04/09/2025
#আকা_বাকা_দাঁত ( ) → #দাঁতের_রোগের_ঝুঁকি
১. আকা বাকা দাঁত হলে কী হয়?
দাঁতগুলো সোজা না হয়ে ঘিঞ্জি হয়ে থাকে।
ব্রাশ বা ফ্লস ঠিকভাবে পৌঁছায় না।
খাবারের কণা ও প্লাক দাঁতের ফাঁকে জমে থাকে।
---
২. এর ফলে কী সমস্যা হয়?
(ক) ক্যারিজ (Caries)
প্লাকের জীবাণু অ্যাসিড তৈরি করে।
দাঁতের এনামেল ক্ষয়ে গিয়ে ক্যারিজ বা গর্ত তৈরি হয়।
ক্যারিজ বেশি হয় দাঁতের ফাঁকে (interproximal caries)।
(খ) পাল্পাইটিস (Pulpitis)
চিকিৎসা না করলে ক্যারিজ ধীরে ধীরে দাঁতের ভেতরের অংশে (pulp) পৌঁছে যায়।
দাঁতে তীব্র ব্যথা, ঠান্ডা-গরমে সংবেদনশীলতা হয়।
পরে দাঁতের নার্ভ নষ্ট হয়ে যায় → Root Canal Treatment দরকার হয়।
(গ) জিনজিভাইটিস ও পেরিওডন্টাইটিস (Gingivitis → Periodontitis)
দাঁতের ফাঁকে প্লাক জমে মাড়িতে প্রদাহ হয় (gingivitis)।
ধীরে ধীরে হাড় ক্ষয় হয়, দাঁত নড়বড়ে হয়ে যায় (periodontitis)।
একসময় দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
---
৩. দীর্ঘমেয়াদী পরিণতি
ক্যারিজ → পাল্পাইটিস → দাঁত হারানো
জিনজিভাইটিস → পেরিওডন্টাইটিস → দাঁত হারানো
অর্থাৎ, #আকা_বাকা দাঁত দাঁতের জন্য “দ্বিমুখী হুমকি”— ক্যারিজ ও পেরিওডন্টাইটিস দুটোই বাড়িয়ে দেয়।
---
৪. সমাধান
✅ নিয়মিত দাঁত পরিষ্কার করা (ব্রাশ + ফ্লস + mouthwash)
✅ দাঁতের ডাক্তারকে নিয়মিত দেখানো
✅ প্রয়োজনে ( #ব্রেস) নিয়ে দাঁত সোজা করা
✅ ক্যারিজ হলে দ্রুত ফিলিং, pulp আক্রান্ত হলে Root Canal Treatment
✅ মাড়ির অসুখ হলে scaling ও periodontal therapy
---
👉 জনসচেতনতার বার্তা:
“আকা বাকা দাঁত শুধু সৌন্দর্যের সমস্যা নয়, এটি দাঁতের ক্যারিজ, পাল্পাইটিস ও মাড়ির অসুখ (পেরিওডন্টাইটিস)–এর প্রধান কারণ।
তাই সময়মতো চিকিৎসা নিন, দাঁত বাঁচান।”
এখানে আঁকা বাঁকা দাঁত থাকার ফলে একজন রোগীর মাড়িতে প্লাক জমে তার দাঁত গুলির সাথে মাড়ি রোগ ( পেরিওডন্টাইটিস ) হবার ফলে মাড়ি সরে গেছে যা দাঁত গুলি নড়ে যাবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
ডা. সালমা আক্তার (পান্না)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
অর্থোডন্টিক্স বিভাগ
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিট।
ঢাকা।
ইমপ্রেস ডেন্টাল এন্ড অর্থোডন্টিক্স
বাসা নং ৪৭
ব্লক এ
মিরপুর ৬
ঢাকা।
০১৭৫৯৫৩৩৩৯৫ (what's app)
শুধুমাত্র মেসেজের মাধ্যমে যে কোন পরামর্শ পেতে পারেন।
মুখ ও দাঁত যে কোন পরামর্শ পেতে পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।