Biodent Oral Health Care

Biodent Oral Health Care Biodent is the first ever complete Oral Health Care Brand in Bangladesh for Manufacturing & Providing

Biodent is the first ever complete Oral Health Care Brand in Bangladesh

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদআসুন, হিংসা নয়—ভ্রাতৃত্ব হোক আমাদের ঈদ আনন্দের সবচেয়ে বড় উপহার।এই পবিত্র দিনে—🤲 আত্মত্যাগে...
06/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক ঈদ

আসুন, হিংসা নয়—ভ্রাতৃত্ব হোক আমাদের ঈদ আনন্দের সবচেয়ে বড় উপহার।

এই পবিত্র দিনে—
🤲 আত্মত্যাগে হোক আত্মশুদ্ধি,
❤️ সহানুভূতিতে হোক হৃদয় জয়ের সেতুবন্ধন,
🤝 বিভেদ ভুলে আমরা একসাথে উদযাপন করি ভালোবাসার ঈদ।

🕌 ঈদ মোবারক!
আপনার ও আপনার পরিবারের জন্য রইল অফুরন্ত শুভকামনা।

05/06/2025
🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, য...
05/06/2025

🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?

সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗

🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, যা ধীরে ধীরে মুখের ভেতরে আঁশ জমিয়ে মুখ খুলতে দেয় না।
এবং দুঃখজনকভাবে—
👉 এটা মুখের ক্যান্সারে রূপ নিতে পারে।

---

🎯 কেন হয়?

🔸 সুপারি/জর্দা/তামাক চিবানো
🔸 অতিরিক্ত ঝাল খাবার
🔸 ভিটামিনের ঘাটতি
🔸 দীর্ঘদিন মুখে ইনফেকশন বা চুলকানি

---

⚠️ লক্ষণগুলো চিনে নিনঃ

✔️ মুখ খুলতে কষ্ট
✔️ গালের ভেতর টান, জ্বালাপোড়া
✔️ ঝাল-টক খেতে না পারা
✔️ মুখের ভিতরে সাদা/লাল দাগ
✔️ ধীরে ধীরে কথা ও খাওয়ার সমস্যা

---

❌ চিকিৎসা না করলে কী হয়?

⛔ মুখ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে
⛔ খাওয়া-দাওয়া বন্ধ
⛔ মুখের ক্যান্সার হতে পারে

---

✅ কী করবেন?

🔹 সুপারি, জর্দা, গুল সম্পূর্ণভাবে বন্ধ করুন
🔹 মুখের যত্ন নিন, নিয়মিত চিকিৎসকের চেকআপ করুন
🔹 ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার খান
🔹 প্রয়োজন হলে ওষুধ ও থেরাপি নিন
🔹 দেরি না করে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন

---

💬 আপনার মুখ আপনার পরিচয়।
মুখের ছোট সমস্যাকে অবহেলা করবেন না।
আজই শুরু করুন সচেতনতা, আগামীকাল রক্ষা করুন নিজেকে।



#ডেন্টাল_সচেতনতা




আগে আইসক্রিম দেখলেই বেশ ভয় পেতাম কিন্তু এখন স্বাচ্ছন্দে আইসক্রিম খেতে পারি, কোন শিরশির অনভূতি নেই কারন আমি এখন নিয়মিত BI...
29/05/2025

আগে আইসক্রিম দেখলেই বেশ ভয় পেতাম কিন্তু এখন স্বাচ্ছন্দে আইসক্রিম খেতে পারি, কোন শিরশির অনভূতি নেই কারন আমি এখন নিয়মিত BIODENT sensi.relief toothpaste ব্যবহার করি ।
ধন্যবাদ BIODENT toothpaste.

"আমার আছে সুস্থ দাঁত ও মাড়ি,কারণ আমি নিয়মিত ব্যবহার করি — BioDent Toothpaste!"দাঁতের যত্নে প্রতিদিনকার ভরসা,দেশীয় পণ্যে ...
24/05/2025

"আমার আছে সুস্থ দাঁত ও মাড়ি,
কারণ আমি নিয়মিত ব্যবহার করি — BioDent Toothpaste!"

দাঁতের যত্নে প্রতিদিনকার ভরসা,
দেশীয় পণ্যে আন্তর্জাতিক মানের নিশ্চয়তা।


#স্বাস্থ্যবান_দাঁত
#মাড়ির_সুরক্ষা
#দৈনিক_আস্থার_নাম

বাচ্চাদের টুথপেস্ট SLS (Sodium Lauryl Sulfate) মুক্ত হওয়া প্রয়োজনকয়েকটি গুরুত্বপূর্ণ কারণে—১. নরম ও সংবেদনশীল মাড়ির জন্...
06/05/2025

বাচ্চাদের টুথপেস্ট SLS (Sodium Lauryl Sulfate) মুক্ত হওয়া প্রয়োজন
কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে—

১. নরম ও সংবেদনশীল মাড়ির জন্য নিরাপদ

SLS একটি ডিটারজেন্ট ও ফোমিং এজেন্ট, যা প্রাপ্তবয়স্কদের জন্য টুথপেস্টে ব্যবহৃত হয়। তবে, এটি শিশুদের সংবেদনশীল মাড়িতে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে এবং মাড়ির ক্ষতি করতে পারে।

২. আফথাস আলসার (Mouth Ulcer) প্রতিরোধ

গবেষণায় দেখা গেছে, SLS মাউথ আলসারের (Canker Sores) ঝুঁকি বাড়িয়ে দেয়। যেহেতু শিশুদের মুখের ভেতরের টিস্যু নরম হয়, তাই এটি সহজেই ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩. গিলে ফেললে কম ঝুঁকি

