CS Care

CS Care Speech and language therapy, Occupational therapy Physiotherapy service in Dhaka, Bangladesh CS Care integrated clients in mainstreaming.

CS Care is a private, non-profitable, non-political person with disabilities welfare organization established in 2013.It is located at Dhaka the capital city of Bangladesh. CS Care providing Speech & Language Therapy, Occupational Therapy and Physiotherapy among the groups having Autism Spectrum Disorder, ADHD, Stroke, Degenerative diseases, Stammering, Hearing Impairment, Cleft Lip & Palate, Back pain, Neck pain, PLID, Arthritis and so on to lead a sound social status in his/her personal life. CS Care also promotes client’s rehabilitation in his/her environment. CS Care tries to ensure the quality of service for the client group by highly qualified professionals. Professional provides individual and group therapy according to client groups need based on assessment.

আসুন  ভালোবাসা, থেরাপি আর বিশ্বাসে বদলে দিই আগামীকাল।
27/10/2025

আসুন ভালোবাসা, থেরাপি আর বিশ্বাসে বদলে দিই আগামীকাল।

আজ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস 💙CS Care-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই সক্ষম, যদি তাকে সঠিকভাবে সহায়তা করা যায়।অকুপেশ...
27/10/2025

আজ বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস 💙
CS Care-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই সক্ষম, যদি তাকে সঠিকভাবে সহায়তা করা যায়।
অকুপেশনাল থেরাপি সেই ভালোবাসার ছোঁয়া,
যা বিশেষ শিশুদের জীবনে আনে আত্মবিশ্বাস, স্বনির্ভরতা ও হাসি। 🌿
Happy World Occupational Therapy Day!
#

স্ট্রোকের পরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্ট্রোক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম (Stroke Rehabilitation Program) একটি সুসংগ...
26/10/2025

স্ট্রোকের পরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য স্ট্রোক রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম (Stroke Rehabilitation Program) একটি সুসংগঠিত এবং মাল্টিডিসিপ্লিনারি প্রক্রিয়া। এই প্রোগ্রামের লক্ষ্য হলো স্ট্রোকের কারণে সৃষ্ট শারীরিক, জ্ঞানীয় (Cognitive) এবং আবেগজনিত অক্ষমতাগুলি কাটিয়ে রোগীকে তার সর্বোচ্চ কার্যক্ষমতা এবং স্বাধীনতা ফিরিয়ে দিতে সাহায্য করা।
#স্ট্রোক

যে কথাগুলো বলতে চায় মন, এখন সেগুলো বলবে মুখে 🗣️ শুরু হোক স্পিচ থেরাপির যাত্রা!
25/10/2025

যে কথাগুলো বলতে চায় মন, এখন সেগুলো বলবে মুখে 🗣️ শুরু হোক স্পিচ থেরাপির যাত্রা!

🦵 চিকুনগুনিয়া শেষ, কিন্তু ব্যথা এখনো যাচ্ছে না?চিকুনগুনিয়া হওয়ার পর মাসের পর মাস জয়েন্টে ব্যথা থেকে যায়। 😣 সঠিক ফিজিওথে...
24/10/2025

🦵 চিকুনগুনিয়া শেষ, কিন্তু ব্যথা এখনো যাচ্ছে না?
চিকুনগুনিয়া হওয়ার পর মাসের পর মাস জয়েন্টে ব্যথা থেকে যায়। 😣 সঠিক ফিজিওথেরাপি-ই পারে আপনাকে সেই দীর্ঘস্থায়ী ব্যথা থেকে মুক্তি দিতে!

✨ ফিজিওথেরাপির মাধ্যমে:
✅ জয়েন্টের স্বাভাবিক চলাচল ফিরে আসে
✅ ব্যথা ও ফোলাভাব কমে যায়
✅ পেশির শক্তি ও নমনীয়তা বাড়ে

🏥 সঠিক যত্নে, ব্যথামুক্ত জীবনে ফিরুন।
👉 আজই যোগাযোগ করুন
📍 CS Care থেরাপি সেবা ও সুস্থতার অভিজ্ঞতা
📞 01779-990066
📍 মিরপুর-১১, (১৯৫ নম্বর মেট্রো পিলার)

#চিকুনগুনিয়া #ফিজিওথেরাপি #ঘাড়ব্যথা

🌀 ব্যাক পেইনে ভুগছেন?দীর্ঘ সময় বসে থাকা, মাংসপেশিতে টান বা স্পাইনাল কর্ডের সমস্যা, সবই হতে পারে পিঠের ব্যথার কারণ।অবহেলা...
23/10/2025

🌀 ব্যাক পেইনে ভুগছেন?
দীর্ঘ সময় বসে থাকা, মাংসপেশিতে টান বা স্পাইনাল কর্ডের সমস্যা, সবই হতে পারে পিঠের ব্যথার কারণ।
অবহেলা নয়! 😣
সঠিক থেরাপি ও ফিজিওথেরাপি নিলে ব্যথামুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। 💪

📍CS Care
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে পেইন ম্যানেজমেন্টের নির্ভরযোগ্য সমাধান।

কোমরের ব্যথাকে বলুন বিদায়!আপনার সুস্থ জীবন, আমাদের লক্ষ্য।১ যুগের অভিজ্ঞতায় সি এস কেয়ার দেশের সর্ববৃহৎ থেরাপি সেন্টার!কে...
21/10/2025

কোমরের ব্যথাকে বলুন বিদায়!
আপনার সুস্থ জীবন, আমাদের লক্ষ্য।
১ যুগের অভিজ্ঞতায় সি এস কেয়ার দেশের সর্ববৃহৎ থেরাপি সেন্টার!

কেন বেছে নেবেন CS Care?
ব্যথা মুক্তি: দ্রুত এবং কার্যকর ফিজিওথেরাপি সমাধান।
বিশেষজ্ঞের তত্ত্বাবধানে: আপনার কোমরের সমস্যা মেটাতে সঠিক ও নিপুণ চিকিৎসা।
দীর্ঘস্থায়ী আরাম: ব্যথা মুক্ত, সচল ও পূর্ণ জীবন ফিরে পান।

💥 যোগাযোগ 📞 ০১৭৭৯-৯৯০০৬৬

BackPainRelief #ফিজিওথেরাপি #কোমড়ব্যথা #সক্রিয়জীবন #ব্যথামুক্ত #সুস্থথেরাপি #ফিজিওথেরাপিসেন্টার

বাবা-মা হিসেবে আপনার মনোযোগই আপনার সন্তানের সবচেয়ে বড় থেরাপি! ❤️আমাদের শিশুরা প্রতিদিন নতুন কিছু শেখে, কিন্তু তাদের শেখা...
20/10/2025

বাবা-মা হিসেবে আপনার মনোযোগই আপনার সন্তানের সবচেয়ে বড় থেরাপি! ❤️

আমাদের শিশুরা প্রতিদিন নতুন কিছু শেখে, কিন্তু তাদের শেখার গতি ও ধরন সবার থেকে আলাদা হতে পারে। কখনও কখনও একটু বাড়তি যত্ন, মনোযোগ এবং সঠিক কৌশল তাদের বিকাশে বিরাট পার্থক্য গড়ে দেয়।

শিশুদের বিকাশে অভিভাবকের ভূমিকা (৪টি গুরুত্বপূর্ণ ধাপ):
১. মনোযোগ দিন (পর্যবেক্ষণ ও বোঝাপড়া): তাদের প্রতিটি আচরণ মনোযোগ দিয়ে দেখুন ও বুঝুন, এই সূক্ষ্ম পর্যবেক্ষণই সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে।

২. কার্যকর যোগাযোগ তৈরি করুন (সংযোগ স্থাপন): চোখে চোখ রেখে, ইশারা ব্যবহার করে এবং পছন্দের ইন্টারেক্টিভ খেলার মাধ্যমে তাদের জগতে প্রবেশ করুন।

৩. ইতিবাচক হন (আত্মবিশ্বাস বৃদ্ধি): ছোট্ট অর্জনেও প্রশংসা ও উৎসাহ দিন, কারণ আপনার শর্তহীন ভালোবাসা তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

আপনার সন্তানের প্রয়োজন অনুযায়ী সঠিক সহায়তা পেতে, আজই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সিএস কেয়ার (CS Care) সবসময় আপনার সন্তানের সঠিক বিকাশের জন্য পাশে আছে।

#শিশুরবিকাশ #প্যারেন্টিংটিপস #অভিভাবকত্ব

অটিজম মোকাবিলা কোনো দৌড় নয়, এটি একটি ম্যারাথন। সঠিক পদক্ষেপ, প্রশিক্ষণ এবং ভালোবাসার মাধ্যমে আপনি আপনার সন্তানের অপার ...
19/10/2025

অটিজম মোকাবিলা কোনো দৌড় নয়, এটি একটি ম্যারাথন। সঠিক পদক্ষেপ, প্রশিক্ষণ এবং ভালোবাসার মাধ্যমে আপনি আপনার সন্তানের অপার সম্ভাবনাকে বিকাশের সুযোগ দিতে পারেন। 💡

অটিজম নির্ণয়ের পর বাবা-মায়ের জন্য কিছু জরুরি করণীয় পদক্ষেপ সম্পর্কে জেনে নিন।

অটিজম নির্ণয়ের পর বাবা-মায়ের জরুরি করণীয় পদক্ষেপ:

১. নিজেকে প্রস্তুত করুন ও ইতিবাচক হন: গ্রহণযোগ্যতাই হলো প্রথম পদক্ষেপ। আপনার সন্তানের অটিজম কোনো 'ত্রুটি' নয়, বরং তার মস্তিষ্কের অপার সম্ভাবনার একটি ভিন্ন রূপ। এই দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ যাত্রায় সফল হতে হলে, আপনার নিজের মানসিক শক্তি অটুট রাখা অপরিহার্য।

২. বাবা-মায়ের প্রশিক্ষণ গ্রহণ ও সক্রিয় অংশগ্রহণ: থেরাপিস্টদের কাছ থেকে 'প্যারেন্ট ট্রেনিং' নিন, যাতে আপনি সন্তানের সাথে কার্যকরভাবে যোগাযোগ করতে এবং ইতিবাচক শক্তিবৃদ্ধি (Positive Reinforcement) ব্যবহার করে তার ভালো আচরণকে উৎসাহিত করতে পারেন। বাড়িতে খেলার সময় বা দৈনন্দিন কর্মকাণ্ডে থেরাপির কৌশলগুলো প্রয়োগ করে শিশুর শেখা দক্ষতাগুলো মজবুত করুন এবং তার বিকাশে সাহায্য করুন।

৩. সুনির্দিষ্ট ও স্থিতিশীল চিত্রভিত্তিক রুটিন তৈরি: আপনার শিশুর দৈনন্দিন কার্যক্রমের জন্য একটি চিত্রভিত্তিক রুটিন (Visual Schedule) তৈরি করুন এবং কঠোরভাবে অনুসরণ করুন। নিয়মিত রুটিন অনুসরণ শিশুর উদ্বেগ কমায় এবং তাকে মানসিক শান্তি প্রদান করে, ফলে সে নিজেকে আরও নিরাপদ ও নিশ্চিত মনে করে।

সিএস কেয়ার (CS Care) সবসময় আপনার পাশে, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের পথে।

হেল্পলাইনঃ ০১৭৭৯-৯৯০০৬৬
পল্লবি ব্র্যাঞ্চঃ মিরপুর-১১, (১৯৫ নাম্বার মেট্রো পিলার),
মিরপুর ১০ ব্র্যাঞ্চঃ মিরপুর-১০ (২৪০ নাম্বার মেট্রো পিলার)

#অটিজম #প্যারেন্টিং #শিশুরবিকাশ

💆‍♀️ ঘাড়ে ব্যথা? কাঁধ তুললেই টান বা অস্বস্তি?আর নয় কষ্ট, ফিজিওথেরাপিই হতে পারে স্থায়ী মুক্তির পথ! 💪🔹 ভুল ভঙ্গি, স্পনডাইল...
18/10/2025

💆‍♀️ ঘাড়ে ব্যথা? কাঁধ তুললেই টান বা অস্বস্তি?
আর নয় কষ্ট, ফিজিওথেরাপিই হতে পারে স্থায়ী মুক্তির পথ! 💪
🔹 ভুল ভঙ্গি, স্পনডাইলোসিস বা পেশীর টান যদি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়ায়
তাহলে নিয়মিত ফিজিওথেরাপি হতে পারে সবচেয়ে কার্যকর, নিরাপদ এবং স্থায়ী সমাধান
✨ ফিজিওথেরাপির মাধ্যমে
✅ ব্যথা কমানোর উপায়
✅ সঠিক শরীরচর্চা ও ব্যায়াম
✅ ব্যথামুক্ত ও সক্রিয় জীবনযাপন

🏥 সি এস কেয়ার
খোঁজ নিন সুস্থতার ও স্বস্তির পথে

📞 হেল্পলাইন: ০১৭৭৯-৯৯০০৬৬
📍 মিরপুর ১১, ১৯৫ নম্বর মেট্রো শপিং কমপ্লেক্স
🌐 www.cscare.org

💚 ব্যথা কমানো নয়, মুক্তিই হোক লক্ষ্য

#ঘাড়ব্যথা

17/10/2025

শিশুর প্রথম পাঁচ বছর মস্তিষ্কের বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক থেরাপি দিলে শিশুর শারীরিক, জ্ঞানীয় ও সামাজিক বিকাশে দীর্ঘমেয়াদী ইতিবাচক পরিবর্তন আসে। কার্যকর থেরাপি মস্তিষ্কের নমনীয়তাকে কাজে লাগিয়ে নতুন নিউরাল পথ তৈরি করে, যা শিশুর ভবিষ্যৎ সক্ষমতা নিশ্চিত করে।

#মস্তিষ্কেরবিকাশ #শিশুবিকাশ

Address

3/1, Main Road, Pallabi
Mirpur
1216

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801779990066

Alerts

Be the first to know and let us send you an email when CS Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to CS Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

CS Care is a private, non-profitable, non-political person with disabilities welfare organization established in 2013.It is located at Dhaka the capital city of Bangladesh. CS Care providing Speech & Language Therapy, Occupational Therapy and Physiotherapy among the groups having Autism Spectrum Disorder, ADHD, Stroke, Degenerative diseases, Stammering, Hearing Impairment, Cleft Lip & Palate,Back pain, Neck pain,PLID,Arthritis and so on to lead a sound social status in his/her personal life. CS Care also promotes client’s rehabilitation in his/her environment. CS Care tries to ensure the quality of service for the client group by highly qualified professionals. Professional provides individual and group therapy according to client groups need based on assessment. At present only 4 Speech & Language Therapist and 3 Occupational therapists are working in 2 shifts. CS Care integrated clients in mainstreaming.