MPMC 2015

MPMC 2015 ফিজিওথেরাপি চিকিৎসা সেবায় সুদীর্ঘ এক যুগ যাবৎ আমরা রয়েছি আপনার পাশে

ফিজিওথেরাপি চিকিৎসা পেশার ইতিহাসঃ

ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম ও অপরিহার্য শাখা। প্রাচীন গ্রীসে "হিপোক্রেটিস" ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা করেছিলেন। খ্রীষ্টপূর্ব ৪৬০ সালে চিকিৎসাবিদ " হেক্টর " ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন। পরবর্তীতে বহুবিধ তত্ত্ব, তথ্য ও উপাত্ত অনুসারে ১৮৯৪ সালে স্বয়ংসম্পূর্নরুপে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করা হয়। নিউজিল্যান্ডে ১৯১৩ সালে এব

ং আমেরিকাতে ১৯১৪ সালে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়।

বিস্তারিতঃ

খ্রিষ্টপূর্ব ৪৬০ বর্ষের দিকে প্রথমে হিপোক্রেটিস (খ্রিষ্টপূর্ব ৪৬০–৩৭০) এবং পরবর্তী সময়ে গেইলিয়াস বিভিন্ন সফট টিস্যু মোবিলাইজেশান, ম্যানুয়াল থেরাপি, হাইড্রোথেরাপি প্রভৃতির মাধ্যমে ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা করেন। ধীরে ধীরে অর্থোপেডিক কন্ডিশন সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়তে থাকলে পরবর্তীতে প্রায় ১৮০০ শতকের দিকে জয়েন্টের চিকিৎসার জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ প্রোগ্রাম শুরু করা হয়।
ফিজিওথেরাপি চিকিৎসক "পের হেনরিক লিং" (১৭৭৬–১৮৩৯) প্রায় ১৮১৩ সালে রয়্যাল সেন্ট্রাল ইনস্টিটিউট অব জিমন্যাস্টিক স্থাপন করেন, যেখানে সফট টিস্যু মোবিলাইজেশন, ম্যানিপুলেশন এবং বিভিন্ন ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে চিকিৎসা শুরু করা হয়।
সুইডেনের ন্যাশনাল বোর্ড অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ১৮৮৭ সালে ফিজিওথেরাপি চিকিৎসকদের অফিশিয়াল রেজিস্ট্রেশন শুরু করে। উন্নত দেশগুলোও তাদের অনুসরণ করতে শুরু করে। যেমন গ্রেট ব্রিটেনে ১৮৯৪ সালে চার্টার্ড সোসাইটি অব ফিজিক্যাল থেরাপি গঠিত হয়। ১৯১৩ সালে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে দ্য স্কুল অব ফিজিওথেরাপি চালু করা হয়। ১৯১৪ সালে রিট কলেজ আমেরিকাতে ফিজিওথেরাপি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। বিশ্ব উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে তাল মিলিয়ে ১৯৮০ দশকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি চিকিৎসা ও গবেষণার অনেক উন্নয়ন সাধিত হয়। সমগ্র বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ফিজিওথেরাপি চিকিৎসায় উন্নয়ন ঘটে।
সারা বিশ্বে স্পোর্টস মেডিসিনে ফিজিওথেরাপি চিকিৎসকরা ১ম কন্টাক্ট চিকিৎসক হিসেবে পরিগনিত হয়ে আসছে। এছাড়া অন্যান্য বিশেষায়িত শাখা যেমন; স্পাইনাল ডিসফাংশন, মাস্কুলোস্কেলেটাল ডিসফাংশন, কার্ডিওভাস্কুলার এ্যান্ড চেস্ট ডিজিজ,নিউরো-মেডিসিন ও সার্জারী, শিশুরোগ, প্রসূতি ও স্ত্রীরোগ, অর্থোপেডিক -মেডিসিন ও সার্জারী প্রভৃতি শাখায় ফিজিওথেরাপি চিকিৎসকরা সুনাম ও সফলতার সঙ্গে চিকিৎসা করছেন। বিশেষ করে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আই.সি.ইউ) ফিজিওথেরাপি চিকিৎসা সার্বক্ষণিক অপরিহার্য্য তা প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ পর্বঃ

বাংলাদেশে ১৯৬০ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসার লক্ষ্যে ফিরোজা বারি হাসপাতালে ১ম ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের মানুষের উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (নিটোর) ১৯৭২-৭৩ সালে ১ম ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ের ওপর স্নাতক শিক্ষা কার্যক্রম চালু হয়। পরবর্তীতে ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে ফিজিওথেরাপি স্নাতক কোর্সটি আবার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে (নিটোর) শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে একই অনুষদের অধীনে বাংলাদেশ হেলথ প্রফেশন্স ইনস্টিটিউট (বিএইচপিআই), পিপলস্ ইউনিভার্সিটি, গণ বিশ্ববিদ্যালয়, স্টেট কলেজ অব হেলথ সায়েন্স, সাইক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স, ঢাকা ও রাজশাহী আই.এইচ.টি. তে উক্ত বিষয়ের চিকিৎসা স্নাতক ডিগ্রি কোর্স চালু হয়। এরই ধারাবাহিকতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর মেয়াদি ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্স চালু হয়।
১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। ২০০১ সালে বাংলাদেশ সরকারের স্বীকৃতি নিয়ে বাংলাদেশ ফিজিওথেরাপি এ্যাসোসিয়েশন (বি.পি.এ) গঠিত হয়। বিপিএ ২০০৭ সালে ফিজিওথেরাপি চিকিৎসকদের বৈশ্বিক সংগঠন বিশ্ব ফিজিওথেরাপি সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে। সদস্য প্রাপ্তির পর থেকেই বিপিএ প্রতিবছর এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।
২০১৮ সালে ‘বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন’ মহান জাতীয় সংসদে পাস হয়েছে এবং এই আইনের মাধ্যমে রিহ্যাবিলিটেশন শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি, রিহ্যাবিলিটেশন সেবা, প্রতিষ্ঠানের অনুমোদন, রিহ্যাবিলিটেশন পেশাজীবীর নিবন্ধন, সেবার মান নির্ধারণ ও নিশ্চিত করণের উদ্দেশ্যে এই আইন প্রণীত হয়।
২০১৯ সালে কোভিড-১৯ এর মহামারী কালে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে কীভাবে একজন কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তি আরোগ্য লাভ করতে পারেন, সে সম্পর্কে ফিজিওথেরাপি চিকিৎসকেরা দেশব্যাপী সাধারণ মানুষকে টেলিযোগাযোগ ও অনলাইনের মাধ্যমে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে সহায়তা করে আসছে। (www.bpa-bd.org)

https://www.kalerkantho.com/online/national/2020/04/13/898459

বর্তমানকালে প্রমানিত হয়েছে যে, শারীরিক ও মানুষিক চিকিৎসায় ঔষধের পাশাপাশি অপারেশন ও ফিজিওথেরাপি চিকিৎসা অপরিহার্য।
বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার উপর নির্ভরশীল। বাত, ব্যথা, প্যারালাইসিস সহ শারীরিক সকল পূণর্বাসন কার্যে এই চিকিৎসা ব্যবস্থার ভূমিকা অপরিসীম।
এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মিরপুর ১০ নম্বর সেকশনে " মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার " এর আত্মপ্রকাশ ঘটে। ঠিকানা নিম্নরূপঃ

ব্রাঞ্চ - ১ঃ
সেকশন -১০, ব্লক -সি, লেন -৬, বাসা -১৩, মিরপুর, ঢাকা -১২১৬
০১৯৭৯-১১০৯৯৩, ০১৬১৯-১১০৯৯৩

ব্রাঞ্চ - ২ঃ
সেকশন -১০, ব্লক -বি, এভিনিউ -১, প্লট -১, মিরপুর, ঢাকা -১২১৬
০১৮৯৪ ৮০০ ৮৪১-৫০

স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্তাবধানে কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা এবং রুগীর দ্রুত আরোগ্য লাভের লক্ষ্যকে সামনে রেখে নিরলস সেবা, পরামর্শ ও নিষ্ঠার সাথে অদ্যাবধি তাঁর লক্ষ্য ও কার্য্যক্রম চালিয়ে আসছে।

ফিজিওথেরাপি চিকিৎসা সেবায় আপনার পাশে
" মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার "
সুস্থতা আর নির্ভরতায় অনন্য.....

বিস্তারিত জানতে প্রদর্শিত লিংকটিতে প্রেস করুণ ;
https://www.facebook.com/MPMC-2015-720359521476619/

https://maps.app.goo.gl/kWyCTXNJWNPjFiCt9

https://maps.app.goo.gl/xFiG5hcujGAYcZgu8

11/06/2025

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা

11/06/2025

🩺 ফিজিওথেরাপি চিকিৎসা সেবায়
সুদীর্ঘ ১ যুগ ধরে ...
আমরা রয়েছি আপনার পাশে
@ মিরপুর ১০

" যেকোন ধরনের ব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় শারীরিক পরিস্থিতির উন্নতি ও নিরাময়ে ফিজিওথেরাপি চিকিৎসাই সর্বাধিক জনপ্রিয় "................................................
🩺 ফিজিওথেরাপি চিকিৎসা সেবায়
আপনার পাশেই রয়েছি আমরা সবসময়ই
মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার
সুস্থতা আর নির্ভরতায় অনন্য....
………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
MPMC ব্রাঞ্চ-১
প্রযত্নে,
" মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার "
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979110993, 01619110993

🌎 https://everycarebd.com

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন


#মিরপুর #ঢাকা

06/06/2025

ঈদ মুবারক!!
ঈদ-উল-আযহার ত‍্যাগের মহিমায় সুপ্রশস্ত হোক আপনার সার্বিক সাফল‍্য ও শান্তিপূর্ণ সুন্দর ভবিষ‍্যৎ। সে প্রত‍্যাশায়_পাশে রয়েছি আস্থাশীল ও আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে।

🌎 https://everycarebd.com

#ফিজিওথেরাপি

27/05/2025
23/05/2025
12/05/2025

🔖 আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি পাবেন পরিষেবা সুবিধা সহ গ্রহনযোগ্য মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমাদের মিশন হলো ব্যথামুক্ত ও সুস্থ জীবন নিশ্চিত করা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগন আপনাকে ব্যক্তিগতভাবে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

★ আমাদের পরিষেবা সমূহ নিম্নরূপঃ

১. ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
২. প্রবীণ স্বাস্থ্য পরিষেবা
৩. কেয়ার গিভার সার্ভিস
৪. চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত তথ্য সেবা
৫. কসমেটিক ডিভাইস সুন্নতের খৎনা সেবা
৬. পরিচ্ছন্নতা (গৃহকর্মী সরবরাহ) পরিষেবা
৭. নিরাপত্তা পরিষেবা (সিকিউরিটি কেয়ার সার্ভিস)

………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979-110993, 01619-110993

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

🌎 https://everycarebd.com
https://maps.app.goo.gl/5Q5xKGDFB4qpjXh49

https://youtube.com/.md.najmulhossain6157?si=jBoxW8jeKuPx1dAc

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।


#ফিজিওথেরাপি

25/04/2025

🔖 ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সহ সকল পরিষেবায় সুদীর্ঘ এক যুগ যাবৎ আমরা রয়েছি আপনার পাশে......

"মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার"
সুস্থতা আর নির্ভরতায় অনন্য....