শিশুরা টুথপেস্ট গিলে ফেলতে পারে, যা SLS থাকলে পেটে সমস্যা বা ডাইজেস্টিভ ইস্যু তৈরি করতে পারে। SLS-মুক্ত টুথপেস্ট ব্যবহার করলে এই ঝুঁকি কমে যায়।

৪. পানির স্বাভাবিক স্বাদ পরিবর্তন না করা

SLS একটি ডিটারজেন্ট-জাতীয় উপাদান, যা জিভের স্বাদ গ্রহণের ক্ষমতাকে সাময়িকভাবে প্রভাবিত করতে পারে। অনেক সময় এটি খাবারের স্বাদ বিকৃত করে ফেলে, বিশেষ করে পানির স্বাদ তেতো মনে হতে পারে। SLS-মুক্ত টুথপেস্ট ব্যবহার করলে শিশুদের স্বাভাবিক স্বাদগ্রহণের অভিজ্ঞতা বজায় থাকে।

৫. হরমোনের ভারসাম্য নষ্টের ঝুঁকি কমানো

কিছু গবেষণায় দেখা গেছে যে, SLS দীর্ঘমেয়াদে এন্ডোক্রাইন সিস্টেমে (হরমোন নিয়ন্ত্রণকারী গ্রন্থি) প্রভাব ফেলতে পারে।

৬. ত্বকে ও চোখে জ্বালাপোড়া থেকে রক্ষা করা

SLS ত্বকে সহজেই শোষিত হতে পারে এবং শিশুর ত্বক সংবেদনশীল হওয়ায় এটি র‍্যাশ বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। অনেক সময় শিশুরা টুথপেস্ট ব্রাশ করার সময় মুখে লেগে থাকা হাত দিয়ে চোখে লাগিয়ে ফেলে, যা জ্বালাপোড়ার কারণ হতে পারে। SLS-মুক্ত টুথপেস্ট ব্যবহার করলে এই ঝুঁকি থাকে না।

৭. এলার্জির ঝুঁকি কমানো

অনেক শিশু SLS-জনিত এলার্জিতে আক্রান্ত হয়, যেমন—

মুখে বা মাড়িতে র‍্যাশ

জ্বালাপোড়া বা চুলকানি

শুষ্ক ও ফাটা ঠোঁট

যাদের সংবেদনশীল ত্বক ও মুখগহ্বর রয়েছে, তাদের জন্য SLS-মুক্ত টুথপেস্ট ব্যবহার করাই ভালো।

SLS-মুক্ত টুথপেস্ট শিশুদের মাড়ি, দাঁত ও স্বাস্থ্যের জন্য নিরাপদ। তাই, শিশুদের জন্য টুথপেস্ট কেনার সময় SLS-মুক্ত (SLS-free) ট্যাগ দেখে নেওয়াটা গুরুত্বপূর্ণ।

BIODENT Baby Gel Toothpaste একটি SLS free
টুথপেস্ট, যা শিশু গিলে ফেললেও নিরাপদ।

বাচ্চাদের দাঁতের গুরুত্ব ও যত্নশিশুদের প্রায় ৬ বছর বয়স পর্যন্ত মুখে মোট ২০টি দুধ দাঁত থাকে। অনেকেই মনে করেন, যেহেতু দুধ ...
04/05/2025

বাচ্চাদের দাঁতের গুরুত্ব ও যত্ন

শিশুদের প্রায় ৬ বছর বয়স পর্যন্ত মুখে মোট ২০টি দুধ দাঁত থাকে। অনেকেই মনে করেন, যেহেতু দুধ দাঁত একসময় পড়ে যাবে, তাই এগুলোর যত্ন নেওয়া প্রয়োজন নয়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল।

দুধ দাঁতের গুরুত্ব:

দুধ দাঁত স্থায়ী দাঁত ওঠার পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

চোয়ালের সঠিক বৃদ্ধি ও মুখমণ্ডলের গঠনে সহায়ক।

সঠিক উচ্চারণ ও খাওয়ার অভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৬ বছর বয়স থেকে শিশুর মুখে স্থায়ী দাঁত ওঠা শুরু হয় এবং ১২ বছর পর্যন্ত একসঙ্গে দুধ দাঁত ও স্থায়ী দাঁত মুখে থাকে। তাই এই সময়টা শিশুদের দাঁতের যত্ন নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যত্নের প্রয়োজনীয়তা:

প্রতিদিন সকালে ও রাতে খাবার পরে দু’বার ব্রাশ করানোর অভ্যাস গড়ে তুলুন।

শিশুদের জন্য আলাদা টুথপেস্ট ব্যবহার করা উচিত, যাতে ফ্লুরাইডের মাত্রা তাদের বয়স অনুযায়ী উপযোগী হয়।

সতর্কতা: প্রাপ্তবয়স্কদের ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট শিশুদের জন্য ব্যবহার করলে ডেন্টাল ফ্লুরোসিস হতে পারে। এতে দাঁতের এনামেলে সাদা দাগ পড়ে এবং দাঁত দুর্বল হয়ে যায়।

উপযুক্ত টুথপেস্টের পরামর্শ:

৬ বছর পর্যন্ত: BIODENT Baby Gel Toothpaste

৬ থেকে ১২ বছর বয়স পর্যন্ত: BIODENT Junior Gel Toothpaste

Address

Block# A, Avenue# 5, House# 47 (1stFloor) Section# 6, Mirpur
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Biodent Oral Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Biodent Oral Health Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram