National Heart Foundation of Bangladesh

National Heart Foundation of Bangladesh National Heart Foundation of Bangladesh is a non-profit, service oriented, supported and approved by the Government of the People's Republic of Bangladesh.

To supplement the activities of the Government on cardiovascular diseases management and prevention, this foundation was formed at the initiative of National Professor Brig. (Rtd.) Abdul Malik with some dedicated medical and non-medical social workers on 12 October 1978. Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh is the Chief Patron of this Foundation. The Foundati

on is a member of World Heart Federation, World Hypertension League and World Health Organization is also supporting the various training programs and academic activities. National Heart Foundation Hospital and Research Institute is one of the project of this foundation. Currently this hospital is functioning as 480 bedded modern cardiac hospital and carrying out all types of modern non-invasive & invasive cardiac investigations & treatments, pacemaker & other device implantation, both closed & open heart surgeries. All investigations and treatments are done at lower charges than other hospitals. This Institute is conducting postgraduate courses for doctors & different diploma courses for cardiac nurses & technicians. Clinical and epidemiological research works are being carried out. To spread it’s activities of creating awareness on heart diseases & to offer better treatment facilities for cardiac diseases, NHFB has 45 affiliated bodies throughout the country.

06/06/2025
আমরা গভীরভাবে শোকাহত-অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানানো যাচ্ছে যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিড...
28/05/2025

আমরা গভীরভাবে শোকাহত-
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানানো যাচ্ছে যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ এস এম আল হোসেইনী, ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত জটিলতায় আজ ( ২৮ মে ২০২৫ ইং) সকাল ১১:০৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)!

তাঁর এই মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন যাবত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সমাজসেবায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

27/05/2025

🚨 ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে জরুরী বিজ্ঞপ্তি 🚨

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সকল শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কোনো ফেসবুক গ্রুপ নেই। শুধুমাত্র অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে; যার নাম National Heart Foundation of Bangladesh

সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কয়েকটি অবৈধ ফেসবুক গ্রুপ নিজেদেরকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নামে বা ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নামে পরিচয় দিচ্ছে। কেউ কেউ আমাদের লোগোও ব্যবহার করছে।

এ বিষয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই:

❌ এই গ্রুপগুলোর সাথে হাসপাতালের কোনো ধরনের সংযোগ নেই।
❌ তারা হাসপাতালের পক্ষ থেকে কোনো চিকিৎসা পরামর্শ, তথ্য বা সেবা দেওয়ার জন্য অনুমোদনপ্রাপ্ত নয়।
❌ এসব গ্রুপ চেম্বার বুকিংয়ের নামে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং মিথ্যাভাবে দাবি করছে যে তারা বুকিংয়ের ব্যবস্থা করতে পারে। আমরা এধরনের কোনো বুকিং গ্রহণ বা স্বীকৃতি দিই না।
❌ এই ধরনের গ্রুপের দ্বারা প্রদত্ত ভুল তথ্য, আর্থিক ক্ষতি বা অন্য কোনো সমস্যার জন্য হাসপাতাল কোনোভাবেই দায়ী নয়।

✅ সঠিক তথ্য ও সেবা পাওয়ার জন্য আমাদের শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করুন।

📣 যদি আপনার কোনো অভিযোগ বা অনুযোগ থেকে থাকে, তাহলে সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন ( +88-02-58054708-12) । আমরা সর্বোচ্চ সহযোগিতার জন্য প্রস্তুত।

এই ধরনের অবৈধ গ্রুপ দেখে থাকলে দয়া করে Facebook-এ রিপোর্ট করুন এবং অন্যদের প্রতারণার হাত থেকে রক্ষা করুন।

আপনাদের আস্থা ও সুস্থতাই আমাদের অগ্রাধিকার।

— ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল কর্তৃপক্ষ

Congratulations -TEAM NHFH at EuroPCR 2025We are proud to share that Team National Heart Foundation Hospital & Research ...
27/05/2025

Congratulations -TEAM NHFH at EuroPCR 2025

We are proud to share that Team National Heart Foundation Hospital & Research Institute (NHFH&RI) presented to the cardiology fraternity an outstanding display of scientific presentation at EuroPCR 2025- the world-renowned course in interventional cardiovascular medicine.

Our heartfelt congratulations go to our esteemed Chief Consultant Cardiologist, Professor Fazila-Tun Nesa-Malik, for her exceptional contributions. Professor Malik captivated the global audience with several complex case presentations. Her talk on "Tough Decisions in Complex Left Main PCI – Left Main Trifurcation" received widespread acclaim and a standing ovation, marking a highlight of the event.

In addition to her impactful presentations, Professor Malik also contributed as Facilitator, Evaluator, and Discussant in multiple sessions, further showcasing her leadership and expertise on the international stage.

This year a record 28 cases and abstracts from National Heart Foundation Hospital & Research Institute (NHFH&RI) were accepted for presentation at EuroPCR. This reflects reflecting our institution’s continued commitment to clinical excellence and academic research. The accepted presentations included:
Oral Case Presentations- 6
E-Case Presentations- 7
E-Poster Presentations- 12
Oral Abstract Presentations -3.

We also congratulate our dedicated faculty members who presented challenging and innovative coronary intervention cases:
Professor Dr. Dhiman Banik, Associate Professor Dr. Md. Kalimuddin, Associate Professor Dr. Naharuma Aive Hyder Chowdhury, Dr. Abdul Kayum Khan &
Dr. Md. Shamim Chowdhury.

Their hard work and contributions have once again placed NHFH&RI at the forefront of global cardiology innovation and research. We extend our deepest appreciation to all the contributors for representing our institution with such distinction.

Together, we continue to advance the boundaries of cardiovascular care.