🔖 আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি পাবেন পরিষেবা সুবিধা সহ গ্রহনযোগ্য মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমাদের মিশন হলো ব্যথামুক্ত ও সুস্থ জীবন নিশ্চিত করা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগন আপনাকে ব্যক্তিগতভাবে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

★ আমাদের পরিষেবা সমূহ নিম্নরূপঃ

১. ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
২. প্রবীণ স্বাস্থ্য পরিষেবা
৩. কেয়ার গিভার সার্ভিস
৪. বেবি সিটার / ন্যানি কেয়ার সার্ভিস
৫. চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত তথ্য সেবা
৬. কসমেটিক ডিভাইস সুন্নতের খৎনা সেবা
৭. পরিচ্ছন্নতা (গৃহকর্মী সরবরাহ) পরিষেবা
৮. নিরাপত্তা পরিষেবা (সিকিউরিটি কেয়ার সার্ভিস)

………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979-110993, 01619-110993

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

🌎 https://everycarebd.com
https://maps.app.goo.gl/5Q5xKGDFB4qpjXh49

https://youtube.com/.md.najmulhossain6157?si=jBoxW8jeKuPx1dAc

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।


#ফিজিওথেরাপি Everyone

18/04/2025

🔖 ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সহ সকল পরিষেবায় সুদীর্ঘ এক যুগ যাবৎ আমরা রয়েছি আপনার পাশে......

"মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার"
সুস্থতা আর নির্ভরতায় অনন্য....

🔖 আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি পাবেন পরিষেবা সুবিধা সহ গ্রহনযোগ্য মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমাদের মিশন হলো ব্যথামুক্ত ও সুস্থ জীবন নিশ্চিত করা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগন আপনাকে ব্যক্তিগতভাবে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

★ আমাদের পরিষেবা সমূহ নিম্নরূপঃ

১. ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
২. প্রবীণ স্বাস্থ্য পরিষেবা
৩. কেয়ার গিভার সার্ভিস
৪. বেবি সিটার / ন্যানি কেয়ার সার্ভিস
৫. চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত তথ্য সেবা
৬. কসমেটিক ডিভাইস সুন্নতের খৎনা সেবা
৭. পরিচ্ছন্নতা (গৃহকর্মী সরবরাহ) পরিষেবা
৮. নিরাপত্তা পরিষেবা (সিকিউরিটি কেয়ার সার্ভিস)

………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979-110993, 01619-110993

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

🌎 https://everycarebd.com
https://maps.app.goo.gl/5Q5xKGDFB4qpjXh49

https://youtube.com/.md.najmulhossain6157?si=jBoxW8jeKuPx1dAc

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।


#ফিজিওথেরাপি Everyone

‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নবব...
13/04/2025

‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নববর্ষ!’

🌎 https://everycarebd.com

#ঢাকা #শুভ #আনন্দ #মিরপুর

🔖 ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সহ সকল পরিষেবায় সুদীর্ঘ এক যুগ যাবৎ আমরা রয়েছি আপনার পাশে......  "মিরপুর পেইন ম্যানেজমেন্ট সে...
06/04/2025

🔖 ফিজিওথেরাপি চিকিৎসা সেবা সহ সকল পরিষেবায় সুদীর্ঘ এক যুগ যাবৎ আমরা রয়েছি আপনার পাশে......

"মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার"
সুস্থতা আর নির্ভরতায় অনন্য....

🔖 আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে আপনি পাবেন পরিষেবা সুবিধা সহ গ্রহনযোগ্য মানের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা। আমাদের মিশন হলো ব্যথামুক্ত ও সুস্থ জীবন নিশ্চিত করা। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগন আপনাকে ব্যক্তিগতভাবে সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

★ আমাদের পরিষেবা সমূহ নিম্নরূপঃ

১. ফিজিওথেরাপি চিকিৎসা সেবা
২. প্রবীণ স্বাস্থ্য পরিষেবা
৩. কেয়ার গিভার সার্ভিস
৪. বেবি সিটার / ন্যানি কেয়ার সার্ভিস
৫. চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত তথ্য সেবা
৬. কসমেটিক ডিভাইস সুন্নতের খৎনা সেবা
৭. পরিচ্ছন্নতা (গৃহকর্মী সরবরাহ) পরিষেবা
৮. নিরাপত্তা পরিষেবা (সিকিউরিটি কেয়ার সার্ভিস)

………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979-110993, 01619-110993

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ

🌎 https://everycarebd.com
https://maps.app.goo.gl/5Q5xKGDFB4qpjXh49

https://youtube.com/.md.najmulhossain6157?si=jBoxW8jeKuPx1dAc

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।


03/02/2025

ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে অনেক রোগী তাদের শারীরিক সমস্যা থেকে উপকৃত হয়েছেন। নিচে কিছু উদাহরণ দেওয়া হলোঃ

১. ক্রনিক পিঠে ব্যথা থেকে মুক্তি -
- রোগীর নাম: রহিমা (৪৫ বছর)।
- সমস্যা: দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা, বিশেষ করে নিচের দিকে। ডাক্তারের পরামর্শে ফিজিওথেরাপি নেন।
- চিকিৎসা: ম্যানুয়াল থেরাপি, ইলেক্ট্রোথেরাপি।
- ফলাফল: ৬ সপ্তাহের চিকিৎসার পর রহিমার ব্যথা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং তার দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য ফিরে পায়।

২. স্ট্রোক পরবর্তী পুনর্বাসন -
- রোগীর নাম: করিম (৬০ বছর)।
- সমস্যা: স্ট্রোকের পরে শরীরের ডান পাশ অবশ হয়ে যায় এবং কথা বলতে অসুবিধা হয়।
- চিকিৎসা: নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, বিশেষ ব্যায়াম এবং কথা বলার থেরাপি।
- ফলাফল: ৩ মাসের চিকিৎসার পর করিম হাঁটাচলা করতে পারেন এবং ধীরে ধীরে কথা বলার ক্ষমতা ফিরে পান।

৩. আর্থ্রাইটিসের ব্যথা কমাতে -
- রোগীর নাম: ফাতেমা (৫০ বছর)।
- সমস্যা: হাঁটুতে আর্থ্রাইটিসের কারণে ব্যথা এবং হাঁটতে অসুবিধা।
- চিকিৎসা: হালকা ব্যায়াম, তাপ থেরাপি এবং জয়েন্ট মোবিলাইজেশন।
- ফলাফল: ৪ সপ্তাহের চিকিৎসার পর ফাতেমার ব্যথা কমে যায় এবং তিনি সহজে হাঁটাচলা করতে পারেন।

৪. স্পোর্টস ইনজুরি থেকে পুনরুদ্ধার -
- রোগীর নাম: সাকিব (২৫ বছর)।
- সমস্যা: ফুটবল খেলার সময় পায়ের মাংসপেশিতে টান পড়ে।
- চিকিৎসা: থেরাপিউটিক ব্যায়াম, ইলেক্ট্রোথেরাপি।
- ফলাফল: ২ সপ্তাহের চিকিৎসার পর সাকিব আবার খেলায় ফিরে যান এবং পায়ের শক্তি ফিরে পায়।

৫. বাচ্চার বিকাশজনিত সমস্যা -
- রোগীর নাম: আরমান (৫ বছর)।
- সমস্যা: জন্মের সময় অক্সিজেনের অভাবের কারণে মোটর স্কিলের বিকাশ বাধাগ্রস্ত হয়।
- চিকিৎসা: পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, বিশেষ ব্যায়াম এবং গতিশীলতা প্রশিক্ষণ।
- ফলাফল: ৬ মাসের চিকিৎসার পর আরমান হাঁটতে এবং দৌড়াতে শেখে।

এই উদাহরণগুলি দেখায় যে ফিজিওথেরাপি চিকিৎসা বিভিন্ন বয়সের এবং বিভিন্ন সমস্যার রোগীদের জন্য কতটা উপকারী হতে পারে। এটি শুধু ব্যথা কমায় না, বরং জীবনযাত্রার মানও উন্নত করে।

🩺 ফিজিওথেরাপি চিকিৎসা সেবায়
সুদীর্ঘ ১০ বছর যাবৎ ...
আমরা রয়েছি আপনার পাশে
@ মিরপুর ১০
"মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার"
সুস্থতা আর নির্ভরতায় অনন্য....
………………………………………………
🏥 ফিজিওথেরাপি সার্ভিস
📌 সেকশন -১০, ব্লক - সি, লেন-৬, বাসা-১৩, মিরপুর, ঢাকা-১২১৬ (হোপ স্কুলের পাশে 'ধাবা' রেস্তোরাঁর বিপরীতে ফাইভ-স্টার সংলগ্ন গলি)
………………………………………………

📞 01979110993, 01619110993

🌎
https://everycarebd.com
https://maps.app.goo.gl/5Q5xKGDFB4qpjXh49

https://youtube.com/.md.najmulhossain6157?si=jBoxW8jeKuPx1dAc

⚕️ সেবা নিন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।


Address

Kazipara

Opening Hours

Monday 16:30 - 21:00
Tuesday 16:30 - 21:00
Wednesday 16:30 - 21:00
Thursday 16:30 - 21:00
Friday 16:30 - 21:00
Saturday 16:30 - 21:00
Sunday 16:30 - 21:00

Telephone

+8801979110993

Alerts

Be the first to know and let us send you an email when MPMC 2015 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MPMC 2015:

Share

MPMC 2015

ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম ও অপরিহার্য শাখা। প্রাচীন গ্রীসে " হিপোক্রেটিস " ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা করেছিলেন। খ্রীষ্টপূর্ব ৪৬০ সালে চিকিৎসাবিদ " হেক্টর " ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতেন। পরবর্তীতে বহুবিধ তত্ত্ব, তথ্য ও উপাত্ত অনুসারে ১৮৯৪ সালে স্বয়ংসম্পূর্নরুপে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করা হয়। নিউজিল্যান্ডে ১৯১৩ সালে এবং আমেরিকাতে ১৯১৪ সালে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হয়। বর্তমানকালে প্রমানিত হয়েছে যে, শারীরিক ও মানুষিক চিকিৎসায় ঔষধের পাশাপাশি অপারেশন ও ফিজিওথেরাপি চিকিৎসা অপরিহার্য। বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ফিজিওথেরাপি চিকিৎসার উপর নির্ভরশীল। বাত, ব্যথা, প্যারালাইসিস সহ শারীরিক সকল পূণর্বাসন কার্যে এই চিকিৎসা ব্যবস্থার ভূমিকা অপরিসীম। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মিরপুর ১০ নম্বর সেকশনে " মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার " এর আত্মপ্রকাশ ঘটে। স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট এর তত্তাবধানে কার্যকরী ফিজিওথেরাপি চিকিৎসা এবং রুগীর দ্রুত আরোগ্য লাভের লক্ষ্যকে সামনে রেখে নিরলস সেবা, পরামর্শ ও নিষ্ঠার সাথে অদ্যাবধি তাঁর কার্যক্রম চালিয়ে আসছে।

ফিজিওথেরাপি চিকিৎসা সেবায় আপনার পাশে " মিরপুর পেইন ম্যানেজমেন্ট সেন্টার " সুস্থতা আর নির্ভরতায় অনন্য.....

বিস্তারিত জানতে প্রদর্শিত লিংকটিতে প্রেস করুণ ;

https://www.facebook.com/MPMC-2015-720359521476619/