21/09/2025
দাঁতের চিকিৎসায় বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর :
( )
১| আমার আক্কেল দাঁতে তীব্র ব্যথা৷ ডাক্তার বলেছেন দাঁতটা ফেলতে হবে। আমার হার্টে রিং পরানো আছে। সেক্ষেত্রে আমার দাঁতের চিকিৎসা নিতে হলে কী করণীয়, কোনো সমস্যা হবে কি না?
উত্তর:
যেসব রোগীদের cardiovascular disease বা হৃদরোগের চিকিৎসা চলমান তাদের দাঁতের চিকিৎসা নেয়ার ক্ষেত্রে কিংবা দাঁত ফেলার (extraction) ক্ষেত্রে কয়েকটি বিষয় সচেতনতার সহিত খেয়াল রাখতে হবে :
√ যেসব রোগী Low dose aspirin নিয়ে থাকেন তাদেরকে দাঁতের চিকিৎসা নেয়ার কমপক্ষে তিনদিন আগ থেকে aspirin নেয়া বন্ধ করতে হবে।
√ অবশ্যই অবশ্যই Hypertension এর ওষুধ চালু রাখতে হবে। ব্লাড প্রেশার Stable হতে হবে।
√যাদের এ্যাজমা আছে তাদের চিকিৎসার ক্ষেত্রে শীতকাল এড়িয়ে চলতে হবে৷ কিংবা একান্তই যদি চিকিৎসা নিতে হয় সে ক্ষেত্রে সার্জিকাল ট্রিটমেন্ট বা প্রসিডিওরের আগে ইনহেলার ডোজ নিয়ে নিতে হবে।
√ চিকিৎসা শুরুর আগের দিন কিংবা কয়েকদিন আগ থেকে ডাক্তারের সাথে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই তার প্রেসক্রাইভ্ড করা Antibiotic সেবন শুরু করতে হবে। কোনোক্রমেই ডোজ ইনকম্প্লিট রাখা যাবে না।
√রোগী যদি অতীতে Steroid drug নিয়মিত নিতেন এমন রোগী হন তবে আগে থেকে চিকিৎসককে জানিয়ে রাখবেন৷ কোনোক্রমেই সার্জিকাল প্রসিডিওর চলাকালীন সময়ে, কিংবা এর আগে steroid নেয়া বন্ধ করা যাবেনা। operation এর তিনদিন পর ক্রমাগত ডোজ রিডাকশন করে Steroid নেয়া বন্ধ করতে হবে।
√আর যদি রোগীর Steroid drug নেয়া চলমান থাকে তবে operation এর আগে ডোজ ডাবল করতে হবে। এ অবস্থাতেই সাতদিনের মাঝে তার সার্জিকাল প্রসিডিওর সম্পন্ন করতে হবে৷