Mithapukur Upazila Health Complex, Mithapukur,Rangpur

Mithapukur Upazila Health Complex, Mithapukur,Rangpur 50 Bed Govt. Upazila Hospital

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
11/08/2025

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয় কর্তৃক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিদায় সংর্বধনা: অনুষ্ঠানঃ“যেতে নাহি দিব হায়;তবুও যেতে দিতে হয়।”“প্রতিটি বিদায় আশায় রাখে...আবার হয়তো দেখা হবে পুনঃমিলনে ।...
30/04/2025

বিদায় সংর্বধনা: অনুষ্ঠানঃ
“যেতে নাহি দিব হায়;
তবুও যেতে দিতে হয়।”

“প্রতিটি বিদায় আশায় রাখে...
আবার হয়তো দেখা হবে পুনঃমিলনে ।।”

এমনি এক প্রত‌্যাশার মিলনমেলা বাস্তব হয়ে দেখা দিলো মিঠাপুকুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স এর বিদায় সংর্বধনা অনুষ্ঠান আয়োজনেঃ
অদ‌্য ৩০এপ্রিল ২০২৫খ্রিঃ বুধবার অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর অধীনে বিগত সময়ে কর্মরত (সাবেক/সদ‌্য সাবেক) অবসরপ্রাপ্ত ও মৃতুবরণকারী স্বাস্থ‌্য পরিদর্শক, সহকারী স্বাস্থ‌্য পরিদর্শক, স্বাস্থ‌্য সহকারী, ও ইপিআই/মাঠকাজ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ (মৃতু-বরণকারীর উপস্থিত পরিবারবর্গ )-কে দেয়া হলো বিদায়ী সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা, ক্রেষ্ট ও সৌজন‌্য-উপহার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অত্র মিঠাপুকুর উপজেলা স্বাস্থ‌্য প্রশাসনের এর ডায়নামিক কর্ণধার উপজেলা স্বাস্থ‌্য ও পঃ পঃ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ রাশেবুল হোসেন রুপম।
উক্ত অনুষ্ঠানের মুল-উদ‌্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন অত্র রংপুর জেলার স্বাস্থ‌্য বিভাগীয় ফিল্ড সার্ভিস স্ট্রেংদেনিং ইনিশিয়েটিভ আইকোনিক ডেডিকেটেড পারসন ও অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এ মেডিকেল অফিসার( ডিজিজস্ কন্ট্রোল) জনাব ডাঃ এম এ হালিম লাবলু, এবং আরোও উপস্থিত ছিলেন অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর সংশ্লিস্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্তমান ও সাবেক কর্মরতদের মাঝে বিদায়ী-বেদনা যেন রুপ নেয় অনাবিল আনন্দ-উল্লাসে। সকলে মিলে যেন আগের সেই কর্মজীবনের কর্ম-চাঞ্চলতার উদ্দীপনা পায় ফিরে।
উক্ত অনুষ্ঠানটিকে সফল করার জন‌্য সার্বিক সহযোগীতা করে স্বাস্থ‌্য সহকারী এসোসিয়েশন মিঠাপুকুর উপজেলা শাখা। ও সিএইচসিপি এসোসিয়েশন, মিঠাপুকুর উপজেলা শাখা।

জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক‌্যাম্পেইন১৫মার্চ’২০২৫ইং(শনিবার)
11/03/2025

জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক‌্যাম্পেইন
১৫মার্চ’২০২৫ইং(শনিবার)

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স যেন "৫০শয্যার মেডিকেল কলেজ হাস্পাতাল"  প্রতিনিয়ত সেবার মান ও পরিধি বিস্তারের ফলে স...
14/10/2024

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন "৫০শয্যার মেডিকেল কলেজ হাস্পাতাল" প্রতিনিয়ত সেবার মান ও পরিধি বিস্তারের ফলে সেবাগ্রহীতার কাছে হাস্পাতাল_টি দিন_দিন আস্থাশীল হয়ে উঠছে;
আর এই সেবাব্রতীর সারথি হলেন অত্র স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্ণধার রংপুর জেলার অন্যতম ডাইনামিক ইউএইচএন্ডএফপিও জনাব ডা: মো: রাশেবুল হোসেন রুপম। তাহার ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিশেষজ্ঞ চিকিৎসকগনের নিয়মিত কর্ম পদচারণা, অন্যান্য চিকিৎসক করমকর্তা, নার্সিং ও মিডোয়াইফ কর্মকর্তা, চিকিৎসা প্রযুক্তি টেকনোলোজিস্ট ও সংশ্লিষ্ট সকল হেলথ্ প্রভাইডারগণের সম্মিলিত টিম ওয়ার্কিং প্রচেষ্টার ফলে আজকে হাস্পাতালটি জনবান্ধব হয়ে উঠছে।
বিশেষ দ্রস্ট্রব্য:
সেবা গ্রহিতা যেমন ২৪/৭ সেবা পাওয়ার অধিকার রাখে;
তেমনিভাবে সেবাপ্রদানকারিও সেবাগ্রহীতার কাছে সহযোগিতা ও শৃংখলা প্রত্যাশা করে।

সম্মানিত মিঠাপুকুরবাসী, আগামী ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার থেকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ HPV টিকা দেয়া হব...
11/10/2024

সম্মানিত মিঠাপুকুরবাসী, আগামী ২৪ অক্টোবর ২০২৪ রোজ বৃহস্পতিবার থেকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ১ ডোজ HPV টিকা দেয়া হবে।
৫ম-৯ম শ্রেণি/সমমান পর্যায়ে অধ্যয়নরত সকল ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরী www.vaxepi.gov.bd website এ ১৭ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিষ্ট্রেশনকৃত টিকার কার্ড নিয়ে আসলে টিকা নিতে পারবেন। ধন্যবাদ।
প্রচারে : উপজেলা স্বাস্থ্য বিভাগ, মিঠাপুকুর।
প্রয়োজনে যোগাযোগ : ০১৩১৫৭২৪৬৭৬।

তাপদাহ সংক্রান্ত জরুরী নোটিশ
22/04/2024

তাপদাহ সংক্রান্ত জরুরী নোটিশ

শোকবার্তাঃ   অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর   স্বাস্থ্য সহকারী জনাব ইলিয়াস হোসেনের সহধর্মীনি মাত্র ৩৫ বছর বয়সে হিমোরেজিক ...
01/04/2024

শোকবার্তাঃ
অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী জনাব ইলিয়াস হোসেনের সহধর্মীনি মাত্র ৩৫ বছর বয়সে হিমোরেজিক স্ট্রোক এ আক্রান্ত হয়ে কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এবং
তাকে (স্বাঃ সহঃ) এই শোক সইবার জন‌্য মহান রাব্বুল আলামিন তৌফিক দান করুন,
আমীন....।

22/02/2024

শোক সংবাদঃ
অদ‌্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্স এর সিঃ স্টাফ নার্স মৌসুমী আক্তার ( মর্নিং ডিউটি- হাসপাতালে কর্তব‌্যকালীন সময়ে ) তাহার ( শিশু সন্তান নিজ বাড়িতে (কানুদাশপাড়া-শঠিবাড়ী)-পুকুর ডুবিতে) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
অত্র স্বাস্থ‌্য কমপ্লেক্স এর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীর পক্ষ থেকে দোয়াঃ আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং মৌসুমী আকতার সহ তাহার পরিবারের সকল সদস‌্যগণকে এই শোক সইবার জন‌্য আল্লাহ তায়ালা রহমত করুন।
আমিন....।

05/01/2024

শোকবার্তা:
গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) জনাব আব্দুর রশীদ দালাল অসুস্থতা জনিত কারণে আজ বেলা ১২:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

অত্র মিঠাপুকুর উপজেলার মাননীয় সংসদ সদস্য ও মাননীয় সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পথিকৃত মিঠা...
18/09/2023

