Islami Homeo Hall

Islami Homeo Hall This is Islami Homeo Hall and Best Homeo treatment Center. I will do service the every person for any problem. I try to solve the every patient from any problem.

Specially. I do treatment the baby and Covid-19. পরিচিতি:
দোকানের নাম: ইসলামী হোমিও হল (It is Best Homeo Treatment Center)
ডাক্তারের নাম : ডা: মো: আব্দুল হাই
দোকানের অবস্থান: মহেশপুর হাইস্কুল মার্কেট, মহেশপুর, ঝিনাইদহ
পোস্ট কোড: ৭৩৪০

এখানে হোমিওপ্যাথি ঔষধ দিয়ে সকল প্রকার জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়।

এখান থেকে দেশী বিদেশী সকল প্রকার ঔষধ বিক্রয় করা হয়।

বায়োকেমিক ঔষধ ও মাদার টিংচার ঔষধ দিয়ে দ্রুততার সাথে চিকিৎসা করা হয়।

কোভিড-১৯ এর উপর বিশেষ পারদর্শীতার সাথে রোগ নিরাময় করা হয়।

আমি মনে করি ইসলামি হোমও হল এর চিকিৎস হলো সর্বশ্রেষ্ট চিকিৎসা সেন্টার/ Best Homeo Treatment Center.

গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ ও প্রতিকারপেপটিক বা গ্যাস্ট্রিক আলসার রোগটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। রোগীরা সাধারণত...
17/07/2021

গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ ও প্রতিকার

পেপটিক বা গ্যাস্ট্রিক আলসার রোগটির সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। রোগীরা সাধারণত গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাসের ব্যথা, পেটের আলসার, খাদ্যনালির ঘা ইত্যাদি নামে সমস্যাটি উপস্থাপন করে থাকেন। এই রোগ সাধারণত দুই ধরনেরÑ পাকস্থলীর আলসার এবং অন্ত্রের আলসার। মূলত অনিয়মিত খাবার গ্রহণ, খাবার বাছাইয়ে অসতর্কতা এবং অগোছালো জীবনযাপন ইত্যাদি কারণে আমাদের দেশে এই রোগের প্রকোপ দেখা যায়।

গ্যাস্ট্রিক আলসার রোগের লক্ষণ

১. বুক ও পেটের ওপরের অংশে ব্যথা করা। পাকস্থলীর আলসারের ক্ষেত্রে খাবার খেলে এই ব্যথা কমে যায়। তবে অন্ত্রের আলসারের ক্ষেত্রে খাবার গ্রহণের পর এই ব্যথা বেড়ে যায়।

২. বুক জ্বালাপোড়া করা।

৩. টক বা তিক্ত স্বাদের ঢেকুর ওঠা।

৪. মাত্রাতিরিক্ত হেঁচকি আসা।

৫. বুকের পেছনের অংশে বা মেরুদণ্ডে ব্যথা অনুভূত হওয়া।

৬. ক্ষুধামান্দ্য।

৭. বমি বমি ভাব ও বমি হওয়া।

প্রতিকারের উপায়

পেপটিক আলসার ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসার জটিল কোনো রোগ নয়। ডাক্তারি পরামর্শ মোতাবেক ওষুধ সেবন ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। চলুন, এই রোগ থেকে প্রতিকারের সহজ কিছু উপায় জেনে নিই

১. ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার কম খাওয়া।

২. ধূমপান ও অ্যালকোহল গ্রহণ বর্জন করা।

৩. ক্যাফেইনযুক্ত খাবার এড়িয়ে চলা।

৪. অ্যাসপিরিন ও ব্যথানাশক ওষুধ এড়িয়ে চলা। এই ওষুধগুলোর কারণে আলসারের সমস্যা বেড়ে যেতে পারে।

৫. ভিটামিন এ, সি ও ই-যুক্ত ফলমূল ও শাকসবজি বেশি পরিমাণে খাওয়ার অভ্যাস করা। এই ভিটামিনগুলো আলসারের ঘা শুকাতে সাহায্য করে।

৬. ফাস্ট ফুড, প্রক্রিয়াজাত খাবার ও কোমলপানীয় এড়িয়ে চলা।

৭. প্রয়োজনমাফিক বিশুদ্ধ পানি পান করা।

চিকিৎসা

আলসারের সমস্যা হলে নিজে নিজে চিকিৎসা গ্রহণ করতে পারবেন, গ্যাস্টোবিন ঔষধটি ১০-১৫ ফোটা সামান্য পানির সাথে মিশিয়ে ১ঘন্টা পরপর কয়েকবার সেবন করুন, দেখবেন নিমিশেই গ্যাস দুর হয়ে গেছে।

সতর্কতা
নিজের চিকিৎসার পাশাপাশি নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন। সময়মতো চিকিৎসা না নিলে সমস্যাটি প্রকট আকার ধারণ করতে পারে। বিশেষ করে, আলসারের কারণে অন্ত্র বা পাকস্থলীতে রক্তক্ষরণ হতে পারে এবং পায়খানার সঙ্গে রক্ত যেতে পারে। অনেক সময় অন্ত্র বা পাকস্থলীতে ফুটো হয়ে যেতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ গ্রহণ করুন।

মূল্য : সর্বোচ্চ : ৬০টাকা।

সার্বিক সহায়তার জন্য ভিজিট করুন : https://www.facebook.com/IslamiHomeohall2021

ইসলামী হোমিও হল এর পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল
15/07/2021

ইসলামী হোমিও হল এর পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল

14/07/2021

নিজের স্কিনের যত্ন নেওয়ার এখন খুবই সহজ উপায়

নিজের মুখ ও শরীরের স্কিনকে পরিস্কার ও স্থায়ী ফরসা রাখতে ইনবক্স করুন

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.facebook.com/IslamiHomeohall2021

14/07/2021
14/07/2021
14/07/2021
12/07/2021
এখনে হোমিওপ্যাথি ঔষধ দ্বারা সকল প্রকার জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়
12/07/2021

এখনে হোমিওপ্যাথি ঔষধ দ্বারা সকল প্রকার জটিল ও কঠিন রোগের চিকিৎসা করা হয়

12/07/2021

হোমিও ঔষধের নাম ও কাজ | homeopathic medicine bangla | homeo medicine | homeopathy doctor

হোমিও ঔষধের নমুনা
12/07/2021

হোমিও ঔষধের নমুনা

ইসলামী হোমিও হলমহেশপুর হাইস্কুল মার্কেট, মহেশপুর, ঝিনাইদহ।এখানে দেশী বিদেশী হোমিও ঔষধ খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়।সকল ...
12/07/2021

ইসলামী হোমিও হল
মহেশপুর হাইস্কুল মার্কেট, মহেশপুর, ঝিনাইদহ।
এখানে দেশী বিদেশী হোমিও ঔষধ খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়।
সকল প্রকার রোগের যত্ন সহকারে সু-চিকিৎসা করা হয়।

Address

Moheshpur Hagh School Market, Jhenaidah, Khulna
Moheshpur
7340

Alerts

Be the first to know and let us send you an email when Islami Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Islami Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram