইসে, তা ত ছবিতেই দেখতে পাচ্ছেন-

আমাদের ভৈরবের নিয়মিত এ পজিটিভ রক্তদাতা Md. Omit Hasan Nayme এর মূমুর্ষু মায়ের জন্য কুর্মিটোলা হাসপাতালে ৯ম বারের মত রক্তদান করে এসেছিলেন সেদিন এই সুদর্শন যুবক-

Address

Dhaka Commerce College
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
18:00 - 23:00
Tuesday 09:00 - 17:00
18:00 - 23:00
Wednesday 09:00 - 17:00
18:00 - 23:00
Thursday 09:00 - 17:00
18:00 - 23:00
Friday 06:00 - 11:00
18:00 - 23:00
Saturday 09:00 - 17:00
18:00 - 23:00
Sunday 09:00 - 17:00
18:00 - 23:00

Telephone

+8801622118800

Alerts

Be the first to know and let us send you an email when KONIKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to KONIKA:

Share

Category