Impress Dental & Orthodontics

Impress Dental & Orthodontics A beautiful smile is never out of style.

04/09/2025

#আকা_বাকা_দাঁত ( ) → #দাঁতের_রোগের_ঝুঁকি

১. আকা বাকা দাঁত হলে কী হয়?

দাঁতগুলো সোজা না হয়ে ঘিঞ্জি হয়ে থাকে।

ব্রাশ বা ফ্লস ঠিকভাবে পৌঁছায় না।

খাবারের কণা ও প্লাক দাঁতের ফাঁকে জমে থাকে।

---

২. এর ফলে কী সমস্যা হয়?

(ক) ক্যারিজ (Caries)

প্লাকের জীবাণু অ্যাসিড তৈরি করে।

দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ক্যারিজ বা গর্ত তৈরি হয়।

ক্যারিজ বেশি হয় দাঁতের ফাঁকে (interproximal caries)।

(খ) পাল্পাইটিস (Pulpitis)

চিকিৎসা না করলে ক্যারিজ ধীরে ধীরে দাঁতের ভেতরের অংশে (pulp) পৌঁছে যায়।

দাঁতে তীব্র ব্যথা, ঠান্ডা-গরমে সংবেদনশীলতা হয়।

পরে দাঁতের নার্ভ নষ্ট হয়ে যায় → Root Canal Treatment দরকার হয়।

(গ) জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস (Gingivitis → Periodontitis)

দাঁতের ফাঁকে প্লাক জমে মাড়িতে প্রদাহ হয় (gingivitis)।

ধীরে ধীরে হাড় ক্ষয় হয়, দাঁত নড়বড়ে হয়ে যায় (periodontitis)।

একসময় দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

---

৩. দীর্ঘমেয়াদী পরিণতি

ক্যারিজ → পাল্পাইটিস → দাঁত হারানো

জিনজিভাইটিস → পেরিওডন্টাইটিস → দাঁত হারানো

অর্থাৎ, #আকা_বাকা দাঁত দাঁতের জন্য “দ্বিমুখী হুমকি”— ক্যারিজ ও পেরিওডন্টাইটিস দুটোই বাড়িয়ে দেয়।

---

৪. সমাধান

✅ নিয়মিত দাঁত পরিষ্কার করা (ব্রাশ + ফ্লস + mouthwash)
✅ দাঁতের ডাক্তারকে নিয়মিত দেখানো
✅ প্রয়োজনে ( #ব্রেস) নিয়ে দাঁত সোজা করা
✅ ক্যারিজ হলে দ্রুত ফিলিং, pulp আক্রান্ত হলে Root Canal Treatment
✅ মাড়ির অসুখ হলে scaling ও periodontal therapy

---

👉 জনসচেতনতার বার্তা:
“আকা বাকা দাঁত শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি দাঁতের ক্যারিজ, পাল্পাইটিস ও মাড়ির অসুখ (পেরিওডন্টাইটিস)–এর প্রধান কারণ।
তাই সময়মতো চিকিৎসা নিন, দাঁত বাঁচান।”

এখানে আঁকা বাঁকা দাঁত থাকার ফলে একজন রোগীর মাড়িতে প্লাক জমে তার দাঁত গুলির সাথে মাড়ি রোগ ( পেরিওডন্টাইটিস ) হবার ফলে মাড়ি সরে গেছে যা দাঁত গুলি নড়ে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

ডা. সালমা আক্তার (পান্না)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অর্থোডন্টিক্স বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট।
ঢাকা।

ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স
বাসা নং ৪৭
ব্লক এ
মিরপুর ৬
ঢাকা।

০১৭৫৯৫৩৩৩৯৫ (what's app)
শুধুমাত্র মেসেজের মাধ্যমে যে কোন পরামর্শ পেতে পারেন।

মুখ ও দাঁত যে কোন পরামর্শ পেতে পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।

04/09/2025

#আকা_বাকা_দাঁত ( ) → #দাঁতের_রোগের_ঝুঁকি

১. আকা বাকা দাঁত হলে কী হয়?

দাঁতগুলো সোজা না হয়ে ঘিঞ্জি হয়ে থাকে।

ব্রাশ বা ফ্লস ঠিকভাবে পৌঁছায় না।

খাবারের কণা ও প্লাক দাঁতের ফাঁকে জমে থাকে।

---

২. এর ফলে কী সমস্যা হয়?