অত্র মিঠাপুকুর উপজেলার মাননীয় সংসদ সদস্য ও মাননীয় সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, পথিকৃত মিঠাপুকুরের স্বপ্নদ্রষ্টা, আধুনিক মিঠাপুকুরের রুপকার জননেতা এইচএন আশিকুর রহমান, এমপি স্যারের ঐকান্তিক চেষ্টায় একসময় অত্র উপজেলায় ইওসি বিভাগ চালু হয়েছিল যার ধারাবাহিকতায় আবারও অত্র উপজেলার মানুষের আরোও উন্নত চিকিৎসাসেবা গ্রহনের নিশ্চয়তা প্রদান করার লক্ষ্যে মিঠাপুকুর ৫০শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ১০০শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করন প্রস্তাব বিবেচনার জন্য মাননীয় এমপি স্যারের আমন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব(উন্নয়ন) মহোদয় জনাব মোঃ সাইফুল্লাহিল আজম এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশীর আহমেদ মহোদয় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিগত ১৫সেপ্টেম্বর২০২৩ইং তারিখ সরেজমিনে পরিদর্শন করেনএবং উপস্থিত রাজনৈতিক ব্যাক্তিবর্গ , সুধীজন ও কর্মকর্তা কর্মচারীগনের সাথে এবিষয়ে মতবিনিময় করেন। মাননীয় এমপি মহোদয় নিজে উপস্থিত থাকিয়া এবিষয়ে গুরত্ব আরোপকরতঃ সংশ্লিস্ট সকলের সহযোগীতা কামনা করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্ণধার ইউএইচএফপিও জনাব ডাঃ মোঃ রাশেবুল হোসেন, রংপুর জেলার সম্মানীত সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) জনাব ডাঃ রুহুল আমিন মহোদয়, মিঠাপুকুর উপজেলার সুযোগ্য ইউএনও মহোদয় ও অন্যান্য নেতৃবৃন্দ।

কোভিড-১৯ বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৩ বিজ্ঞপ্তিঃসারাদেশের ন্যায় অত্র মিঠাপুকুর উপজেলায়ও আগামী ৮-১০জুলাই/২০২৩ইং তারিখের ...
05/07/2023

কোভিড-১৯ বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৩ বিজ্ঞপ্তিঃ
সারাদেশের ন্যায় অত্র মিঠাপুকুর উপজেলায়ও আগামী ৮-১০জুলাই/২০২৩ইং তারিখের মধ্যে যে কোন ০২(দুই) দিন ব্যাপী (নির্দিষ্ট এলাকায় প্রতি ওয়ার্ডে(সাবেক-১,২,৩নং) আগেরদিন মাইকিং হবে) কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে॥
উক্ত ক্যাম্পেইন এর নিধারিত দিনে ৫-১২বঃ শিশুসহ ১৮বছরের উর্দ্ধে অন্যান্য সকল বয়সী পুরুষ-মহিলাকে (১ম,২য়,৩য় ও ৪র্থডোজ (প্রাপ্যতা সাপেক্ষে) কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, টিকাগ্রহনের জন্য অবশ্যই সুরক্ষা এপস/ ওয়েবসাইট থেকে পুর্বে নিবন্ধনকৃতগনের পুনরায় কার্ড ডাউনলোড করে/পুরাতন কার্ডের ফটোকপি সংগে নিয়ে আসার জন্য অনুরোধ করা হইল।
সেইসাথে পূর্বে টিকা নেন-নি এবং যারা টিকা নিয়েছেন কিন্তু এখনও অনলাইন/ নিবন্ধন করেননি, তারা ভোটার আইডি/ জন্মনিবন্ধন/ পাসপোর্ট এর মাধ্যমে নিবন্ধন করে কার্ড প্রিন্ট নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন।
মনে রাখতে হবেঃ অনলাইন/ সুরক্ষা এপস এ নিবন্ধন না করে টিকা নিয়ে পরবতর্ীতে কোভিড-১৯ সনদ/ সার্টিফিকেট পাওয়া সম্ভব নয়। সনদপ্রাপ্তিতে জটিলতা/ভোগান্তি এড়াতে সকলে অনলাইন/নিবন্ধন করে টিকা গ্রহণ করুন এবং সুরক্ষিত থাকুন।
প্রচারে---- উপজেলা স্বাস্থ্য বিভাগ, মিঠাপুকুর, রংপুর।
ধন্যবাদন্তে………
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, মিঠাপুকুর, রংপুর

13/06/2023

ভিটামিন *এ* প্লাস ক্যাম্পেইন আসন্ন....

Address

Mithapukur, Rangpur
Mithapukur

Alerts

Be the first to know and let us send you an email when Mithapukur Upazila Health Complex, Mithapukur,Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category