UHC, Mithapukur, Midwives -Services

UHC, Mithapukur, Midwives -Services 24/7, Safest Normal delivery Services

গর্ভাবস্থায় শিশু পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম থাকা জরুরি। নবজাতকের হাড় ও দাঁত...
12/03/2025

গর্ভাবস্থায় শিশু পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম থাকা জরুরি। নবজাতকের হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। গর্ভাবস্থায় মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। তাই এ সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। গর্ভাবস্থায় দিনে ১২০০ থেকে ১৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ,এর পাশাপাশি গর্ভাবস্থায় দৈনিক ৬০ মিলিগ্রাম আয়রন দরকার। এটি রক্তকণিকার মাধ্যমে নবজাতকের দেহে অধিক পরিমাণ অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এর অভাবে শিশু ও মা দুজনের রক্তস্বল্পতা হতে পারে। এ ছাড়া এর অভাবে অপরিণত শিশু জন্মদান, মায়ের মানসিক অবসন্নতা ও বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় শুধু মাত্র খাবার দ্বারা এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না।তাই ১২ সপ্তাহের পর থেকে আয়রন ও ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট নেওয়া জরুরি।
মায়েদের হাতে সহজ ভাবে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট পৌছানোর উদ্দেশ্যে, uhfpo sir এর বিশেষ নির্দেশনায় অত্র হাসপাতালের এএনসি কর্ণারে মায়েদেরকে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হচ্ছে।

Rat jege kaj korar sarthokota tokhoni hoy jokhon akjon mayer mukhe hasi fhotano somvob hoy😊😊 Normal delivery
27/02/2025

Rat jege kaj korar sarthokota tokhoni hoy jokhon akjon mayer mukhe hasi fhotano somvob hoy😊😊 Normal delivery

গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। এসময় একই দেহে দু’টি প্রাণের অবস্থান।একজন মাকে এই সময় অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।এস...
06/02/2025

গর্ভকাল অন্য সময়ের চেয়ে আলাদা। এসময় একই দেহে দু’টি প্রাণের অবস্থান।একজন মাকে এই সময় অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।এসব জটিলতার কারণে প্রসবকালীন মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার বেশি।এসব জটিলতার মধ্যে অন্যতম ৫ টি বিপদ চিহ্ন হলো -রক্তপাত, মাথাব্যথা ও চোখে ঝাপসা দেখা, ভীষণ জ্বর, বিলম্বিত প্রসব,খিচুনি। গর্ভাবস্থায় কিছু নিয়ম মেনে চললে এই জটিলতা গুলো থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব। নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, আয়রন, ফলিক এসিড, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহন,,নিয়মিত গর্ভকালীন সেবা গ্রহণ,ও চিকিৎসক এর পরামর্শ গ্রহণ।
৫ টি বিপদ চিহ্নের মাধ্যে যেকোনো জটিলতা দেখা দিলে দ্রুত চলে আসুন আপনাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর। গর্ভকালীন সকল সেবা সঠিক ভাবে ও বিনামূল্যে পাওয়ার সকল ব্যবস্থা রয়েছে আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

গর্ভকালীন সময়ে এক জন মা কে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়।তাই সকল জটিলতা গুলো পার করে একটি সুস্থ সাভাবিক নবজাতক কে প...
05/02/2025

গর্ভকালীন সময়ে এক জন মা কে অনেক ধরনের জটিলতার সম্মুখীন হতে হয়।তাই সকল জটিলতা গুলো পার করে একটি সুস্থ সাভাবিক নবজাতক কে পৃথিবীতে আনতে প্রয়োজন গর্ভকালীন সেবা বা এএনসি কেয়ার।গর্ভকালীন সময় কমপক্ষে ৪ ভিজিট করা প্রয়োজন। আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এই গুরুত্বপূর্ণ সেবাটি খুব সহজেই পেতে পারেন।অত্র হাসপাতালে এই সেবা নির্বিঘ্নে পাওয়ার জন্য আমরা মিডওয়াইফ কর্মরত আছি।
এএনসি সেবা প্রদানের পর একজন মায়ের মুখে সুন্দর হাসি আমাদের বুঝিয়ে দেয় আমাদের সেবা প্রদান স্বার্থক।এ ভাবেই ভালো সেবা প্রদানে র মধ্য দিয়ে সকল মায়ের মুখে আমরা হাসি ফোটাতে চাই। (মিডওয়াইফ কুমকুম আক্তার)

কোন প্রকার জটিলতা ছাড়া আবার একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হলো,,এই নতুন সদস্যকে  পৃথিবীতে আসতে সহায়তা করেছি আমরা মিডওয়াইফ।এ...
04/02/2025

কোন প্রকার জটিলতা ছাড়া আবার একটি নরমাল ডেলিভারি সম্পন্ন হলো,,এই নতুন সদস্যকে পৃথিবীতে আসতে সহায়তা করেছি আমরা মিডওয়াইফ।এই ভাবে প্রত্যেক মা ও শিশুকে সেবা দিতে অত্র হাসপাতালে নিয়োজিত আছি ২৪ ঘন্টা আমরা মিডওয়াইফ।
জননী প্রজেক্ট কে অসংখ্য ধন্যবাদ এই নতুন সদস্যদের জন্য সুন্দর উপহারের ব্যবস্থার জন্য( বেবি টাউওয়েল)।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স যেন "৫০শয্যার মেডিকেল কলেজ হাস্পাতাল"  প্রতিনিয়ত সেবার মান ও পরিধি বিস্তারের ফলে স...
14/10/2024

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন "৫০শয্যার মেডিকেল কলেজ হাস্পাতাল" প্রতিনিয়ত সেবার মান ও পরিধি বিস্তারের ফলে সেবাগ্রহীতার কাছে হাস্পাতাল_টি দিন_দিন আস্থাশীল হয়ে উঠছে;
আর এই সেবাব্রতীর সারথি হলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্ণধার রংপুর জেলার অন্যতম ডাইনামিক ইউএইচএন্ডএফপিও জনাব ডা: মো: রাশেবুল হোসেন রুপম। তাহার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিয়মিত কর্ম পদচারণা, অন্যান্য চিকিৎসক করমকর্তা, নার্সিং ও মিডোয়াইফ কর্মকর্তা, চিকিৎসা প্রযুক্তি টেকনোলোজিস্ট ও সংশ্লিষ্ট সকল হেলথ্ প্রভাইডারগণের সম্মিলিত টিম ওয়ার্কিং প্রচেষ্টার ফলে আজকে হাস্পাতালটি জনবান্ধব হয়ে উঠছে।
বিশেষ দ্রস্ট্রব্য:
সেবা গ্রহিতা যেমন ২৪/৭ সেবা পাওয়ার অধিকার রাখে;
তেমনিভাবে সেবাপ্রদানকারিও সেবাগ্রহীতার কাছে সহযোগিতা ও শৃংখলা প্রত্যাশা করে।

সম্মানিত মিঠাপুকুরবাসী, আগামী ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার থেকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ HPV টিকা দেয়া হব...
11/10/2024

সম্মানিত মিঠাপুকুরবাসী, আগামী ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার থেকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ HPV টিকা দেয়া হবে।
৫ম-৯ম শ্রেণি/সমমান পর্যায়ে অধ্যয়নরত সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরী www.vaxepi.gov.bd website এ ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশনকৃত টিকার কার্ড নিয়ে আসলে টিকা নিতে পারবেন। ধন্যবাদ।
প্রচারে : উপজেলা স্বাস্থ্য বিভাগ, মিঠাপুকুর।
প্রয়োজনে যোগাযোগ : ০১৩১৫৭২৪৬৭৬।

তাপদাহ সংক্রান্ত জরুরী নোটিশ
22/04/2024

তাপদাহ সংক্রান্ত জরুরী নোটিশ

শোকবার্তাঃ   অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর   স্বাস্থ্য সহকারী জনাব ইলিয়াস হোসেনের সহধর্মীনি মাত্র ৩৫ বছর বয়সে হিমোরেজিক ...
01/04/2024

শোকবার্তাঃ
অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী জনাব ইলিয়াস হোসেনের সহধর্মীনি মাত্র ৩৫ বছর বয়সে হিমোরেজিক স্ট্রোক এ আক্রান্ত হয়ে কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এবং
তাকে (স্বাঃ সহঃ) এই শোক সইবার জন‌্য মহান রাব্বুল আলামিন তৌফিক দান করুন,
আমীন....।

22/02/2024

শোক সংবাদঃ
অদ‌্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স এর সিঃ স্টাফ নার্স মৌসুমী আক্তার ( মর্নিং ডিউটি- হাসপাতালে কর্তব‌্যকালীন সময়ে ) তাহার ( শিশু সন্তান নিজ বাড়িতে (কানুদাশপাড়া-শঠিবাড়ী)-পুকুর ডুবিতে) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে দোয়াঃ আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং মৌসুমী আকতার সহ তাহার পরিবারের সকল সদস‌্যগণকে এই শোক সইবার জন‌্য আল্লাহ তায়ালা রহমত করুন।
আমিন....।

Address

Mithapukur
5460

Alerts

Be the first to know and let us send you an email when UHC, Mithapukur, Midwives -Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to UHC, Mithapukur, Midwives -Services:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category