(ক) ক্যারিজ (Caries)

প্লাকের জীবাণু অ্যাসিড তৈরি করে।

দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ক্যারিজ বা গর্ত তৈরি হয়।

ক্যারিজ বেশি হয় দাঁতের ফাঁকে (interproximal caries)।

(খ) পাল্পাইটিস (Pulpitis)

চিকিৎসা না করলে ক্যারিজ ধীরে ধীরে দাঁতের ভেতরের অংশে (pulp) পৌঁছে যায়।

দাঁতে তীব্র ব্যথা, ঠান্ডা-গরমে সংবেদনশীলতা হয়।

পরে দাঁতের নার্ভ নষ্ট হয়ে যায় → Root Canal Treatment দরকার হয়।

(গ) জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস (Gingivitis → Periodontitis)

দাঁতের ফাঁকে প্লাক জমে মাড়িতে প্রদাহ হয় (gingivitis)।

ধীরে ধীরে হাড় ক্ষয় হয়, দাঁত নড়বড়ে হয়ে যায় (periodontitis)।

একসময় দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

---

৩. দীর্ঘমেয়াদী পরিণতি

ক্যারিজ → পাল্পাইটিস → দাঁত হারানো

জিনজিভাইটিস → পেরিওডন্টাইটিস → দাঁত হারানো

অর্থাৎ, #আকা_বাকা দাঁত দাঁতের জন্য “দ্বিমুখী হুমকি”— ক্যারিজ ও পেরিওডন্টাইটিস দুটোই বাড়িয়ে দেয়।

---

৪. সমাধান

✅ নিয়মিত দাঁত পরিষ্কার করা (ব্রাশ + ফ্লস + mouthwash)
✅ দাঁতের ডাক্তারকে নিয়মিত দেখানো
✅ প্রয়োজনে ( #ব্রেস) নিয়ে দাঁত সোজা করা
✅ ক্যারিজ হলে দ্রুত ফিলিং, pulp আক্রান্ত হলে Root Canal Treatment
✅ মাড়ির অসুখ হলে scaling ও periodontal therapy

---

👉 জনসচেতনতার বার্তা:
“আকা বাকা দাঁত শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি দাঁতের ক্যারিজ, পাল্পাইটিস ও মাড়ির অসুখ (পেরিওডন্টাইটিস)–এর প্রধান কারণ।
তাই সময়মতো চিকিৎসা নিন, দাঁত বাঁচান।”

🦷 ফ্রী ডেন্টাল চেক-আপ ১৭ আগস্ট ২০২৫ (রবিবার)🕘 সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা📌 সিরিয়াল দেবার শেষ সময়:শনিবার (১৬.০৮.২৫) রাত ১১...
14/08/2025

🦷 ফ্রী ডেন্টাল চেক-আপ

১৭ আগস্ট ২০২৫ (রবিবার)
🕘 সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা

📌 সিরিয়াল দেবার শেষ সময়:
শনিবার (১৬.০৮.২৫)
রাত ১১:০০টা পর্যন্ত

---

👨‍⚕ ডা. এম এ সরোয়ার

বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
এম এস (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স)
সহকারী অধ্যাপক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
(সাবেক বিএসএমএমইউ, পিজি হাসপাতাল)
📍 শাহবাগ, ঢাকা

---

📍 ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স

🏢 রাবেয়া মঞ্জিল (দ্বিতীয় তলা)
📍 কুয়াকাটা - ঢাকা হাইওয়ে রোড
বি আর টি সি বাস কাউন্টারের বিপরীতে (কলাপাড়া)
কলাপাড়া, পটুয়াখালী

---

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
01760070743 What's app
01339409535
01759533395 What's app

"A beautiful smile is never out of style!"সুন্দর হাসি সবাই চায়,কিন্তু সুস্থ দাঁত ও মাড়ি তার অপরিহার্য অংশ।তাই সুন্দর হাস...
23/06/2025

"A beautiful smile is never out of style!"

