16/05/2025
মুখের জড়তা বা তোতলানো সমস্যা থাকলে জিহ্বার নীচে বা জিহ্বায় ধরে বা নীচে তিন আঙ্গুল রেখে আয়াত আর দোয়া গুলো বেশি বেশি পড়ুন।
সম্ভব হলে এই গুলো দ্বারা পানি পড়া তৈরি করে কুলি করুন বেশি বেশি।
১/ সূরা ফাতিহা
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ اَلْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ اَلرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
(১) শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (২) যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। (৩) যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। (৪) যিনি বিচার দিনের মালিক। (৫) আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। (৬) আমাদেরকে সরল পথ দেখাও, (৭) সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।
২/ সূরা ত্বহার আয়াত নং ২৫-২৮
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ﴿٢٥﴾ وَيَسِّرْ لِي أَمْرِي ﴿٢٦﴾ وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ﴿٢٧﴾ يَفْقَهُوا قَوْلِي ﴿٢٨﴾
নিম্নের অংশ টুকু বেশি বেশি পড়ুন👇
(وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي)
(২৫) সে বলল, ‘হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন’ (২৬) ‘এবং আমার কাজ সহজ করে দিন, (২৭) ‘আর আমার জিহবার জড়তা দূর করে দিন- (২৮) যাতে তারা আমার কথা বুঝতে পারে’।
৩/ দোয়া দুটি বেশি বেশি পড়ুন
َاَللّٰٓهُمّٰ حُلَّ كُلَّ عُقْدَ الْعَيْنِ وَالْحَاسِدَ وَالْسِحْر ِمنَ الْجِنِّ الۡفَهۡمِ وَالۡلِسَانِ الۡمُتَمۡتِمۡ
হে আল্লাহ আপনি মুখে থাকা জ্বীনের বদ নজর,হিংসা, যাদু এবং জিহ্বায় থাকা সমস্ত বাধা গুলো খুলে দিন যা আমার জড়তার বাধা তৈরি করে।
َاَللّٰٓهُمّٰ يُحْرَقْ وَدَمَّرْ حُلَّ كُلَّ عُقْدِ الْعَيْنِ وَالْحَاسِدَ وَالْسِحْرَ ِِِمنَ الْجِنِّ الۡفَهۡمِ وَالۡلِسَانِ الۡمُتَمۡتِمۡ
হে আল্লাহ আপনি মুখে থাকা জ্বীনের বদ নজর,হিংসা, যাদু গুলো জ্বালিয়ে দিন এবং জিহ্বায় থাকা সমস্ত বাধা ধ্বংস করে দিন এবং খুলে দিন যা আমার জড়তার বাধা প্রধান করে।
بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيْكَ، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنٍ حَاسِدٍ، اَللَّهُ يَشْفِيكْ، بِسْمِ اللَّهِ أَرْقِيْكَ
বিসমিল্লা-হি আর্ক্বীক, মিন কুল্লি শাইয়িন ইউ’যীক, মিন শার্রি কুল্লি নাফসিন আউ আ'ইনিন ‘হা-সিদিন, আল্লা-হু ইয়াশফীক, বিসমিল্লা-হি আর্ক্বীক
৪/ সূরা ফালাক
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
قُلْ أَعُوْذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾ مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (১) ক্বুল আ‘উযু বিরব্বিল ফালাক্ব। (২) মিন শাররি মা- খালাক্ব। (৩) ওয়া মিন শাররি গা-সিক্বিন ইযা- ওয়াক্বাব। (৪) ওয়া মিন শাররিন নাফফা-সা-তি ফিল ‘উক্বাদ। (৫) ওয়া মিন শাররি হা-সিদিন ইযা- হাসাদ
এই অংশে বেশি বেশি পড়ুন
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
উক্ত আয়াত ও দোয়া গুলো আপনি নিজের জড়তার জন্যে খুব বেশি বেশি পড়ুন, কোন নির্দিষ্ট সময় নেই আপনি যখন ইচ্ছে আমল করতে পারেন।
যথা সম্ভব রাক্বি দ্বারা চিকিৎসা নিয়ে নেয়ার চেষ্টা করবেন
জাযাকাল্লাহ আল্লাহ
পোস্ট উপকারী মনে হলে শেয়ার করে দিতে পারেন।