
12/03/2025
গর্ভাবস্থায় শিশু পরিপূর্ণ ভাবে বেড়ে ওঠার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় আয়রন ও ক্যালসিয়াম থাকা জরুরি। নবজাতকের হাড় ও দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। গর্ভাবস্থায় মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে। তাই এ সময় ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়। গর্ভাবস্থায় দিনে ১২০০ থেকে ১৫০০ মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয়। ,এর পাশাপাশি গর্ভাবস্থায় দৈনিক ৬০ মিলিগ্রাম আয়রন দরকার। এটি রক্তকণিকার মাধ্যমে নবজাতকের দেহে অধিক পরিমাণ অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে। এর অভাবে শিশু ও মা দুজনের রক্তস্বল্পতা হতে পারে। এ ছাড়া এর অভাবে অপরিণত শিশু জন্মদান, মায়ের মানসিক অবসন্নতা ও বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় শুধু মাত্র খাবার দ্বারা এই চাহিদা পূরণ করা সম্ভব হয় না।তাই ১২ সপ্তাহের পর থেকে আয়রন ও ক্যালসিয়াম এর সাপ্লিমেন্ট নেওয়া জরুরি।
মায়েদের হাতে সহজ ভাবে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট পৌছানোর উদ্দেশ্যে, uhfpo sir এর বিশেষ নির্দেশনায় অত্র হাসপাতালের এএনসি কর্ণারে মায়েদেরকে আয়রন ও ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হচ্ছে।