সুন্দর হাসি সবাই চায়,
কিন্তু সুস্থ দাঁত ও মাড়ি তার অপরিহার্য অংশ।
তাই সুন্দর হাসিতে চাই ঝকঝকে দাঁত,
আর সুন্দর দাঁত মানেই—সুন্দর স্টাইল।

সুস্থ দাঁত ও মাড়ির জন্য করণীয় ১০টি বিষয়

✅ সুস্থ দাঁত ও মাড়ির জন্য করণীয়

1. 🪥 প্রতিদিন ২ বার দাঁত ব্রাশ করুন (সকাল ও রাতে)
– ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন
– নরম ব্রাশ ব্যবহার করুন

2. 🧵 দিনে ১ বার ফ্লস করুন (Flossing)
– দাঁতের মাঝখানে জমে থাকা খাবারের কণা ও প্লাক দূর হয়

3. 💧 মাউথওয়াশ ব্যবহার করুন
– ব্যাকটেরিয়া কমায়, গন্ধ দূর করে এবং মাড়ি সতেজ রাখে

4. 🍬 চিনি ও অ্যাসিডযুক্ত খাবার কম খান
– যেমন: মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক, লেমনেড, প্যাকেট জুস

5. 🥦 পুষ্টিকর খাবার খান (ভিটামিন C, D ও ক্যালসিয়াম)
– ফল, শাকসবজি, দুধ, ডিম, বাদাম ইত্যাদি

6. 🚰 অনেক পানি পান করুন
– মুখের লালা স্বাভাবিক থাকে, ব্যাকটেরিয়া কমে

7. 🚭 ধূমপান ও তামাক থেকে দূরে থাকুন
– এটা শুধু দাঁত নয়, মাড়িরও শত্রু

8. 🦷 সেনসিটিভিটি বা দাঁতের ব্যথা হলে অবহেলা নয়
– যত দ্রুত সম্ভব দন্ত চিকিৎসকের পরামর্শ নিন

9. 🏥 প্রতি ৬ মাসে ডেন্টিস্টের কাছে চেকআপ করুন
– গোপনে বেড়ে ওঠা সমস্যাগুলো আগেই ধরা পড়ে

10. সঠিক টুথপেস্ট বেছে নিন

"সুস্থ দাঁত মানেই সুন্দর হাসি।
আর সুন্দর হাসি মানেই আপনি আরও আত্মবিশ্বাসী।"

🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, য...
05/06/2025

🛑 মুখ বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে?

সাবধান! এটা হতে পারে Oral Submucous Fibrosis (OSMF) ❗

🧠 এটা একটি বিপজ্জনক মুখগহ্বর রোগ, যা ধীরে ধীরে মুখের ভেতরে আঁশ জমিয়ে মুখ খুলতে দেয় না।
এবং দুঃখজনকভাবে—
👉 এটা মুখের ক্যান্সারে রূপ নিতে পারে।

---

🎯 কেন হয়?

🔸 সুপারি/জর্দা/তামাক চিবানো
🔸 অতিরিক্ত ঝাল খাবার
🔸 ভিটামিনের ঘাটতি
🔸 দীর্ঘদিন মুখে ইনফেকশন বা চুলকানি

---

⚠️ লক্ষণগুলো চিনে নিনঃ

✔️ মুখ খুলতে কষ্ট
✔️ গালের ভেতর টান, জ্বালাপোড়া
✔️ ঝাল-টক খেতে না পারা
✔️ মুখের ভিতরে সাদা/লাল দাগ
✔️ ধীরে ধীরে কথা ও খাওয়ার সমস্যা

---

❌ চিকিৎসা না করলে কী হয়?

⛔ মুখ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে
⛔ খাওয়া-দাওয়া বন্ধ
⛔ মুখের ক্যান্সার হতে পারে

---

✅ কী করবেন?