Workshop on 'Management of Hypertension' "Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer"- was the them...
27/05/2025

Workshop on 'Management of Hypertension'

"Measure Your Blood Pressure Accurately, Control It, Live Longer"- was the theme of World Hypertension Day- 2025. To mark the day in a befitting manner, National Heart Foundation of Bangladesh (NHFB), organized a Continuing Medical Education (CME) session titled “Management of Hypertension' on 15 May 2025 at NHFH&RI auditorium. Through evidence-based lectures and interactive, case-based discussions, participants gained critical insights into both pharmacological and non-pharmacological interventions, risk assessment, lifestyle modification strategies, and patient-centered care approaches.

In the event it was emphasized tha accuate blood pressure monitoring as athe cornerstone of effective hypertension control, in line with the World Hypertension League’s global message.

Almost 150 medical students and intern doctors representing 15 medical and dental colleges of the country participated under the banner of BMSS. Their active participation added colour to our programme.

আমরা গভীরভাবে শোকাহত-অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে জানানো যাচ্ছে যে, অত্র হাসপাতালের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট (ওটি) মোঃ হূ...
24/05/2025

আমরা গভীরভাবে শোকাহত-
অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে জানানো যাচ্ছে যে, অত্র হাসপাতালের ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট (ওটি) মোঃ হূমায়ন রহমান, ৪২ বছর আজ ( ২৪ মে ২০২৫) দুপুর ২ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)!
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পূত্র রেখে গেছেন। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, তিনি দীর্ঘ ২০ বছরেরও অধিক সময় এই হাসপাতালে কর্মরত থেকে সেবা দিয়ে গেছেন।

আজ (১৭ মে ২০২৫) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।  দিবসটির এবারের প্রতিপাদ্য—  সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘ...
17/05/2025

আজ (১৭ মে ২০২৫) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য— সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন।
দিবসটি উদযাপন উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃক মে মাসব্যাপী ঢাকা এবং ঢাকার বাইরে গণমুখী সেমিনার, বৈজ্ঞানিক সেমিনার, দেশব্যাপী বিনামূল্যে রক্তচাপ পরিমাপ, গণমাধ্যমে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানমালা, সচেতনতামূলক পোষ্টার ও লিফলেট প্রকাশ সহ নানাবিধ কর্মসূচী চলছে।

দিবসটি উপলক্ষে আজ ১৭ মে ২০২৫ ইং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মিরপুর এর অডিটোরিয়ামে এক গণমুখী সেমিনার অনুষ্ঠিত হয়। গণমুখী সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান, মাননীয় সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সেমিনারটির সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী), স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক। এ ছাড়াও গণমুখী সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। হাসপাতালের পরিচালক বিগ্রে. (অব.) অধ্যাপক ডা. ইউনুছুর রহমান ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়। প্রায় তিন শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেমিনারে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ একটি ‘নিরব ঘাতক’। আমাদের দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো—এদের প্রায় ৫০ শতাংশই জানেন না যে তারা এই সমস্যায় আক্রান্ত।
উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলসহ বিভিন্ন জটিল ও প্রাণঘাতী অসুস্থতার অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ। তাই এই নীরব অথচ মারাত্মক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও চিকিৎসার জন্য জনসাধারণ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি একান্ত জরুরি।
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত। পাশাপাশি, এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রিত জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, উচ্চ রক্তচাপ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ বর্তমানে দেশের ৪৪টি জেলার ৩১০টি উপজেলার স্বাস্থ্যসেবা কেন্দ্রে অসংক্রামক রোগ কর্মসূচি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে প্রায় ১৮২টি উপজেলার ১০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীদের উচ্চ রক্তচাপ পরিমাপ ও এ সংক্রান্ত ওষুধ নির্দেশনা নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ে রক্তচাপ মাপা, জীবনধারা পরিবর্তনের পরামর্শ, চিকিৎসকের কাছে রেফার করা ও সচেতনতা তৈরি—এই কাজগুলো নিয়মিতভাবে করে যাচ্ছে প্রশিক্ষিত কর্মীরা।
বর্তমানে উচ্চ রক্তচাপে আক্রান্ত রেজিস্টার্ড ৮ লক্ষের বেশি মানুষ এই প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫৫ শতাংশ মানুষের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।

https://youtu.be/b56sOW36gDg?si=xnKvGD-wwHo6Ggou
17/05/2025

https://youtu.be/b56sOW36gDg?si=xnKvGD-wwHo6Ggou

হৃদরোগ, হঠাৎ হৃদযন্ত্র অকেজো এবং ব্রেইন স্ট্রোকের কারণ উচ্চ রক্তচাপ=======================হৃদরোগ, হঠাৎ হৃদযন্ত্র অকেজো হওয়া এব...

https://youtu.be/MVLw27nnRUk?si=n3W13f3QW74ZT8H2
17/05/2025

https://youtu.be/MVLw27nnRUk?si=n3W13f3QW74ZT8H2

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস ২০২৫ | সুস্থ থাকুন প্রতিদিন | Shustho Thakun Protidin | ১৭ মে ২০২৫ | Channel 24আজকের বিষয়: বিশ্ব উচ্চ রক্তচাপ দ.....

https://youtu.be/9fil5WfJ78o?si=2EoHKsIhEgoP5YuC
17/05/2025

https://youtu.be/9fil5WfJ78o?si=2EoHKsIhEgoP5YuC

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও সুস্থ জীবন | Shurokkhai Protidin | PHA সুরক্ষায় প্রতিদিন | ১৪ মে ২০২৫অতিথি: ০১....

Address

Plot 7/2, Section/2
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when National Heart Foundation of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category