ডাক্তারের টিপস্ - Doctor's Tips

  • Home
  • ডাক্তারের টিপস্ - Doctor's Tips

ডাক্তারের টিপস্ - Doctor's Tips � বিভিন্ন বিষয়ক ডাক্তারি পরামর্শ জান?

21/06/2024

নিকটাত্মীয় থেকে রক্ত নেয়া থেকে বিরত থাকুন। নিকটাত্মীয়ের রক্ত মৃত্যুর কারণ হতে পারে।

বিয়ের কয়েক মাসের মাঝেই নাবিলা কনসিভ করল। ওর হাজব্যান্ড মুসা একটু খুঁতখুঁতে মানুষ, গাইনি ডাক্তার দেখানোর পরেই বলল নেক্স...
27/01/2024

বিয়ের কয়েক মাসের মাঝেই নাবিলা কনসিভ করল। ওর হাজব্যান্ড মুসা একটু খুঁতখুঁতে মানুষ, গাইনি ডাক্তার দেখানোর পরেই বলল নেক্সটাইম অন্য ডাক্তারের কাছে যাবে। নাবিলা প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালো। " ডাক্তার সাহেবা একটু বেশিই ব্যস্ত, আমাদের তেমন একটা সময় দিতে চান না মনে হলো" - মুসা ব্যাখ্যা করল।

নাবিলার একটু হাসি পেল - ডাক্তাররা তো এরকম করবেনই, প্রতিদিন কত শত রোগী দেখেন। তাদের পক্ষে কি আমাদের সাথে অনেক সময় দিয়ে কথা বলা সম্ভব!

আবার ভালো লাগলো এই ভেবে যে মুসা বেশ কেয়ারিং হাসবেন্ড। একসাথে ফিরতে ফিরতে ফোন বের করে মুসা মাতৃত্ব ইউটিউব চ্যানেলের একটা ভিডিও নাবিলাকে দেখতে দিল। ১৮ মিনিটের ভিডিও শুনে নাবিলা বুঝতে পারল কেন মুসা এভাবে চিন্তা করছে। হাজবেন্ডের প্রতি ভালবাসায় মনটা ভরে গেল!

বাসায় ফিরে নাবিলা সেই ইউটিউব চ্যানেল থেকে মাতৃত্ব’র ফেসবুক গ্রুপে জয়েন করে। বেশ জমজমাট একটা গ্রুপ, মায়েরা প্রশ্ন করছেন গ্রুপের অন্য আপুরা এডমিন আপুরা উত্তর দিচ্ছেন। খুবই আন্তরিক পরিবেশ!

সেই ভিডিওর কথাগুলো তখনও নাবিলার মাথায় ঘুরছিল। একটা কোর্সের কথা বলছিল যেন, নাবিলা ভাবলো! হয়তো আল্লাহই মিলিয়ে দিলেন, কয়েকদিন বাদে মাতৃত্ব গ্রুপের একটা নোটিফিকেশন পেল নাবিলা। তাদের প্রিনেটাল কোর্সে ৭ম ব্যাচে ভর্তি চলছে।

সেই ঘোষণা পোস্টটা নাবিলা তার হাসবেন্ডকে দেখালো, বললো - দেখো! কেমন স্কুলের বাচ্চাদের মত সিলেবাস বানিয়ে প্রেগন্যান্ট মহিলাদেরকে কোর্স করাচ্ছে! পুরো পোস্টটা মুসা মনোযোগ দিয়ে পড়ল, তারপর জানালো, " তোমাকে বলতেই ভুলে গেছি, এর মাঝে আমি তোমাকে এই কোর্সে ভর্তি করিয়ে দিয়েছি। পেমেন্ট করে তোমার হয়ে ফর্মটাও ফিলাপ করে দিয়েছি"

হাজবেন্ডের এই কথা শুনে নাবিলা যেন আকাশ থেকে পড়ল, কিন্তু সাথে সাথে সামলে নিল। মুসা এমনই! খুবই কেয়ারিং এবং তড়িৎ অ্যাকশন নেয়। " এ মাসের ২০ তারিখ থেকে ক্লাস শুরু, প্রতি শনিবার ও মঙ্গলবার। আমি চেষ্টা করব ঐ দিনগুলোতে একটু আগে বাসায় চলে আসতে! একসাথে দুজনে মিলে ক্লাস করব।"

পাশে বসে থাকা মুসার হাতটা জড়িয়ে ধরল নাবিলা, পরম ভালোবাসা ও নির্ভরতায় কাঁধে মাথা রেখে নাবিলার সেই ১৮ মিনিটের ভিডিওর কথা মনে পড়ে গেল, যেখানে বক্তা ভাইটি স্ত্রীর প্রেগনেন্সিকে own করে বলছিল, "we are pregnant"!

আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার মাথা নুঁয়ে আসছিল!

01/10/2023

সি-সেকশান একটা লাইফ-সেইভিং অপারেশন। জীবন ঝুঁকিতে পড়লে তবেই এই অপারেশন। তাই একে স্বাভাবিক মনে করবেন না। প্রাকৃতিক প্রসবই স্বাভাবিক

19/09/2023

অর্ধেকের বেশি বাংলাদেশী ডাক্তার রোগীর স্বাস্থ্যের উন্নতির চেয়ে ওষুধ কোম্পানির উন্নতির জন্য ওষুধ লিখে থাকেন,

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তারের টিপস্ - Doctor's Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share