🔹 সুপারি, জর্দা, গুল সম্পূর্ণভাবে বন্ধ করুন
🔹 মুখের যত্ন নিন, নিয়মিত চিকিৎসকের চেকআপ করুন
🔹 ভিটামিন ও আয়রন সমৃদ্ধ খাবার খান
🔹 প্রয়োজন হলে ওষুধ ও থেরাপি নিন
🔹 দেরি না করে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন

---

💬 আপনার মুখ আপনার পরিচয়।
মুখের ছোট সমস্যাকে অবহেলা করবেন না।
আজই শুরু করুন সচেতনতা, আগামীকাল রক্ষা করুন নিজেকে।



#ডেন্টাল_সচেতনতা




🦷 “ছোট ক্ষয়কে ছোটই থাকতে দিন!”প্রাথমিক পর্যায়ে দাঁতের ফিলিং করালেই এড়ানো যায় বড় জটিলতা, ব্যথা ও ব্যয়।✅ এখনই চেকআপ করুন –...
30/05/2025

🦷 “ছোট ক্ষয়কে ছোটই থাকতে দিন!”
প্রাথমিক পর্যায়ে দাঁতের ফিলিং করালেই এড়ানো যায় বড় জটিলতা, ব্যথা ও ব্যয়।
✅ এখনই চেকআপ করুন – কারণ আজকের ছোট গর্ত, আগামীকালের রুট ক্যানেল হতে পারে!

প্রাথমিক পর্যায়ে দাঁতে ফিলিং করানো (Dental Filling) এর গুরুত্বপূর্ণ উপকারিতাগুলো তুলে ধরা হলো:

---

✅ প্রাথমিক পর্যায়ে দাঁতের ফিলিং এর উপকারিতা:

১. 🛡️ দাঁতের ক্ষয় থামিয়ে দেয়

প্রথম দিকে ক্যারিজ বা গর্ত ছোট থাকলে, ফিলিং করিয়ে নেওয়ার মাধ্যমে সেই ক্ষয় থামিয়ে দেওয়া যায়। এতে দাঁত আরও গভীরে নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।

২. ⛔ রুট ক্যানেল ও এক্সট্রাকশন এড়ানো যায়

যদি শুরুতেই ফিলিং করা হয়, তাহলে দন্তমজ্জা বা নার্ভে ইনফেকশন ছড়ায় না। এতে ব্যয়বহুল ও জটিল চিকিৎসা যেমন রুট ক্যানেল বা দাঁত তোলা প্রয়োজন হয় না।

৩. 🦷 দাঁতের গঠন ও কার্যকারিতা ঠিক থাকে

ফিলিং করলে দাঁতের স্বাভাবিক আকৃতি ও চিবানোর ক্ষমতা ঠিক থাকে, ফলে খাওয়াদাওয়ায় কোনো অসুবিধা হয় না।

৪. 😁 ব্যথা ও সংবেদনশীলতা দূর করে

ক্ষতিগ্রস্ত অংশে যখন ঠান্ডা, গরম বা মিষ্টি লাগে তখন শিরশির বা ব্যথা হয়। ফিলিং করালে এই অনুভূতিগুলো চলে যায়।

৫. 💸 অতিরিক্ত খরচ থেকে বাঁচায়

শুরুতেই চিকিৎসা করলে ব্যয় অনেক কম হয়। বিলম্ব করলে চিকিৎসা জটিল ও খরচসাপেক্ষ হয়।

৬. 🕒 সময় বাঁচায়

একটি সাধারণ ফিলিং মাত্র ২০–৩০ মিনিটেই হয়ে যায়, যেখানে রুট ক্যানেল বা এক্সট্রাকশনের জন্য একাধিক সেশন দরকার হয়।

ডা. এম এ সরোয়ারবিডিএস ( ঢাকা ডেন্টাল কলেজ)এম এস ( কঞ্জারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স)সহকারী অধ্যাপকবাংলাদেশ মেড...
29/05/2025

ডা. এম এ সরোয়ার
বিডিএস ( ঢাকা ডেন্টাল কলেজ)
এম এস ( কঞ্জারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স)
সহকারী অধ্যাপক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ( সাবেক বিএসএমএমইউ, পিজি হাসপাতাল)
শাহবাগ, ঢাকা।

প্রতি #শুক্রবার

ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স
রাবেয়া মঞ্জিল (দ্বিতীয় তলা)
কুয়াকাটা - ঢাকা হাইওয়ে রোড
বি আর টি সি বাস কাউন্টার এর বিপরীতে (কলাপাড়া)
কলাপাড়া, পটুয়াখালী।

সিরিয়াল এর জন্য
যোগাযোগ করুন
01760070743
01339409535

01759-533395 What's app

"ভুল ডায়াগনোসিস = অপ্রয়োজনীয় রুট ক্যানেল = আপনার অপূরণীয় ক্ষতি!"আপনার দাঁতের সামান্য ব্যথা বা হালকা অসুবিধাকে যদি ভুলভাব...
22/05/2025

"ভুল ডায়াগনোসিস = অপ্রয়োজনীয় রুট ক্যানেল = আপনার অপূরণীয় ক্ষতি!"

