Natural Medicine &Food Tips

Natural Medicine &Food Tips We care.
(3)

Allah cure.Back to nature.
🩺ইনফার্টিলিটি চিকিৎসা,
ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল শ্যাম্পু, সাবান এবং বিভিন্ন হার্বস সর্বরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম।
✍️যেকোনো স্বাস্থ্য রিলেটেড ন্যাচারাল টিপস জানতে ইনবক্স করুন।
✅সততাই আমাদের মূলধন।

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ। 👇এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি প...
23/07/2025

একটি গুরুত্বপূর্ণ ভালো সংবাদ। 👇

এখন থেকে প্রতিদিন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা প্রাইমারি পিসিআই সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনামূল্যে হবে। শুধু তা-ই না, সরকারি টাকায় রিং দেওয়া হচ্ছে।

প্রাইমারি পিসিআই হলো হার্ট অ্যাটাকের (Acute STEMI) ১২ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাবে নিয়ে গিয়ে ব্লক হয়ে যাওয়া রক্তনালীর ব্লক খুলে দেওয়ার চিকিৎসা। সাধারণত রিং স্থাপনের মাধ্যমে এটি করা হয়।

শুধু হৃদরোগ চিকিৎসায় নয়, সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে এটি একটি চোখে পড়ার মতো পরিবর্তন।

অন্য সুপার স্পেশালিটির ব্যাপারে বলতে পারব না, তবে কার্ডিওলজির কথা বলতে পারব। হার্টের প্রায় সকল চিকিৎসা বাংলাদেশে হয়। বেশ মানসম্পন্নই হয়। অন্তত ইন্ডিয়ার সঙ্গে অবশ্যই তুলনীয়।

আমার অনুরোধ থাকবে, হৃদরোগ ইন্সটিটিউটের এই চমৎকার যুগোপযোগী কাজটি আপনারা সবাই প্রচার করবেন। অনেক মানুষজন শুধু না জানার কারণে এই আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে। এবং কেউ কেউ মারা যাবে। যারা অসম্পূর্ণ চিকিৎসা পাবে তারা আজীবন ধুঁকবে নানা জটিলতায়। সবাই যেন জানে তাদের জন্য একটি ভরসার জায়গা রয়েছে। হার্ট অ্যাটাকের ১২ ঘন্টার মধ্যে যেন তারা আসতে পারে। ক্ষেত্রবিশেষে প্রাইমারি পিসিআই ২৪ ঘন্টার মধ্যে করা যায়।

সবচেয়ে বড়ো রিলিফ, টাকা পয়সার কোনো চিন্তা করতে হচ্ছে না। সবকিছুই বিনামূল্যে। প্রাইভেটে এই সার্ভিস নিতে ২-৪ লাখ টাকা খুব হরহামেশাই লাগে।

ডা: মারুফ রায়হান খান
৩৯ তম বিসিএসের চিকিৎসক
হৃদরোগ বিশেষজ্ঞ।
প্লিজ সবাই পোস্ট টা বেশি বেশি শেয়ার করবেন 🙏🙏

20/07/2025

আলহামদুলিল্লাহ। আমাদের প্রস্তুতকৃত। #ভৃঙ্গরাজ_অয়েল এর অর্ডার চলমান।
চুলকে প্রাকৃতিক উপায়ে কালো এবং চকচকে করার জন্যে যুগ যুগ ধরে ভৃঙ্গরাজ অয়েল নিরাপদ এবং পরীক্ষিত। চুলের গ্রোথ বাড়াতে এবং অতিরিক্ত চুল পড়া রোধে এই অয়েলটার কার্যকরীতা প্রমাণিত।

📢অর্ডার করতে যোগাযোগ :
01518-914153

18/07/2025

"যে জানে সে কোথায় যাবে???
পৃথিবী তার জন্যে পথ ছেড়ে দিবে।"

🔶আলহামদুলিল্লাহ। সারাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের ন্যাচারাল সাবান তৈরি শিখানোর কোর্স চলমান।

✅আপনি কি কেমিকেল মুক্ত,ফুডকালার মুক্ত ন্যাচারাল নিম সাবান এবং আপনার পছন্দের যেকোনো সাবান প্রস্তুতি করা শিখতে চান???

🌿তবে আমাদের টিম আপনার পাশে আছে!আপনি জানলে অবাক হবেন,
দেশীয় কাঁচামাল ব্যবহার করে ভালোমানের ন্যাচারাল সাবান বাংলাদেশেই তৈরি করা সম্ভব।

বিস্তারিত জানতে,,,,
ইনবক্সে যোগাযোগ করুন /
01518-914153

👨‍⚕️প্রশিক্ষক:
মোঃরাসেল
✅মেডিকেল তৃতীয় বর্ষ(বিইউএমএস)।
শিক্ষার্থী :
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

#নিম_সাবান #জাফরান_সোপ #হ্যান্ডমেইড_সোপ
#ন্যাচারাল_সোপ #ফুডকালার_মুক্ত #কেমিকেল_মুক্ত

17/07/2025

✅🎋নাহাল গার্লিক অয়েল শুধু একটি তেল নয়, এটি এক অনন্য উপকারী ব্যথানাশক যা আপনাকে স্বস্তিদায়ক, ব্যথামুক্ত জীবন উপহার দিতে পারে। পরিবার ও আপনজনদের প্রাকৃতিক যত্নে নাহাল গার্লিক অয়েল দিন – কারণ প্রকৃতি জানে আপনার জন্য সবচেয়ে ভালোটা।

✅ব্যবহারবিধি:

ব্যথার জায়গায় কয়েক ফোঁটা তেল নিয়ে হালকা গরম করে ভালোভাবে মালিশ করুন। দিনে ২ বার ব্যবহারে দ্রুত আরাম পাওয়া যাবে।

বিশ্বাসে তৈরি, যত্নে কার্যকর –
নাহাল গার্লিক অয়েল।

আজই সংগ্রহ করুন নাহাল গার্লিক অয়েল এবং উপভোগ করুন প্রকৃতির নির্ভরতা!

✅✅অর্ডার করতে এখনই ইনবক্স করুন।"
01518-914153







আলহামদুলিল্লাহ!ইউনানী মেডিকেল এন্ড ইনফার্টিলিটি কিউর হল-এর সম্মানিত ইউনানি চিকিৎসক Dr-Mobarak Hossain হজ্জের পবিত্র সফর ...
13/07/2025

আলহামদুলিল্লাহ!
ইউনানী মেডিকেল এন্ড ইনফার্টিলিটি কিউর হল-এর সম্মানিত ইউনানি চিকিৎসক Dr-Mobarak Hossain হজ্জের পবিত্র সফর শেষে আবারও নিয়মিতভাবে রোগী দেখার কার্যক্রম শুরু করেছেন।

দীর্ঘদিন চেম্বারে না থাকায় তিনি সকল রোগী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন।
বর্তমানে আগের মতই নিয়মিত সময়সূচি অনুযায়ী রোগী দেখা চলছে।

✅ যারা ইউনানী চিকিৎসা, প্রাকৃতিক চিকিৎসা এবং বন্ধ্যত্ব (Infertility) সমস্যার সমাধান খুঁজছেন—তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

📍 চেম্বার ঠিকানা:
মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, লিফট -৩ (৪র্থ তলা), মিরপুর -১, ঢাকা।

11/07/2025

আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত ক্লায়েন্টদের অনুরোধে এবারের চমক নাহাল ব্র‍্যান্ডের নতুন প্রোডাক্ট নাহাল গার্লিক অয়েল। যারা আমাদের অন্যান্য প্রোডাক্ট ব্যবহারে আশাতীত উপকার পেয়ে ব্যথানাশক একটা তেল নিয়ে আসার অনুরোধ করছেন।আমি আপনাদের অনুরোধ রাখতে পেরে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি।আলহামদুলিল্লাহ আমাদের টিম ভালো কিছু প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের মিশন এবং ভিশন কেমিকেল মুক্ত ন্যাচারাল পণ্যের প্রতি মানুষের আগ্রহ এবং সচেতনতা বাড়ানো।অর্ডার চলমান।
যারা নিতে আগ্রহী ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইল।

01518-914153

#নাহাল_গার্লিক_অয়েল #ব্যথারসাথী
#বাত_ব্যথা #জয়েন্টপ্যান #হাঁটুব্যথা
#সায়াটিকা #গাউট_গেটেবাত #নাহাল_লাইফস্টাইল #নাহালটিপস
#ন্যাচারালরিমেডি

আলহামদুলিল্লাহ। আমাদের নিজস্ব নাহাল ব্র‍্যান্ডের নাহাল নিম অয়েল এখন SAWAB Bangladesh - এর সিনিয়র অফিসার Borhan Uddin ভাই...
10/07/2025

আলহামদুলিল্লাহ। আমাদের নিজস্ব নাহাল ব্র‍্যান্ডের নাহাল নিম অয়েল এখন SAWAB Bangladesh - এর সিনিয়র অফিসার Borhan Uddin ভাইয়ের হাতে।

নাহাল ব্র‍্যান্ডের প্রতিটি পণ্য বিশ্বাসে তৈরি,,,, উপকারিতায় পরীক্ষিত।

✅নিম অয়েলের উপকারীতা:
মাথার খুশকি, উকুন, মুখের ব্রণ এবং জীবাণুনাশক হিসেবে এর কার্যকরীতা যুগ যুগ ধরে বিশ্বব্যাপী পরীক্ষিত।

অর্ডার চলমান।
01518-914153

#নিম #নিমবীজ #খুশকি #উকুন #ব্রণ #নাহাল_নিম_অয়েল

যিনি ক্লাসে লেকচার দেন উনি লেকচারার।যিনি আমাদের কিছু শেখান তিনি ইনস্ট্রাক্টর।আর যিনি আমার ছাত্রকে অতিক্রম করার আগে আমাকে...
09/07/2025

যিনি ক্লাসে লেকচার দেন উনি লেকচারার।

যিনি আমাদের কিছু শেখান তিনি ইনস্ট্রাক্টর।

আর যিনি আমার ছাত্রকে অতিক্রম করার আগে আমাকে অতিক্রম করতে হবে বলেন,
আমার ছাত্রের বুকে গুলি করার আগে আমাকে গুলি করতে হবে বলেন, তিনি শিক্ষক।

আমরা তোমাদের সাথে আছি বলার চেয়ে, সত্যিকার অর্থে আমাদের পাশে এসে রাস্তায় দাড়ান, তিনি শিক্ষক।।এমন শিক্ষকের ছাত্র হতে পেরে আমরা গর্বিত।

া াবি #কাউন্সিল
#ইউনানি_আয়ুর্বেদিক_শিক্ষা_আইন_ও_স্বতন্ত্র_কাউন্সিল_চাই

09/07/2025

" ইসলামিক দৃষ্টিভঙ্গিতে তরুণদের ব্যবসায় এগিয়ে আসার প্রয়োজনীয়তা"

✍️মোঃরাসেল
তরুণ উদ্যোক্তা

🌿📘🌿নাহাল লাইফস্টাইল থেকে আমি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছি — একটি দায়িত্ব, একটি আমানত, এবং একটি ইবাদতের অংশ হিসেবেই আমি একে গ্রহণ করেছি। আমাদের সমাজে ইসলামিক মূল্যবোধে পরিচালিত ব্যবসা গড়ে তোলা যেমন জরুরি, ঠিক তেমনি তরুণ প্রজন্মের এই পথকে বেছে নেওয়া সময়ের দাবি।

❖ ব্যবসা – নবি (সা.)-এর পছন্দনীয় পেশা

ইসলামে ব্যবসাকে হালাল উপার্জনের একটি সম্মানজনক পথ হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন। হাদীসে এসেছে:

"সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিনে নবী, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবে।"
— [তিরমিযী: 1209]

এই হাদিস থেকেই স্পষ্ট হয়, সৎ ব্যবসা শুধুমাত্র অর্থনৈতিক উন্নতির মাধ্যম নয়, বরং আখিরাতেও মর্যাদা লাভের এক সেতুবন্ধন।

❖ তরুণদের জন্য ব্যবসা কেন গুরুত্বপূর্ণ?

✅আর্থিক স্বাধীনতা:
ইসলাম চায় না কোনো মানুষ অপারগ হয়ে হাত পাতে। একজন আত্মনির্ভরশীল মুসলিমই প্রকৃত অর্থে সম্মানিত। তরুণ বয়সেই স্বনির্ভরতা অর্জন ঈমানি দায়িত্বের অংশ।

✅ হারাম থেকে দূরে থাকা:
বৈধ ও হালাল ব্যবসা তরুণদের হারাম আয়ের ফাঁদ, সুদ ও ধোঁকার পথ থেকে রক্ষা করে।

✅উম্মাহর উপকার:
একজন সৎ ব্যবসায়ী শুধু নিজের নয়, বরং সমাজের বহু মানুষের উপকারে আসতে পারে—চাকরি সৃষ্টি করে, দানের দ্বারা গরীবের পাশে দাঁড়িয়ে।

✅ দাওয়াহর সুযোগ:
ইসলামি নৈতিকতা অনুসরণ করে ব্যবসা করলে, সেটাই হয়ে ওঠে জীবন্ত দাওয়াহর মাধ্যম।

❖ আমাদের করণীয়

বর্তমান যুগে ‘হালাল ইকনমি’ গড়তে হলে, প্রয়োজন ইসলামী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ একটি তরুণ প্রজন্ম, যারা সৎ, বিশ্বস্ত, উদ্যমী ও সৃষ্টিশীল। আমাদের উচিত:

🔶পণ্যে ও বিপণনে ইসলামি শিষ্টাচার মেনে চলা।

🔷ধোঁকা, মিথ্যা ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকা।

🔶সময়ানুবর্তিতা, গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

❖ শেষ কথায়
নাহাল লাইফস্টাইল কেবল একটি ব্র্যান্ড নয়, বরং এটি একটি দায়িত্বশীল উদ্যোগ — যেখানে ব্যবসার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, হালাল রিযিকের প্রচেষ্টা এবং সমাজ পরিবর্তনের লক্ষ্যে পথচলা অব্যাহত আছে। তরুণদের প্রতি আহ্বান থাকবে: চাকরির পেছনে ছোটা নয়, বরং নিজের স্বপ্ন ও হালাল পথের মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠুন।

স্লোগান:
"বদলে যাও, বদলে দাও – হালাল ব্যবসায় নিজেকে গড়ো, উম্মাহকে জাগাও।"
#সামাজিক_বিজনেস #তরুণ_উদ্যোক্তা
#তারুণ্যের_ভাবনা

08/07/2025

আলহামদুলিল্লাহ। নাহাল ব্র‍্যান্ডের অর্গানিক সাবান প্রস্তুতি সম্পূর্ণ। আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব প্রস্তুতকৃত নাহাল জাফরান সাবান। আমাদের প্রতিটি পণ্য বিশ্বাসে তৈরি,,, ল্যাবে পরীক্ষিত।

🔶জাফরান সাবানের উপকারিতা:
✅ত্বক উজ্জ্বল করে।
✅মুখের দাগ এবং মেছতা হ্রাস করে।
✅বয়সের চাপ দূর করে।
✅ত্বক হাইড্রেটেড রাখে রুক্ষতা হ্রাস করে।
✅ত্বকে ন্যাচারাল গ্লো এনে দেয়।

📢অর্ডার চলমান:
01518-914153

#জাফরান #জাফরানসোপ #অর্গানিকস্কিনকেয়ার
#বিউটিকেয়ার #ন্যাচারালটিপস #নাহাল_জাফরান_সোপ #নাহাল_নিম_অয়েল #নাহাল_গার্লিক_অয়েল #নাহাল_ভৃঙ্গরাজ_অয়েল

আলহামদুলিল্লাহ। 🌿🌿বাংলাদেশের ন্যাচারোপ্যাথি সিস্টেমের একমাত্র ব্যাচেলর মেডিকেল কলেজ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যা...
07/07/2025

আলহামদুলিল্লাহ।
🌿🌿বাংলাদেশের ন্যাচারোপ্যাথি সিস্টেমের একমাত্র ব্যাচেলর মেডিকেল কলেজ যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির অধীনে পরিচালিত
"সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ"- এর ৩৩ তম ব্যাচের ব্যাচেলর ইউনানী শিক্ষার্থীদের প্রস্তুতকৃত রওগন ভৃঙ্গরাজ(ভৃঙ্গরাজ অয়েল) প্রস্তুতি সম্পূর্ণ।
✅ভৃঙ্গরাজ অয়েল এর উপকারিতা:
🔶চুলকে কালো এবং উজ্জ্বল করে।
🔶চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে।
🔶চুলপড়া রোধ করে।
🔶চুলের সৌন্দর্য বৃদ্ধি করে।
🔶এছাড়াও আরও চুলের যত্নে ভূমিকা পালন করে।

অর্ডার চলমান:
01518-914153

#ভৃঙ্গরাজতেল #কেশরাজ #কালোচুল #ন্যাচারালটিপস #চুলেরযত্ন

06/07/2025

মেডিসিনাল হার্বস নয়নতারার সাথে।
আপনি কি নয়নতারার ভেষজগুণ সম্পর্কে অবগত???
✅স্মৃতিশক্তি বাড়াতে নয়নতারা খুবই উপকারী মেডিসিনাল হার্বস। এছাড়াও আরও কোনো ভেষজগুণ জানা থাকলে কমেন্টে জানান।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801781173728

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Natural Medicine &Food Tips publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter La Pratique

Envoyer un message à Natural Medicine &Food Tips:

Partager