আপনার দাঁতের সামান্য ব্যথা বা হালকা অসুবিধাকে যদি ভুলভাবে ব্যাখ্যা করে রুট ক্যানেল চিকিৎসা দেওয়া হয়, তাহলে আপনি যা হারাতে পারেন—

১. একেবারে সুস্থ দাঁতের ‘মৃত্যু’ ঘটে!
সুস্থ দাঁতের নার্ভ ফেলে দিলে দাঁতটি চিরতরে মৃত হয়ে যায়।

২. অযথা ব্যথা ও জটিলতা:
যেখানে দরকার ছিল না, সেখানে সার্জারি—ফলে ব্যথা, ইনফেকশন, এমনকি দাঁতের ফাটলও হতে পারে।

৩. পকেট ফাঁকা:
রুট ক্যানেল খরচ সাশ্রয়ী না। অথচ এই টাকা আপনি বাঁচাতে পারতেন।

৪. ভবিষ্যতে দাঁত হারানোর সম্ভাবনা:
সঠিকভাবে রুট ক্যানেল চিকিৎসা না হলে
দাঁত দুর্বল হয়ে পড়ে, সহজে ভেঙে যেতে পারে।

৫. মনে তৈরি হয় ভয় আর চিকিৎসকের প্রতি অনাস্থা।

---

সচেতন হোন!
প্রথমেই সঠিক ডায়াগনোসিস নিশ্চিত করুন। প্রয়োজনে দ্বিতীয় মতামত (second opinion) নিন।

প্রয়োজনহীন চিকিৎসা এড়িয়ে যান, দাঁতের প্রকৃত জীবন বাঁচান।

#ডেন্টালসচেতনতা
#রুটক্যানেল
#সঠিক_ডায়াগনোসিস
#দাঁতের_জীবন

ফ্রী ডেন্টাল চেক-আপ ১৭ আগস্ট ২০২৫ (রবিবার)🕘 সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা📌 সিরিয়াল দেবার শেষ সময়:শনিবার (১৬.০৮.২৫) রাত ১১:০...
21/05/2025

ফ্রী ডেন্টাল চেক-আপ
১৭ আগস্ট ২০২৫ (রবিবার)
🕘 সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা
📌 সিরিয়াল দেবার শেষ সময়:
শনিবার (১৬.০৮.২৫)
রাত ১১:০০টা পর্যন্ত
---
👨‍⚕ ডা. এম এ সরোয়ার
বিডিএস (ঢাকা ডেন্টাল কলেজ)
এম এস (কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স)
সহকারী অধ্যাপক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
(সাবেক বিএসএমএমইউ, পিজি হাসপাতাল)
📍 শাহবাগ, ঢাকা
---
📍 ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স
🏢 রাবেয়া মঞ্জিল (দ্বিতীয় তলা)
📍 কুয়াকাটা - ঢাকা হাইওয়ে রোড
বি আর টি সি বাস কাউন্টারের বিপরীতে (কলাপাড়া)
কলাপাড়া, পটুয়াখালী
---
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন:
01760070743 What's app
01339409535
01759533395 What's app

20/05/2025
আগামী শুক্রবার কলাপাড়া, পটুয়াখালী তে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন।চেম্বারঃইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্ট...
20/05/2025

আগামী শুক্রবার কলাপাড়া, পটুয়াখালী তে বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখবেন।

চেম্বারঃ
ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স
রাবেয়া মঞ্জিল (দ্বিতীয় তলা)
কুয়াকাটা - ঢাকা হাইওয়ে রোড
বি আর টি সি বাস কাউন্টার এর বিপরীতে (কলাপাড়া)

সিরিয়াল এর জন্য
যোগাযোগ করুন
01760070743
01339409535

01759-533395 What's app

Address

Block# A, Avenue# 5, House# 47 (1stFloor) Section# 6
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Impress Dental & Orthodontics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Impress Dental & Orthodontics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram